চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় একই পরিবারের ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় একই পরিবারের ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে রুবেল হোসেন ডালিম নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায়, একই পরিবারের একজনকে যাবজ্জীবন ও তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ে জিয়ারুল ওরফে রেজাউল ওরফে ঝাটু নামে ১যুবককে যাবজ্জীবন কারাদ-ের আদেশ দেয়া হয়। সেই সাথে তাকে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬মাস কারাদন্ড দেয়া হয়। একই মামলায় তার ভাই মিজানুর রহমানকে ৫ বছর কারাদন্ড, ৫হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাস কারাদন্ড, অপর ভাই আমিরুল ইসলামকে ও ভাতিজা রুবেল হোসেনকে ১ বছর করে কারাদন্ড, ১ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে ১ মাস করে কারাদন্ডের আদেশ দেন আদালত। একই মামলায় অপরাধ প্রমানিত না হওয়ায় তসিকুল ইসলাম নামে ঝাটুর অপর এক ভাইকে বেকসুর খালাস দেন আদালত। দন্ডিত ঝাটু, মিজানুর ও আমিরুল পরস্পর সহদোর ও চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার কাজীপাড়া টেন্ডারপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। দন্ডিত রুবেল দন্ডিত আমিরুলের ছেলে। অপরদিকে নিহত ডালিম একই গ্রামের আবুল কাসেমের ছেলে। আজ দুপুরে সকল আসামীর উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত দায়রা জজ মো. রবিউল ইসলাম রায় ঘোষণা করেন। এজাহার ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) রবিউল ইসলাম রবু বলেন, ২০১৯ সালের ২৩ এপ্রিল সকালে নিহতের চাচাতো ভাই আল আমিনের গায়ে ট্রাক্টরের ধাক্কা লাগা নিয়ে দন্ডিত আমিরুলের বাক-বিতন্ডা হয়। এরই জেরে রাত ৯টার দিকে গ্রামের একটি দোকনের সামনে কাঁচা সড়কের উপর নিহত ও দন্ডিত দুই পরিবারের মধ্যে মারামরি বাধে। এর এক পর্যায়ে মাথায় লাঠির আগাতে আহত হন ডালিম। তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেবার পথে মারা যান। এ ঘটনায় পরদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ৭ জনের নামে মামলা করেন নিহতের পিতা। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও সদর থানার তঃকালীন পরিদর্শক ওমর খৈয়াম ২০১৯ সালের ২০ নভেম্বর আদালতে ৫ জনকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন। ১৪ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানীর পর আদালত ৪ জনকে দোষি সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে দন্ডিত করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. সাইফুল ইসলাম রেজা।
দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৭.৭৮ শতাংশ

দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৭.৭৮ শতাংশ চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৪৫ হাজার ৯১১ শিক্ষার্থী। আজ সকালে রাজধানীর বকশি বাজারে ঢাকা শিক্ষা বোর্ডে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এ ফলাফল প্রকাশ করেন। তিনি জানান, এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৫ দশমিক ৫৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩১ হাজার ৩৭৬ শিক্ষার্থী। গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৯২ হাজার ৫৯৫ শিক্ষার্থী। এইচএসসি ও সমমান পরীক্ষায় এবারও পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৭৯ দশমিক ৯৫ শতাংশ। ছাত্রদের পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ। অন্যদিকে, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হবে আগামীকাল থেকে।
সব পর্যায়ে ডিমের দাম নির্ধারণ, আগামীকাল থেকে কার্যকর

সব পর্যায়ে ডিমের দাম নির্ধারণ, আগামীকাল থেকে কার্যকর উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ে মুরগির ডিমের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। যা আগামীকাল থেকে সারা দেশে নতুন দাম কার্যকর হবে। আজ দুপুরে ডিম উৎপাদক এবং সরবরাহকারীদের সঙ্গে বৈঠকে নতুন দাম নির্ধারণ করা হয়। বৈঠক শেষে এ তথ্য জানিয়ে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান বলেন, আগামীকাল থেকে উৎপাদক পর্যায়ে ১০ টাকা ৯১ পয়সা, পাইকারিতে ১১ টাকা ১ পয়সা। খুচরায় ১১ টাকা ৮৭ পয়সায় ডিম বিক্রির সিদ্ধান্ত হয়েছে। সে হিসাবে ভোক্তা পর্যায়ে প্রতি ডজন কিনতে খরচ হবে ১৪২ টাকা ৪৪ পয়সা।
জুলাই-আগস্টে বিপ্লবের ভিডিও এবং স্থিরচিত্র জমা দেয়ার আহ্বান

