আরব আমিরাতে অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা

আরব আমিরাতে অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে অবস্থানকারীদের দেশত্যাগ কিংবা ভিসার বৈধতা নেওয়ার সাধারণ ক্ষমার তারিখ ঘোষণা করেছে দেশটি। আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দুই মাস কোন রকম জেল জরিমানা ছাড়া যারা পূর্বে আমিরাতে রেসিডেন্সি ভিসায় ছিলেন এবং বর্তমানে অবৈধভাবে অবস্থানকারী অভিবাসীরা আমিরাত ছাড়তে পারবেন। কিংবা এদেশে অবস্থানকে বৈধ করার সুযোগ পাবেন বলে জানায় আমিরাতের ‘ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ’ কর্তৃপক্ষ। এদিকে বাংলাদেশ মিশনগুলো এ বিষয়টিকে ইতিবাচক বলে জানিয়েছে। অবৈধ হওয়া বাংলাদেশিরা আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই সুযোগকে কাজে লাগাতে পারবেন বলে তারা জানিয়েছেন।

হাইভোর্টেজ মহারণে মুখোমুখি আর্জেন্টিনা-ফ্রান্স

হাইভোর্টেজ মহারণে মুখোমুখি আর্জেন্টিনা-ফ্রান্স হিসেবটা শুরু ২০১৮ ফুটবল বিশ্বকাপ থেকে। সেবার ফরাসিদের কাছে হেরে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। সেই দলে ছিলেন হাভিয়ের মাসচেরানো। লিওনেল মেসি-অ্যাঞ্জেল ডি মারিয়ারা অবশ্য কাতারে ২০২২ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে শোধ তুলে নিয়েছেন। কিন্তু মাসচেরানো? তার সামনে মোক্ষম সুযোগ আজ। প্যারিস অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে এই দুই দল। এই আসরে আর্জেন্টিনার জুনিয়রদের কোচ হিসেবে আছেন মাসচেরানো। তার সামনেও আজ শোধ তুলবার পালা।  

নারী টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‌্যাংকিংয়ে সেরা ১৫-তে জ্যোতি 

নারী টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‌্যাংকিংয়ে সেরা ১৫-তে জ্যোতি নারী টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাংকিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশর দুই ব্যাটার অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও স্বর্ণা আকতার। বোলিংয়ে অবনতি হয়েছে দুই স্পিনার রাবেয়া খান ও নাহিদা আক্তারের। আজ নারী টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। গেল সপ্তাহে ভারতের বিপক্ষে সেমিফাইনালে ৩২ ও গ্রুপ পর্বে মালয়েশিয়ার বিপক্ষে ৩৭ বলে অপরাজিত ৬২ রান করেছিলেন নিগার। টুর্নামেন্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন তিনি। ৩ ধাপ এগিয়ে ৬১২ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার ১৪তম স্থানে উঠেছেন নিগার। এশিয়া কাপে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন স্বর্ণা। দশ ধাপ এগিয়ে ৯৫তম স্থানে জায়গা করে নিয়েছেন স্বর্ণা। তবে বোলিং র‌্যাংকিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের রাবেয়া ও নাহিদার। চার ধাপ পিছিয়ে রাবেয়া দশম স্থানে এবং পাঁচ ধাপ অবনতিতে নাহিদা ২৬তম স্থানে আছেন। বোলারদের তালিকায় শীর্ষে আছেন ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। অলরাউন্ডার তালিকায় শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।  

আগামীকাল থেকে স্বাভাবিক নিয়মে চলবে অফিস

আগামীকাল থেকে স্বাভাবিক নিয়মে চলবে অফিস আগামীকাল থেকে সরকারি-বেসরকারি অফিস চলবে স্বাভাবিক নিয়মে অর্থাৎ সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত চলবে। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে কোটা আন্দোলন নিয়ে সৃষ্ট সহিংস পরিস্থিতিতে গত ২৮ জুলাই থেকে আজ পর্যন্ত সরকারি ও বেসরকারি অফিস চলেছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় সৃষ্ট পরিস্থিতিতে গত ২১ জুলাই ও ২২ জুলাই নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। পরে তা বাড়িয়ে ৩০ জুলাই ছুটি ঘোষণা করা হয়।  

আগামীকাল থেকে শনিবার কারফিউ শিথিল ১৩ ঘণ্টা

আগামীকাল থেকে শনিবার কারফিউ শিথিল ১৩ ঘণ্টা আগামীকাল থেকে শনিবার ৩ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আজ সন্ধ্যায় সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর আগে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান পরিস্থিতিতে বেশকিছু ইস্যু নিয়ে বিশেষ বৈঠকে বসেন সাত মন্ত্রী ও প্রতিমন্ত্রী। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিকেল ৩টা ২০ মিনিটে এ বৈঠক শুরু হয়। এদিকে, বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান ধাপে ধাপে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তবে কোন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান কবে খোলা হবে, সে বিষয়ে কিছু জানাননি মন্ত্রী।  

শিবগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

শিবগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার শিবগঞ্জে মনিরুল ইসলাম মমিন নামে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ছোট চক ঘোড়াপাখিয়া গ্রামের কারিমুল হকের ছেলে। আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মোড় থেকেতাকে গ্রেপ্তার করা হয়। শিবগঞ্জ থানার এসআই জহুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সদর হাসপাতাল মোড় এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি মনিরুল ইসলাম মমিনকে গ্রেপ্তার করা হয়। সে শিবগঞ্জ থানার পাঁচটি মামলার পাঁচ বছরের পলাতক আসামি। এছাড়া আলাদা ভাবে তার বিরুদ্ধে অর্থদন্ড রয়েছে। দীর্ঘ ২০১৯ সাল থেকে পলাতক ছিলেন। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভিক্ষুক পুনর্বাসনে সদর উপজেলায়  ছাগল প্রদান, শিবগঞ্জে  ক্ষুদ্র ঋণ বিতরণ

ভিক্ষুক পুনর্বাসনে সদর উপজেলায়  ছাগল প্রদান, শিবগঞ্জে  ক্ষুদ্র ঋণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ভিক্ষাবৃত্তি থেকে ফিরিয়ে এনে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে আরো চারজনকে ছাগল প্রদান করেছে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়। সরকারের ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি’র আওতায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চারজনকে ৩টি করে ছাগল প্রদান করা হয়। আজ  বিকেলে ছাগল বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দিন। বিতরণকালে জানানো হয়, ছাগলগুলো তারা বাড়িতে লালপালন করে ছাগলের সংখ্যা বৃদ্ধি করবে এবং তাতে তাদের কর্মসংস্থান সৃষ্টি হবে। ফলে তাদেরকে আর ভিক্ষা করতে হবে না। শিবগঞ্জে পল্লী সমাজসেবা (আরএসএস) প্রকল্পের আওতায় ৯ জন সদস্যের মাঝে ২ লাখ টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে কমলাকান্তপুর বিশ্বাসপাড়া এলাকায় সদস্যদের মাঝে এই ক্ষুদ্র ঋণ তুলে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। এ সময় তিনি বলেন, এ কার্যক্রমের মাধ্যমে পল্লী অঞ্চলে বসবাসরত ভূমিহীন, দারিদ্র্যসীমার নীচে বসবাসরত জনগোষ্ঠির মধ্যে সামাজিক সচেতনতা সৃষ্টি ও আয়বর্ধক কর্মসূচিতে তাদের সম্পৃক্ত করে দেশের সার্বিক উন্নয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে। তাছাড়া সচেতনতামূলক উদ্বুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়ন, দরিদ্রতা বিমোচন ও জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি দরিদ্র জনগণকে সংগঠিত করে উন্নয়নের মূল ¯্রােতধারায় নিয়ে আসা হবে। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন ও যৌতুক বিরোধী সচেতনতা, মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সকলকে একযোগে কাজ কার আহবান জানান তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন সমাজকর্মী রাহাতুজ্জামান, আল মামুন ও পলাশ আলীসহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জে ৬ মাসে রেমিটেন্স এসেছে ৬৪ দশমিক ৩ মিলিয়ন ডলার

