ক্যাম্প ন্যুতে বার্সার কিংবদন্তি মেসির সম্মানে ভাস্কর্য

ক্যাম্প ন্যুতে বার্সার কিংবদন্তি মেসির সম্মানে ভাস্কর্য  বার্সেলোনার ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসি। স্প্যানিশ ক্লাবটির হয়ে বহু স্মরণীয় মুহূর্তের জন্ম দিয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। নিজেদের ইতিহাসের সেরা ফুটবলারকে চিরস্মরণীয় করে রাখতে ভাস্কর্য স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে বার্সা। বার্সার প্রধান স্টেডিয়াম ক্যাম্প ন্যু’এর সংস্কার কাজ প্রায়ই শেষ হয়ে এসেছে। বার্সেলোনা সভাপতি জোয়ান লাপার্তা নিশ্চিত করেছেন ক্যাম্প ন্যু বাইরে লিওনেল মেসির একটি ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা আছে। লাপার্তা বলেন, ‘আমরা সকল কিউল (বার্সা সমর্থক) চাই, লিও মেসির একটি ভাস্কর্য স্পোটিফাই ক্যাম্প ন্যুতে থাকুক। আমরা এর ওপর কাজ করছি, এবং যদি মেসির পরিবার একমত হয়, ডিজাইন তৈরি হলে তাদের সঙ্গে আলোচনা করা হবে।’ তিনি বলেন, ‘মেসি সবসময় বার্সার অংশ হয়ে থাকবেন। আমাদের দরজা সবসময় তার জন্য খোলা। আমরা তার প্রতি পূর্ণ সম্মান রাখি। বার্সার থেকে সেরা শ্রদ্ধা পাওয়ার যোগ্য মেসি।’ ক্যাম্প ন্যু স্টেডিয়ামের বাইরে ক্লাবটির কিংবদন্তি জোয়ান ক্রুইফ ও লাসজলো কুবালার ভাস্কর্য আছে। তাদের মতো মেসিকেও কাতালান ক্লাবটি চিরস্বরণীয় করে রাখতে প্রতিমূর্তি তৈরির করবে বলে জানান বার্সা সভাপতি। তিনি বলেন, ‘মেসির স্পোটিফাই ক্যাম্প ন্যুতে একটি ভাস্কর্য থাকা উচিত, ঠিক ক্রুইফ এবং কুবালার মতো। তিনি এমন একজন আইকনিক খেলোয়াড়, যার ছাপ বার্সার হৃদয়ে চিরঅম্লান থাকবে।’ ২০২১ সালে হঠাৎ বার্সেলোনা ছাড়তে হয় মেসিকে। মাত্র ১৩ বছর বয়সে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির একাডেমিতে যোগ দেন তিনি। ক্লাবটিতে ২১ বছরে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেছেন এবং ১০টি লা লিগা শিরোপা, চারটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি এবং তিনটি ক্লাব বিশ্বকাপ জিতেছেন ৩৮ বছর বয়সী ফুটবলার। সম্প্রতি একদম চুপিসারে ক্যাম্প ন্যুতে ঘরে যান মেসি। সামাজিক মাধ্যমে এক পোস্টে কোনো একদিন সাবেক ক্লাবে ফেরারও বার্তা দেন ইন্টার মায়ামির মহাতারকা। তবে আপাতত মেসির ফেরা অবাস্তব বলেন বার্সা সভাপতি।

দুই দফা দাবিতে বিচারকদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

দুই দফা দাবিতে বিচারকদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম সারাদেশের আদালতগুলোতে বিচারকদের নিরাপত্তা নিশ্চিতসহ দুই দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। এ বিষয়ে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি। এ ছাড়া দাবি পূরণ না হলে রবিবার থেকে সারাদেশে একযোগে কলমবিরতি পালন করবেন বলে জানিয়েছেন বিচারকেরা। শুক্রবার (১৪ নভেম্বর) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে। বিচারকদের দ্বিতীয় দাবি হলো- রাজশাহীর ঘটনায় বিচারকের নিরাপত্তা নিশ্চিতে অবহেলার সঙ্গে সম্পৃক্ত এবং গ্রেফতার করা আসামিকে আইনবহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করে অপেশাদারিত্ব প্রদর্শনে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিচারকদের কর্মের পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি পূরণ না হলে রবিবার থেকে সারা দেশে একযোগে কলমবিরতি পালন করবেন বলে জানিয়েছেন বিচারকেরা।

