চাঁপাইনবাবগঞ্জে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রাণ গেল একজনের

চাঁপাইনবাবগঞ্জে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রাণ গেল একজনের চাঁপাইনবাবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে আব্দুল খালেক টিংকু নামের একজন নিহত হয়েছেন। নিহত টিংকু জেলার সদর উপজেলার বাররসিয়া জয়নাল বিশ্বাসের টোলার তফজুল হকের ছেলে। সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান জানান, বাররসিয়া জয়নাল বিশ্বাসের টোলার তফজুল হকের ছেলেদের মধ্যে জমি জমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ বিকেলে আব্দুল খালেক টিংকুর সঙ্গে তার ভাই ভাতিজাদের মারামারি হয়। এতে আব্দুল খালেক আহত হলে স্বজনরা তাকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সঙ্গে জড়ি সন্দেহে ২ জনকে আটক করেছে পুলিশ। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও ওসি জানান।
গোমস্তাপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে প্রাণ গেল এক শিক্ষার্থীর

গোমস্তাপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে প্রাণ গেল এক শিক্ষার্থীর গোমস্তাপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নদীর পানিতে ডুবে প্রাণ গেল তাহমিদ নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের। গতকাল দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের বিলকুজাইন বিল সংলগ্ন পুণর্ভবা নদীতে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী রাজশাহীর সিপাইপাড়ার আফতাব উদ্দিনের ছেলে। গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা নর্থ সাউথ ইউনিভার্সিটির ৩য় বর্ষের ছাত্র আসফাক আহম্মেদ তাহমিদ ও তার বন্ধুরা গতকাল দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের বিলকুজাইল সংলগ্ন পূর্ণভবা নদীতে গোসল করতে যায়। গোসল করার সময় একপর্যায়ে সে নদীর পানির স্রোতে তলিয়ে যায়। পরে সঙ্গে থাকা বন্ধুরা অনেক খোঁজাখুজি করে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। রাতে তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান ওসি তিনি।
নাচোলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীর গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার

নাচোলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীর গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার নাচোল উপজেলায় একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হযরত আলী নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। আজ নাচোল পৌরসভার ওয়ার্ডের শ্রীরামপুর মহল্লার একটি আমবাগানে গাছের ডালে ওড়না পেঁচিয়ে ওই আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারনা। তবে ময়না তদন্ত প্রতিবেদন পেলেই মৃত্যু প্রকৃত ঘটনা জানা যাবে বলেও পুলিশ জানিয়েছে। মারা যাওয়া ব্যক্তি ওই মহল্লার নিয়ামুল হকের ছেলে। নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার বলেন, সকালে স্থানীয় লোকজন হযরত আলীর মৃতদেহ দেখে থানায় খবর দিলে ঘটনা স্থলে যায় পুলিশ। সেখানে মরদেহের সূরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদহটি ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। তিনি আরো জানান, শ্রীরামপুর মহল্লার অটোচালক তাজিমুল হত্যা মামলার ২নং আসামি ছিলেন হযরত আলী এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন। তবে পুলিশের হাতে এখনও ওয়ারেন্ট এসে পৌঁছাইনি। ওসি বলেন-মরদেহের ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
৮৩৯ জন নিয়ে হজের ফিরতি ফ্লাইট শুরু আজ

৮৩৯ জন নিয়ে হজের ফিরতি ফ্লাইট শুরু আজ হজের ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে আজ। প্রথমদিনে দুটি ফ্লাইটে ৮৩৯ জন হাজির দেশে ফেরার কথা রয়েছে। হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। হেল্প ডেস্কের তথ্যমতে, আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারের দুটি পৃথক ফ্লাইটে ৮৩৯ জন হাজি দেশে ফিরবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইটটি রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে। তথ্যমতে, ফিরতি হজ ফ্লাইটের অর্ধেক যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাকি অর্ধেক সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ার বহন করবে।
দ্বিপক্ষীয় সফরে আগামীকাল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

দ্বিপক্ষীয় সফরে আগামীকাল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামীকাল রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সফর উপলক্ষে আগামী দুইদিন নয়াদিল্লিতে অবস্থান করবেন তিনি। টানা চতুর্থ মেয়াদে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটি প্রথম দ্বিপক্ষীয় সফর। গতকাল প্রধানমন্ত্রী দফতরের প্রেস উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ দিনেরও কম সময়ের মধ্যে ভারতের রাজধানীতে এটি শেখ হাসিনার দ্বিতীয় সফর হবে। প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আগামীকাল দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।
চলতি বছর হজে গিয়ে মৃতযাত্রীর সংখ্যা ৯০০ ছাড়িয়েছে