চাঁপাইনবাবগঞ্জে ৬ মাসে রেমিটেন্স এসেছে ৬৪ দশমিক ৩ মিলিয়ন ডলার   চাঁপাইনবাবগঞ্জের রেমিটেন্স যোদ্ধারা চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই ৬ মাসে ৬৪ দশমিক ৩ মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। শুধু জুন মাসেই রেমিটেন্স পাঠিয়েছেন ১২ দশমিক ৯ মিলিয়ন ডলার। আজ দুপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভায় এই তথ্য তুলে ধরেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক আখলাক-উজ-জামান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় তিনি আরো জানান, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৩ হাজার ৪৯৫ জন বিদেশ গমনেচ্ছু ব্যক্তি জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে নিবন্ধন করেন। একই সময়ে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও মরিসাসের বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য গিয়েছেন ২ হাজার ৭৯৩ জন পুরুষ ও ৬২ জন নারী। এছাড়া জুন মাসে নিবন্ধন করেন ৭৩৮ জন। বিদেশ গিয়েছেন ৬৯৮ জন পুরুষ ও ২ জন নারী। একই সময়ে ১০ জন মৃত কর্মীর পরিবারকে অনুদান ও ২ জনকে ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হয়েছে। আখলাক-উজ-জামান আরো জানান, ২০২৩ সালে ১০ হাজার ৬৫৯ জন, ২০২২ সালে ৯ হাজার ১৮১ জন, ২০২১ সালে ৪ হাজার ২৯৪ জন ও ২০২০ সালে ১ হাজার ৮৮১ কর্মী ওইসব দেশে গিয়েছেন। জেলা প্রশাসক ও কমিটির সভাপতি এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ড. পলাশ সরকার, জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমানসহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলার ১৩ বছর পর এক ব্যক্তির ১০ বছর সশ্রম কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলার ১৩ বছর পর একব্যক্তির ১০ বছর সশ্রম কারাদন্ড লাইসেন্সসবিহীন ১টি বিদেশী পিস্তল,২টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি নিজ হেফাজতে রাখার অভিযোগে অস্ত্র আইনে দায়েরকৃত একটি মামলায় মাসুদ নামে একব্যক্তিকে ১০ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ষ্পেশাল ট্রাইবুনাল-২ এর বিচারক রবিউল ইসলাম। একই মামলার পৃথক অপর একটি ধারায় আসামীকে আরও ৭ বছর সশ্রম কারাদন্ডেরও আদেশ দেন আদালত। আদেশে উল্লেখ করা হয়, উভয় সাজা একত্রে কার্যকর হবে। আজ দুপুরে ট্রাইবুনাল একমাত্র আসামীর অনুপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত মাসুদ শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ খাসেরহাট গ্রামের মৃত বুল্লু ওরফে ভুলুর ছেলে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) রবিউল ইসলাম রবু বলেন, ২০১২ সালের ২৭ ফেব্রুয়ারী রাতে সদর উপজেলার বারঘরিয়া গোল চত্বরে বিজিবির হাতে ১টি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ হাতেনাতে গ্রেপ্তার হয় মাসুদ। এ ঘটনায় ওইদিন সদর থানায় চাঁপাইনবাবগঞ্জের তৎকালীন ৩৯ বিজিবি ব্যাটালিয়নের হাবিলদার বিজয় ভট্রাচার্য মাসুদসহ দুজনের নামে মামলা করেন। ২০১২ সালের ২১ মে মামলার তদন্ত কর্মকর্তা(আইও) ও তৎকালীন এলআই বিজিবি, রাজশাহীর (বিজিবি ও পুলিশের সমন্বয়কারী পুলিশ কর্মকর্তা) পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আখের আলী আদালতে শুধু মাসুদকে অভিযুক্ত করে চার্জশীট দাকিল করেন। ৬ জনের সাক্ষ্য, প্রমাণ ও দীর্ঘ শুনানীর পর ট্রাইবুনাল মাসুদকে দোষি সাব্যস্ত করে আদেশ প্রদান করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. নিয়ামত আলী নিয়াম।

গত ১০ দিনে রহনপুর রেলবন্দর দিয়ে প্রবেশ করেনি ভারতীয় আমদানী পণ্যবাহী ট্রেন

গত ১০ দিনে রহনপুর রেলবন্দর দিয়ে প্রবেশ করেনি ভারতীয় আমদানী পণ্যবাহী ট্রেন কারফিউ জারির পর ১০দিনে দেশের প্রায় সকল নৌ ও দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরসহ প্রায় সকল স্থলবন্দর চালু হলেও গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলবন্দর পথে প্রবেশ করে নি কোনও আমাদানী পন্যবাহী ভারতীয় ট্রেন (মালবাহী ওয়াগনের র‌্যাক)। গত ১৯ জুলাই শেষ আমদানী পণ্যবাহী ট্রেন রহনপুরে প্রবেশ করে। তবে কারফিউ জারির পূর্বে রহনপুর বন্দর দিয়ে প্রবেশ করা আমাদানী পন্যবাহী (খইল বা ডিওপি-ড্রাই ওয়েল কেক যা মাছ ও পশু খাদ্য) বোঝাই ৩টি ট্রেন যেগুলো রহনপুর রেলবন্দর পথে বাংলাদেশে প্রবেশের পর দেশের অভ্যন্তরে বিভিন্ন গন্তব্যে যাবার জন্য সদর উপজেলার আমনুরা জংশন রেলওয়ে ষ্টেশনে অপেক্ষমান ছিল তার মধ্যে ২টি কারফিউ এর মধ্যে নিজ নিজ গন্তব্যে পৌঁছেছে। এদিকে গত ২৫ জুলাই থেকে চাঁপাইনবাবগঞ্জসহ আঞ্চলিক রুটে ট্রেন চলাচলের সিদ্ধান্ত হলেও পরে তা বাতিল হয়। সরকার দেশে গত ১৯ জুলাই ট্রেন চলাচল বন্ধের পর গত ২০ জুলাই দেশে কারফিউ জারি হয়। এরপর থেকে জেলায় সকল শ্রেণির যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। জেলায় বর্তমানে ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ১৭ ঘন্টা কারফিউ শিথিল রয়েছে। কারফিউ জারি রয়েছে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত টানা ৭ ঘন্টা।