রোহিঙ্গা ভোটারদের বিষয়ে তদন্ত করে তালিকা দাখিলের নির্দেশ

রোহিঙ্গা ভোটারদের বিষয়ে তদন্ত করে তালিকা দাখিলের নির্দেশ সারা দেশে কত রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে, তদন্ত করে তার তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্বাচন কমিশন, স্থানীয় সরকার সচিব, কক্সবাজারের ডিসিসহ সংশ্লিষ্টদের আগামী ৮ আগস্টের মধ্যে তালিকা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। গতকাল সারা দেশে কত রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তদন্ত করে তার তালিকা দাখিলের নির্দেশনা চেয়ে রিট করা হয়।

ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ বাংলাদেশে আগামী ১৭ জুন সোমবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে।  ঈদের ছুটির সময় ব্যাংকগুলোর এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডিজিটাল সেবার মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করারও নির্দেশনা দেওয়া হয়েছে। আজ বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, এটিএম বুথ, পয়েন্ট অব সেল (পিওএস), ইন্টারনেট ব্যাংকিং, ই-পেমেন্ট গেটওয়ে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে হবে। এসব লেনদেনে কোনোভাবেই গ্রাহক যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে ব্যাংকগুলোকে বিশেষ ব্যবস্থা নিতে হবে।  

আরও ২৬ জেলা, ৭০ উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা

আরও ২৬ জেলা, ৭০ উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা দেশের আরও ২৬টি জেলা এবং ৭০ উপজেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দিয়ে এখন পর্যন্ত মোট ৫৮ জেলা ও ৪৬৪টি উপজেলা ভূমি ও গৃহহীনমুক্ত হলো। আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে আরও ১৮ হাজার ৫৬৬ ভূমি ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে জমিসহ ঘর বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন। আসন্ন ঈদুল আজহার আগে শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ঘর পেলেন অসহায় এসব পরিবার। প্রধানমন্ত্রীর পক্ষে মাঠ প্রশাসনের কর্মকর্তারা উপকার ভোগীদের হাতে জমির দলিল এবং ঘরের চাবি হস্তান্তর করেন।

পলিটেকনিক ইনস্টিটিউটে মাদকবিরোধী আলোচনা

পলিটেকনিক ইনস্টিটিউটে মাদকবিরোধী আলোচনা ‘মাদক সেবন রোধ করি-সুস্থ সুন্দর জীবন গড়ি’- এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকদ্রব্যের কুফল সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শিক্ষাপ্রতিষ্ঠানের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রতৌশলী আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে মাদকদ্রব্যের কুফল সম্পর্কে আলোচনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক আনিছুর রহমান খাঁন। বিশেষ অতিথির বক্তব্য দেন- উপাধ্যক্ষ সেলিম আহমেদ। উপাধ্যক্ষ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন- ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগের চিফ ইন্সট্রাক্টর আফিদা রহমান ও রসায়ন বিভাগের (নন-টেক) চিফ ইন্সট্রাক্টর দূর্গা চরন রায়। বক্তারা মাদকের কুফল তুলে ধরে বলেন- মাদক এমনই একটি বস্তু, যা শুধু একজন মানুষকেই ধ্বংস করে না, গোটা পরিবারকে ধ্বংস করে, রাষ্ট্রের ক্ষতি করে। কাজেই মাদক থেকে দূরে থাকতে হবে, মাদক সেবনকারীদের আইন প্রয়োগকারী সংস্থার হাতে ধরিয়ে দিতে হবে।

