চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ১ কেজি হেরোইন জব্দ

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ১ কেজি হেরোইন জব্দ চাঁপাইনবাবগঞ্জ শহরে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ১০ গ্রাম হেরোইন জব্দ হয়েছে। চাঁপাইানবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ডালিমবাড়িয়া এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা হেরোইন ফেলে দৌড়ে পালিয়ে গেলে সেগুলো জব্দ করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নিয়ে ওই হেরোইন জমা করা হয়েছে।

মাদকের গডফাদারদের ধরার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

মাদকের গডফাদারদের ধরার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদকের গডফাদারদের ধরে আইনের আওতায় আনার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সকালে রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তাদের এ নির্দেশনা দেন তিনি। উপদেষ্টা বলেন, মাদক ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনে। তাই মাদক নির্মূলে অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতার পরিবর্তন করে আন্তরিকভাবে কাজ করতে হবে। যেভাবেই হোক মাদক নিয়ন্ত্রণ করতে হবে। তাছাড়া যেসব অভিযান পরিচালনার সময় হামলার শঙ্কা রযেছে, সেখানে পুলিশসহ অভিযান পরিচালনার জন্য পরামর্শ দেন তিনি।

রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া নেটওয়ার্ক নিষিদ্ধ করছে মেটা

রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া নেটওয়ার্ক নিষিদ্ধ করছে মেটা বেশ কয়েকটি রাশিয়ান রাষ্ট্রীয় মিডিয়া নেটওয়ার্ককে নিষিদ্ধ করছে মেটা। মেটা অন্যান্য সহায়ক সংস্থাগুলোর মধ্যে ফেসবুকের মূল সংস্থা। ফেসবুকের পাশাপাশি সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং থ্রেডের মালিক। সংস্থাটি বিশ্বের অন্যতম মূল্যবান কম্পানি। মেটার অভিযোগ, রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া নেটওয়ার্ক তাদের প্রভাব বিস্তারে নানা অপারেশন চালাচ্ছে। এ ছাড়া তাদের এ ধরনের প্রতারণামূলক কৌশল এড়াতে সবাইকে সতর্কও থাকতে বলেছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো পশ্চিমা দেশগুলোর রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে, এমন দাবির কারণে রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া নেটওয়ার্ক ক্রমবর্ধমান তদন্তের আওতায় এসেছে।

অবশেষে টানা চার জয়ের পর বাংলাদেশের হার

অবশেষে  টানা চার জয়ের পর বাংলাদেশের হার অবশেষে শ্রীলঙ্কায় জয়ের ধারা থামল বাংলাদেশ নারী ‘এ’ দলের। আজ চতুর্থ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের কাছে ১৯ রানে হেরেছে রাবেয়া খানের দল। হারের মুখ দেখলেও এর আগে টানা তিন ম্যাচ জিতে আগেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। কলম্বোয় আজ ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০৫ রানে অলআউট হয় বাংলাদেশ। দলীয় ২১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। চতুর্থ উইকেটে ৩৫ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা কিছুটা সামলান তাজ নাহার ও ওপেনার শামীমা সুলতানা। তবে দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করে শামীমা আউট হওয়ার পরেই আবারও নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। পরে নাহারের ১৫ ও স্বর্ণা আক্তারের ২৮ রান শুধু দলের পরাজয়ের ব্যবধানই কমান। বাংলাদেশকে ১০৫ রানে অলআউট করে দলকে ১৯ রানের জয় এনে দেওয়ার পথে ২টি করে উইকেট নেন শ্রীলঙ্কার চার বোলার। শ্রীলঙ্কা সফরের শেষ টি-টোয়েন্টি আগামী ১৯ সেপ্টেম্বর খেলবে বাংলাদেশ। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে অংশ নেওয়ার আগে এটাই শেষ সিরিজ বাংলাদেশের।

 পরের ম্যাচেও অনিশ্চিত মেসি

পরের ম্যাচেও অনিশ্চিত মেসি চোটের কারণে অনেক দিন ধরে খেলার বাইরে লিওনেল মেসি। তাই মাঠে ফিরতে মরিয়া তিনি। মায়ামির হয়ে ১৪ সেপ্টেম্বর ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে খেলায় ফিরতে অনুশীলনে করে যাচ্ছেন তিনি। তবে এরমধ্যেই ফ্লু আক্রান্ত হয়েছেন আর্জেন্টাইন তারকা। গত কোপা আমেরিকার ফাইনালে গোড়ালির চোটে পড়েছিলেন মেসি। তবে চোট সেরে যাওয়ায় অনুশীলনে ফিরলেও এখনও মাঠে ফেরা হয়নি তার। তার মাঠে ফেরার তাগিদে ব্যাঘাত ঘটিয়েছে ফ্লু। যে কারণে এখন একক অনুশীলন করছেন তিনি। গত সপ্তাহে শিকাগো ফায়ারের বিপক্ষে খেলার কথা থাকলেও আর মাঠে ফেরা হয়নি মেসির। তবে আগামী ম্যাচে তাকে পাওয়া না গেলেও ১৯ সেপ্টেম্বর পরের ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে দেখা যেতে পারে। মায়ামি হেরাল্ড জানিয়েছে, চোট জনিত কোনো সমস্যা নেই মেসির। ফ্লুতে আক্রান্ত হওয়ায় আলাদা অনুশীলন করছেন তিনি। মেসি এমএলএসে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে ১২ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছে ১৩টি। এরমধ্যে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচও মিস করেছেন তিনি।

