শিবগঞ্জে কামড় খেয়ে জীবিত রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

শিবগঞ্জে কামড় খেয়ে জীবিত রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক শিবগঞ্জে এবার কামড় দেওয়া জীবিত রাসেলস ভাইপার সাপ নিয়ে হাসপাতালে এসেছেন কৃষক মিলন আলী। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সাপটি নিশ্চিত হয়ে চিকিৎসাসেবা দেন এবং বর্তমানে ওই কৃষক আশঙ্কামুক্ত বলে জানান। আজ সকালে উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি এলাকার একটি ফসলের ক্ষেত্রে এ ঘটনা ঘটে। আক্রান্ত মিলন একই এলাকার তোবজুল হকের ছেলে। বর্তমানে ওই কৃষক শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সাপের দংশনের শিকার মিলন আলি জানান, আজ তিনি পদ্মা নদীর ধারে জমিতে ফসল কাটার পর সেই ফসলের বোঝা মাথায় নেন। এসময় তার পরনের শার্টটি নিতে গেলে শার্টের নিচে থাকা একটি সাপ তার পায়ে কামড় দেয়। এ সময় চিৎকার করলে স্থানীয় কৃষকরা এগিয়ে আসেন এবং তার পায়ে শক্ত করে ৩ টি বাঁধন দিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। এসময় তার পরামর্শে তার ছোট ভাই সাপটিকে ধরে জীবিত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। তিনি আরো বলেন, সাপের ধরন চিহ্নিত করতে এবং সঠিক চিকিৎসা নিতেই তিনি সাপটি ধরার ব্যবস্থা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মামুন কবির জানান, আক্রান্ত ব্যক্তি একটি সাপের বাচ্চাসহ হাসপাতালে আসেন। এ সময় তার পায়ের বিভিন্ন স্থানে শক্ত বাঁধন দেয়া ছিল এবং তিনি স্থানীয়দের সহায়তায় দ্রুত হাসপাতালে আসতে পারায় সাপের ধরন দেখে চিকিৎসা দেয়া সহজ হয়। বর্তমানে আক্রান্ত ব্যক্তি আশঙ্কামুক্ত হলেও তাকে আরো ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। মিলনকে কামড় দেয়া সাপটি একটি বাচ্চা সাপ এবং রাসেল ভাইপার বলে নিশ্চিত করেন হাসপাতালের কর্তব্যরত ওই ডাক্তার।

চাঁপাইনবাবগঞ্জে  হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে  হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২ বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ আদীব আলী একমাত্র আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন। শামীম চাঁপাইনবাবগঞ্জ শহরের ৩নং ওয়ার্ডের উপর নিমগাছি সরকারপাড়া মহল্লার আব্দুল লতিফের ছেলে আব্দুস সাকিব ওরফে শামীম। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে এবং সরকার পক্ষের আইনজীবী(পিপি) নাজমুল আজম বলেন, ২০২১ সালের ২ জানুয়ারী বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের নামোশংকরবাটি মিরের খৈলান এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার হয় শামীম। এ ঘটনায় ওইদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় শামীমকে একমাত্র আসামী করে মামলা করেন জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) অনুপ কুমার সরকার। ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারী মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) মশিউর রহমান আদালতে একমাত্র শামীমকে অভিযুক্ত করে মামলার চার্জশীট দাখিল করেন। ১০ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত সোমবার শামীমকে দোষি সাব্যস্ত করে দন্ডাদেশ ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট ইকবাল আজম হীরা।

অসচ্ছল সংস্কৃতি সেবীগণের অনুকূলে আর্থিক সহায়তার চেক বিতরণ

  অসচ্ছল সংস্কৃতি সেবীগণের অনুকূলে আর্থিক সহায়তার চেক বিতরণ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় চাঁপাইনবাবগঞ্জে অসচ্ছল সংস্কৃতি সেবীগণের অনুকূলে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি ল্যাবে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে, প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও, জেলা কালচারাল অফিসার ড. ফারুকুর রহমান ফয়সলসহ অন্যরা। অনুষ্ঠানে জেলার মোট ২৫ জন অসচ্ছল সংস্কৃতি সেবীকে ১৫ হাজার ৬০০ টাকা করে মোট ৩ লক্ষ ৯৩ হাজার ৬০০ টাকার চেক প্রদান করা হয়। উল্লেখ্য প্রতিমাসে তাদেরকে ১ হাজার ৩০০ টাকা করে প্রদান করা হয়। আজ বাৎসরিক হিসেবে তাদের এই সহায়তার চেক প্রদান করা হলো।