শিবগঞ্জে ৭৩ হাজার ৮৩৫ অসহায় পরিবার পেল ভিজিএফের চাল

শিবগঞ্জে ৭৩ হাজার ৮৩৫ অসহায় পরিবার পেল ভিজিএফের চাল আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে শিবগঞ্জের ১৫টি ইউনিয়নে ৭৩ হাজার ৮শ’ ৩৫টি অসহায় পরিবার পেয়েছে  ১০ কেজি করে ভিজিএফের  চাল। আজ বিকেলে এ তথ্য জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম। তিনি জানান, গত ৯ জুন থেকে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়ে চলে আজ পর্যন্ত। জনসংখ্যার ভিত্তিতে শাহাবাজপুর ইউনিয়নে ৭ হাজার ২৫৫টি পরিবার, দাইপুখুরিয়া ইউনিয়নে ৫ হাজার ৪৫৩টি, মোবারকপুর ইউনিয়নে ৪ হাজার ১২৯টি, চককীর্তি ইউনিয়নে ৫ হাজার ৫০টি, কানসাট ইউনিয়নে ৫ হাজার ৪৫৫টি, শ্যামপুর ইউনিয়নে ৫ হাজার ৫৬৯টি, বিনোদপুর ইউনিয়নে ৫ হাজার ৬৬১টি, মনাকষা ইউনিয়নে ৭ হাজার ২৫০টি, দুর্লভপুর ইউনিয়নে ৭ হাজার ৫৩৯টি, উজিরপুর ইউনিয়নে ১ হাজার ৩১৬টি, পাঁকা ইউনিয়নে ২ হাজার ৯৭৩টি, ঘোড়াপাখিয়া ইউনিয়নে ২ হাজার ৩০৬টি, ধাইনগর ইউনিয়নে ৫ হাজার ৩৪৪টি, নয়ালাভাঙ্গা ইউনিয়নে ৫ হাজার ৭৪৯টি, ও ছত্রাজিতপুর ইউনিয়নে ২ হাজার ৭৮৬টি পরিবার পেয়েছেন এই ভিজিএফের চাল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, ভিজিএফ বরাদ্দের ক্ষেত্রে দুস্থ, অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ সহায়তা প্রদান করতে হবে। ভিজিএফ কার্ডপ্রতি দেয়া হয় ১০ কেজি চাল। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুস্থ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। এছাড়া চাল বিতরণ কাজ শেষ করে সমাপ্তি প্রতিবেদন ও মাষ্টাররোল দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কার্যালয়ে প্রেরণের জন্য সকল চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে।  

