ক্ষতির মূখে ১৬ হাজার বিঘা জমির ফসল ও  ৮,১১৫ জন কৃষক

ক্ষতির মূখে ১৬ হাজার বিঘা জমির ফসল ও  ৮,১১৫ জন কৃষক চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে সেপ্টেম্বরে প্রথম দফার পর অক্টোবরের শুরুত্ইে দ্বিতীয়বারের মত বাড়তে শুরু করেছে পদ্মা,মহানন্দা,পূণর্ভবা সহ জেলার নদ-নদীগুলোর পানি। তবে জেলার সব নদীই এখনও বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার প্রধান নদী পদ্মা এই দফায় এখনও গত দফার সর্বোচ্চ বৃদ্ধি অতিক্রম না করলেও মহানন্দা  ও পূণর্ভবা করেছে।  এদিকে জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও অব্যহত রয়েছে।  গত দফার বৃদ্ধিতে পুরোপুরি বন্যা পরিস্থিতি সৃস্টি না হলেও সদর, শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলার নদীতীরবর্তী  বহু নিম্নাঞ্চল প্লাবিত হয়। পানিবন্দি  হয়  বেশ কয়েক হাজার পরিবার। ক্ষতিগ্রস্থ হয় নদীতীরবর্তী নীচু জমির ফসল। চলতি দফায় জেলার আরও দুটি উপজেলা নাচোল ও ভোলাহাটের নি¤œাঞ্চলও  মহানন্দা ও পূণর্ভবার পানিবৃদ্ধিতে ক্ষতিগ্রস্থ হয়েছে। কৃষি বিভাগ বলছে, এখন পর্যন্ত পানিবৃদ্ধিতে ক্ষতির মূখে ২ হাজার ২২৫ হেক্টর জমির ফসল ও ৮ হাজার ১১৫ জন কৃষক। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর ও গোমস্তাপুরের রহনপুর পৌর এলাকার কিছু নীচু জমিতে পানি ঢুকে পড়েছে। পাউবো সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জে পদ্মার বিপদসীমা ২২.০৫ মিটার। গত ২৫ সেপ্টেম্বর পদ্মা সর্বোচ্চ ২১.৩০ মিটারে প্রবাহিত হয়। যা ছিল বিপৎসীমার ৭৫  সেমি নীচে।  এরপর পদ্মা কমতে শুরু করে। গত মঙ্গলবার (১ অক্টোবর)  ২০.৬৮ মিটার পর্যন্ত কমার পর গত বুধবার (২অক্টোবর)  সকাল থেকে আবারও বাড়তে শুরু করে।  ৪ সেমি বেড়ে প্রবাহিত হয় ২০.৭২ মিটারে। আজ সন্ধ্যা ৬টায় পদ্মা  ২০. ৯৩ মিটারে প্রবাহিত হচ্ছিল। অর্থাৎ নতুন করে পদ্মা ২৫ সেমি বেড়েছে। বিগত ২৪ ঘন্টায় বেড়েছে ৮ সোিম। চাঁপাইনবাবগঞ্জের অপর প্রধান নদী মহানন্দার বিপদসীমা ২০.৫৫ মিটার। গত দফায় নদীটি  ২৭ সেপ্টেম্বর সর্বোচ্চ ১৯.১৪ মিটারে প্রবাহিত হবার পর কমতে শুরু করে।  ৩০ সেপ্টেম্বর নদীটি সর্বনি¤œ ১৯.০০ মিটারে প্রবাহিত হবার পর গত মঙ্গলবার থেকে আবার বাড়ছে।  আজ সন্ধ্যায় নদীটি প্রবাহিত হচ্ছিল ১৯.২৮ মিটারে। বিগত ২৪ ঘন্টায় নদীটি ৬ সেমি বেড়েছে। যা গত দফার সর্বোচ্চ বৃদ্ধির তুলনায় ১৪ সেমি বেশি। জেলার অপর নদী গোমস্তাপুর উপজেলার পূর্ণভবার পানি আজ সন্ধ্যা পর্য়ন্ত বিগত ২৪ ঘন্টায়  ৮ সেমি বেড়ে  ১৯.৮৮ মিটারে প্রবাহিত হচ্ছিল। এর বিপৎসীমা ২১.৫৫ মিটার। জেলা পনি উন্নয়ন বোর্ড নির্বাহি প্রকৗেশলী এস.এম আহসান হাবিব বলেন, উজানে ভারতে বৃষ্টিপাতই  আবার এই বৃদ্ধি কারণ। দেশে ও জেলাতেও বৃষ্টিপাত বেড়েছে।  আরও ২/৪ দিন পানি বাড়তে পারে। তবে এখনও বন্যার কোন পূর্বাভাস না থাকলেও  আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কৃষি বিভাগ জেলায় গত দফার বন্যায় ১ হাজার ৯৮৯ হেক্টর জমির ফসল ও ৬ হাজার ৮১০জন কৃষকের ক্ষতির হিসাব করেছিল ( ২৫ সেপ্টেম্বর পর্যন্ত)। শুক্রবার রাতে জেলা কৃষ্টি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার বলেন, মহানন্দা ও পূণর্ভবা নদীর পানি গত দফার চেয়ে এ দফা আরও বেশিতে প্রবাহিত হওয়ায় নতুন করে  ২৩৫.৫ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে। ক্ষতির মূখে পড়েছেন আরও ১ হাজার ৩০৫ জন কৃষক। ক্ষতিগ্রস্থ ফসলের প্রায় ৯৫ শতাংশই মাসকলাই। তবে  জনপ্রতিধিসহ বিভিন্ন সূত্র এই ক্ষতির পরিমান আরও অনেক বেশি বলে দাবি করেছেন।