গোমস্তাপুরে পূণর্ভবা নদীতে ডুবে শিশুর মৃত্যু

গোমস্তাপুরে পূণর্ভবা নদীতে ডুবে শিশুর মৃত্যু গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার হুজরাপুর বেগুনবাড়ি মহল্লার পাশে পূণর্ভবা নদীতে ডুবে আল আমিন নামে আড়াই বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। সে ওই মহল্লার জালালের ছেলে। পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে মায়ের পিছু পিছু বাড়ির পেছনের নদীর ঘাটে যায় শিশুটি। পরে শিশুর মা কাজ শেষে বাড়ি ফিরলেও পিছে যাওয়া শিশুটির খোঁজ করতে ভুলে যায়। পরে শিশুটির খোঁজ শুরু করে দুপুর পৌনে ১২টার দিকে ঘাটের নিকট নদীতে শিশুটিকে মৃত ও ভাসমান অবস্থায় পাওয়া যায়। গোমস্তাপুর থানার রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্র উপ-পরিদর্শক(এসআই) সুজাউদ্দৌলা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শিবগঞ্জে ইট ভাটাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড, কার্যক্রম বন্ধের ঘোষণা

শিবগঞ্জে ইট ভাটাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড, কার্যক্রম বন্ধের ঘোষণা   শিবগঞ্জে একটি ইট ভাটাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বিকেলে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লা দিয়াড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ। তিনি জানান, বিকেলে কয়লা দিয়াড় এলাকায় ৫টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্মার্ট ব্রিকসের মালিক মামুনুর রশীদকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধিত) আইন, ২০১৯ এর ধারা ৪ লঙ্ঘনের অপরাধে ১৪ ধারায় ৩০ হাজার টাকা অর্থদন্ড ও পরবর্তী কার্যক্রম বন্ধ করার বিষয়ে সতর্ক করে দেয়া হয়। তিনি আরো জানান, এলাকার বিভিন্ন সচেতন নাগরিকদের অভিযোগের প্রেক্ষিতে অপর ইট ভাটাগুলোতে সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অভিযান পরিচালনায় পরিবেশ অধিদপ্তর ও শিবগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করে।

চাঁপাইনবাবগঞ্জে নতুন জেলা প্রশাসক নিয়োগ

চাঁপাইনবাবগঞ্জে নতুন জেলা প্রশাসক নিয়োগ চাঁপাইনবাবগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন  মোঃ আব্দুস সামাদ। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের  সংস্কার ও গবেষণা অনুবিভাগে কর্মরত ছিলেন। তিনি ২৪বিসিএস  ব্যাচের একজন সদস্য।  জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন- ১ শাখার উপসচিব মোঃ ইব্রাহিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।  একই প্রজ্ঞাপনে ৩৪ জন কর্মকর্তাকে বিভিন্ন জেলায় নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যক্রম হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। এদিকে, দেশের আরো ৩৪ জেলায় নতুন জেলা প্রশাসক প্রত্যাহার করা হয়েছে। সেইসঙ্গে নতুন করে প্রত্যাহার করা ডিসিদের জায়গায় ৩৪ জনকে পদায়নও করা হয়েছে। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সূত্র জানায়, ৩৪ জেলা থেকে ডিসি প্রত্যাহার করা হয়েছে এবং নতুন করে ৩৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়।  

গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা, ব্যয় হবে ৫ কোটি টাকা

  গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা, ব্যয় হবে ৫ কোটি টাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আগামী ১৪ সেপ্টেম্বর সভা হবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। যার ব্যয় ধরা হয়েছে সর্বোচ্চ ৫ কোটি টাকা। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৪ সেপ্টেম্বর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণসভা অনুষ্ঠিত হবে। আজ সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান উপদেষ্টা। তিনি বলেন, স্মরণসভার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সকল কর্মকা- যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সুষ্ঠু ও সুচারুভাবে বাস্তবায়নের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে দায়িত্ব দেওয়া হবে।

ডেঙ্গুতে আরো ৫জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৩৪

ডেঙ্গুতে আরো ৫জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৩৪ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৫৩৪ জন। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাড়িয়েছে ১০২ জনে। পর্যন্ত এ বছরে মোট ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১৬ হাজার ৮১৯ জন।