পরীক্ষা-নিরীক্ষা শুরু না হওয়ায় চালু হচ্ছে না মেট্রোরেল

পরীক্ষা-নিরীক্ষা শুরু না হওয়ায় আগামীকাল থেকে চালু হচ্ছে না মেট্রোরেল আগামীকাল থেকে চালু হচ্ছে না মেট্রোরেল। এজন্য দুঃখ প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। গতকাল ডিএমটিসিএলের কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার গত ১১ আগস্ট প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে ৭ দিনের মধ্যে মেট্রোরেল পুনরায় চালু করার জন্য নির্দেশনা দিয়েছিল। অনিবার্য কারণবশত মেট্রোরেল পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা এখনো শুরু করা সম্ভব হয়নি। কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও যাত্রীবিহীন পরিচালন পরীক্ষণ শেষে মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশন ছাড়া বাকি ১৪টি স্টেশন সমন্বয়ে মেট্রোরেল পুনরায় চালুর নিমিত্তে মেট্রোরেল সিস্টেম ও মেট্রোরেলে যাতায়াতকারী যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। তাই পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মেট্রোরেল পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না।

শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব থেকে সরে  যেতে সারজিসের আহ্বান 

শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব থেকে সরে  যেতে সারজিসের আহ্বান শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। সেই সঙ্গে ধানমন্ডি ৩২ নম্বরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আজ বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানিয়ে সারজিস বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে ১৫ আগস্ট ঘটে যাওয়া কিছু কাজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি বলেন, কেউ যদি ১৫ আগস্ট ধানমন্ডিতে ফুল দিতে চায় তাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাধা দিতে পারে না। তাই এসবের সঙ্গে সমন্বয়ক বা অন্য কেউ জড়িত থাকলে বহিষ্কার এবং ব্যবস্থা নেয়া হবে।

পার্বত্য চট্টগ্রামে শিক্ষার ক্রাইসিস দূর করব বলেছেন উপদেষ্টা

পার্বত্য চট্টগ্রামে শিক্ষার ক্রাইসিস দূর করব বলেছেন উপদেষ্টা পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, আমরা আমাদের ছেলেমেয়েদের কোয়ালিটি এডুকেশন দিতে চাই। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাল্টিমিডিয়া ক্লাশরুম ও ডিজিটালাইজড শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা হবে। আজ রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনের অডিটোরিয়ামে তিন পার্বত্য জেলা ও রাজধানীতে বসবাসরত পার্বত্য অঞ্চলের ছাত্র-শিক্ষক প্রতিনিধি; হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিনিধি এবং বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশাজীবীর মানুষ সুপ্রদীপ চাকমাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে আসেন। সেখানে এক উন্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লিখিত কথাগুলো বলেন।  

ধর্ষণ, খুনের প্রতিবাদে  ভারতে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক চিকিৎসকদের

ধর্ষণ, খুনের প্রতিবাদে  ভারতে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক চিকিৎসকদের কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক ধর্ষণ, খুনের ঘটনার প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। এরই মধ্যে আগামীকাল ভারতজুড়ে ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসকদের বৃহত্তম সংগঠন ইন্ডিযান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। আগামীকাল সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত সব ধরনের নন-ইমারজেন্সি মেডিক্যাল সার্ভিস বন্ধ রাখা হবে। খুলবে না আউটডোর। সংগঠন থেকে জানানো হয়েছে, জরুরি পরিষেবা ছাড়া ২৪ ঘণ্টায় সবরকম পরিষেবা দেয়া থেকে বিরত থাকবেন চিকিৎসকেরা।

থাইল্যান্ডের ইতিহাসে পেতংতার্ন সিনাওয়াত্রা তরুণ প্রধানমন্ত্রী

থাইল্যান্ডের ইতিহাসে পেতংতার্ন সিনাওয়াত্রা তরুণ প্রধানমন্ত্রী থাইল্যান্ডের আইনপ্রণেতারা ধনকুবের ও সাবেক দেশপ্রধান থাকসিন সিনাওয়াত্রার মেয়ে ৩৭ বছর বয়সী পেতংতার্নকে তাদের দেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে। আজ এই তথ্য জানিয়েছে বিবিসি ও এএফপি। পেতংতার্নের নিয়োগের মাধ্যমে থাইল্যান্ডের বিতর্কিত ও প্রভাবশালী সিনাওয়াত্রা পরিবারের তৃতীয় সদস্য দেশের শাসনভার পেলেন। পেতংতার্ন দেশটির দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। এর আগে তার ফুফুও দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। থাইল্যান্ডের সাংবিধানিক আদালত আগের প্রধানমন্ত্রী শ্রেত্থা থাভিসিনকে বরখাস্ত করার পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে বাধ্য হয় দেশটির পার্লামেন্ট।