প্রথম ধাপে ১৮ হাজার শ্রমিক নেয়ার ঘোষণা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

প্রথম ধাপে ১৮ হাজার শ্রমিক নেয়ার ঘোষণা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রথম ধাপে ১৮ হাজার বাংলাদেশি শ্রমিক নেয়ার ঘোষণা দিয়েছেন ঢাকায় সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান আনোয়ার ইব্রাহিম। এর আগে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে একমত প্রকাশ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সেইসঙ্গে বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর দেন তিনি। সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের ওপর পূর্ণ আস্থা রয়েছে। বাংলাদেশ এগিয়ে যাবে এবং সর্বাত্মক সহযোগী থাকবে।

আগামী ৭ অক্টোবর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব

আগামী ৭ অক্টোবর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন আগামী ৭ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন। একইসঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেয়ার পর এ প্রথম জসীম উদ্দিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। তিনি প্রথমে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন। পরে সেখান থেকে ওয়াশিংটনে যাবেন। ১০-১২ অক্টোবর ওয়াশিংটন সফরকালে পররাষ্ট্র সচিব যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি জন বাস, বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া, জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক লিন্ডসে ফোর্ড, সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠক করবেন।

কঙ্গোর পূর্বাঞ্চলীয় কিভু হ্রদে ফেরি ডুবে ৮৭ জনের মৃত্যু

কঙ্গোর পূর্বাঞ্চলীয় কিভু হ্রদে ফেরি ডুবে ৮৭ জনের মৃত্যু গণপ্রজাতান্ত্রিক কঙ্গো’র পূর্বাঞ্চলীয় কিভু হ্রদে গতকাল এক ফেরি ডুবে অন্তত ৮৭ জনের প্রাণহানি হয়েছে। দক্ষিণাঞ্চলীয় কিভু প্রদেশের মিনোভা শহর থেকে আসা ফেরিটি উত্তরের কিভু প্রদেশের রাজধানী গোমার উপকণ্ঠে কিতুকু বন্দরের কাছে এসে ডুবে যায়। গোমা থেকে বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানায়। কিনশাসায় কেন্দ্রীয় সরকারকে পাঠানো এক খবরে বলা হয়, প্রাদেশিক সরকার ৭৮ জন এখনও নিখোঁজ থাকার কথা জানিয়েছে। উদ্ধার হওয়া ৮৭টি মৃতদেহ গোমার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং বাকি ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিন ভাই সহ বিয়ের পিঁড়িতে বসলেন রশিদ খান

তিন ভাই সহ বিয়ের পিঁড়িতে বসলেন রশিদ খান দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জিতে দেশে ফিরেছে আফগানিস্তান দল। এরপরে আরও এক উৎসবের উপলক্ষ পেল তারা। বিয়ের পিঁড়িতে বসলেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার ও টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান। গতকাল কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে জমজমাট আয়োজনে রশিদ খানের বিয়ের আয়োজন সম্পন্ন হয়। যেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, রশিদের সতীর্থ ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। রশিদের পাশাপাশি তার তিন ভাই আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খান শুভ কাজ সারেন। তবে পাত্রীদের পরিচয় জানা যায়নি। আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা লেগ স্পিনার রশিদ খানের বিয়ে সম্পন্ন হয়েছে পশতুন রীতিতে।

রবিবার মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

রবিবার মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা উজবেকিস্তানে বসেছে ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর। ইতোমধ্যে নির্ধারিত হয়েছে টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট। শিরোপার লড়াইয়ে মেগা ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। আগামী ৬ অক্টোবর রবিবার ফিফা ফুটসালের দশম আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ফিফা ফুটসাল বিশ্বকাপে এখন পর্যন্ত একবার চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। সেটি ২০১৬ সালে। ২০২১ সালে সর্বশেষ আসরে তারা হয়েছিল রানার্সআপ। এবারও তারা ফাইনাল নিশ্চিত করল। অপরদিকে ১০ আসরের মধ্যে এটি ব্রাজিলের সপ্তম ফাইনাল। আগের ছয় ফাইনালের পাঁচটিতেই চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। এবার জিততে পারলে ‘হেক্সা মিশন’ পূর্ণ করবে সেলেসাওরা।

