বড় ব্যবধানে চিলিকে হারালো মেসিহীন আর্জেন্টিনা

বড় ব্যবধানে চিলিকে হারালো মেসিহীন আর্জেন্টিনা ইনজুরির কারণে লিওনেল মেসি ছিলেন না। ম্যাচের আগে আনুষ্ঠানিকভাবে জাতীয় দল থেকে বিদায় নিয়েছেন আনহেল দি মারিয়াও। আক্রমণভাগের দুই অগ্রসৈনিকের অনুপস্থিতির কারণে অবশ্য খুব একটা ভুগতে হয়নি আর্জেন্টিনাকে। আজ ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। বুয়েনস এইরেসের এন্তাদিও মাস মনুমেন্টাল স্টেডিয়ামে স্বাগতিকদের জয়ে গোল করেছেন আলেক্সিস মাক আলিস্তার, হুলিয়ান আলভারেজ এবং বদলি নামা পাওলো দিবালা। প্রথমার্ধে বেশ কয়েকবার বল পেলেও তেমন একটা সুবিধা করতে পারছিল না আর্জেন্টিনা। তাদের বেশ কয়েকটি আক্রমণ প্রতিপক্ষের বক্সে গিয়ে প্রতিহত হয়। সুযোগ এসেছিল চিলির সামনেও। কিন্তু তাদের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে অবশ্য নতুন রূপে দেখা দেয় আর্জেন্টিনা। ৯১তম মিনিটে গারনাচোর অ্যাসিস্টে বদলি হিসেবে নামা দিবালার গোলে বড় জয় নিশ্চিত হয় আর্জেন্টাইনদের। এই জয়ে দক্ষিণ আমেরিকান বাছাইয়ে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। আগামী মঙ্গলবার কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।  

সব নদীর পানি কমে বিপৎসীমার নিচে, বন্যায় মৃত্যু বেড়ে ৫৪

সব নদীর পানি কমে বিপৎসীমার নিচে, বন্যায় মৃত্যু বেড়ে ৫৪ দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীর পানি হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আজ এক বিজ্ঞপ্তিতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে। সংস্থাটির নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। দেশের উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের মনু নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং অন্যান্য প্রধান নদীর পানি হ্রাস পাচ্ছে। এদিকে, টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে ১১ জেলায় সৃষ্ট স্মরণকালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বন্যা পরিস্থিতির হালনাগাদ তথ্য তুলে ধরে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যাকবলিত ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, সিলেট, লক্ষীপুর ও কক্সবাজারের ৬৪টি উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন বা পৌরসভা ৪৮৬টি। সিলেট, হবিগঞ্জ ও চট্টগ্রাম জেলা থেকে প্রাপ্ত আজকের তথ্য মোতাবেক বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। বন্যায় মৃত্যু ৫৪ জনের মধ্যে পুরুষ ৪১, মহিলা ৬ ও শিশু ৭ জন।

মানবাধিকার লঙ্ঘনের তদন্তে জাতিসংঘকে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক আমন্ত্রণ

মানবাধিকার লঙ্ঘনের তদন্তে জাতিসংঘকে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক আমন্ত্রণ ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মানবাধিকার লঙ্ঘনের তদন্তে জাতিসংঘকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পেয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তার্ক। সুইজারল্যান্ডের জেনেভায় স্থানীয় সময় আজ এক ব্রিফিংয়ে এ তথ্য জানান জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি। জাতিসংঘের এই মুখপাত্র জানান, গত ১ জুলাই থেকে ১৫ আগস্টের ঘটনাগুলোর তদন্তে জাতিসংঘকে অনুরোধ জানানো হয়েছে।

কেনা-বেচায় ডলারের সর্বোচ্চ দর ১২০ টাকা

কেনা-বেচায় ডলারের সর্বোচ্চ দর ১২০ টাকা এখন থেকে কোনো ব্যাংক ডলার কেনা-বেচায় ১২০ টাকার বেশি চার্জ করতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন দেশের অধিকাংশ ব্যাংকের ট্রেজারি প্রধানেরা। গতকাল ঢাকায় এক বৈঠকে ৪৭টি ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানেরা এ সিদ্ধান্ত নেন। রেমিট্যান্স ও আন্তঃব্যাংক লেনদেনের ডলারের দাম সম্প্রতি বৃদ্ধির কারণে এ সীমা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন তারা। বৈঠকে তারা ঘোষণা করেছেন, ব্যাংকগুলো রেমিট্যান্স ডলারের জন্য সর্বোচ্চ ১২০ টাকা উদ্ধৃত করবে এবং এ হার আন্তঃব্যাংক ও আমদানি দায় পরিশোধের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। রপ্তানি আয় নগদায়নের জন্য ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুসরণ করবে।

পোলিও টিকাদান কর্মসূচি বাস্তবায়নে ৩ দিন যুদ্ধ বন্ধ রাখবে ইসরায়েল

পোলিও টিকাদান কর্মসূচি বাস্তবায়নে ৩ দিন যুদ্ধ বন্ধ রাখবে ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় পোলিও টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অন্তত ৩ দিনের জন্য মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে। ডব্লিউএইচও বলছে, প্রতিদিন গাজার স্থানীয় সময় সকাল ৬টা থেকে বিকেল ৩টার মধ্যে অন্তত ৮ ঘণ্টা যুদ্ধ বন্ধ রাখার লক্ষ্যে চুক্তি করা হয়েছে। ফিলিস্তিনে ডব্লিউএইচওর প্রতিনিধি রিক পিপারকর্ন বলেন, মধ্য গাজায় ১ সেপ্টেম্বর থেকে ৩ দিনব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি শুরু হবে। টিকাদানের এ সময়জুড়ে মানবিক যুদ্ধবিরতি বজায় থাকবে। পয়োব্যবস্থার অভাব, স্বাস্থ্যসেবায় প্রতিবন্ধকতা ও টিকা–সংকটে গাজায় দ্রুত পোলিও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভাইরাসটি ইসরায়েলেও ছড়াতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সমতায় ফেরার সুযোগ না পেয়ে সিরিজ হাতছাড়া

সমতায় ফেরার সুযোগ না পেয়ে সিরিজ হাতছাড়া পাকিস্তান শাহীনসের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি খুব বাজেভাবে হেরেছিল বাংলাদেশ ‘এ’ দল। ইসলামাবাদে ৮ উইকেটে ম্যাচ হেরেছিল তাওহীদ হৃদয়ের দল। পরের দুই ম্যাচে সিরিজের ফয়সালা হতো। কিন্তু বৃষ্টির বাগড়ায় প্রথমে দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হয়। ফলে শেষ ম্যাচটি বাংলাদেশ দলের জন্য ছিল সিরিজে সমতা ফেরানোর। কিন্তু তৃতীয় ম্যাচটিও গেছে বৃষ্টির পেটে। তাতে সিরিজ হাতছাড়া হলো সৌম্য, তাওহীদ, সাইফদের। ইসলামাবাদে বৃষ্টির বাগড়ায় এদিনও টস অনুষ্ঠিত হয়নি। মুষলধারে বৃষ্টির কারণে মাঠ থেকে কাভারও তুলতে পারেননি গ্রাউন্ডসম্যানরা। লম্বা সময় পর বাংলাদেশ ‘এ’ দল এই সফরে তিনটি ওয়ানডের পাশাপাশি দুটি চারদিনের ম্যাচ খেলার কথা ছিল। আগামীকাল বাংলাদেশ ‘এ’ দলের দেশে ফেরার কথা রয়েছে।

মহানন্দায় মিলল অজ্ঞাত মরদেহ

মহানন্দায় মিলল অজ্ঞাত মরদেহ চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজরামপুর-মালোপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। ধারণা করা হচ্ছে তার বয়স আনুমানিক ৪০ বছর। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাকারিয়া বলেন, মহানন্দা নদীতে একটি মরদেহ দেখতে পেলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। বর্তমানে মরদেহটি ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বেজলাইন সার্ভের জন্য তথ্য সংগ্রহের লক্ষ্যে প্রয়াসের কার্যক্রম দেখলেন বাকৃবির প্রফেসর রায়হান

বেজলাইন সার্ভের জন্য তথ্য সংগ্রহের লক্ষ্যে প্রয়াসের কার্যক্রম দেখলেন বাকৃবির প্রফেসর রায়হান বেজলাইন সার্ভের জন্য তথ্য সংগ্রহের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের (বাকৃবি) ডেইরি সায়েন্স বিভাগের প্রফেসর রায়হান হাবিব।  রবিবার সকালে সদর উপজেলার গোবরাতলায় দুধ উৎপাদক, প্রক্রিয়াজাতকারক, গোখাদ্য উৎপাদক, কেঁচো সার উৎপাদকদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেন তিনি। সেখান থেকে তিনি নসিপুরের দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ ইউনিট পরিদর্শন করেন। পরে বিকেলে রাজশাহীর গোদাগাড়ীতে প্রয়াসের ব্ল্যাক বেঙ্গল ব্রিডিং ফার্ম ও ডেইরি ফার্মে যান রায়হান হাবিব। সেখানে তিনি তথ্য সংগ্রহের পাশাপাশি ফার্মের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন পরামর্শ দেন। পরিদর্শনকালে প্রফেসর রায়হান হাবিবের সঙ্গে ছিলেন প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ও আরএমটিপি ডেইরি প্রকল্পের ফোকাল পার্সন ডা. রাজিন বিন রেজাউল, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আরএমটিপি ডেইরি প্রকল্পের ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর ডা. মাহমুদুল হাসান, প্রোডাক্ট প্রোমোশন অফিসার আবদুল ওয়াদুদসহ অন্যরা।