টিসিবির পণ্য বিক্রি শুরু আজ

টিসিবির পণ্য বিক্রি শুরু আজ আজ থেকে দেশব্যাপী ১ কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে চালসহ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবির জুলাই মাসের পণ্য বিক্রি শুরু করবে। গতকাল বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। টিসিবির যুগ্ম পরিচালক হুমায়ূন কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের নিম্ন আয়ের ১ কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে সাশ্রয়ীমূল্যে টিসিবির পণ্য- ভোজ্যতেল, মসুর ডাল ও চাল বিক্রির কার্যক্রম চলমান। এ দফায় সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি মসুর ডাল ও ৫ কেজি চাল কিনতে পারবেন উপকারভোগীরা। প্রতি লিটার ভোজ্যতেলের দাম পড়বে ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা ও চাল ৩০ টাকা।

ভরিতে ১ হাজার ৬১০ টাকা বাড়ল স্বর্ণের দাম

ভরিতে ১ হাজার ৬১০ টাকা বাড়ল স্বর্ণের দাম দেশের বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে ৭ দিনের ব্যবধানে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম স্বর্ণের দাম এক হাজার ছয়শ ১০ টাকা বাড়িয়ে এক লাখ ১৮ হাজার আটশ ৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন – বাজুস। গতকাল বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৬১০ টাকা বাড়িয়ে এক লাখ ১৮ হাজার ৮৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৫৪০ টাকা বাড়িয়ে এক লাখ ১৩ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৩১৮ টাকা বাড়িয়ে ৯৭ হাজার ২৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৩ টাকা বাড়িয়ে ৭০ হাজার ৪২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।  

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১১, নিখোঁজ ১৯

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১১, নিখোঁজ ১৯ ইন্দোনেশিয়ায় ভারী বৃষ্টিতে ভূমিধসে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ১৯ জন। আজ সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে জানা গেছে, দেশটির সুলাসি দ্বীপের গোরন্তালো প্রদেশের বোন বোলাঙ্গ জেলার প্রত্যন্ত গ্রামে অবৈধ সোনার খনিতে নিরাপত্তা না থাকায় ১১ জনের মৃত্যু হয়। ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থা বাসারনাসের স্থানীয় প্রধান হেরিয়ান্তো বলেন, ভূমিধসের ধ্বংসাবশেষের নিচ থেকে ৮ জনের মরদেহ বের করে নিয়ে আসা হয়েছে। এছাড়া ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। ৩ জন নিহত লোকের দেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। হেরিয়ান্তো জানান, ভূমিধসে এলাকার বেশ কয়েকটি সেতু ভেঙে পড়েছে এবং উদ্ধারকর্মীদের হেঁটে দুর্ঘটনাস্থলে পৌঁছাতে হচ্ছে।

শ্রীলংকার নতুন কোচ সনাৎ জয়াসুরিয়া

  শ্রীলংকার নতুন কোচ সনাৎ জয়াসুরিয়া সনাৎ জয়াসুরিয়াকে শ্রীলংকা দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেটার বোর্ড- এসএলসি। ২০২৪ টি২০ বিশ্বকাপে ভরাডুবির পর শ্রীলঙ্কা দলের দায়িত্ব ছেড়েছেন প্রধান কোচ ক্রিস সিলভারউড। পদত্যাগ করেছেন পরামর্শক মাহেলা জয়াবর্ধনেও। তবে জয়াসুরিয়াকে পূর্ণকালীন নয়, আপাতত অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। ৫৫ বছর বয়সী সাবেক এই লংকান ক্রিকেটার ভারত ও ইংল্যান্ড সিরিজে দলকে পরিচালনা করবেন। অন্তবর্তী কোচ হওয়ার আগে দুই দফায় শ্রীলংকার প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন জয়াসুরিয়া। নতুনভাবে শুরুর পথে থাকা শ্রীলংকা চলতি মাসেই ভারতকে ওয়ানডে ও টি২০ সিরিজে আতিথেয়তা দেবে। ৩টি  টি-২০ ম্যাচের সিরিজ শুরু হবে আগামী ২৭ জুলাই, ৩ ওয়ানডের সিরিজ শেষ হবে ৭ আগস্ট। এরপর ইংল্যান্ডে গিয়ে ৩ টেস্টের সিরিজ খেলবে দলটি।

সেমিফাইনালের আগে সুখবর আর্জেন্টিনার

সেমিফাইনালের আগে সুখবর আর্জেন্টিনার চলমান কোপায় অপরাজিত থেকে সেমিফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ কানাডা। এই ম্যাচে জয় পেলেই শিরোপার মঞ্চে পা রাখবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। আগামী ১০ জুলাই  বাংলাদেশ সময় ভোর ৬টায় আর্জেন্টিনা ও কানাডার সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে।কানাডার বিপক্ষে সাফল্য পেতে পুরোদমে অনুশীলনে ব্যস্ত আলবিসেলেস্তেরা। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি প্রকাশিত এক বার্তায় জানা যায় আর্জেন্টিনা ফুটবল দলের অনুশীলনের সময় এমি মার্টিনেজ তার দলের সতীর্থ এবং আর্জেন্টিনার সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেন। তিনি বলেন, আরো একবার জয় তারপরই ফাইনাল।