চাঁপাইনবাবগঞ্জে ২২৭ জাতের আম নিয়ে আম মেলা

চাঁপাইনবাবগঞ্জে ২২৭ জাতের আম নিয়ে আম মেলা চাঁপাইনবাবগঞ্জে ২২৭ জাতের আম নিয়ে আম মেলার আয়োজন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে ‘রপ্তানিযোগ্য আম উৎপাদন’ প্রকল্পের আওতায় আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ড. পলাশ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুবু-উল-ইসলাম। সূচনা বক্তব্য দেন কৃষি উদ্যোক্তা মুনজের আলম মানিক। এসময় জেলা প্রশিক্ষণ অফিসার মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কে এম কাওছার হোসেন, সদর উপজেলা কৃষি অফিসার সঞ্জয় সরকার, নাচোল উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরামসহ কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক রহিমা খাতুন। মেলায় প্রদর্শিত আমের জাতসমূহ হচ্ছে- গোপাল ভোগ, ক্ষিরসাপাত, ল্যাংড়া, ফজলি, বোগলা গুটি, লক্ষণভোগ, গৌড়মতি, কাটিমন, তাইওয়ান গ্রিন, বারি-৩, ৪, ৫, ৬, ৭, ৮, ১০, ১১, ১৪, ১৬, ১৭, নাবী বোম্বাই, রানিপছন্দ, কালী বোম্বাই, মল্লিকা, মতিচুর, রাজ গুটি, ইলসাপেটি, বাউনিলতা, জাদুভোগ, রাংগোয়াই, দুধিয়া, ঠোটবাড়ী, ভুটভুটি, গোলাপবাস, ভারতী, কালো মেঘ, কাশি ল্যাংড়া, চরুসা, গৌড় পাহাড়ি, নাক ফজলি, পটল গুটি, কুমাপাহাড়ি, দ্বারিকা ফজলী, তাই-১ গ্রিন, রঙ্গিলা গুটি, বউ ভুলানি, জায়না গুটি, বান্দিগড়, আম্রপালি বড়, চন্দন গুটি, ইলামতি, গিড়াদাগী, গোলা গুটি, ভাদরি গুটি, ঝুমকা গুটি, লিচু গুটি, বাবই গুটি, মধুমতি গুটি, শান্তি গুটি, কইবি, রহিমুড়া, নায়েবি গুটি, ডিম গুটি, মুধুচুষকি, রাংগুয়াইন, আরাজাম, নবাবী গুটি, মেঘমল্লার, বুলবুলি, গোপাল গুটি, ক্যারাবাউ, হাজারি, কাচা মিষ্টি, সূর্যডিম, লুৎফর গুটি, চিংমাই, মিসরি কান্ত, স্যানডি আম্রপালি, ল্যাংড়া গুটি, দুধস্বর, আমেনা গুটি, বোম্বাই ক্ষিরসা, বনক্ষিরসা, বাগান বিলাস, বাতাসা গুটি, খুদি ক্ষিরসা, বুদ্ধ কালুয়া, রাজলক্ষ্মী, ব্রুনাইকিং, ফনিয়া, সিন্দুরী, সুরমা ফজলি, মোহনবাঁশি, ব্যানানা, মাধুরী, সিন্দি, বাতাসা, কাচ্চা মিঠা, গোড়মতি, বৃন্দাবনী, লতা বোম্বাই, কালুয়া, বেনারসী ল্যাংড়া, চিনা বোম্বাই, ইমাম পছন্দ, হিমসাগর, থ্যাইল্যান্ডি, কৃষ্ণভোগ, দারোদা ভোগ, কিং চাকাপাত, কালুয়া গোপালভোগ, ঝিনুক আশ্বিনা ও সুলতানী আশ্বিনা ইত্যাদি।

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় ডুবে স্কুলছাত্রের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় ডুবে স্কুলছাত্রের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচর এলাকায় নির্মিয়মান মহানন্দা রাবার ড্যাম এলাকায় মহানন্দা নদীতে গোসলে নেমে আবিদ হাসান নামে এক শিশুর মৃত্যৃূ হয়েছে। সে শহরের পিটিআই মাষ্টারপাড়া মহল্লার আনোয়ারুল ইসলামের ছেলে ও শহরের ফুলকুঁড়ি ইসলামিক একাডেমির ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুর ১২টার দিকে স্কুলছুটির পর ৩ সহপাঠী বাইসাইকেলে নিকটেই রাবার ড্যাম ঘাটে গোসলে গেলে এই দূর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন লীডার হারুনুর রশিদ বলেন, দুপুর আড়াইটায় খবর পাবার পর রাজশাহী থেকে ডুবুরী দল ডাকা হয়। বিকাল ৫টার দিকে তারা আবিদকে নদী থেকে উদ্ধার করে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিনুর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।  

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত আরও ৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৪০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট ২ হাজার ৯১৭ জন ছাড়পত্র পেয়েছেন।

গোমস্তাপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতা

গোমস্তাপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতা গোমস্তাপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা সভাকক্ষে এই বিতর্ক প্রতযোগিতা অনুষ্ঠিত হয়।  দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুসহাক আলি। অন্য অতিথিদের মধ্যে উপজেলা ক্রীড়া সংগঠক আফতাব উদ্দিন লালান, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার আলী, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,গণমাধ্যম কর্মী ও শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় অংশ গ্রহণ করে। এতে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় শেষ্ঠ বক্তা নির্বাচিত হন রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিযোগি আফিফা ইয়াসমিন।  বিচারকের দায়িত্বে ছিলেন রহনপুর পুনর্ভবা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম, গোমস্তাপুর সোলেমান মিঞা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রাকিব, খড়কাডাঙ্গা আলিম মাদ্রাসার শিক্ষক নুরুজ্জামান বাবু। পরে রুখবো দুর্নীতি, গড়বে দেশ হবে সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা চত্বরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সভাকক্ষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।  

