জিআইজেড’র প্রতিনিধি দলের চাঁপাইনবাবগঞ্জ পরিদর্শন

জিআইজেড’র প্রতিনিধি দলের চাঁপাইনবাবগঞ্জ পরিদর্শন জার্মানের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান জিআইজেড’র একটি প্রতিনিধি দল আজ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন। এ উপলক্ষে পৌরসভার সম্মেলন কক্ষে সিটি লেভেল স্টেকহোল্ডারদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। ইনোভেশন ফর ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় প্রকল্পের উদ্দেশ্য ও সুযোগবিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মোখলেছুর রহমান। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা আয়োজিত সভায় জিআইজেড’র প্রতিনিধি দলে ছিলেন, মিস জেসমিন রেমলিঞ্জার, মি. টারা, টিম স্টেইনার ও মেহেদী হাসান। সভায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চাঁপাইবাবগঞ্জ জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার, পৌর নির্বাহী কর্মকতা মামুন অর রশিদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, টিএলসিসি’র দরিদ্র প্রতিনিধির সদস্য মুনিরা বেগমসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কাউন্সিলর, টিএলসিসির সদস্য, পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে পৌরসভার কর্মকা- উপস্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শহর পরিকল্পনাবিদ ইমরান হোসেন। পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম জানান, জার্মান সরকারের অর্থায়নে এই প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় পরিবেশ সহনশীল অবকাঠামো, পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং নতুন নতুন উদ্ভাবনী কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রতিনিধি দলটি পৌরসভার প্রডাকশন ডিপ টিউবওয়েল এবং রেলবাগান বস্তি পরিদর্শন করেন।

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ ২ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। আজ দুপুরে চামাগ্রাম ও দেবীনগর এলাকায় তাদের মৃত্যু হয়। এতথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান। মৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আব্দুর রহিম ও এই উপজেলার দেবীনগর ইউনিয়নের দেবীনগর গ্রামের বুলবুল হকের ৬ বছর বয়সী মেয়ে মাহি খাতুন। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আজ দুপুরে চামাগ্রামের বাড়ির আঙিনায় তারে কাপড় নাড়তে গিয়ে বিদ্যুতায়িত হন আব্দুর রহিমের স্ত্রী। বিষয়টি টের পেয়ে তাকে বাঁচাতে গিয়ে আব্দুর রহিম বিদ্যুৎস্পৃষ্ট হন। স্ত্রী বেঁচে গেলেও মারা যান আব্দুর রহিম। অন্যদিকে, দেবীনগরের বাড়ির পাশের বৈদ্যুতিক চার্জে থাকা একটি ব্যাটারিচালিত ভ্যানে বসে খেলা করছিল মাহি। তখন সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মাহিকে মৃত ঘোষণা করেন। ওসি মিন্টু রহমান বলেন, পুলিশ দুটি মরদেহ উদ্ধার করেছে। সদর মডেল থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবঞ্জে আমের ঝুড়িতে বহনকালে ফেনসিডিলসহ আটক ১

সদর উপজেলায় আমের ঝুড়িতে (ক্যারেট) বিশেষ কায়দায় লুকিয়ে বহনকালে র‌্যাবের অভিযানে ৩১৫ বোতল ফেনসিডিলসহ রুবেল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। আটক ব্যক্তি নাটোরের বড়াইগ্রাম থানার কুজাইল দক্ষিণপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। র‌্যাব জানায়, গতকাল রাে মহারাজপুর ইউনিয়নের ফিল্ডেরহাট এলাকায় সড়কে চেকপোষ্ট বসিয়ে একটি অটোরিক্সায় তল্লাশী করে আমের ঝুড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে বহনকালে ফেনসিডিলসহ রুবেলকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব পূবপরিকল্পনা অনুযায়ী অবস্থান নিয়ে ফেনসিডিলসহ রুবেলকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতিমাসে জ্বালানি তেলের নতুন মূল্য সমন্বয় করছে সরকার। এ দফায় অকটেনের দাম ১৩১ টাকা, পেট্রোলের দাম ১২৭ টাকা ও ডিজেলের দাম ১০৭ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। গতকাল নতুন মূল্যের প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। সমন্বয়কৃত এ মূল্য ১ জুন থেকে কার্যকর হবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রাইসিং ফর্মুলার আলোকে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান মূল্য ১০৭ টাকা থেকে ৭৫ পয়সা বৃদ্ধি করে ১০৭ টাকা ৭৫ পয়সা, পেট্রোলের বিদ্যমান মূল্য ১২৪ টাকা ৫০ পয়সা থেকে ২ টাকা ৫০ পয়সা বাড়িয়ে ১২৭ টাকা এবং অকটেনের বিদ্যমান মূল্য ১২৮ টাকা ৫০ পয়সা থেকে ২ টাকা ৫০ পয়সা বৃদ্ধি করে ১৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা হ্রাস পেলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এ মূল্য সমন্বয় করতে হয়েছে।

৪ বিভাগীয় শহরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পৃথক চারটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় পরীক্ষার কেন্দ্র বিকেন্দ্রীকরণের বিষয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয়সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত চারটি সরকারি কলেজের স্নাতক পাস শিক্ষার্থীরা আসন ফাঁকা থাকা সাপেক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে (স্নাতকোত্তর) ভর্তি হতে পারবেন। এসব বিষয় নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সুলতান-উল-ইসলাম।