চূড়ান্ত সিদ্ধান্তের জন্য পাঁচ দিন সময় চেয়েছে বিসিবি

চূড়ান্ত সিদ্ধান্তের জন্য পাঁচ দিন সময় চেয়েছে বিসিবি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা বাড়ছে। গতকালই সেটি আইসিসি থেকে চলে আসার কথা ছিল। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে থাকছে, নাকি অন্য কোথাও চলে যাচ্ছে, সে বিষয়ে আইসিসি সিদ্ধান্ত নিয়ে ফেলার আগেই অবশ্য আরো কিছুটা সময় চেয়ে ই-মেইল পাঠিয়েছে বিসিবি। তাতে আগামী ২০ আগস্ট পর্যন্ত সময় চাওয়া হয়েছে। বিশ্বকাপের আয়োজক স্বত্ব ধরে রাখতে সর্বাত্মক চেষ্টাই চালিয়ে যাচ্ছে বিসিবি। তবে নিরাপত্তার বিষয়ে অগ্রগতি জানতে গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে একটি বৈঠক করেছেন বলেই খবর। বিশ্বকাপের সম্ভাব্য বিকল্প ভেন্যুর তালিকায় আছে ভারত, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের নাম। আইসিসি ভারতের সঙ্গে যোগাযোগ করলেও বিসিসিআই জানিয়ে দিয়েছে, তারা আগ্রহী নয়।

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারি ট্রাক চালকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারি ট্রাক চালকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে দেড় কেজি হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় এক ট্রাক চালককে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২ বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তি গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের রানীনগর কুমুরপুর গ্রামের মৃত মুরসাদি’র ছেলে বেলাল হোসেন। আজ দুপুরে চাঁপাইানবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ আদীব আলী একমাত্র আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা  যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) নাজমুল আজম বলেন, ২০২১ সালের ১১ জানুয়ারী রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের  দারিয়াপুর ট্রাক টার্মিনাল এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে র‌্যাব ক্যাম্পের চেকপোষ্টে রাজশাহীগামী ট্রাকসহ গ্রেপ্তার হয় চালক বেলাল। এসময় ট্রাকের কেবিন তল্লাশী করে দেড়কেজি হেরোইন পাওয়া যায়। এঘটনায় পরদিন সদর থানায় বেলালকে একামত্র আসামী করে মামলা করেন র‌্যাবের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন। ২০১১ সালের ১৯ ফেব্রুয়ারী মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ওবাইদুল হক বেলালকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৭ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত মঙ্গলবার বেলালকে দোষি সাব্যস্ত করে চার্জশীট দাখিল করেন।

গোমস্তাপুরে জেলা প্রশাসকের মতবিনিময়

গোমস্তাপুরে জেলা প্রশাসকের মতবিনিময় দেশের চলমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে গোমস্তাপুরে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। আজ দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এসময় অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ জেলার সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল শান্ত রাজ, ৫৯ বিজিবির মেজর ইমরুল কায়েশ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁনসহ সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪ চাঁপাইনবাবগঞ্জ শহরে ডাকাতি প্রস্তুতিকালে বড় ছোরা, লাঠি, রডসহ ৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ ভোররাতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর টোলঘর চত্বর থেকে ওই ৪ জনকে আটক করে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে তাদের চাঁপাইনবাবগঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ। আটকরা হলো, চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার আজাইপুর পোলাডাঙ্গার বাসিন্দা জাহিদ হাসান, খাইরুল ইসলাম, মোহাম্মদ লিখন ও আরিফ। পুলিশ জানায়, ভোররাতে টোলঘর এলাকায় সড়কে চলাচল করা বিভিন্ন যানবহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো ওই ৪ জন। এসময় স্থানীয়রা টের পেয়ে সংঘবদ্ধ হয়ে তাদেরকে আটক করে। সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আটকদের আদালতে পাঠানো হয়েছে।

আগস্টে বাড়ছে না ডিজেল-অকটেনের দাম

আগস্টে বাড়ছে না ডিজেল-অকটেনের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হলেও চলতি মাসে তা হচ্ছে না। ফলে এবার অপরিবর্তিত থাকছে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম। গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন বলেন, আগস্ট মাসে দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে। দেশের চলমান পরিস্থিতির কারণে এখন মূল্যবৃদ্ধির ঝুঁকি নিতে চায়নি সরকার। সর্বশেষ গত জুলাই মাসের জন্য প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করা হয় ১০৬ টাকা ৭৫ পয়সা। আর পেট্রোলের দাম লিটারে ১২৭ টাকা এবং অকটেনে ১৩১ টাকা অপরিবর্তিত রাখা হয়।