ওয়ার্ল্ড ভিশনের কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা

ওয়ার্ল্ড ভিশনের কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের কর্মপরিকল্পনা বিষয়ক ৩ দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। আজ নবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনা বিষয়ক কর্মশালার উদ্বোধন করেনÑ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) দেবেন্দ্র নাথ উরাঁও। বিশেষ অতিথি ছিলেনÑ সদর উপজেলা নির্বাহী আিফসার তাছমিনা খাতুন। ওয়ার্ল্ড ভিশন রাজশাহীর সিনিয়র ম্যানেজার স্পন ম-লের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- উপপরিচালক (প্রোগ্রাম কোয়ালিটি) করিম হাওলাদার, ম্যানেজার (কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড মনিটরিং পার্টনারিং) চৌধুরী তাশফিক ই হাবিব, প্রোগ্রাম কোয়ালিটি জাহাবুল ইসলাম। ৩ দিনব্যাপী কর্মশালায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, ধর্মীয় নেতা, শিক্ষক, অভিভাবক, শিশু ও যুব ফোরামের সদস্য, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নিয়েছেন।

বিজয় নার্সিং ইনস্টিটিউট এর আয়োজনে খাদ্য মেলা অনুষ্ঠিত

বিজয় নার্সিং ইনস্টিটিউট এর আয়োজনে খাদ্য মেলা অনুষ্ঠিত আজ চাঁপাইনবাবগঞ্জের শাহীবাগ সার্কিট হাউস মোড়ের বিজয় নার্সিং ইনস্টিটিউট এর আয়োজনে খাদ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ খাদ্য মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নার্সিং ইনস্টিটিউট এর চেয়ারম্যান এ্যাডভোকেট নুরবানু খাতুন, বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ যক্ষা হাসপাতালের অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. আফজাল হোসেন, শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের প্রদর্শক রসায়ন জনাব তাজেমুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন নার্সিং ইনস্টিটিউট এর ইন্সট্রাক্টর জনাব হামিদা খাতুন, জনাব আফরোজা কায়সার, জনাব জোসনা খাতুনসহ নার্সিং ইনস্টিটিউট এর ছাত্র ছাত্রীবৃন্দ। বিজয় নার্সিং ইনস্টিটিউট এর প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বলেন পুষ্টি সমৃদ্ধ সুষম খাবার নিশ্চিত করতে হবে। বর্তমানে ভেজাল ও অস্বাস্থ্যকর খাবের সমারোহো আপনারাই জাতির ভবিষৎ আপনারাই স¦াস্থ্যকর খাবার নিশ্চিত করবেন এই লক্ষে বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় আপনাদের এই সুষম ও পুষ্টিকর খাবারে মেলার আয়োজনের জন্য সিলেবাসে অন্তরভুক্ত করেছেন, যাতে আপনারা সেবক হিসেবে কাজ করার সময় রোগীদেরকে যেন সুষম ও পুষ্টিকর খাবার প্রদান করতে পারেন। ছাড়াও বক্তারা বলেন জীবন ধারনের জন্য খাদ্য দরকার, খাদ্য দেহ গঠন ও বৃদ্ধি সাধন করে, তাপ উৎপাদন ও কর্মশক্তি প্রদান, রোগ প্রতিরোধ বৃদ্ধি ও দেহের অভ্যান্তরীন কার্যাদি নিয়ন্ত্রন করে। তাই প্রত্যেকে খাদ্যের বিষয়ে সচেন করতে হবে এবং পুষ্টিকর, সুস্বম খাবারের বিষয়ে সচেন করতে হবে।

চাঁপাইনবাবগঞ্জ বজ্রপাতে দু’শিশু, এক নারীসহ ৩ জন নিহত

চাঁপাইনবাবগঞ্জ বজ্রপাতে দু’শিশু, এক নারীসহ ৩ জন নিহত শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় দুই শিশু ও এক নারীসহ ৩ জনের মৃুত্য হয়েছে। আজ বিকালে জেলাব্যাপী বয়ে যাওয়া ঝড়বৃষ্টির সময় ঘটনাগুলো ঘটে। মৃতরা হল- শিবগঞ্জ পৌর এলাকার চতুরপুর মহল্লার সুভাষ ভকতের স্ত্রী ও শিবগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী ববি ভকত, শিবগঞ্জের পাাঁকা ইউনিয়নের দক্ষিণপাঁকা নিশিপাড়া গ্রামের রাকিবুল ইসলামের মেয়ে কবিতা খাতুন ও ভোলাহাটের আন্দিপুর হঠাৎপাড়ার ইসলামের মেয়ে আমেনা। শিবগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন বলেন, ববির ৩টি শিশু সন্তান রয়েছে। দুপুরে ঝড়বৃষ্টি শুরু হলে আমকুড়াতে যাবার সময় বজ্রপাতে সে মারা যায়। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা এবং কবিতার প্রতিবেশী ও আত্মীয় বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বলেন, দুপুরে ঝড়ের সময় বাড়ির টিউবওয়েলে গোসল করার সময় বজ্রপাতে মারা যায় নিশিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী কবিতা। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) সুমন কুমার বলেন, দুপুরের পর ঝড়ের সময় বাড়ির পাশে আম কুড়ানোর সময় বজ্রপাতে আহত হয় আমেনা। তাকে উদ্ধার করে উপজেলা চিকিৎসা কেন্দ্রে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চলতি বছরের এইচএসসির প্রবেশপত্র পাওয়ার তারিখ প্রকাশ