পূজা দিয়ে শুরু বিজয়-পূজার যাত্রা

পূজা দিয়ে শুরু বিজয়-পূজার যাত্রা ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা থালাপাতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘থালাপাতি ৬৯’। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করবেন পূজা হেগড়ে। এটি পরিচালনা করছেন এইচ. বিনোত। অনেক দিন ধরেই সিনেমাটি নিয়ে আলোচনা চলছে। অবশেষে পূজা দিয়ে যাত্রা শুরু হলো এ সিনেমার। ইন্ডিয়া টুডে জানিয়েছে, শুক্রবার (৪ অক্টোবর) পূজা অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন নির্মাতারা। পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থালাপাতি বিজয়, পূজা হেগড়ে, ববি দেওল, পরিচালক এইচ. বিনোতসহ অনেকে। আগামীকাল থেকে সিনেমাটির দৃশ্যধারনের কাজ শুরুর কথা রয়েছে। বিজয়-পূজা ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন— মমিতা বাইজু, প্রিয়ামনি, প্রকাশ রাজ প্রমুখ। এটি প্রযোজনা করছে কেভিএন প্রোডাকশনস। এর আগেও জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন বিজয়-পূজা। সর্বশেষ ‘বিস্ট’ সিনেমায় দেখা যায় এ জুটিকে। সিনেমাটিতে ‘হালামাথি হাবিবি’ শিরোনামের একটি গানে নেচে আলাদা মাত্রা যোগ করেছিলেন তারা। ২০২২ সালে মুক্তি পায় এটি। বক্স অফিসেও দারুণ ঝড় তুলেছিল এটি।

সোনামসজিদ স্থলবন্দরের টানা ৬ দিন আমদানী-রপ্তানী বন্ধ

সোনামসজিদ স্থলবন্দরের টানা ৬ দিন আমদানী-রপ্তানী বন্ধ আসন্ন শরাদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম আগামী ৯ অক্টোবর বুধবার থেকে আগামী ১৪ অক্টোবর সোমবার পর্যন্ত টানা ৬ দিন বন্ধ থাকবে। আগামী ১৫ অক্টোবর মঙ্গলবার থেকে আমদানী-রপ্তানী কার্যক্রম যথারীতি পূণরায় চালু হবে। সোনামসজিদ বন্দর পরিচালনাকারী বেসরকারী অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারশেন ম্যানেজার কামাল খান সোনামসজিদ বন্দরের বিপরীতে ভারতের মোহদীপুর স্থলবন্দরের এক্সপোটার্স এসাসিয়েশনের পাঠানো এক পত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে ইতিমধ্যে দু’দেশের সংশ্লিষ্ট সকল পক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে। ওই ৬দিন বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও অভ্যন্তরীণ লোড-আনলোড, পরিবহন, গুদামজাতকরণ, সরকারি অফিস কার্যক্রম চালু থাকবে। এদিকে ইমিগ্রেশন সুত্র জানায়, বন্দর বন্ধ থাকলেও ইমিগ্রেশন যথারীতি প্রতিদিনই চালু থাকবে। পাসপোর্টধারী যাত্রীরা এ পথে প্রতিদিন যাতায়াত করতে পারবেন।

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ৯ জন আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ৯ জন আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন শনাক্ত হন। এ নিয়ে জেলায় চলতি বছরে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬১ জনে। এদিকে, বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১১ জন রোগী। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৭ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি আছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সিভিল সার্জন কার্যালয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।  

গোমস্তাপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

গোমস্তাপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত গোমস্তাপুরে পাথরবোঝাই ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নূর আমিন ওরফে আমিন বাবু নিহত হয়েছেন। নিহত আমিন বাবু গোমস্তাপুরের পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা পশ্চিমপাড়া গ্রামের গ্রামের মৃত আয়নাল হকের ছেলে। একই ঘটনায় আহত হয়েছেন একই মোটরসাইকেল আরোহি ও নিহতের শিশুপুত্র জুনায়েদ। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকালে পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর থেকে দেওপুরাগামী আঞ্চলিক সড়কে ঘটনাটি ঘটে। ঘটনার পর ট্রাক এর চালক যশোরের সাধনকে আটক করা হয়। গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, একই মোটরসাইকেলে নুর আমিন তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে গোমস্তাপুরের দিকে আসছিলেন। এসময় একইদিকগামী ট্রাক ও মোটরসাইকেলের পাশ থেকে সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে তার স্ত্রী রক্ষা পেলেও আহত হন পিতা-পুত্র। ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী যাবার পথে দুপুর ২টার দিকে মারা যান নূর আমিন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এঘটনায় সড়ক পরিবহন আইনে মামলার প্রক্রিয়া চলছে।