উগান্ডাকে গুঁড়িয়ে আফগানিস্তানের উড়ন্ত সূচনা

উগান্ডাকে গুঁড়িয়ে আফগানিস্তানের উড়ন্ত সূচনা টি-টোয়েন্টি বিশ্বকাপে নবাগত উগান্ডা পাত্তাই পেল না আফগানিস্তানের কাছে। আগে ব্যাট করে বড় সংগ্রহই গড়ে আফগানরা। পরে তাদের পেসার ফজলহক ফারুকি ও অন্য বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি আফ্রিকান দলটির ব্যাটাররা। আর তাতে বিশাল জয় দিয়ে আসর শুরু করলো আফগানরা। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আজ গ্রুপ ‘সি’-এ নিজেদের প্রথম ম্যাচে ১২৫ রানের বিশাল জয় তুলে নিয়েছে আফগানিস্তান। রানের হিসাবে এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ সর্বোচ্চ জয়। আগে ব্যাট করে দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহীম জাদরানের ব্যাটে ভর করে ৫ উইকেটে ১৮৩ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। জবাবে ১৬ ওভার পর্যন্ত ব্যাট করলেও সব উইকেট হারিয়ে মাত্র ৫৮ রান তুলতে পারে উগান্ডা। সবচেয়ে কম রানে অলআউট হওয়ার দিক থেকে এটি বিশ্বকাপের চতুর্থ সর্বনিম্ন।
ঈদযাত্রায় ১৪ জুনের রেলের অগ্রিম টিকিট মিলছে আজ

ঈদযাত্রায় ১৪ জুনের রেলের অগ্রিম টিকিট মিলছে আজ ঈদুল আজহা উপলক্ষে তৃতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীরা অনলাইনে এই টিকিট ক্রয় করতে পারছেন। বিক্রির তৃতীয় দিন আজ আগামী ১৪ জুনের ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হয় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি, আর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। বরাবরের মতো এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে। ঈদের আগে বিশেষ ব্যবস্থায় ৫ দিনের ট্রেনের আসন বিক্রি করা হবে। বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনায় বলা হয়, এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি, যা শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। ২ জুন থেকে যাত্রা শুরুর ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের আসন অগ্রিম হিসেবে বিশেষ ব্যবস্থাপনায় বিক্রি করা হবে।
চায়ের বহুমুখী উৎপাদনের দিকে মনোযোগ দিতে আহ্বান প্রধানমন্ত্রীর

চায়ের বহুমুখী উৎপাদনের দিকে মনোযোগ দিতে আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চায়ের বহুমুখী উৎপাদনের দিকে মনোযোগ দিতে হবে। বিশেষ করে অ্যারোমা চা তৈরি করতে হবে। বিদেশে এসব চায়ের অনেক চাহিদা রয়েছে। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় চা দিবস’ উদযাপন এবং জাতীয় চা পুরস্কার ২০২৪ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এখন কিন্তু মানুষের রুচি বদলে গেছে। তিনি বলেন, এখন শুধু চা পাতার চা নয়, বিভিন্ন ধরনের চা পাওয়া যায়। হারবাল চা, মশলা চা, তুলশী পাতা-ওষুধি পাতার ব্যবহার, বিভিন্ন ধরনের ফুল যেমন জেসমিন চা-ও বাজারে খুব চলে। সরকার প্রধান বলেন, বিভিন্ন ধরন ও ফ্লেভারের চা করা যেতে পারে এবং এই চাগুলোও কিন্তু প্যাকেটজাত করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যেতে পারে। সেই সাথে পাট পাতা থেকে তৈরি চা নিয়ে আরও পরীক্ষা এবং গবেষণা করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
ভোলাহাটে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ

ভোলাহাটে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ “সমাজ সেবায় গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ”- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে, উপজেলা পর্যায়ে বস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে, দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, ফিল্ড সুপারভাইজার শাহ জালালসহ অন্যরা। দিনব্যাপী প্রশিক্ষণে অংশ গ্রহন করেন উপজেলার গ্রাম কমিটির সভাপতি-দলনেতা, সাংবাদিক, ইমাম, শিক্ষক, অবসরপ্রাপ্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট অফিসের কর্মচারীরা।
চাঁপাইনবাবগঞ্জে দুই ফেনসিডিল কারবারির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে দুই ফেনসিডিল কারবারির যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে এক হাজার আটশত বোতল ফেনসিডিল নিজেদের হেফাজতে রেখে বিক্রির জন্য সংরক্ষণ ও বহনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের একটি মামলায় দু’জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড,পাঁচ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার(৪জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো: রবিউল ইসলাম আসামীদের অনুপস্থিতিতে (পলাতক) দন্ডাদেশ প্রদান করেন। দন্ডিতরা হল- জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর জাহাঙ্গীরপাড়া গ্রামের মৃত ফেলু মন্ডলের ছেলে আব্দুস সালাম (৪৩) ও চামা দুখুর মোড় গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে রফিকুল ইসলাম(৩৮)। আদালত সূত্র ও মামলার বিবরণে জানা যায় ও রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি রবিউল ইসলাম রবু বলেন,২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরে মহানন্দা সেতুর (বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতু) টোলপ্লাজার নিকট সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে বন্দর ছেড়ে আসা আমদানী পন্যবাহী একটি ট্রাকের গতিরোধ করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের একটি দল। চেকপাষ্টে ট্রাকটি তল্লাশী করে আমদানী পণ্যের আড়ালে ১ হাজার ৮০০ বোতল ফেনসিডিল পাওয়া গেলে গ্রেপ্তার হয় ট্রাক চালক সালাম ও হেলপার রকিফুল। এ ঘটনায় ওইদিন ৩ জনকে আসামী করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার। এ ঘটনায় ২০১৬ সালের ২৬ ডিসেম্বর ৯ জনকে অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশীট দাখিল করেন। ৮ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানাীর পর আদালত মঙ্গলবার সালাম ও রফিকুলকে দোষি সাব্যস্ত করে মামলার রায় ঘোষণা করেন ও ৬ জনকে তাদের উপস্থিতিতে বেকসুর খালাস দেন। অপর এক অভিযুক্ত মামলা চলাকালে মৃুত্যুবরণ করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড.নিয়ামত আলী নিয়াম।
স্কাউটসের মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড পেলেন জেলা প্রশাসক গালিভ খাঁন

স্কাউটসের মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড পেলেন জেলা প্রশাসক গালিভ খাঁন স্কাউট আন্দোলনের সার্বিক বিকাশ সাধন ও সম্প্রসারণে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটসের মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি এ কে এম গালিভ খাঁন। এ কে এম গালিভ খাঁন ব্যক্তিগত জীবনে ২০১২ সাল থেকে স্কাউটিংয়ে যুক্ত হন। প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি তিনি নিয়মিতই সময় দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জে স্কাউটিং কার্যক্রম এগিয়ে নিতে। জেলায় শতভাগ স্কাউট দল রেজিস্ট্রেশন ও সকল বিদ্যালয়ে স্কাউট ইউনিফরমসহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয় তারই পৃষ্ঠপোষকতায়। বরাবরই স্কাউট আন্দোলনে দক্ষ সংগঠকের ভূমিকায় ছিলেন এ কে এম গালিভ খাঁন- এমন তথ্য জানিয়ে বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জের সম্পাদক গোলাম রশিদ বলেন, চাঁপাইনবাবগঞ্জে স্কাউট আন্দোলনের সার্বিক বিকাশ সাধন ও সম্প্রসারণে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি এ কে এম গালিভ খাঁনকে মেডেল অব মেরিট অ্যাওয়ার্ডে ভূষিত করেছে বাংলাদেশ স্কাউট। ৫২তম জাতীয় কাউন্সিলের সাধারণ সভায় সম্মানসূচক বাংলাদেশ স্কাউটসের মেডেল অব মেরিট অ্যাওয়ার্ডপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।
শিবগঞ্জে ৩৬ ভরি স্বর্ণালঙ্কার চুরি

শিবগঞ্জে ৩৬ ভরি স্বর্ণালঙ্কার চুরি শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি বাসভবন থেকে ৩৬ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ উঠেছে। আজ সকালে স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন নার্সেস কোয়ার্টারের সিনিয়র স্টাফ নার্স সাকেরা বেগমের বাসায় এই চুরি সংঘটিত হয়। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। সিনিয়র স্টাফ নার্স সাকেরার স্বামী মনিরুল ইসলামও একই স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত রয়েছেন। সাকেরা বেগম জানান, সকালে তিনি ও তার স্বামী হাসপাতালে ডিউটিতে চলে যান। পরে পৌনে ১২টার দিকে তার স্বামী বাসায় এসে দেখেন দরজা ও আলমারির তালা ভেঙ্গে সব স্বর্ণালঙ্কার নিয়ে গেছে চোরেরা। তিনি জানান, চোরেরা তার বাসা থেকে মোট ৩৬ ভরি স্বর্ণলঙ্কার নিয়ে গেছে। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি জানান, চুরির খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে একটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজে দেখা গেছেÑ সাড়ে ৯টার দিকে চোরেরা ওই বাসায় প্রবেশ করে ও সাড়ে ১০টার কিছু আগে বের হয়ে যায়। সেখানে অন্তত ৪-৫ জনের উপস্থিতি দেখা গেছে। চোরদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানান ওসি।
শিবগঞ্জে প্রাথমিকের হলদে পাখি সম্প্রসারণের লক্ষে মতবিনিময়