চলতি বছর হজে গিয়ে মৃতযাত্রীর সংখ্যা ৯০০ ছাড়িয়েছে চলতি বছর হজে গিয়ে তাপপ্রবাহ ও অসহনীয় গরমে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৯২২ জন হজযাত্রীর। নিখোঁজ রয়েছেন আরো অনেকে। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। সৌদির আবহওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে মক্কার তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। মিসরের বাইরে জর্ডান, ইন্দোনেশিয়া, ইরান, সেনেগাল, তিউনিসিয়া, বাংলাদেশ ও ভারতের নাগরিকরাও রয়েছেন মৃত হজযাত্রীদের তালিকায়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৮ লাখ হজযাত্রী এবার হজ করতে সৌদি এসেছেন।
ভারতের তামিলনাড়ুতে বিষাক্ত মদপানে ৩৪ জনের মৃত্যু

ভারতের তামিলনাড়ুতে বিষাক্ত মদপানে ৩৪ জনের মৃত্যু ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে বিষাক্ত মদকা-ে মৃতের সংখ্যা ২৫ থেকে বেড়ে আজ ৩৪ জনে দাঁড়িয়েছে। সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন রাজ্যটির কাল্লাকুরিচি জেলার কালেক্টর এম এস প্রশান্ত। হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, এ ঘটনায় চিকিৎসাধীন রয়েছেন আরও অন্তত ৬০ জন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের বেশিরভাগই শ্রমিক বলে জানা গেছে, যারা গত মঙ্গলবার রাতে নকল মদ খেয়েছিলেন এবং গতকাল সকালে দৃষ্টিশক্তি হারানো, বমি ও মাথাব্যথার মতো লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
সেরা আটে অস্ট্রেলিয়ার হুমকি, নাকি বাংলাদেশের চমক

সেরা আটে অস্ট্রেলিয়ার হুমকি, নাকি বাংলাদেশের চমক নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের খেলা শেষে এখন চলছে সেরা আটের লড়াই। এই পর্বে ওঠার আগেই কয়েকটি বড় দল বাড়ির পথ ধরেছে। শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের মতো দলও বিদায় নিয়েছে। আবার প্রথমবারের মতো খেলতে আসা যুক্তরাষ্ট্র জাদু দেখিয়ে জায়গা করে নিয়েছে সেরা আটে। সেখানে রয়েছে লাল-সবুজের বাংলাদেশও। আগামীকাল সকাল সাড়ে ৬টায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগার বাহিনী। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে সেরা আটে খেলেছিল বাংলাদেশ। ২০০৭ সালের পরে এবার দ্বিতীয় বারের মতো সেই পর্বে পা রেখেছেন লাল-সবুজের প্রতিনিধিরা।
জেলা প্রশাসন ও লেডিস ক্লাবের ঈদের খাদ্যসামগ্রী বিতরণ

জেলা প্রশাসন ও লেডিস ক্লাবের ঈদের খাদ্যসামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ২০০ জন দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন ও লেডিস ক্লাব। আজ জেলা প্রশাসনের অফিসার্স ক্লাবের টেনিস গ্রাউন্ডে পৃথকভাবে খাদ্যসামগ্রীগুলো বিতরণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ও লেডিস ক্লাবের সভাপতি জেলা প্রশাসক পতœী মাহফুজা সুলতানা। জেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ আহমেদসহ অন্য কর্মকর্তা এবং লেডিস ক্লাবের বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ক্লাবের সহসভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের পতœী ডা. রেশমা খাতুন, ক্লাবের সাধারণ সম্পাদক সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, সদস্য ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনজুমান সুলতানা, সদস্য ফারুকা বেগম ও অ্যাডভোকেট আনজুমান আরাসহ অন্যরা।
আমের ঝুড়িতে পাচারকালে ৪০৩ বোতল ফেনসিডিলসহ আটক ২

আমের ঝুড়িতে পাচারকালে ৪০৩ বোতল ফেনসিডিলসহ আটক ২ চাঁপাইনবাবগঞ্জ শহরে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হল- সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে আমিন ও শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ ভবানীপুর গ্রামের শরিফুল ইসলাম মন্টুর ছেলে মেহেদী হাসান নয়ন। আজ সকালে র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল দুপুরে জেলা কারাগারের সামনে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের উপর অভিযান চালিয়ে ওই দু’জনকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে বলেও জানায় র্যাব।