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ম্যাংগো ও ক্যাটল স্পেশাল ট্রেন উদ্বোধণ

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ম্যাংগো ও ক্যাটল স্পেশাল ট্রেন উদ্বোধণ চাঁপাইনবাবগঞ্জ-পদ্মাসেতু-ঢাকা রুটে ৫ম মৌসুমের মত ম্যাংগো ও চতুর্থ মৌসুমের মত ক্যাটল ষ্পেশাল ট্রেন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আজ সন্ধ্যা ৬টায় চাঁপাইনবাবগঞ্জ ষ্টেশনে ট্রেনটি উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। রেল কর্মকর্তারা জানান, প্রাথমিকভভাবে প্রতিটি ২৮ টন ধারণ ক্ষমতার ৬টি অত্যাধুনিক নতুন লাগেজভ্যান সম্বলিত দ্রুতগতির ট্রেনটি একই সাথে আম ও অনান্য রেলওয়ে পাশের্^ল হিসেবে গণ্য পণ্য এবং ১২-১৪ জুন ৩দিন আসন্ন কোরবাণী ঈদ উপলক্ষে গরু, ছাগল প্রভৃতি পরিবহন করবে। তবে চাহিদা থাকলে লাগেজভ্যান সংখ্যা ও ক্যাটল ট্রেনের সময়সীমা বৃদ্ধি করা হবে। আম পরিবহন চলবে টেনের রুটের স্টেশনগুলোতে মৌসুমের চাহিদার উপর ভিত্তি করে। তারা আরও বলেন, সুলভ ভাড়ায় এই ট্রেন আম ও কেরাবানী পশু পরিবহন করবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত প্রতি কেজি আমের বুকিং খরচ ১টাকা ৪৮ পয়সা  ও রাজশাহী থেকে এই ভাড়া ১টাকা ৪৩ পয়সা। পৃথক কুলি চার্জ রেলওয়ে নির্ধারিত। এছাড়া  ম্যাংগো ও ক্যাটল ষ্পেশাল ট্রেন গত মৌসুমগুলোতে বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু) হয়ে ঢাকায় গেলেও এবারই প্রথম পদ্মাসেতু রুটে ঢাকা যাবে। একই সাথে দু’দিক থেকে দুটি ট্রেন চলাচল করবে। বিকাল ৪টায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ষ্টেশন থেকে ট্রেনটি যাত্রা শুরু কওে চাঁপাইনবাবগঞ্জ ছাড়বে সন্ধ্যা ৬টায়। রাজশাহী সদর ষ্টেশন ছাড়বে সন্ধ্যা সাড়ে ৭টায়। চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে ষ্টেশনে স্পেশাল ট্রেন  উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। পশ্চিমাঞ্চল রেলের অতিরিক্ত মহাব্যবস্থাপক আহম্মেদ হোসেন মাসুমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন ও পশ্চিমাঞ্চল রেলের পাকশী বিভাগের ব্যবস্থাপক শাহ সুফী নুর মোহম্মদ। এসময় পশ্চিমাঞ্চল ও পাকশী বিভাগীয় রেলের উর্ধতণ কর্মকর্তাবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী ট্রেনে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ষ্টেশন থেকে ১ হাজার ২০ কেজি, সদর উপজেলার আমনুরা জংশন ষ্টেশন থেকে ৪৬ কেজি ও চাঁপাইনবাবগঞ্জ সদর ষ্টেশন থেকে ৭৮৫ কেজি আম  ঢাকা পর্যন্ত বুক হয়েছে বলে জানান ট্রেনের পরিচালক (গার্ড) মো. সোলাইমান।