চারঘাটে র‌্যাবের অভিযানে মাদকসহ আটক ১

চারঘাটে র‌্যাবের অভিযানে মাদকসহ আটক ১ রাজশাহী চারঘাট উপজেলার হলিদাগাছী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস অবৈধ মাদকদ্রব্যসহ ১ জনকে আটক করেছে র‌্যাব-৫। আটক ব্যক্তি রাজশাহীর কাটাখালী টাঙ্গন এলাকার রেজাউল করিমের ছেলে মিজান আলী। আজ র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট উপজেলার হলিদাগাছী বাজারে অভিযান চালায়। এসময় সন্দেজনক ব্যক্তির শপিং ব্যাগ তল্লাশী করে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে। এঘটনায়  চারঘাট থানায় মাদক আইনে মামলা দায়েল করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

রাজধানী ও আশপাশের এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানী ও আশপাশের এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন   রাজধানী ঢাকা ও আশপাশের জেলার ১২ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতেই এসব এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। আজ বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।      

প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি নীতিমালা চূড়ান্ত

প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি নীতিমালা চূড়ান্ত সরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ নীতিমালাটি জারি করে। এতে সই করেন বিভাগের সচিব রেহেনা পারভীন। নীতিমালা অনুযায়ী, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অ্যান্ট্রি (প্রবেশ) শ্রেণিতে এবং আসন শূন্য থাকলে নবম শ্রেণি পর্যন্ত যেকোনো শ্রেণিতে ভর্তি নেওয়া যাবে। ‘জাতীয় শিক্ষানীতি ২০১০’ অনুসারে ৬ বছরের বেশি বয়সীদের ভর্তি নিশ্চিত করতে হবে। তবে নির্দিষ্ট শিক্ষাবর্ষে ভর্তির জন্য বয়স নির্ধারণ কঠোরভাবে অনুসরণ করতে হবে—যেমন ২০২৬ শিক্ষাবর্ষে বয়স হতে হবে ১ জানুয়ারি অনুযায়ী কমপক্ষে ৫ বছর এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত সর্বোচ্চ ৭ বছর। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বাড়তি ৫ বছরের সুবিধা দেওয়া যাবে।

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি, আবেদন শুরু ২৫ নভেম্বর

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি, আবেদন শুরু ২৫ নভেম্বর দেশের কৃষি গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৬ সালের ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে, ভর্তির আবেদন শুরু হবে আগামী ২৫ নভেম্বর থেকে। এ বছর ভর্তি পরীক্ষার নেতৃত্বে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যসচিব কৃষিবিদ ড. মো. হেলাল। এ বছর ভর্তি পরীক্ষা দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত চলবে। পরীক্ষার প্রযুক্তিগত ও প্রশাসনিক সব সমন্বয় করবে গাকৃবি। এ ছাড়া অঈঅঝ-এর অনলাইন আবেদনের গ্রহণ শুরু হবে ২৫ নভেম্বর থেকে এবং চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত নির্দেশনা, আসন বিন্যাস এবং প্রবেশপত্র ডাউনলোডের তথ্য পরে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

৫০ ভাগ নারী বাদ দিয়ে উন্নয়নের চিন্তা ভুল বলেছেন সেনাপ্রধান

৫০ ভাগ নারী বাদ দিয়ে উন্নয়নের চিন্তা ভুল বলেছেন সেনাপ্রধান দেশের জনসংখ্যার অর্ধেক নারী, তাদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে এমনটাই বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সকালে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সেনাপ্রধান বলেন, দেশের উন্নয়নের স্বার্থে নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে। প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশে তিনি বলেন, সবার আগে ভালো মানুষ হতে হবে। নীতি-নৈতিকতার সাথে দেশের জন্য কাজ করতে হবে।