শিবগঞ্জে প্রাথমিকের হলদে পাখি সম্প্রসারণের লক্ষে মতবিনিময় ২০২৩-২৪ অর্থবছরে প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখি সম্প্রসারণের লক্ষে শিবগঞ্জে উপজেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের স্থানীয় কমিশনার মোস্তারি খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অর্ফিসার ও বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা উজ্জল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ। এ সময় সভায় উপজেলা পর্যায়ের ৩২ জন শিক্ষিকা অংশ নেয়।
ভোলাহাটে আমের বেচা-বিক্রি শুরু হলেও দাম চড়া

ভোলাহাটে আমের বেচা-বিক্রি শুরু হলেও দাম চড়া চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আম ফাউন্ডেশনের আমবাজারে গত শনিবার থেকে আম বাজারজাত শুরু হয়েছে। তবে বাজারে আমের দাম চড়া। গতবছরের চেয়ে এবছর দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে আম। সোমবার আমের বাজার ঘুরে এ তথ্য জানা গেছে। বাজারে লক্ষণভোগ আমের দাম প্রকারভেদে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকা মণ, যা গতবছর ছিল ৬০০ থেকে ৮০০ টাকা মণ। খিরসাপাত ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা মণ দরে বিক্রি হলেও বাজারে তেমন দেখা মেলেনি। গতবছর এ আম বিক্রি হয়েছিল ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকা মণ। গুটি আম প্রতি মণ বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকা মণ। গতবছর ছিল ৬০০ থেকে ৭০০ টাকা মণ। এছাড়া আগাম জাতের সুমিষ্ট গোপালভোগ আমের দেখা মেলেনি বাজারে। চড়া দামের ব্যাপারে আম ব্যবসায়ী লাল দেওয়ান, মো. মোয়াজ্জেম হোসেন, ভুট্টু মেম্বার, মো. মনিরুল ইসলাম, মো. নজরুল ইসলাম জানান, এবছর যেসব গাছে আগাম মুকুল এসেছিল, সেসব গাছে আম হয়েছে। বাকি যেসব গাছে পরে মুকুল এসেছিল, বৃষ্টির কারণে সেসব গাছের মুকুল নষ্ট হয়ে যাওয়ায় আম আসেনি। গত বছরের তুলনায় ৭৫ শতাংশ আম কম হওয়ায় এবার আমের দাম চড়া। দাম কমার সম্ভাবনা নেই বলেও জানান তারা। আম ফাউন্ডেশন ভোলাহাটের সাধারণ সম্পাদক মো. মুনসুর আলী বলেন, গতবছর এ সময় বাজারে প্রচুর আম বিক্রি হয়েছে। কিন্তু আবহাওয়ার কারণে এ বছর উৎপাদন খুব কম হওয়ায় বাজারেও আম কম আসছে।
উদ্যোক্তাদের কার্যক্রম দেখলেন পিকেএসএ’র বিভূতি ভূষণ

উদ্যোক্তাদের কার্যক্রম দেখলেন পিকেএসএ’র বিভূতি ভূষণ চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির রেইজ প্রকল্পের শিক্ষানবিশি কার্যক্রম পরিদর্শন করেছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর মহাব্যবস্থাপক (নিরীক্ষা) বিভূতি ভূষণ বিশ্বাস। সোমবার এ শিক্ষানবিশি কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এসময় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন উপস্থিত ছিলেন। বিশ্বব্যাংক ও পিকেএসএফের অর্থায়নে ও কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রয়াস। এ সময় রেইজ প্রকল্প থেকে কাজ শিখে মোটরসাইকেল সার্ভিসিংয়ের দোকান দেয়া একজন উদ্যোক্তা ও অ্যালুমিনিয়াম ফেব্রিকেশন ট্রেডের এমসিপি ও শিক্ষানবিশদের সঙ্গে কথা বলেন এবং তাদের কার্যক্রম দেখেন বিভূতি ভূষণ। এসময় তিনি তাদের লগবুক, ফার্স্ট এইড বক্সসহ হাজিরা খাতাও দেখেন। পরিদর্শনকালে তার সঙ্গে অন্যদের মধ্যে ছিলেন- রেইজ প্রকল্পের সমন্বয়কারী আলম বিশ্বাস, এলএসইডি মারুফ হোসেন, প্রয়াসের প্রোগ্রাম ম্যানেজার জহুরুল ইসলাম ও ইউনিট ব্যবস্থাপক সোহেল রানা।