নাচোলে সাওতাল বিদ্রোহ দিবসের ১৬৯ তম বার্ষিকী উদযাপন

  নাচোলে সাওতাল বিদ্রোহ দিবসের ১৬৯ তম বার্ষিকী উদযাপন   নাচোল উপজেলায় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবসের ১৬৯ তম বার্ষিকী উদযাপন হয়েছে। আজ বিকালে বৃষ্টি মাথায় নিয়ে নেজামপুর ইউনিয়নের ফুলকুঁড়ি গ্রামে ফুলকুঁড়ি আদিবাসী স্মৃতি সংঘের সহযোগিতায় নাচোল শাখা জাতীয় আদিবাসী পরিষদ  এ অনুষ্ঠান আয়োজন করে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। ফুলকুঁড়ি আদিবাসী স্মৃতি সংঘের কার্যালয়ে আদিবাসী নেতা টুনু পাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সুভাস চন্দ্র হেমব্রম, নরেশ হাসদা, স্মৃতি পাহান, ওয়াজেদ পারভেজ, জয়নাল আবেদীন, তরুন উরাওসহ অন্যরা। বিপুল সংখ্যক নারী-পুরষ সমাবেশে বক্তারা বলেন, ১৮৫৫ সালে বিট্রিশ সা¤্রাজ্যবাদী সরকারের শোষণের বিরুদ্ধে সাঁওতাল বিদ্রোহের মাধ্যমে যে সংগ্রাম শুরু হয়েছিল তা আজও চলছে। কাজেই সংগ্রামও চলবে। বিদ্রোহের অবিসংবদিত নেতা সিধু-কানুকে স্মরণ করে বক্তরা  আদিবাসী হিসাবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয়, স্বাধীন ভূমি কমিশন গঠনসহ ১৯৫০ সালের রাষ্ট্রীয় প্রজাস্বত্ব আইনের ৯৭ ধারা কার্যকরের দাবি জানান। সভাশেষে র‌্যালী বের করা হয়।

চাঁপাইনবাবঞ্জে পল্লীবিদ্যূৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

চাঁপাইনবাবঞ্জে পল্লীবিদ্যূৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি   বিদ্যুৎ ব্যবস্থা ও জরুরী গ্রাহকসেবা চালু রেখে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যূৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছে। আজ সকালে জেলা শহরের নয়াগোলা এলাকায় সমিতির সদর দপ্তরে শুরু হওয়া কর্মবিরতিতে সমিতির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। একই সাথে সমিতির অন্তর্গত সকল জোনাল ও সাব-জোনাল অফিসসমূহেও কর্মসূচী পালন করা হয়। দেশের ৮০টি সমিতির তত্বাবধানকারী পল্ল বিদ্যুতায়ন বোর্ড (আরআইবি) কর্তৃপক্ষের বিরুদ্ধে বৈষম্যর অভিযোগ এনে ও বৈষম্য অবসানের দাবিতে কর্মসূচী পালন করছে সকল সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। সমিতির সদর দপ্তরে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বিলিং সহকারী শারমীন আক্তার, লাইনম্যান সাজ্জাদ হোসেন, মিটার রিডার একরামুল ইসলাম, কর্মকর্তা আমিনুল রসুল, সুভন কুমার মহন্ত প্রমুখ। বক্তরা বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড অধীনস্থ সমিতি সমূহের কর্মীদের সাথে যে আচরণ করছে তা অমানবিক ও দূ:খজনক। এ ব্যাপারে বিভিন্নভাবে বারবার প্রতিবাদ করা হলেও কোন লাভ হয় নি। এমনকি বোর্ড প্রধানমন্ত্রী, বিদ্যূৎ বিভাগের নির্দেশনা অমান্য করে দমন ও নিপীড়ন চালাচ্ছে। এসবের অবসান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুশিয়ারি দেন বক্তরা। আন্দোলনের বিষয়টি স্বীকার করে সমিতির জিএম ছানোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে একটি সমাধানে আসার জন্য আগামী ৫ জুলাই শুক্রবার বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ও আরইবি চেয়ারম্যানের সাথে প্রতি সমিতি থেকে একজন করে সমন্বয়কারী নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পল্লী বিদ্যূৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের সমস্যা ও দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।