জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন সিগেরু ইশিবা

জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন সিগেরু ইশিবা জাপানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। আজ তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে তাকে জয়ী ঘোষণা করা হয়। রয়টার্সের খবরে একথা বলা হয়েছে। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) হাল ধরতে এটি ছিল ইশিবার পঞ্চম ও তার নিজের ভাষ্যে ‘সর্বশেষ’ প্রচেষ্টা। ৬৭ বছর বয়সী অভিজ্ঞ এই রাজনীতিবিদ কট্টর জাতীয়তাবাদী নেতা সানায়ে তাকাইচিকে হারিয়ে এলডিপি নেতা নির্বাচিত হয়েছেন।  

আলোক স্বল্পতা ও বৃষ্টিতে শেষ কানপুর টেষ্টের প্রথম দিনের খেলা

আলোক স্বল্পতা ও বৃষ্টিতে শেষ কানপুর টেষ্টের প্রথম দিনের খেলা আলোক স্বল্পতা ও বৃষ্টিতে শেষ হয়েছে কানপুর টেস্টের প্রথম দিনের খেলা। ৩৫ ওভার খেলা হওয়ার পর গ্রিন পার্ক স্টেডিয়ামের চারপাশটা অন্ধকার হয়ে আসার কারণে খেলা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। শেষ পর্যন্ত বৃষ্টি না থামায় প্রথম দিনের খেলা সমাপ্ত ঘোষণা করে করেন আম্পায়াররা। টস হেরে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। দলীয় ২৯ রানের মধ্যে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ২৪ বলে খেলেও রানের খাতা খুলতে পারেননি জাকির। এরপর মুমিনুল হককে সঙ্গে নিয়ে চাপ সামাল দেয়ার চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিরতি থেকে ফিরে দলীয় ৮০ রানে ৫৭ বলে ৩১ রান করে আউট হন শান্ত। আলোর স্বল্পতার কারণে ৩৫ ওভার শেষে খেলা বন্ধ রয়েছে। ৩ উইকেটে ১০৭ সংগ্রহ করেছে বাংলাদেশ। মুমিনুল ৮১ বলে ৪০ ও মুশফিক ১৩ বলে ৬ রানে অপরাজিত আছেন।

বিপৎসীমা ছুঁইছুই পদ্মা নদীর পানি,পানিবন্দী সহস্রাধিক পরিবার

বিপৎসীমা ছুঁইছুই পদ্মা নদীর পানি,পানিবন্দী সহস্রাধিক পরিবার চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পদ্মা নদীর পশ্চিমপাড়ে বসবাসকারী পাঁকা, দুর্লভপুর ও নারায়ণপুর ইউনিয়নের নিম্নাঞ্চলের সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এরই মধ্যে মাসকলাইসহ অন্যান্য ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রাখা হয়েছে। পদ্মা নদীর পানি বিপৎসীমার ৭৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  নাজির হোসেন বলেন- মাসকলাইসহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। নারায়ণপুর দারুল হুদা মাদরাসায় পানি ঢুকে পড়ায় সেটিসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ হয়ে গেছে। তিনি বলেন- এর আগে ভাঙনের শিকার হয়ে যেসব পরিবার নতুন নতুন স্থানে সমতলে বসবাস করছিল সেইসব পরিবারগুলোও এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছে। অন্তত ৪০০ থেকে ৫০০ পরিবার এখন পানিবন্দী হয়ে পড়েছে। অন্যদিকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  আফতাবুজ্জামান-আল-ইমরান বলেন- পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পাঁকা ও দুর্লভপুর ইউনিয়নের প্রায় ৭০০ পরিবার পনিবন্দী হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ মানুষদের জন্য আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে অবিলম্বে সিদ্ধান্ত হবে বলে তিনি জানান। এদিকে পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে আরো ২০০ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার জানান, পদ্মার পানি বৃদ্ধির কারণে শিবগঞ্জ উপজেলার পাঁকা, উজিরপুর, দুর্লভপুর, ছত্রাজিতপুর, ঘোড়াপাখিয়া এবং সদর উপজেলার নারায়ণপুর, আলাতুলী, শাহাজাহানপুর ও চরবাগডাঙ্গা ইউনিয়নের ১ হাজার ৫৫৯ হেক্টর মাসকালাই, রোপা আউশসহ বিভিন্ন সবজি বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। পদ্মায় পাঁকা পয়েন্টে মঙ্গলবার বিকেল ৩টায় পানির স্তর রেকর্ড করা হয় ২১.২৯ সেন্টিমিটার। এ নদীর বিপৎসীমা হচ্ছে ২২.০৫ মিটার। বিপৎসীমার ৭৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি। অন্যদিকে মহানন্দার বিপৎসীমা হচ্ছে ২০.৫৫ মিটার। মঙ্গলবার বিকেল ৩টায় এ নদীর পানির স্তর মাপা হয় ১৯.০৭ মিটার। এ নদীর পানি বিপৎসীমার ১৪৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপর দিকে পুনর্ভবা নদীর পানি বিপৎসীমার ২.৫৩ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ নদীর বিপৎসীমা হচ্ছে ২১.৫৫ মিটার।

বাগডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

বাগডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় সাহা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশু জেলার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পূর্বপাড়ার শ্রী রাজিব সাহার ছেলে। মারা যাওয়া শিশুর পিতা শ্রী রাজিব সাহা জানান, সাংসারিক কাজে প্রায় সময়ই তাকে বাড়ির বাইরে থাকতে হয়। আজ  মঙ্গলবার বেলা ১১টার দিকে তার স্ত্রী শ্রীমতি সাথী রানী বাড়িতে রান্না করছিলেন। এসময় শিশু হৃদয় সাহা ঘরের ভেতর খেলাধুলা করছিল। একপর্যায়ে পানি গরম করার জগ কারেন্টের লাইনের সঙ্গে সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হৃদয় সাহাকে মৃত ঘোষণা করেন। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাকারিয়া ঘটনাটি নিশ্চিত করেছেন।

সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা

সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে শেয়ার বাজার কারসাজির অভিযোগে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন টাইগার অলরাউন্ডারকে এ জরিমানা ধার্য করে। আজ বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকীর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে প্রেরণ করা হয়। মোনার্ক হোল্ডিংস ২০২১ সাল থেকে সাতটি প্রতিষ্ঠানের শেয়ার কারসাজির মাধ্যমে পুঁজি বাজার থেকে ৪৬ কোটি ৮৬ লাখ টাকা তুলে নেয়ার অভিযোগে গত ৩ মাসে প্রতিষ্ঠানটিকে ১০ কোটি ৮৯ লাখ টাকা জরিমানা করা হয়। ৭ টি প্রতিষ্ঠানের মধ্যে ওয়ান ব্যাংক, ফরচুন সুজ ও এনআরবিসি ব্যাংকের শেয়ার নিয়ে কারসাজির ঘটনায় সাকিবের নাম পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-র তদন্ত কমিটি।  

  পাকিস্তানের নতুন গোয়েন্দাপ্রধান মুহাম্মদ আসিম মালিক

পাকিস্তানের নতুন গোয়েন্দাপ্রধান মুহাম্মদ আসিম মালিক পাকিস্তান দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) নতুন মহাপরিচালক হিসেবে লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আসিম মালিককে নিয়োগ দিয়েছে। দেশটির নিরাপত্তা সূত্র ও স্থানীয় টেলিভিশন সূত্রে এ তথ্য জানা গেছে। ২০২১ সালের পর এই প্রথম দেশটির গুরুত্বপূর্ণ এই পদে পরিবর্তন এলো। নতুন নিয়োগ পাওয়া আইএসআই প্রধান মুহাম্মদ আসিম মালিক সেনাবাহিনীতে এ্যাডজুডিকেট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি যুক্তরাষ্ট্রের ফোর্ট লিয়াভেনওর্থ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী প্রাপ্ত। তিনি আগামী ৩০ সেপ্টেম্বর থেকে দায়িত্ব বুঝে নেবেন। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে বিচারকের ওপর চাপ প্রয়োগ বা রাজনীতিতে কোনো ভূমিকার কথা অস্বীকার করা হয়। তবে তিন দশকের বেশি সময় পাকিস্তান শাসন করা ও সরকারের বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখার নজির রয়েছে দেশটির সেনাবাহিনীর।

প্রাথমিকে ২৮৫ প্রতিবন্ধীকে নিয়োগ দিতে হাইকোর্টের রায় প্রকাশ

প্রাথমিকে ২৮৫ প্রতিবন্ধীকে নিয়োগ দিতে হাইকোর্টের রায় প্রকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোটার ভিত্তিতে ২৮৫ শারীরিক প্রতিবন্ধীকে নিয়োগের নির্দেশনা দিয়ে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ ১৭ পৃষ্ঠার এ রায় প্রকাশ করেন। রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রায়ের পর রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় হাইকোর্টের এ রায় যুগান্তকারী। আশা করছি, কর্তৃপক্ষ অবিলম্বে হাইকোর্টের রায় বাস্তবায়ন করবেন। অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বিনা পয়সায় প্রতিবন্ধীদের পক্ষে মামলা পরিচালনা করেন।

