সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণের বিষয়ে কমিটি

সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণের বিষয়ে কমিটি সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণের বিষয়ে সরকারকে সুপারিশ দিতে একটি কমিটি গঠন করেছে সরকার। অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীকে আহ্বায়ক করে এই কমিটি করা হয়েছে। কমিটিকে আগামীর সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে জানিয়ে জনপ্রশাসন সচিব বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত বেড়ে ১৭০

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত বেড়ে ১৭০ নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ১৭০ জনে পৌঁছেছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। এখন পর্যন্ত সাড়ে তিন হাজারের বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগের কারণে দেশটির স্কুল-কলেজ বন্ধ রয়েছে। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৭০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং আরও ৪২ জন নিখোঁজ রয়েছেন। তাই মৃতের সংখ্যা আরও বাড়বে বলে শঙ্কা। চলমান বৃষ্টি, বন্যা ও ভূমিধসে প্রকৃত মৃত্যুর সংখ্যা এবং ব্যক্তিগত ও সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

সাফ অনূর্ধ্ব-১৭ ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

সাফ অনূর্ধ্ব-১৭ ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত শুধু সিনিয়রদের মধ্যেই নয়, বয়সভিত্তিক ফুটবলেও বাংলাদেশ-ভারত সব সময় বাড়তি আকর্ষণ থাকে। আজ আবার সেই আকর্ষণ দেখা যাবে। সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল ফাইনাল বাংলাদেশ-ভারত মুখোমুখি হতে যাচ্ছে। ভুটানের থিম্পুতে সন্ধ্যা ৬টায় ফাইনাল শুরু হবে। এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশ হেরেছে ১-০ গোলে। দুর্ভাগ্যজনকভাবে খেলার শেষ বাঁশির আগে ভুলে গোল হজম করে হেরে যায় বাংলাদেশ। দুই দেশই আজ ফাইনাল খেলছে।

কানপুর টেস্টে ২৮৫ রানে ইনিংস ঘোষণা ভারতের

কানপুর টেস্টে ২৮৫ রানে ইনিংস ঘোষণা ভারতের কানপুর টেস্টে মুমিনুল হকের সেঞ্চুরিতে ২৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে আক্রমণাতœক শুরু করে ভারত। তবে মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের ঘূর্ণিতে বড় লিড নিতে পারেনি স্বাগতিকরা। ২ ৮৫ রানে ইনিংস ঘোষণা করেছে ভারত। ৫২ রানের লিড নিয়েছে রোহিত শর্মার দল। ২৩৩ রানে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের করা ইনিংসের প্রথম ওভারে ৩টি চার মারেন জয়সওয়াল। মারমুখী ব্যাটিংয়ে মাত্র ৩ ওভারেই ৫০ পেরোয় ভারত। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দলীয় ফিফটি। ১০ ওভার ১ বলে ১০০ পেরোয় ভারত। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দলীয় শতক। বিরতি থেকে ফিরে গিল ৩৬ বলে ৩৯ ও পন্থ ১১ বলে ৯ রান করে আউট হন। এরপর ৩৯ রানের মধ্যে ভারতের আরও ৪ উইকেট তুলে নেন সাকিব ও মিরাজ। শেষ পর্যন্ত ৩৪ ওভার ৪ বলে ৯ উইকেট হারিয়ে ২৮৫ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে ভারত।