গ্রিনভিউ স্কুল : রোকসানা আহমদকে স্বপদে বহালের দাবিতে মানববন্ধন

গ্রিনভিউ স্কুল : রোকসানা আহমদকে স্বপদে বহালের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে অভিজাত শিক্ষাপ্রতিষ্ঠান নামে খ্যাত গ্রিনভিউ স্কুলের সদ্য পদত্যাগ করা প্রধান শিক্ষক রোকসানা আহমদকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার প্রতিবাদে মানববন্ধন করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। রবিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে সাবেক শিক্ষক রোকসানা আহমদকে আবারো তার পদে পুনর্বহালের দাবি জানান বক্তারা। মানববন্ধনে বক্তব্য দেন- অ্যাডভোকেট এবিএম সাইদুল ইসলাম, অ্যাডভোকেট আবু হাসিব, গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা আহমেদসহ অন্যরা। বক্তারা বলেন, গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে, শিক্ষক রোকসানা আহমদকে জোর করে পদত্যাগে বাধ্য করা হয়েছে। এটা অন্যায়, আইনের পরিপন্থী। তাকে স্বপদে আবারো পুনর্বহাল করে গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়ের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি জানান তারা। গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মাহমুদা আহমদ বলেন, সহকর্মী হিসেবে আমি রোকসানা আহমদের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করেছি। উনার (রোকসানা আহমদ) সঙ্গে যে অন্যায়টা করা হয়েছে, এটা কোনোভাবেই কাম্য নয়। উনাকে আবার প্রধান শিক্ষক পদে ফিরিয়ে আনা উচিত। পরে অভিভাবক ও শিক্ষার্থীরা জেলা প্রশাসক এ কে এম গাঁলিভ খানের নিকট স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে রোকসানা আহমদকে প্রধান শিক্ষকের পদে পনর্বহালের দাবি জানানো হয়।

বিভিন্ন দাবিতে নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের বিক্ষোভ মিছিল,সমাবেশ ও স্মারকলিপি পেশ

বিভিন্ন দাবিতে নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের বিক্ষোভ মিছিল,সমাবেশ ও স্মারকলিপি পেশ বিভিন্ন দাবিতে নাচোল উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি পেশ কর্মসূচী পালন করেছে। দাবির মধ্যে রয়েছে নিরাপত্তা,ভূমি ও পুকুর জবর দখল রোধ,বসত উচ্ছেদের চেষ্টা ও ভীতি প্রদর্শণ বন্ধ করা, সমতলের আদিবাসিদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন করা ও অন্তবর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাকে আদিবাসি সংক্রান্ত দায়িত্ব দেয়া। আজ দুপুরে সম্মিলিত আদিবাসী সমাজের ব্যানারে এই কর্মসূচী পালিত হয়। এতে জেলার নাচোল, গোমস্তাপুর ও সদর উপজেলার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কয়েকশত নারী-পুরুষ ও শিক্ষার্থী অংশ নেন। নাচোল সদর বাসষ্ট্যান্ড মোড়ে জড়ো হয়ে অবস্থান নেয়ার মাধ্যমে কর্মসূচী শুররু হয়। পরে সেখান থেকে মিছিল বের হয়ে উপজেলা পরিষদে গিয়ে সমাবেশ হয়। জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিচিত্রা তির্কির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় সভাপতি হিংগু মুর্মু,সাধারণ সম্পাদক প্রভাত টুডু, জহরলাল এককা,নাচোলের রানী ইলা মিত্র সংসদ আহব্বায়ক বিধান সিং,নাচোল পুজা উদযাপন পরিষদ নেত্রী রঞ্জনা বর্মন, নির্যাতিত আদিবাসী গোমস্তাপুরের মাধাইপুর গ্রামের বিথি তুরি সরদার প্রমুখ। বক্তরা বলেন, রানৈতিক পট পরিবর্তণের পর আদিবাসীরা বারবার নির্যাতিত হয়। কিন্তু তাৎক্ষনিকভাবে কেউ এগিয়ে আসেনা। কিন্তু এদশে তো আদিবাসীদেরও। এদমে জন্মেছি। এদেশে মরব। দেশ ছেড়ে কোথাও যাব না। তারা আদিবাসিদের প্রতি বঞ্চনা বৈষম্যর প্রতিবাদ করেন। শেষে ্উপজেলা নির্বাহী অফিসারের মাধমে ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেয়া হয়।