দেশে সহিংসতায় নিহতদের স্মরণে আগামীকাল এক দিনের শোক

দেশে সহিংসতায় নিহতদের স্মরণে আগামীকাল এক দিনের শোক কোটা আন্দোলনে নিহতদের ঘটনায় আগামীকাল দেশব্যাপী একদিনের শোক পালন করবে সরকার। আজ মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মাহবুব হোসেন সচিবালয়ে সাংবাদিকদের বলেন, আগামীকাল শোক পালনের সময় সবাই কালো ব্যাজ ধারণ করবে। বৈঠকে কোটা আন্দোলনে নিহতের ঘটনায় শোক প্রস্তাবও দেয়া হয়। এ ছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় গতকাল পর্যন্ত সরকারিভাবে ১৪৭ জনের মৃত্যুর তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী

এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় বন্ধ থাকা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার মতো পরিস্থিতি এই মুহূর্তে নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আজ বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
২০ বছরের বড় অভিনেতার সঙ্গে কীর্তির প্রেমের গুঞ্জন

২০ বছরের বড় অভিনেতার সঙ্গে কীর্তির প্রেমের গুঞ্জন ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। রুপালি পর্দায় অভিনয় গুণে অল্প সময়েই কোটি কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছেন। ব্যক্তিগত জীবনে প্রেম-বিয়ে নিয়ে বহুবার খবরের শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী। ফের প্রেমের গুঞ্জনে আলোচনায় কীর্তি। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, একজন অভিনেতার সঙ্গে গোপনে সম্পর্কে জড়িয়েছেন কীর্তি সুরেশ। কীর্তির কথিত প্রেমিক তার চেয়ে ২০ বছরের বড়। এ আলোচনার মাঝে গুঞ্জন প্রসঙ্গে মুখ খুললেন কীর্তি। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের প্রশ্নের জবাব দিতে গিয়ে দক্ষিণী সিনেমার অভিনেতা থালাপাতি বিজয়ের একটি বক্তব্য টেনে আনেন। এক বক্তব্যে বিজয় বলেছিলেন— ‘যদি আমরা বিশদে ব্যাখা করতে যাই, তবে সত্য মিথ্যা হয়ে যাবে।’ বিজয়ের এই বক্তব্য উল্লেখ করে কীর্তি সুরেশ বলেন, ‘গুজব সত্যি হয়ে যাবে, যদি আমরা পরিষ্কার বা ব্যাখ্যা করতে যাই। সুতরাং গুজব এড়িয়ে চলতে চাই। আমি চাই না, নেতিবাচক বিষয় আরো ছড়িয়ে পড়ুক।’ এর আগে গুঞ্জন উঠেছিল, সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরকে বিয়ে করতে যাচ্ছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী কীর্তি সুরেশ। অনেকদিন ডুবে ডুবে জল খেয়েছেন তারা। এখন তাদের সম্পর্কটাকে পরবর্তী ধাপে নিতে চাইছেন। যদিও তা আর বাস্তবে রূপ নেয়নি। কীর্তি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কল্কি’। তারকা বহুল এ সিনেমায় আরো অভিনয় করেছেন— প্রভাস, দীপিকা, কমল হাসান, ব্রহ্মানন্দম, রাজেন্দ্র প্রসাদ প্রমুখ। গত ২৭ জুন মুক্তি পায় এটি। বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি। ২০০০ সালে মালায়ালাম ভাষার ‘পাইলট’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন কীর্তি সুরেশ। এরপর আরো বেশ কটি সিনেমা ও টেলিভিশন সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। ২০১৩ সালে মালায়ালাম ভাষার ‘গীতাঞ্জলি’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন কীর্তি। এ পর্যন্ত তার অভিনীত ৩৬টি সিনেমা মুক্তি পেয়েছে। বর্তমানে তার হাতে আরো চারটি সিনেমার কাজ রয়েছে।
বিকেল ৩টায় চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট সেবা, ৫ জিবি ডেটা বিনামূল্যে: পলক

বিকেল ৩টায় চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট সেবা, ৫ জিবি ডেটা বিনামূল্যে: পলক অবশেষে চালু হচ্ছে মোবাইল ইন্টানেট। আজ বিকেল ৩টায় ফোরজি সেবা চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ সকালে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানান তিনি। পলক জানান, আজ ফোরজি সেবা চালু হবে। পরবর্তীকালে ৫জি সেবাও চালু করা হবে।তিনি বলেন, সাম্প্রতিক সময়ের মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সংযোগ চালুর পর মোবাইল ইন্টারনেট গ্রাহকরা তিন দিনের জন্য ৫ জিবি বোনাস পাবেন। সব অপারেটরের গ্রাহকরাই এই সুবিধা পাবেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। ৫দিন পর গত মঙ্গলবার (২৩ জুলাই) রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রফতানিমুখী খাতে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা চালু করা হয়। এদিকে, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মোবাইল ইন্টারনেট (৪–জি) সেবা আজ বিকেল ৩টা থেকে চালু হচ্ছে। এ দিন যারা যুক্ত হবে সব ইন্টারনেট গ্রাহককে ৩ দিনের জন্য ৫ জিবি ডেটা বিনামূল্যে দেওয়া হবে।
পিএসসির প্রশ্নফাঁসের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