চাঁপাইনবাবগঞ্জে  বন্যায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে  বন্যায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে বন্যায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ শুরু হয়েছে।আজ বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর এলাকায়  পদ্মার পানি বৃদ্ধিতে পানিবন্দি দূর্গত ৩০০  পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। নৌকা থেকে ও শুকনো এলাকায়  নেমে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় থেকে বরাদ্দ পাওয়া  চাল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) আরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম আজম সহ সংশ্লিস্টরা। সহকারি কমিশনার বলেন, এই বিতরণ অব্যহত থাকবে। পাঁকা ইউনিয়নে ৮০০ পরিবারের মাঝে চাল ও কিছু পরিবারের মাঝে  উপজেলা পরিষদ থেকে শুকনো খাবার বিতরণ করা হবে। বরাদ্দ থাকা পর্যন্ত এই কর্মসূচী চলবে। এদিকে সদরের ননারায়নপুর ইউনিয়নে নদীভাঙ্গন ও বন্যা উভয় দুর্য়োগে ক্ষতিগ্রস্থ  ৫০০ জনের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ পাওয়া গেছে। যা দ্রুত বিতরণ  করা হবে বলে জানা গেছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি কমেছে ও মহানন্দা স্থির রয়েছে। উন্নতি হতে  শুরু করেছে বন্যা পরিস্থিতি। তবে ৩দিন ধরে চলমান বৃষ্টি অব্যহত রয়েছে। বৃষ্টি পানিবন্দি মানুষের দূর্ভোগ বাড়িয়েছে। শুক্রবার(২৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত জেলায় ২৪ ঘন্টায়  গড়ে ৩৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করেছে কৃষি বিভাগ। পাউবো সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জে পদ্মার বিপদসীমা ২২.০৫ মিটার। আজ সন্ধ্যা ৬টায় পদ্মা প্রবাহিত হচ্ছিল ২১.০৯ মিটারে। গত ২৪ ঘন্টায় পদ্মা ৬ সেমি কমেছে। চাঁপাইনবাবগঞ্জের অপর প্রধান নদী মহানন্দার বিপদসীমা ২০.৫৫ মিটার। আজ সন্ধ্যায় নদীটি প্রবাহিত হচ্ছিল ১৯.১২ মিটারে। গত ২৪ ঘন্টায়  মহানন্দার পানি স্থির রয়েছে। তবে জেলার অপর নদী গোমস্তাপুর উপজেলার পূর্ণভবার পানি বৃদ্ধি পেয়েছে ১১ সেমি। এর বিপদসীমা ২১.৫৫ মিটার। শুক্রবার সন্ধ্যায় সন্ধ্যায়  নদীটি ১৯.২৪ মিটারে প্রবাহিত হচ্ছিল। এদিকে বন্যায় সর্বাধিক ক্ষতিগ্রস্থ শিবগঞ্জের পাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, কৃষি বিভাগ জেলায় বন্যায় যে ১ হাজার ৮৮৯ হেক্টর জমির ফসল ও ৬ হাজার ৮১০জন কৃষকের ক্ষতির হিসাব করেছে তার তুলনায় ক্ষতিগ্রস্থ জমির পরিমান ও কৃষকের সংখ্যা আরও অনেক বেশি হবে। সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন বলেন,নারায়নপুর ই্উনিয়নের  ১ নং ওয়ার্ডে ভাঙ্গণ কবলিত  কমুনিটি ক্লিনিকটি সরিয়ে নেয়া হয়েছে। ইউপি চেয়ারম্যান নাজির হোসেন বলেন, চলতি মাসের ১২ তারিখ এটি সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হয়। যা অব্যহত রয়েছে।

ভোলাহাটে ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার হাতে চাচা খুন

ভোলাহাটে ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার হাতে চাচা খুন ভোলাহাট উপজেলায় ভাই-ভাতিজার পারিবারিক কলহ থামাতে গিয়ে ভাতিজা রবিউল ইসলাম ভুটুর ছুরিকাঘাতে বড় চাচা সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন দুলু নিহত হয়েছেন। ঘাতক ভুটু ভোলাহাট সদর ইউনিয়নের ঝাউবোনা গ্রামের মিলন আলীর ছেলে। নিহত দুলু ওই গ্রামের মৃত শাম মোহম্মদের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে মিলনের বাড়িতে ছুরিকাঘাতের ঘটনার পর রাত ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দুলুকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরপরই গ্রামবাসি ভুটুকে হত্যায় ব্যবহৃত চাকুসহ পুলিশে সোপর্দ করে। ভোলাহাট থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল পাশা বলেন, মিলনের সাথে তার ছেলে ভুটুর ঝগড়া ছলছিল। এক পর্যায়ে ভুটু পিতা মিলনকে মারতে উদ্যত হয়। এসময় পাশের বাড়িতে বসবাসরত ইসমাইল এগিয়ে এসে ভুটুকে একটি চড় মেরে ঝগড়া থামাতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে ভুটু ঘর থেকে ছুরি এনে চাচার বুক,পিঠ ও পেটে একাধিক ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে তিনি আহত হন ও হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিদর্শক পাশা আরও বলেন এ ঘটনায় নিহতের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে ভুটু ও তার মায়ের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন। আজ পুলিশ গ্রেপ্তার ভুটুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। মরদেহ জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

