গোমস্তাপুরে ফেনসিডিলসহ নীলফমারারীর যুবক আটক

গোমস্তাপুরে ফেনসিডিলসহ নীলফমারারীর যুবক আটক   গোমস্তাপুরে সড়কে চেকপোষ্ট বসিয়ে একটি অটোরিক্সাযোগে পাচারকালে ৩০৫ বোতল ফেনসিডিলসহ নীলফমারীর যুবককে আটক করেছে র‌্যাব। সে ডোমার থানার সুধুর আড্ডা আন্ধারের মোড় এলাকার মৃত মোকসেদের ছেলে শাহীন। গতকাল রাতে চৌডালা ই্উনিয়নের শুক্রবাড়ী গরিয়া বাজার এলাকায় জেলার শিবগঞ্জের কানসাট থেকে গোমস্তাপুরগামী  সড়কের উপর অভিযানটি চালানো হয়। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহীন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ  সকলের চোখ ফাঁকি দিয়ে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহে জড়িত। গোয়েন্দা খবরের ভিত্তিতে র‌্যাব গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা হয়েছে বলে জানায় র‌্যাব।

গোমস্তাপুরে কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি  প্রণোদনা বিতরণ

গোমস্তাপুরে কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি  প্রণোদনা বিতরণ গোমস্তাপুরে চলতি ২০২৩-২৪ অর্থবছরে ৩১ হাজার ৮৬০ জন তালিকাভুক্ত কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি  প্রণোদনা বিতরন। গ্রাম,পাড়া-মহল্লা থেকে এসে নিজ দায়িত্বে এই প্রণোদনা নিয়ে  গেছেন তারা। এর মধ্যে উপজেলা কৃষি বিভাগের তত্বাবধানে নারী কৃষকদেরও তালিকা অনুযায়ী সুষ্ঠুভাবে সার-বীজ বিতরণ করা হয়। এদিকে প্রণোদনার ফসল করে অনেক কৃষক লাভবান হয়েছেন। সরকারি এই প্রণোদনা পেয়ে তারা উচ্ছ্সিত হয়েছেন। উপজেলা কৃষি বিভাগ জানিয়েছেন, চলতি অর্থবছরে তালিকাভূক্ত কৃষকদের মধ্যে আউস ধানের প্রণোদনা পেয়েছেন ৬ হাজার ৫০০ জন, আমন ধানের ১৬০০ জন। প্রণোদনা হিসেবে তাদেরকে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০  কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়। এছাড়াও বোরো মৌসুমে ৫ হাজার জনকে ২ কেজি করে হাইব্রিড ও ৬ হাজার ১০০ জনকে ৫ কেজি করে উফসী জাতের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার পেয়েছেন। সরিষা প্রণোদনা পেয়েছেন ৬ হাজার ৯৫০ জন, গম ৩ হাজার জন, ভুট্টা ৯০০ জন, মাসকালাই ১ হাজার ২০০ জন, খেসারী ২০০ জন, মসুর ১৫০ জন, মুগ ১১০ জন ও শীতকালীন পেঁয়াজ ১৫০ জনকে প্রণোদনা দেওয়া হয়েছে। দোষীমনি কাঁঠাল গ্রামের কৃষক আবুল কালাম বলেন লিজসহ ৪ বিঘা জমিতে আউস ধান চাষাবাদ করেছেন। এর মধ্যে তিনি ১ বিঘার জন্য প্রনোদনা হিসেবে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার পেয়েছেন। ওই বীজ বপন করে ভালো চারা তৈরি হয়েছে। রোপনকৃত চারা জমিকে ভাল  হয়েছে। ফসল উৎপাদন ভাল হবে বলে তিনি ধারণা করছেন । এভাবে সরকার বিনামূল্যে বীজ ও সার দিলে কৃষকরা উপকৃত হবে। বাইরুল,সালাম,এমদাদুল, রবিউল ইসলামসহ অনেক কৃষক জানান, তারাও বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পেয়েছেন। বীজগুলো মান ভাল। বাইরের বীজ কিনলে অনেকসময় ভাল হয়না। আমরা নিজ খরচে উপজেলা কৃষি অফিস থেকে এই প্রণোদনা নিয়ে এসেছি। ৫ জনের গ্রুপ করে আমাদের বীজ ও দুই রকমের সার দিয়েছে। তাজকেরা নামে এক নারী কৃষক জানান, তিনি মেয়ে হিসেবে বিনামূল্যে বীজ ও সার পেয়ে বেশ খুশি। তিনি কখন ভাবিনি এগুলো পাব। তার বিলে ও বরিন্দে জমি রয়েছে। যার জমি রয়েছে তারা সবাই পাবে এটা তার প্রত্যাশা। ফখরুদ্দিন নামে এক কৃষক বলেন, কৃষি অফিস থেকে এক বিঘা জমির জন্য সরিষার বীজ ও সার পেয়েছেন। সার কিনতে হয়নি। ভাল উৎপাদন হয়েছে। কৃষি বিভাগের কর্মকর্তারা তাকে কখন কি করতে হবে সেটার পরামর্শ দিয়েছিলেন। আমন প্রণোদনা নিতে আসা বৃদ্ধ নুরুল ইসলাম বলেন, বিনামূল্যে বীজ ও সার পেয়ে আনন্দ মনে হয়েছে। কিন্তু এই বয়সে কৃষি অফিসে এসে নিতে কষ্ট হচ্ছে। তবে কষ্ট হলেও প্রকৃত কৃষকরাই পাচ্ছেন। যেকেউ নিতে পারছেন না। সরকার আমাদের মত কৃষকদের প্রণোদনার মাধ্যমে সহযোগিতা করছেন।  গোমস্তাপুর ইউনিয়নের ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ আল  ফুয়াদ জানান, কৃষি প্রণোদনা পেয়ে কৃষকরা উপকৃত হচ্ছেন। এসব বীজ পেয়ে কৃষকরা মাঠে চাষাবাদ করছেন। ভাল ফলনে তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে।  গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা  তানভীর আহমেদ সরকার বলেন,  উপজেলার ৩১ হাজার ৮৬০জন কে চলতি অর্থবছরে বিভিন্ন ধরণের বীজ ও সার পেয়েছেন। বিনামূল্যে এসব পাওয়ার কৃষকরা উপকৃত হয়েছেন। উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হচ্ছে ধান, গম, সরিষাসহ বিভিন্ন ধরণের ফসল। এতে করে বিভিন্ন ফসলের চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে। তিনি  আর ও জানান সঠিক সময়ে সঠিক  সঠিক কৃষককে  কৃষি বান্ধব সরকারের প্রণোদনা  তুলে দিতে বদ্ধপরিকর  উপজেলা প্রশাসন  ও কৃষি বিভাগ প্রণোদনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে প্রণোদনা  কমিটির সভাপতি  ও উপজেলা নির্বাহী অফিসার  নিশাত আনজুম অনন্যা বলেন মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ যাচাই বাছাইপূর্বক প্রকৃত কৃষকদের তালিকা প্রণয়ন করে এবং কমিটির সর্বসম্মতিতে অনুমোদনপূর্বক প্রকৃত কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা  বিতরণ করা হয়। এক্ষেত্রে, সরকারের  কৃষি বিভাগের বরাদ্দসমূহ নীতিমালার আলোকে  সুষ্ঠুভাবে  কৃষকদের মাঝে বন্টন করা হয় ।      