এইচএসসির প্রবেশপত্র পাওয়ার তারিখ প্রকাশ চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রবেশপত্র আগামী ১০ জুন দেয়া শুরু হবে, শেষ হবে ১১ জুন। গতকাল সন্ধ্যায় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এক চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র উল্লিখিত সময়সূচি অনুযায়ী বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে বিতরণ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষককে (স্বাক্ষর সত্যায়িতসহ) কেন্দ্রের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস চলাকালীন গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। কোনো অবস্থায়ই শিক্ষক ছাড়া অন্য ব্যক্তিকে প্রবেশপত্র গ্রহণ করার ক্ষমতা দেয়া যাবে না। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলে আবেদনপত্রে গভর্নিং বডির সভাপতি-জেলা প্রশাসক-উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে।

বছরের শেষদিকে মূল্যস্ফীতি কমতে শুরু করবে বলেছেন অর্থমন্ত্রী

বছরের শেষদিকে মূল্যস্ফীতি কমতে শুরু করবে বলেছেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ করতে বাজেটের আকার ছোট রাখা হয়েছে। চলতি বছরের শেষদিকে মূল্যস্ফীতি কমতে শুরু করবে। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন অর্থ সচিব ড. খায়রুজ্জামান মজুমদার। গতকাল জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হয়। প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য ঠিক করা হয়েছে। যদিও ১৪ মাস ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে রয়েছে। আগামী অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৭৫ শতাংশ। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ছিল ৭ দশমিক ৫ শতাংশ। পরে তা কমিয়ে ৬ দশমিক ৫ শতাংশ করা হয়।  

সৌদি পৌঁছেছেন ৬৭ হাজার ১৩৮ বাংলাদেশি হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৬৭ হাজার ১৩৮ বাংলাদেশি হজযাত্রী হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১২ জনের মৃত্যু হলো। এদিকে হজ পালনের জন্য এখন পর্যন্ত পর্যন্ত সৌদি পৌঁছেছেন ৬৭ হাজার ১৩৮ জন হজযাত্রী। আজ হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক। হেল্পডেস্কের তথ্যমতে, এ পর্যন্ত মোট ১৭২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯০টি, সৌদি এয়ারলাইনসের ৫৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৬টি ফ্লাইট পরিচালনা করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৫০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬২ হাজার ৫৮৮ জন হজযাত্রী হজে গিয়েছেন।

ফৌজদারি মামলায় লোকসভার জয়ী ২৫১ জনের বিরুদ্ধে

ফৌজদারি মামলায় লোকসভার জয়ী ২৫১ জনের বিরুদ্ধে সদ্য শেষ হয়েছে ভারতের লোকসভা নির্বাচন। দেশটির সংসদের নিম্নকক্ষ লোকসভার আসন সংখ্যা ৫৪৩ আসন, অর্থাৎ জয়ী সংসদ সদস্যদের সংখ্যা ৫৪৩ জন। এর মধ্যে ২৫১ জনের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা রয়েছে, তাদের মধ্যে আবার ২৭ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। জরিপে দেখা গেছে, ২০১৯ সালের নির্বাচনে জয়ী সংসদদের মধ্যে ২৩৩ জনের বিরুদ্ধে, ২০১৪ সালে ১৮৫ জন এর বিরুদ্ধে এবং ২০০৯ সালে ১৬২ জন এবং ২০০৪ সালে ১২৫ জন জয়ী সাংসদের বিরুদ্ধে এই ফৌজদারি অপরাধের মামলা ছিল। রাষ্ট্রীয় জনতা দল আরজেডি এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ আইইউএমএল-এর জয়ী সাংসদদের শতকরা ১০০ ভাগের বিরুদ্ধেই ফৌজিদারি অপরাধ সম্পর্কিত মামলা দায়ের রয়েছে। এছাড়া বিজেপির জয়ী ২৪০ জন সাংসদদের ৩৯ শতাংশ, কংগ্রেসের জয়ী ৯৯ জন সাংসদের মধ্যে ৪৯ শতাংশ, সমাজবাদী পার্টির ৩৭ জন জয়ী সাংসদের ৫৭ শতাংশ, তৃণমূল কংগ্রেসের ২৯ জন জয়ী সংসদের ৪৫ শতাংশ এবং ডিএমকে’এর জয়ী ২২ জন সাংসদের ৬৯ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।