জয়ের জন্য শাকিবের বার্তা

জয়ের জন্য শাকিবের বার্তা ঢালিউড কিং শাকিব খান। ব্যক্তিগত জীবনে ভালোবেসে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাদের কোলজুড়ে আসে ফুটফুটে পুত্র সন্তান আব্রাম খান জয়। পুত্রকে জনসম্মুখে আনার পরই খুদে তারকায় পরিণত হয় জয়। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জয় ৮ বছর পূর্ণ করলো। বিশেষ দিনে ছেলেকে নিয়ে নানা অনুভূতির কথা ফেসবুকে প্রকাশ করেছেন অপু বিশ্বাস। এবার পুত্রকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিশেষ বার্তা দিলেন শাকিব খান। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে পুত্র জয়ের একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট শাকিব খান। ক্যাপশনে ‘তুফান’খ্যাত এ নায়ক লেখেন, ‘শুভ জন্মদিন আব্রাম। মনে রেখ, যখনই তোমার প্রয়োজন পড়বে, তখনই আমি তোমার পাশে আছি। তোমাকে ভালোবাসি পাপা।’ ২০০৮ সালের ১৮ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব-অপু। দীর্ঘ ৮ বছর তারা গোপনে সংসার করেন। ২০১৬ সালে অপু বিশ্বাস সংবাদমাধ্যমে তাদের বিয়ের খবর জানান। এরপর শাকিব-অপুর সম্পর্ক তিক্ততায় রূপ। পরবর্তীতে আলাদা হয়ে যান তারা।

আবারও একসঙ্গে সাইফ-কারিনা

আবারও একসঙ্গে সাইফ-কারিনা একসঙ্গে বেশ কয়েকটি সিনেমাতে দেখা গেছে বলিউডের তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খানকে। ২০১২ সালে ‘এজেন্ট বিনোদ’-এ শেষবার জুটি বেঁধেছিলেন তারা। আবারও নতুন সিনেমায় একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন তারা। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, ‘অ্যানিমেল’ নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন সিনেমায় অভিনয় করবেন সাইফ-কারিনা। এই তারকা দম্পতিকে নাকি দেখা যাবে খল চরিত্রে। ইতোমধ্যেই ‘স্পিরিট’ নামের সিনেমার প্রস্তুতি শুরু করেছেন সন্দীপ। শোনা যাচ্ছে, সিনেমাতে প্রধান চরিত্রে পরিচালক বেছে নিয়েছেন দক্ষিণী তারা প্রভাসকে। এতে দুই খলনায়কের চরিত্রের জন্য প্রস্তাব গেছে সাইফ ও কারিনার কাছে। এই দম্পতিকে পর্দায় জুটি হিসেবেই তুলে ধরতে আগ্রহী পরিচালক। প্রভাসের সঙ্গেও এটি প্রথম সিনেমা হতে চলেছে পরিচালকের। যদিও নির্মাতারা এখন পর্যন্ত সিনেমাটি নিয়ে কোনো তথ্য প্রকাশ করতে নারাজ। তবে শোনা যাচ্ছে, আগামী বছরই মুক্তি পেতে পারে সিনেমাটি।

সব সিটি করপোরেশন ও পৌরসভা কাউন্সিলরদের অপসারণ

সব সিটি করপোরেশন ও পৌরসভা কাউন্সিলরদের অপসারণ ঢাকা দক্ষিণ-উত্তরসহ ১২সিটি করপোরেশনের কাউন্সিলরদের অপসারণ করেছে সরকার। গতকাল স্থানীয় সরকার বিভাগের পৃথক পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। সিটি করপোরেশনগুলো হলো-ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ। এদিকে, আলাদা প্রজ্ঞাপনে ৩২৩টি পৌরসভার কাউন্সিলরদেরও অপসারণ করা হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণআন্দোলনের মধ্যে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর গত ১৯ আগস্ট সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়েছিল। পরে সেখানে প্রশাসক নিয়োগ দেয় সরকার। তিন পার্বত্য জেলা ছাড়া বাকি ৬১টি জেলা পরিষদের সদস্যদেরও অপসারণ করা হয়েছে।

ভারী বর্ষণের কারণে দেশের ৪ জেলায় বন্যার শঙ্কা

ভারী বর্ষণের কারণে দেশের ৪ জেলায় বন্যার শঙ্কা ভারী বর্ষণের কারণে আগামী ২৪ ঘণ্টায় লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের চরাঞ্চল ছাড়াও কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। আজ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন শঙ্কার কথা জানিয়েছে। বৃষ্টিপাতের মধ্যে দেশের নদ-নদীর বর্তমান অবস্থা তুলে ধরে নির্বাহী প্রকৌশলী সরদার উদর রহমান জানিয়েছেন, বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে রংপুর বিভাগের তিস্তা ও ধরলা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে দুধকুমার নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।