দেশে ৩ টাকা দাম বাড়ল এলপি গ্যাসের

দেশে ৩ টাকা দাম বাড়ল এলপি গ্যাসের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। ১২ কেজি গ্যাসের সিলিন্ডারের দাম গত মাসের চেয়ে ৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। জুনে দাম ছিল ১ হাজার ৩৬৩ টাকা। আজ বিকেলে সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান  নূরুল আমিন। বিইআরসি প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১১৩ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করেছে। সে অনুযায়ী সাড়ে পাঁচ কেজি, ১২, ১৫, ১৬, ১৮, ২০, ২৫, ৩০, ৩৫ ও ৪৫ কেজি ওজনের সিলিন্ডারের দাম বেড়েছে।

আলোকিত প্রজন্ম গড়তে অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেছেন-জিয়াউল হক

আলোকিত প্রজন্ম গড়তে অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেছেন-জিয়াউল হক   চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ে অভিযাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর বিদ্যালয় পরিদর্শক জিয়াউল হক। তিনি তাঁর বক্তব্যে বলেন-আজকের প্রন্মকে আলোকিত প্রজন্ম হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শুধু শিক্ষক বা ম্যানেজিং কমিটিই নয়-অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ, আজকাল সন্তানদের মোবাইল ফোন দেয়া হচ্ছে, সেই ফোন দিয়ে তারা কী শিক্ষামূলক কিছু দেখছে না কী অকারণে সময় নষ্ট করছে, তা অভিভাবকদের দেকভাল করতে হবে। আপনাদের সন্তানরা কার সঙ্গে মিসছে, সৎসঙ্গে মিশছে কী না, কে কি করছে, কতটা সময় পড়া শোনা করছে, ঠিক মতন পড়ছে কী না, বিদ্যালয়ে ঠিক মতন যাচ্ছে কী না-তা দেখার দায়িত্ব অভিভাবকদের। সেই সঙ্গে মাদকাসক্ত হচ্ছে কী না সে বিষয়টিও দেখতে হবে। এছাড়াও পাড়া প্রতিবেশীদেরও একটা ভূমিকা রয়েছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামনের স্বপ্নের সোনার বাংলা গড়ে তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার যে ঘোষণা দিয়েছেন তার কারিগর আজকের শিক্ষার্থীরা। তাই তোমাদের মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। গুণগত মানসম্পন্ন পাঠদানে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সফিকুল আলম ভোতার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরো বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহিদ আলীসহ অন্যরা। সূচনা বক্তব্য দেন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।

জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নেরমৃত সদস্যের পরিবারকে অনুদানের টাকা প্রদান

জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যের পরিবারকে অনুদানের টাকা প্রদান     চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ৭ জন মৃত সদস্যের পরিবারকে ৪ লাখ ৪০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। মৃত সদস্যদের মধ্যে রাজশাহীর গোদাগাড়ীর রফিকুল ইসলামের স্ত্রী এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের হাসেন আলী ও সদর উপজেলার আমনুরার আসগার আলীর স্ত্রীকে এককালীন ৬০ হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়া জেলাশহরের লাখেরাজপাড়ার শওকত আলী টুলুর স্ত্রীকে, ভুতপুকুরের লালচাঁনের মাকে ও ফকিরপাড়ার নাসির উদ্দিনের স্ত্রীকে ৭০ হাজার টাকা করে এবং লাহারপুরের দিলিপ কুমার দাসের স্ত্রীকে ৫০ হাজার টাকা এককালীন প্রদান করা হয়। অন্যদিকে সংগঠনটির সদস্যদের ১৪ জন কন্যাসন্তান ও ১ জন পুত্রসন্তানের বিয়েতে ব্যয় নির্বাহের জন্য ৩ লাখ ৯০ হাজার টাকার চেক প্রদান করা হয়। আজ চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে চেকগুলো তুলে দেয়ার পাশাপাশি অনুষ্ঠানে বক্তব্য দেন। সংগঠনটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু। সূচনা বক্তব্য দেন- জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার। এসময় সংগঠনটির অন্য নেতারা উপস্থিত ছিলেন।

শিবগঞ্জে জোড়া খুনের মামলায় গ্রেপ্তার আরও ৪; ৫দিনের রিমান্ড আবেদন

শিবগঞ্জে জোড়া খুনের মামলায় গ্রেপ্তার আরও ৪; ৫দিনের রিমান্ড আবেদন   শিবগঞ্জে প্রতিপক্ষের গুলি,ককটেল ও ধারাল অস্ত্রের হামলায় গত ২৫ জুন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম ও তার বন্ধু নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর উচ্চ বিদ্যালয়ের  সহকারী শিক্ষক আব্দুল মতিনকে হত্যা মামলায় আরও ৪ জন গ্রেপ্তার হয়েছে। গতকাল রাতে জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের একটি পেয়ারা বাগান হতে এজাহারনামীয় আসামী  ও শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের আবুল হোসেনের ছেলে. বাবুল ঝাপড়া ওরফে বাবু, একই এলাকার মৃত কাবির ঝাপড়ার ছেলে রুহল আমিন ঝাপড়া এবং আসামী তাবজুর হোসেনের ছেলে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। এছাড়া  ঐ রাতে অপর আসামী আখতারুজ্জামানের ছেলে ওসমান আলীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ বিকেলে গ্রেপ্তার ৪ জনকে আদালতে পাঠানো হয়েছে। এ নিয়ে ওই মামলায় এ পর্যন্ত ৪ জন এজাহারনামীয়সহ ৬ জনকে গ্রেপ্তার করল পুলিশ। গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা(আইও) ও শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, গত ২৭জুন রাতে রানীহাটীতে ওই ঘটনার পরদিন শিবগঞ্জ থানায় মামলা করেন নিহত সালামের স্ত্রী ফেরদৌসী বেগম। এরপর থেকেই পুলিশের একাধিক দল গ্রেপ্তার অভিযান চালাচ্ছে।  

ভোলাহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

ভোলাহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ ভোলাহাটে ২০২৩-২৪ অর্থ বছরে খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়, রোপা আমন ধানের (উফশী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও পান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। আজ উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তারের সভাপতিত্বে, অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মু. জিয়াউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরন করেন। এতে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী বিশ্বাস, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক। এ সময় উপজেলার ৪ টি ইউনিয়নের ৪’শ জন কৃষকের মাঝে ৫ কেজি ধানের বীজ, ১০কেজি ডিএপি, ১০কেজি এমওপি বিনামূল্যে দেয়া হয়।

শিবগঞ্জে গুলি, ককটেল ও ধারাল অস্ত্রের আঘাতে জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যানসহ নিহত ২