১ নভেম্বর থেকে  নিষিদ্ধ সব ধরনের পলিথিন

১ নভেম্বর থেকে  নিষিদ্ধ সব ধরনের পলিথিন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী ১ নভেম্বর থেকে পলিথিন জাতীয় সব ধরনের ব্যাগ নিষিদ্ধ এবং কোনো ক্রেতাকে এ ব্যাগ দেওয়া যাবে না। এছাড়া কাঁচা বাজার ও পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চালানো হবে। আজ দুপুরে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করার লক্ষ্যে মোহাম্মদপুরে ক্লিন-আপ কার্যক্রম উদ্বোধন ও বিকল্প সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পলিথিন ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর উল্লেখ করে উপদেষ্টা বলেন, আন্তর্জাতিকভাবেই পলিথিনের ক্ষতির মাত্রা প্রমাণিত। পলিথিনের বিকল্প হিসেবে পাট, কাপড় ও কাগজ ব্যবহার করা যেতে পারে। এর আগে গত ৯ সেপ্টেম্বর পরিবেশ উপদেষ্টা জানিয়েছিলেন, আগামী পহেলা অক্টোবর থেকে সুপারশপে কোনো পলিথিন শপিং ব্যাগ ও পলিপ্রোপিলিন ব্যাগ রাখা যাবে না এবং ক্রেতাদেরকে দেওয়া যাবে না। বিকল্প হিসেবে সব সুপারশপে বা এর সম্মুখে পাট ও কাপড়ের ব্যাগ ক্রেতাদের ক্রয়ের জন্য রাখা হবে।

চাঁপাইনবাবগঞ্জে গাভী পালন বিষয়ক অনাবাসিক প্রশিক্ষণ ও বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে গাভী পালন বিষয়ক অনাবাসিক প্রশিক্ষণ ও বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে গাভী পালন বিষয়ক অনাবাসিক প্রশিক্ষণ ও বাজার সংযোগ কর্মশালা (ভেল্যু চেইন) অনুষ্ঠানের আয়োজন করেছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আরএমটিপি প্রকল্প। আজ সকালে প্রয়াসের ইউনিট-২৩ নতুনহাটে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. গোলাম মোস্তফা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র ভ্যালু চেইনে সম্পৃক্ত স্টেকহোল্ডারদের টেকসই উন্নয়নের মাধ্যমে মানসম্মত দুধ উৎপাদন ও দুগ্ধজাত পণ্যের বহুমাত্রিকীকরণ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ ও বাজার সংযোগ কর্মশালা (ভেল্যু চেইন) অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। প্রয়াসের আরএমটিপি প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রকল্পের ফোকাল পার্সন ডা. রাজিন বিন রেজাউল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রয়াস হসপিটালের সিনিয়র ম্যানেজার হোসেন আলী, প্রয়াসের ইউনিট-২৩ নতুনহাট ব্যবস্থাপক ছানোয়ার হোসেন, আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডা. মাহমুদুল হাসান, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আরএমটিপি (সরিষা তেল) প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন হিরা, আরএমটিপি প্রকল্পের সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর হাসান আলী, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যান্যরা।

চাঁপাইনবাবগঞ্জে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে  শিক্ষকদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে  শিক্ষকদের মানববন্ধন   বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্বে পর্যন্ত শিক্ষা প্রশাসন বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার আকতাবুজ্জামান আল ইমরানের কাছে শিক্ষা উপদেষ্টা বরাবর স্বারক লিপি জমা দেন শিক্ষকরা। আজ সকালে উপজেলা শিক্ষা অফিসের সামনে ঘন্টা ব্যাপি চলা বন্ধনে বক্তব্য দেন, দুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুদ্দৌলা, বিনাদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবির উদ্দিন, শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবুল ইসলাম, কানসাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমসহ অন্যরা। এসময় ৮০টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, ৫ টি মাদ্রাসা ও ২২ টি কলেজের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করে। এদিকে, বৈষম্য দূরীকরণে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষক সংস্কার কমিশন গঠনসহ ৪ দফা দাবিতে গোমস্তাপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে শিক্ষকরা। আজ বেলা সাড়ে ১১ টার দিকে মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেসরকারী (এমপিওভুক্ত) শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির ব্যানারে আধা ঘন্টাব্যাপি চলে এই মানববন্ধন। এতে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কাওসার আলী, সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর ইসলাম, মাদরাসা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হাই সিদ্দিকী কামাল ও সেক্রেটার ইকরামুল হক, গোমস্তাপুর টিবিএম কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা। মানববন্ধন শেষে শিক্ষক ও শিক্ষকনেতারা উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল করে। পরে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর তাদের ৪ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।