বেতন ও প্রশিক্ষণ পদের দাবিতে ধর্মঘটে ব্রিটিশ চিকিৎসকরা

বেতন ও প্রশিক্ষণ পদের দাবিতে ধর্মঘটে ব্রিটিশ চিকিৎসকরা ইংল্যান্ডে হাজারো ব্রিটিশ চিকিৎসক  আজ বেতন ও প্রশিক্ষণ পদের দাবিতে পাঁচ দিনের ধর্মঘট শুরু করেছেন। ২০২৩ সালের মার্চ থেকে এ পর্যন্ত এটি তাদের ১৩তম ধর্মঘট। গ্রিনিচ মান সময় সকাল ৭টা থেকে শুরু হওয়া এই ধর্মঘটে অংশ নিচ্ছেন রেসিডেন্ট ডাক্তাররা—পরামর্শদাতা পর্যায়ের নিচের চিকিৎসকরা, যারা হাসপাতালের মোট চিকিৎসাকর্মীর অর্ধেক। লেবার সরকারের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং ধর্মঘটের নিন্দা জানিয়ে বলেন, চিকিৎসকদের ইউনিয়ন ব্রিটিশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) নেতৃত্ব ‘সেবার চেয়ে সংঘাতকে বেছে নিয়েছে।

১২ ঘণ্টা পর জোহানেসবার্গে অবশেষে অবতরণ ১৫৩ ফিলিস্তিনির

১২ ঘণ্টা পর জোহানেসবার্গে অবশেষে অবতরণ ১৫৩ ফিলিস্তিনির দক্ষিণ আফ্রিকার সীমান্ত পুলিশ জানিয়েছে, ১২ ঘণ্টা ধরে একটি বিমানেই আটকে থাকা ১৫৩ ফিলিস্তিনিকে গতকাল সন্ধ্যায় অবশেষে বিমান থেকে নামার অনুমতি দেওয়া হয়েছে। সীমান্ত পুলিশ জানায়, বিমানটি ও. আর. তাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় গতকাল সকাল ৮টার কিছুক্ষণ পরে অবতরণ করে। দেশটির সীমান্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় একটি মানবিক সংস্থা যাত্রীদের থাকার ব্যবস্থা করার আশ্বাস দেওয়ার পর দক্ষিণ আফ্রিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের অবতরণের অনুমতি দিয়েছে। দক্ষিণ আফ্রিকার সীমান্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (বিএমএ) জানিয়েছে, যাত্রীদের বিমান থেকে নামতে দেওয়া হয়নি কারণ তাদের পাসপোর্টে প্রচলিত প্রস্থানের ছাপ ছিল না। এছাড়া তারা দক্ষিণ আফ্রিকায় কত দিন থাকবেন বা কোথায় অবস্থান করবেন, তা জানাতে পারেননি।

আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানে হারাল বাংলাদেশ

আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানে হারাল বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানে হারিয়েছে বাংলাদেশ। চতুর্থ দিনে লাঞ্চের পরই আয়ারল্যান্ডের প্রতিরোধ ভেঙে দিয়ে টাইগাররা ম্যাচের ইতি টানেন। দ্বিতীয় ইনিংসে ২৫৪ রানে অলআউট হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বোলাররা পুরো ম্যাচে দাপট দেখান। অভিষিক্ত হাসান মুরাদের চার উইকেটের পাশাপাশি ৩টি উইকেট নেন তাইজুল ইসলামও। বাকি দুই উইকেট শিকার করেন নাহিদ রানা। চতুর্থ দিনের শুরুতে ৫ উইকেটে ৮৫ রান নিয়ে লড়াই শুরু করেছিল আয়ারল্যান্ড। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল শান্তরা। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর ঢাকায়।