শিবগঞ্জে গুলি, ককটেল ও ধারাল অস্ত্রের আঘাতে জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যানসহ নিহত ২ শিবগঞ্জে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে গুলি, ককটেল ও ধারাল অস্ত্রের হামলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম ও তার বন্ধু হরিনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মতিন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন সালামের সহযোগি আব্দুর রহিম বাদশাহ ও নিহত মতিনের ছোটভাই আব্দুস সালাম টিটো। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের স্বজন, আহত, পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাটী কলেজ মোড়ে গুচ্ছগ্রামের নিকট একটি চায়ের দোকানের পেছনে মাঠে বসে নিহত সালাম ও মতিনসহ ৪/৫ গল্প করার সময় পূর্বপরিকল্পিতভাবে হামলার ঘটনাটি ঘটে। এতে সালাম ঘটনাস্থলেই নিহত হয়। আহত অবস্থায় আব্দুল মতিনকে জেলা হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরপরই সোনামসজিদ মহাসড়কে টায়ার জ¦ালিয়ে ব্যারিকেড দেয় জনসাধারণ। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহত সালাম নয়ালাভাঙ্গা ইউনিয়নের মোড়লটোলা গ্রামের মৃত এত্তাজ মন্ডলের ছেলে। নিহত মতিন ও আহত টিটো এই ইউনিয়নের ফতেপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। আহত রহিম বাদশাহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ভাগ্যবানপুর গ্রামের মৃত ইস্তামের ছেলে। এর আগে গত ২৪ মার্চ রাতে জেলা শহর থেকে বাড়ি ফেরার পথে মহারাজপুর এলাকায় সালামের চলন্ত প্রাইভেটকারে একাধিক ককটলে নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে কারটি সম্পূর্ণ বিধস্ত হলেও প্রাণে রক্ষা পান তারা। এদিকে হামলার পর ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন পুলিশ সুপার ছাইদুল। আজ বিকালে শিবগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, ঘটনায় ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ। পর্যন্ত এ ঘটনায় কেউ আটক হয়নি। রাতে ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা,একটি চ্ইানিজ কুড়াল ও বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ আলামত হিসাবে জব্দ হয়েছে। ডিবি,সিআিইডি,পিবিআই,র‌্যাবসহ পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা সংস্থাগুলো ঘটনাস্থল পরিদর্শণ করে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। এদিকে ময়নাতদন্তের পর আজ বিকালে নিহতদের জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ সেখানে মোতায়েন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে ৩২৯ বোতল ফেনসিডিলসহ ২ কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৩২৯ বোতল ফেনসিডিলসহ ২ কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় র‌্যাবের দুটি পৃথক অভিযানে বিশেষ কায়দায় মোটরসাইকেলে ও আমের ঝুড়িতে লুকিয়ে পাচারকালে ৩২৯ বোতল ফেনসিডিলসহ দু’জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতরা হল- সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জামতলা গ্রামের একরামুল হকের ছেলে জামাল আলী ও শিবগঞ্জের সাহাপাড়া মুন্সিপাড়া গ্রামের তৈমুর রহমানের ছেলে জাকারিয়া। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানগুলো চালানো হয়। আজ সকাল ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার বিকাল ৫টার দিকে সদর উপজেলার মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড এলাকায় অভিযানে অভিনব কায়দায় আমের ক্যারেটে লুকানো ৩০৭ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হয় জামাল। এর আগে গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর রানীহাটী কলেজ মোড় এলাকায় মোটরসাইকেলে লুকানো ২৯ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হয় জাকারিয়া। র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। ফেনসিডিলের চালানগলো সীমান্ত এলাকা থেকে দেশ ও জেলার বিভিন্ন স্থানে সরবরাহের জন্য সংগ্রহ করা হয়েছে। এ সব ঘটনায় সদর ও শিবগঞ্জ থানায় দুটি পৃথক মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী র

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার শিবগঞ্জ উপজেলায় র‌্যাবের হাতে মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী কৃষ্ণ গ্রেপ্তার হয়েছে। গত বুধবার রাতে শিবগঞ্জের কানসাট পুকুরিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে শিবগঞ্জের সোনামসজিদ পিরোজপুর গ্রামের মৃত অভি ঘোষের ছেলে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ২০২২ সালের ১০ এপ্রিল তাকে নেশাকারক ৪৫০ এ্যাম্পুল বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেপ্তার করে র‌্যাব। পরে সে জামিনে মুক্তি পেয়ে পালিয়ে যায়। জেলা জজ আদালত সূত্র জানায়,তার অননুপস্থিস্থিতে গত ২৯মে তাকে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২ মাস কারাদন্ডের সাজা দেন আদালত। কৃষ্ণকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।