জুলাই বিপ্লবের ভিডিও এবং স্থিরচিত্র জমা দেয়ার আহ্বান জুলাই-আগস্টে বিশ্বব্যাপী সাড়া জাগানো বাংলাদেশের ছাত্র-জনতার অভাবনীয় বৈষম্যবিরোধী আন্দোলন ও জুলাই বিপ্লবের ঘটনা প্রবাহের অডিও-ভিজ্যুয়াল ডকুমেন্ট ও স্থিরচিত্র ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘমেয়াদি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে তথ্য অধিদপ্তর। আজ সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা-গণহত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। আজ বিচারপতিদের সঙ্গে বৈঠক শেষে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় যারা মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের বিচার অগ্রাধিকার পাবে। আগামী বৃহস্পতিবার ট্রাইব্যুনালে এ সংক্রান্ত পিটিশন দায়ের করা হবে বলেও জানান তিনি।
১১ দিনের সরকারি সফরে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান

১১ দিনের সরকারি সফরে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ১১ দিনের সরকারি সফরে আজ ঢাকা ছেড়েছেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও কানাডা সফর করবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আএসপিআর)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। সফরকালে তিনি জাতিসংঘ সদর দফতর, যুক্তরাষ্ট্র ও কানাডার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে বৈঠকে অংশ নেবেন ও পারস্পারিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিষয়ে আলোচনা, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ নিয়ে আলোচনা করা হবে। আইএসপিআর জানায়, সেনা প্রধান ২৫ অক্টোবর দেশে ফিরবেন।
লেবাননে ২৫ শহর খালি করার নির্দেশ ইসরায়েলের

লেবাননে ২৫ শহর খালি করার নির্দেশ ইসরায়েলের লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু করে দেশটিতে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। বিমান হামলার পাশাপাশি চলছে স্থলও হামলাও। হামলা আরও জোরদার করতে দক্ষিণ লেবাননের ২৫টি শহর খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এসব শহরের বাসিন্দাদের অবিলম্বে তাদের বাড়িঘর ছেড়ে উত্তর দিকে চলে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সামরিক মুখপাত্র আভিচায় আদ্রাই দক্ষিণ লেবাননের ২৫টি শহরের বাসিন্দাদের তাদের বাড়িঘর ছেড়ে আওয়ালি নদীর উত্তরে চলে যেতে বলেছেন।
অনূর্ধ্ব-১৯ এ ১৬ জনের স্কোয়াড ঘোষণা বিসিবির

অনূর্ধ্ব-১৯ এ ১৬ জনের স্কোয়াড ঘোষণা বিসিবির ঘরের মাঠে একটি তিনদিনের এবং ৪টি ওয়ানডে ম্যাচ সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের আগে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন আরো চার ক্রিকেটার। কালাম সিদ্দিকী অ্যালেন ৩ দিনের ম্যাচ এবং প্রথম দুইটি ওয়ানডে ম্যাচের জন্য পেয়েছেন অধিনায়কের দায়িত্ব। শেষ দুই ওয়ানডেতে নেতৃত্বে থাকবেন মোহাম্মদ আজিজুল হাকিম তামিম। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে হবে ৩ দিনের ম্যাচ এবং প্রথম দুই ওয়ানডে ম্যাচ। শেষ দুই ওয়ানডে ম্যাচের ভেন্যু ঢাকার মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। আগামী ১৭ অক্টোবর ঢাকায় পা রাখবে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দল এবং ২০ অক্টোবর মাঠে গড়াবে তিন দিনের ম্যাচ। এরপর ২৫ এবং ২৭ অক্টোবর হবে প্রথম দুই ওয়ানডে। সফরকারীরা ২৮ অক্টোবর ঢাকায় ফিরবে। এরপর আগামী ৩০ অক্টোবর ও ১ নভেম্বর মিরপুরে তