পদ্মা মহানন্দা পুনর্ভবায় বেড়েছে পানি নিমজ্জিত ১৩৫৪ হেক্টর জমির ফসল

পদ্মা মহানন্দা পুনর্ভবায় বেড়েছে পানি নিমজ্জিত ১৩৫৪ হেক্টর জমির ফসল চাঁপাইনবাবগঞ্জের পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে বন্যার পানি বাড়ছে। পানি বৃদ্ধির ফলে গত ১৬ সেপ্টেম্বর থেকে সোমবার পর্যন্ত মাসকলাইসহ ১ হাজার ৩৫৪ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মাসকলাইয়ের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ৪ হাজার ২৮৫ জন কৃষকের ২৫ হাজার ৭৪০ হেক্টর জমির মাসকলাইয়ের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে ১ হাজার ৩১২ হেক্টর জমি। অন্যদিকে ৩০ জন কৃষকের ৫ হেক্টর জমির রোপা আউশ, ৮০ জন কৃষকের ৯ হেক্টর গ্রীষ্মকালীন পেঁয়াজ, ১৭০ জন কৃষকের ২৫ হেক্টর সবজি, ২০ জন কৃষকের ৩ হেক্টর চিনা নিমজ্জিত হয়েছে। আক্রান্ত ইউনিয়নগুলো হচ্ছে- সদর উপজেলার আলাতুলি, শাহজাহানপুর, চরবাগডাঙ্গা, বারঘরিয়া এবং শিবগঞ্জ উপজেলার উজিরপুর, পাঁকা, দুর্লভপুর, ঘোড়াপাখিয়া, ছত্রাজিতপুর, মনাকষা, গোমস্তাপুর উপজেলার রহনপুর, চৌডালা, রাধানগর, বোয়ালিয়া, বাঙ্গাবাড়ী, আলীনগর ও রহনপুর পৌরসভা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক ড. পলাশ সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নারায়ণপুর ইউনিয়নের কৃষক জসীম উদ্দীন বলেন, ১০ থেকে ১৫ দিন আগে প্রায় ২০ বিঘা জমিতে মাসকলাই বীজ বুনেছিলাম। হঠাৎ করে পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় আমার সব জমির মাসকালাই ডুবে যায়। কয়েক দিনের মধ্যে যদি পানি না নামে, তাহলে আমি অনেক ক্ষতিগ্রস্ত হবো। নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন জানান, হঠাৎ করে পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলের বিপুল পরিমাণ জমির মাসকালাই ডুবে যাওয়ায় নষ্ট হতে বসেছে। এদিকে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক জানান, বন্যায় বসতবাড়ি না ডুবলেও পাঁকা ইউনিয়নের মাসকলাই সম্পূর্ণ ডুবে গেছে। ২ হাজার ৫০০ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে চলতি বর্ষা মৌসুমে জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে ৪১টি ও দুর্লভপুর ইউনিয়নের ১১০টি পরিবার পদ্মা নদীর ভাঙনের শিকার হয়েছেন। শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন জানান, চলতি বন্যা মৌসুমে সদর উপজেলার আলাতুলি ইউনিয়নে বন্যায় ৪২২টি পরিবার ও নারায়ণপুর ইউনিয়নে বন্যা ও নদী ভাঙনে ৪২৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রসঙ্গত, মাসকলাই হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের মানুষের খাদ্য তালিকার প্রধান একটি ফসল। এখনো গ্রামবাংলার মানুষ মাসকলাইয়ের রুটি খেয়ে সকালের নাস্তা সারেন। ডাল হিসেবেও মাসকলাইয়ের জুড়ি নেই। পদ্মা ও মহানন্দা নদীর পলিপড়া জমিতে কৃষকরা কোনো জমি তৈরি ছাড়াই মাসকলাইয়ের বীজ জমিতে ছিটিয়ে দেন। বিশেষ করে পদ্মার চরবেষ্টিত এলাকার কৃষকরা প্রতিবছর বন্যার পানি ওঠানামার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হন। অন্যদিকে পদ্মা নদীর তীরবর্তী মানুষের জীবনে ভাঙনের খেলা চলছেই। ১৯৯৫-৯৬ সাল থেকে শুরু হওয়া ভাঙনে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবু শোয়েব জানান, চলতি বছর শিবগঞ্জ উপজেলার পাঁকার ঘাট, পন্ডিতপাড়া, নামোজগন্নাথপুর, মনোহরপুর এলাকায় পদ্মা নদীর বাম তীরে সাড়ে ৫ কিলোমিটার জুড়ে নদী ভাঙন হয়েছে। এছাড়া ডান তীরে পাঁকা-নারায়ণপুর এলাকায় প্রায় ৫ কিলোমিটার ভেঙেছে। অন্যদিকে সদর উপজেলার আলাতুলি ইউনিয়নে পদ্মা নদীর ডান তীরে নদী ভেঙেছে প্রায় দেড় কিলোমিটার। এদিকে গত ২৪ ঘণ্টায় পদ্মায় ১২ সেন্টিমিটার পানি বেড়েছে। সোমবার বিপৎসীমার ৮৮ সেন্টিমিটার নিচ দিয়ে পদ্মার পানি প্রবাহিত হয়। পদ্মার বিপৎসীমা হচ্ছে ২২.০৫ মিটার। বর্তমান পানির উচ্চতা ২১.১৭ মিটার। পদ্মা নদীর পাঁকা পয়েন্টে পানির স্তর রেকর্ড করে পানি উন্নয়ন বোর্ড।