স্বর্ণ ক্রয়ে বিশ্বে তৃতীয় ভারত-ডব্লিউজিসির বিবৃতি

স্বর্ণ ক্রয়ে বিশ্বে তৃতীয় ভারত-ডব্লিউজিসির বিবৃতি গত মে মাসে স্বর্ণ ক্রয়ের হিসেবে বিশ্বে তৃতীয় স্থানে ছিল ভারত। স্বর্ণ বাণিজ্যের বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সর্বশেষ বিবৃতি অনুযায়ী, মে মাসে মোট ৮ কোটি ৬৫ লাখ ডলার মূল্যের স্বর্ণ কিনেছে দেশটি। এই তালিকায় ভারতের সামনে রয়েছে কেবল চীন এবং সুইজারল্যান্ড। ডব্লিউজিসির বিবৃতিতে বলা হয়েছে, একক দেশ হিসেবে গত মে মাসে ২৫ কোটি ৩০ লাখ ডলার মূল্যের স্বর্ণ ক্রয় করে স্বর্ণের ক্রেতা দেশগুলোর তালিকায় শীর্ষে রয়েছে চীন; তারপর যথাক্রমে রয়েছে সুইজারল্যান্ড এবং ভারত। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামও বেড়েছে মে মাসে। প্রতি আউন্স (২৮ দশমিক ৩৭ গ্রাম) স্বর্ণ এই মাসে বিক্রি হয়েছে ২ হাজার ৩৪৮ ডলারে (২ লাখ ৭৫ হাজার ৪০৭ টাকা), যা আগের মাস এপ্রিলের তুলনায় শতকরা ২ শতাংশ বেশি।

আগামীকাল লঙ্কা বধের মিশন

আগামীকাল লঙ্কা বধের মিশন সংস্কৃত মহাকাব্য রামায়ণে বাল্মীকি যে পা-িত্যের পরিচয় দিয়েছেন সেটি জগদ্বিখ্যাত। তার সেই রচনার পরে ‘লঙ্কা বধ’ শব্দ এখন বহুল পরিচিত। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে এই লঙ্কা বধ এসেছে ভিন্ন প্রেক্ষাপটে। আগামীকাল সকাল সাড়ে ৬টায় যুক্তরাষ্ট্রের ডালাসে অবস্থিত গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে নামবে বাংলাদেশ। এটাই টাইগার বাহিনীর প্রথম ম্যাচ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। একারণেই লঙ্কা বধের বিষয়টি সামনে এসেছে। ইতিমধ্যে শ্রীলঙ্কা একটি ম্যাচ খেললেও বাংলাদেশের যাত্রাটা সবে শুরু হবে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পরে লঙ্কান বাহিনী এবার মুখিয়ে রয়েছে একটি জয়ের জন্য। নাজমুল হোসেন শান্তরা এই ম্যাচে জয় পেলেই শ্রীলঙ্কার পরের আসরে যাওয়ার পথটা কিছুটা কঠিন হয়ে যাবে। ভারত বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ পেয়েছে ভিন্ন মাত্রা। এশিয়ার দুই ক্রিকেট দলের লড়াই এখন ভিন্ন এক দ্বৈরথে পরিণত হয়েছে।

বিশ্বকাপে নামিবিয়াকে হারিয়ে স্কটল্যান্ডের প্রথম জয়

বিশ্বকাপে নামিবিয়াকে হারিয়ে স্কটল্যান্ডের প্রথম জয় নামিবিয়ার হয়ে কেবল লড়লেন গেরহার্ড এরাসমাস। লড়াকু এক লক্ষ্যের জবাবে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে নামিবিয়া। তবে চাপ সামলে দারুণ এক জুটি গড়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় উপহার দিলেন রিচি বেরিংটন ও মাইকেল লিস্ক। বারবাডোজে গতকাল রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে নামিবিয়ার বিপক্ষে স্কটল্যান্ডের জয় ৫ উইকেটে। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে নামিবিয়া। যেটি ৯ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে স্কটল্যান্ড। নিজেদের আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে উড়ন্ত শুরুর পর বৃষ্টিতে ভেসে গেলে পয়েন্ট ভাগাভাগি করতে হয় স্কটল্যান্ডের। অপরদিকে নামিবিয়া তাদের আগের ম্যাচে ওমানের বিপক্ষে সুপার ওভারে জয়লাভ করে।