পিএসসির প্রশ্নফাঁসের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট প্রশ্নফাঁসের ঘটনায় রেলওয়ের নিয়োগ পরীক্ষা বাতিলসহ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। সারডা সোসাইটি নামে বেসরকারি একটি সংগঠনের পক্ষে এর নির্বাহী পরিচালক ও নরসিংদীর বাসিন্দা আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় গতকাল রিটটি দায়ের করেন। আগামী বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য কার্যতালিকার ৩৭ নম্বরে রয়েছে।
চুয়েট-রুয়েট-কুয়েটের ভর্তি প্রক্রিয়া ও ওরিয়েন্টেশন স্থগিত

চুয়েট-রুয়েট-কুয়েটের ভর্তি প্রক্রিয়া ও ওরিয়েন্টেশন স্থগিত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া ও ওরিয়েন্টেশন স্থগিত করা হয়েছে। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে চলমান বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি এবং দেশব্যাপী চলমান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভর্তি প্রক্রিয়া ও ওরিয়েন্টেশনের নতুন তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে বলে ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট থেকে জানা গেছে। এছাড়াও, ১৪ ও ১৫ জুলাই নির্ধারিত ভর্তি প্রক্রিয়ার চতুর্থ ধাপও অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। নতুন ভর্তির তারিখ শিক্ষার্থীদের এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
দক্ষিণ এশিয়ায় জীবিকা নির্বাহ কঠিন হবে বলছে বিশ্বব্যাংক

দক্ষিণ এশিয়ায় জীবিকা নির্বাহ কঠিন হবে বলছে বিশ্বব্যাংক বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার বলেছেন, ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক ঝুঁকি এবং বৈশ্বিক বাণিজ্যের খ-িতকরণের কারণে সামনের দিনগুলোতে দক্ষিণ এশীয়দের জন্য উপযুক্ত জীবিকা নির্বাহে কাজ পাওয়া আরও কঠিন হবে। দুই দশক ধরে দক্ষিণ এশিয়ায় শ্রমশক্তিতে প্রবেশকারীদের সংখ্যা কমছে। শ্রমশক্তিতে নতুন প্রবেশকারীদের তুলনায় ৩০ কোটি কম চাকরি রয়েছে। আজ প্রকাশিত ‘রিথিংকিং সোশ্যাল প্রটেকশন ইন সাউথ এশিয়া : টুওয়ার্ডস প্রগ্রেসিভ ইউনিভার্সালিজম’ শীর্ষক প্রবন্ধে এসব তথ্য তুলে ধরেন রাইজার। তিনি বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে নেতিবাচক নানা ঝুঁকির অভূতপূর্ব সংমিশ্রণ আচ্ছন্ন করেছে দক্ষিণ এশিয়া। শ্রীলঙ্কায় করোনার প্রভাবে অর্থনৈতিক সংকটে প্রায় ৩০ লাখ মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে। পাকিস্তানে ২০২২ সালের বন্যা-জলবায়ু পরিবর্তনের জন্য প্রায় ৯ দশমিক ১ মিলিয়ন মানুষকে দারিদ্রের দিকে ঢেলে দিয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী জ্বালানি ও খাদ্য সংকট আরও প্রসারিত হয়েছে। যুদ্ধের প্রভাবে সরাসরি বিপাকে পড়েছেন দক্ষিণ এশিয়ার কর্মজীবী মানুষ।’ মার্টিন রাইজার মতে, বৈশ্বিক চ্যালেঞ্জে দক্ষিণ এশিয়ার দ্রুত ক্রমবর্ধমান কর্মক্ষম জনসংখ্যার জন্য কর্মসংস্থান সৃষ্টির সুযোগ কমে যাচ্ছে। এমন সময়ে নতুন প্রযুক্তির উদ্ভাবন হয়েছে, যা বিশ্বকে এমনভাবে আগে প্রভাবিত করেনি।
আফগান শরণার্থীদের জন্য আবারো পাকিস্তানের হুঁশিয়ারি