সদর ও শিবগঞ্জে ডেঙ্গু শনাক্ত ২, হাসপাতালে ভর্তি ৬ জন

সদর ও শিবগঞ্জে ডেঙ্গু শনাক্ত ২, হাসপাতালে ভর্তি ৬ জন চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১ জন ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে এবং শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন শনাক্ত হন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৯ জনে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে আক্রান্তদের মধ্যে ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৬ জন রোগী। তাদের মধ্যে সদরে ২ জন, শিবগঞ্জে ৩ জন ও ভোলাহাটে ১ জন ভর্তি রয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ৫ জন পুরুষ ও ১ জন নারী।

শেষ হয়েছে অনূর্ধ্ব-১৫ বালক বালিকাদের কাবাডি ও দাবা প্রতিযোগিতা 

শেষ হয়েছে অনূর্ধ্ব-১৫ বালক বালিকাদের কাবাডি ও দাবা প্রতিযোগিতা চাঁপাইনবাবগঞ্জে অনূর্ধ্ব-১৫ বালক-বালিকাদের দিনব্যাপী কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়টির সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিস এই প্রতিযোগিতার আয়োজন করে। সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল ইসলাম। জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-আর-রশিদ। কাবাডি প্রতিযোগিতায় ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জন বালক এবং দাবা প্রতিযোগিতায় ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬ জন বালিকা অংশগ্রহণ করেন। চূড়ান্ত প্রতিযোগিতায় নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় ৫৪-২৭ পয়েন্টে হরিপুর ১নং উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। দাবায় একক প্রতিযোগিতায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাইশা আনজুম চ্যাম্পিয়ন এবং মুহসিনা মাহফুজ আলো রানার্সআপ হন। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও ট্রফি প্রদান করা হয়। এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকমন্ডলী, ক্রীড়া সংগঠক, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রোনালদোর উদযাপনের মধ্যমণি তিন

রোনালদোর উদযাপনের মধ্যমণি তিন ক্রিস্টিয়ানো রোনালদো গোল করার পর তার চিরচেনা ‘সিউ’ উদযাপন করেন, সেটা স্বাভাবিক। এর বাইরে আর তেমন কোনো উযপযাপন করতে তাকে দেখা যায় না। তবে এবার দেখা গেল। সেই উদযাপনের মধ্যমণি হয়ে রইলো ‘তিন’ সংখ্যাটি। হাত দিয়ে তাই দেখালেন, কিন্তু এর অর্থ কি? নিজের ১ গোলের সঙ্গে ছেলের ২ গোল উদযাপন করতেই রোনালদোর এই বৈচিত্র্যতা। সৌদি প্রো লিগে আল নাসর ও আল ইত্তিফাকের ম্যাচের ঘটনা এটি। ম্যাচে পেনাল্টি থেকে একটি গোল করেন রোনালদো। একই দিনে মাঠে নেমেছিলেন রোনালদোর পুত্রও। আল নাসরের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আল কাদিসিয়াহর বিপক্ষে মাঠে নেমে দলের ৪-০ গোলের জয়ে দুটি গোল করেন রোনালদো জুনিয়র। ছেলের দুই গোলের সঙ্গে বাবার এক গোল মিলিয়ে তিন গোল। ছেলের দিকে ইশারা করে সেটিই বোঝাচ্ছিলেন বাবা। রোনালদোর ম্যাচের সময় গ্যালারিতে উপস্থিত ছিলেন তার ছেলে। উদযাপনের সময় হাসিমুখেও দেখা গেছে রোনালদো জুনিয়রকে। ম্যাচে রোনালদোর দল আল নাসর পেয়েছে বড় জয়। আল ইত্তিফাকের মাঠে তারা জিতেছে ৩-০ গোলে। নতুন কোচ স্টেফানো পিওলির শুরুটা তাতে হয়েছে দারুণ। প্রথমার্ধে গোল ছিল রোনালদোরটিই। দ্বিতীয়ার্ধে গোল করেন সালেম আল-নাজদি ও আন্ডারসন তালিস্কা। এই জয়ে পয়েন্ট টেবিলের চারে এসেছে রোনালদোর দল। চার ম্যাচে দুই জয় দুই ড্রয়ে আট পয়েন্ট নিয়ে চারে রোনালদোরা। তিন ম্যাচের প্রতিটিতেই জিতে এক ও দুইয়ে আছে আল ইত্তিহাদ ও আল হিলাল।

আত্মীয়-স্বজনরা বলতে নষ্ট হয়ে যাবে, বিয়ে হবে না তৃপ্তির

আত্মীয়-স্বজনরা বলতে নষ্ট হয়ে যাবে, বিয়ে হবে না তৃপ্তির কয়েক বছর আগে বলিউডে পা রাখেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। কিন্তু তার শুরুটা মধুর ছিল না। কারণ তার অভিনীত চলচ্চিত্র যেমন ব্যর্থ হচ্ছিল, তেমনি ছিল পরিবার-আত্মীয়-স্বজন ও সমাজের মানুষের টিপ্পনি। তাকে নিয়ে খারাপ মন্তব্যও করেছেন পরিচিতদের কেউ কেউ। সবকিছু পেছনে ফেলে বলিউডে নিজের অবস্থান তৈরি করেছেন এই নায়িকা। কয়েক দিন আগে ক্যাটরিনা কাইফের ব্র্যান্ড কে বিউটির ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন তৃপ্তি। এ আলাপচারিতায় অভিনয় ক্যারিয়ারের সংগ্রামের গল্প বলেন তিনি। তার পরিবার, আত্মীয়-স্বজন ও সমাজের মানুষের নেতিবাচক মন্তব্য প্রকাশ করেন তৃপ্তি। ১৯৯৪ জন্মগ্রহণ করেন তৃপ্তি। বেড়ে উঠেছেন দিল্লিতে। সেখান থেকে মুম্বাইয়ে পাড়ি জমানোর স্মৃতিচারণ করে তৃপ্তি দিমরি বলেন, ‘আমি উত্তরখন্ড থেকে এসেছি। কিন্তু আমার জন্ম ও বেড়ে ওঠা দিল্লিতে। সুতরাং আমার বাবা-মাও দিল্লিতে থাকেন। আমি যখন মুম্বাইয়ে শিফট হই, ওই সময়টা কঠিন ছিল। কাছের মানুষেরা বলতে অভিনেত্রী হলে বিয়ে হবে না তৃপ্তির। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, ‘আপনি জানেন যে, এই অঙ্গনে প্রতিদিন বাইরে যেতে হয়, ৫০-৬০ জন মানুষের সঙ্গে মিশতে হয়। এই সমাজের মানুষ এবং আমার পরিবারের সদস্যরাও বাবা-মাকে খারাপ কথা বলতেন। তারা বলতেন— ‘মেয়েকে কেন এই পেশায় পাঠালে? মেয়ে নষ্ট হয়ে যাবে; সে খারাপ মানুষের সঙ্গে চলাফেরা করবে। সে ভুল সিদ্ধান্ত নিয়েছে। তাকে কেউ বিয়ে করবে না।’ ক্যারিয়ারের এক পর্যায়ে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন তৃপ্তি। তা জানিয়ে তিনি বলেন, “এক পর্যায়ে আমি বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। আপনি জানেন, যখন আপনার হাতে কোনো কাজ থাকবে না, তখন আশাহত হবেন। কিন্তু আমি জানতাম, আমি বাবা-মায়ের কাছে ফিরে যেতে পারব না এবং তাদের বলতে পারব না, ‘আমি এটা করতে পারিনি।” ২০১৭ সালে ‘মম’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তৃপ্তি। এটি পরিচালনা করেন গিরিশ কোহলি। একই বছর মুক্তি পায় তৃপ্তি অভিনীত ‘পোস্টার বয়’ সিনেমা। শ্রেয়াস পরিচালিত এ সিনেমা মুক্তির পর বক্স অফিসে চূড়ান্ত ভরাডুবি হয়। ২০১৮ সালে পরিচালক ইমতিয়াজ আলীর ‘লায়লা মজনু’ সিনেমায় অভিনয় করেন তৃপ্তি। কিন্তু তার ক্যারিয়ারের তৃতীয় সিনেমাও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এক বছরের বিরতি নিয়ে ২০২০ সালে ‘বুলবুল’ সিনেমায় অভিনয় করেন তৃপ্তি দিমরি। এটি নেটফ্লিক্সে মুক্তি পায়। এর মাধ্যমে পরিচিতি লাভ করেন এই অভিনেত্রী। এটি পরিচালনা করেন অনভিতা দত্ত। এরপর ফের এক বছরের বিরতি নিয়ে তৃপ্তি দিমরি অভিনয় করেন ‘কলা’ সিনেমায়। অনভিতা দত্ত পরিচালিত ‘কলা’ সিনেমায় কলকাতার এক তরুণী গায়িকা চরিত্রে অভিনয় করেন তৃপ্তি। গায়িকা হলেও সংগীতকে তিনি ঘৃণা করেন। এতে অন্য রূপে দেখা যায় তাকে। তৃপ্তি অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমা মুক্তির পর বদলে যায় দৃশ্যপট। গত ১ ডিসেম্বর মুক্তি পায় এটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন রণবীর কাপুর। সিনেমাটি মুক্তির পরই ফাঁস হয় তৃপ্তি-রণবীর কাপুরের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ক্লিপ। এ দৃশ্যে তৃপ্তিকে প্রায় নগ্ন অবস্থায় দেখা যায়; যা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর হইচই পড়ে গেছে। এরপর তৃপ্তিকে পেছন ফিরে তাকাতে হয়নি।

ইলিশ রপ্তানির অনুমোদন আসন্ন দুর্গাপূজায়

 ইলিশ রপ্তানির অনুমোদন আসন্ন দুর্গাপূজায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে জানানো হয়-আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তাণিকারকদের আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলীপূরণ সাপেক্ষে তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেয়া হলো। সংশ্লিষ্ট আবেদনকারীদের আগামী ২৪ সেপ্টেম্বর বেলা ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর (উপসচিব, রপ্তানি-২ শাখা, কক্ষ নং ১২৭, ভবন-৩, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) আবেদন করতে বলা হয়েছে। উল্লিখিত তারিখের পর আবেদন গ্রহণযোগ্য হবে না। আর যারা আগেই আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

বিরল অসুখে ভুগছেন রণবীরপত্নী আলিয়া

বিরল অসুখে ভুগছেন রণবীরপত্নী আলিয়া বলিউডের অনন্য অভিনেত্রী হিসেবে ইতোমধ্যে বেশ শক্ত জায়গা তৈরি করেছেন আলিয়া ভাট। সম্প্রতি জানা গেলো এক বিরল অসুখে ভুগছেন প্রতিভাময়ী এ অভিনেত্রী। আর বিষয়টি নিজেই জানিয়েছেন আলিয়া।এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি নিজের এক গুরুতর অসুখের কথা প্রকাশ করেছেন আলিয়া ভাট। ‘অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার’ নামের এ অসুখটিতে অভিনেত্রী নাকি ছোট থেকেই ভুগছেন।  এই অসুখের উপসর্গ কেমন, এবং কীভাবে তাকে ভুগতে হয়, সে বিষয়ে এক সাক্ষাৎকারে জানিয়েছেন আলিয়া। তিনি বললেন, ‘এমন কিছু কাজ আছে যা আপনার মনে হবে আপনি সেটা দ্রুত শেষ করতে পারবেন। আমার এডিডি আছে। তাই কোনো কাজে খুব বেশি সময় দিয়ে উঠতে পারি না। ফলে এমন কাজ করতে হয়, যা দ্রুত করা যায়।’ এই অসুখের কারণে বিয়ের দিনও আলিয়া তার মেকআপ আর্টিস্টকে কড়া ভাষায় কথা বলেছিলেন বলেও জানান। আলিয়া ভাট বলেন, ‘আমার বিয়ের দিন, আমার মেকআপ আর্টিস্ট পুনীত (বি সাইনি) এর বলেছিলেন, আলিয়া, এবার তোমার আমাকে দুই ঘন্টা সময় দিতেই হবে। আমি ওকে বলি, আপনি  তাহলে কাজটাই হারাবেন। কারণ, আমার বিয়ের দিন, আমি আপনাকে কখনও দুই ঘন্টা দেব না কারণ আমি আমার বিয়েটা উপভোগ করতে চাই।’ আলিয়া ২০২২-এর এপ্রিলে রণবীর কাপুরকে বিয়ে করেন। আলিয়া ভাটকে আগামীতে দেখা যাবে ভাসান বালা পরিচালিত ‘জিগরা’ সিনেমায়।

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগে নীতিমালা 

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগে নীতিমালা  প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ‘সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন এবং সুনির্দিষ্ট আইনও করা হবে।’ আজ সকালে সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে দেয়া অভিভাষণে এসব কথা বলেন তিনি। এ অনুষ্ঠানে দেশের অধস্তন আদালতের প্রায় দুই হাজার বিচারক অংশগ্রহণ করেন। জরুরি ভিত্তিতে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করার প্রস্তাব দিয়ে প্রধান বিচারপতি বলেন, দ্রুত এ বিষয়ে আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। অনুষ্ঠানে বক্তব্য দেয়ার কথা রয়েছে, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের বিচারপতি ছাড়াও বিচার বিভাগ সংস্কারসংক্রান্ত কমিশনের চেয়ারম্যান আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের।

ডেঙ্গুতে একদিনে সদর ও ভোলাহাটে আক্রান্ত ৪ রোগী হাসপাতালে

ডেঙ্গুতে একদিনে সদর ও ভোলাহাটে আক্রান্ত ৪ রোগী হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে শনাক্ত হতে শুরু করেছে ডেঙ্গু রোগী। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ জন। তাদের মধ্যে আজ আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪ জন। অন্যদিকে ছাড়পত্র দেয়া হয়েছে ২ জনকে। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ জানান, আজ আক্রান্ত হয়েছে ২ জন এবং আগের ভর্তি হওয়া ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে ভর্তি আছেন ৩ জন রোগী। তিনি বলেন- কয়েকদিন থেকে গড়ে ২-৩ জন রোগী ভর্তি থাকছেন। এদিকে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ জানান, এই মুহূর্তে শিবগঞ্জ, গোমস্তাপুর ও নাচোল উপজেলায় ডেঙ্গু রোগী শনাক্ত না হলেও শুধু ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি আছেন।

চাঁপাইনবাবগঞ্জে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন স্থানে সনাতন সম্প্রদায়ের বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। স্বর্ণের দোকান মালিক, কারিগর ও কর্মকাররা পূজা-অর্চনার মধ্যদিয়ে দিনটি পালন করেন। আজ সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত এ পূজা অনুষ্ঠিত হয়। পূজা-অর্চনা শেষে আগত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সনাতন ধর্মে বিশ্বাসীরা মনে করেন, বিশ্বকর্ম দেবতা হচ্ছেন শৈল্পিক ও তৈরির বা নির্মাণের দেবতা। প্রস্তুতকারক শিল্প ও কারখানার কর্মে যুক্ত সনাতনী ভক্তরা শ্রী শ্রী বিশ্বকর্মার পূজা করে থাকেন। এই পূজার সঙ্গে পালিত হয় মহালয়া পূজাও। প্রতি বছরই নির্দিষ্ট দিনে দেবশিল্পী বিশ্বকর্মার পূজা হয়ে থাকে। বিশ্বকর্মা পুজো মানেই দুর্গাপূজার আগাম আনন্দের পূর্বাভাস। কখনো কখনো কারিগররা এসব যন্ত্রপাতি বিশ্বকর্মার নামে সমর্পণ এবং ওই সময় সেসব যন্ত্রপাতি ব্যবহারে বিরত থাকেন।