আফগান শরণার্থীদের জন্য আবারো পাকিস্তানের হুঁশিয়ারি পাকিস্তানে বসবাসরত আফগান শরণার্থীদের ফের হুঁশিয়ারি বার্তা দিলো দেশটির সরকার। পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আফগান শরণার্থীদের দেশে ফেরত পাঠাতে আবার অভিযান শুরু হবে। ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে এখনো হাজার হাজার আফগান শরণার্থী বসবাস অবৈধভাবে পাকিস্তানে আছেন বলে অভিযোগ। এদের অনেকেই পশ্চিমের বিভিন্ন দেশে অভিবাসনপ্রত্যাশী। সেইমতো তারা আবেদনও করেছেন। অভিযোগ, এখন পর্যন্ত তাদের অধিকাংশকেই অভিবাসন দেয়ার কথা জানায়নি কোনো দেশ। ফ এবার সেই শরণার্থীদের দেশের ফেরানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ।
কোপার ফাইনাল ম্যাচের রেফারিদের তালিকা প্রকাশ

কোপার ফাইনাল ম্যাচের রেফারিদের তালিকা প্রকাশ আর্জেন্টিনা-কলম্বিয়ার মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামতে যাচ্ছে কোপার এবারের আসরের। উরুগুয়কে ১-০ ব্যবধানে হারিয়ে ২৩ বছর পর কোপার ফাইনালে পৌঁছায় কলম্বিয়া। এদিকে দক্ষিণ আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে মেসি-ডি মারিয়ারা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে দল দুটির শিরোপা লড়াইয়ের ম্যাচটি। সেই ম্যাচের জন্য রেফারিদের তালিকা প্রকাশ করেছে কনমেবল, যেখান পাঁচজনই ব্রাজিলের রেফারি। ম্যাচটিতে অন-ফিল্ডে মূল রেফারির দায়িত্বে থাকবেন ব্রাজিলের রাফায়েল ক্লাউস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ফাইনাল ও তৃতীয় ম্যাচ নির্ধারণী ম্যাচের জন্য ম্যাচ অফিশিয়ালসদের তালিকা প্রকাশ করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
জোড়া খুনের আলামত উদ্ধার অভিযান, ৩৮ ককটেল ও ১৪ দেশীয় অস্ত্র উদ্ধার

জোড়া খুনের আলামত উদ্ধার অভিযান, ৩৮ ককটেল ও ১৪ দেশীয় অস্ত্র উদ্ধার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাটী এলাকায় গত বৃহস্পতিবার ২৭জুন রাতে প্রতিপক্ষের গুলি, ককটেল ও ধারাল অস্ত্রের হামলায় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ আব্দুস সালাম ও হরিনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মতিনকে হত্যা মামলায় আরও ৪ জন গ্রেপ্তার হয়েছে। এদের মধ্যে ১ জন এজাহারনামীয় ও ৩ জন তদন্তেপ্রাপ্ত আসামী। এনিয়ে এমামলায় ৫ জন এজাহারনামীয় ও ৬ জন তদন্তেপ্রাপ্তসহ ১১ আসামী গ্রেপ্তার হল। গত রবিবার সন্ধ্যায় চট্রগ্রামের কর্নফুলী থানা এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সাহায্যেই ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হল শিবগঞ্জের ঢোড়বোনা গ্রামের জেন্টু আলীর ছেলে আজম আলী, একই গ্রামের ময়েজ আলীর ছেলে সাহেব আলী, রশিকনগর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে ফিরোজ ও সদর উপজেলার বোলতলা চকবহরম গ্রামের জুবায়ের রহমানের ছেলে তাজ হাসান হৃদয়। আজ বিকালে গ্রেপ্তার ৪ জনকে আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে দু’জনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে চট্রগ্রামে আটকদের দেয়া তথ্যে গ্রেপ্তার আজমকে সাথে নিয়ে নিয়ে গত গতকাল সন্ধ্যা থেকে ঘিরে রাখার পর আজ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নয়ালাভাঙ্গা ইউনিয়নের ঢোড়বোনা গ্রামের একটি গোরস্থানে আলামত উদ্ধারে অভিযান চালায় পুলিশের বিভিন্ন ইউনিট। অভিযানে গোরস্থানের দুটি স্থানে মাটিতে গর্ত করে বালতিতে পুঁতে রাখা ৩৮টি ককটেল উদ্ধার হয়। ককটেলগুলো তাজা নিশ্চিত হবার পর সেগুলি ধ্বংস করে রাজশাহী মেটোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। এছাড়া অভিযানে হাসুয়া, কাতা, চাইনিজ কুড়াল ও রড সহ ১৪টি ধারাল ও দেশি অস্ত্র উদ্ধার হয়। অপরদিকে আসামী আজমের বাড়ি থেকে উদ্ধার হয় হত্যাকান্ডে ব্যবহৃত একটি টর্চলাইট। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ ও জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আসগার আলী এসব তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, চাঞ্চল্যকর এই জোড়াখুনের পরদিন গত শুক্রবার(২৮জুন) শিবগঞ্জ থানায় ৫২ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করে মামলা করেন নিহত সালামের স্ত্রী ফেরদৌসী বেগম। এরপর থেকেই পুলিশের একাধিক দল গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। আজকের অভিযানকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুজ্জামান ও জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।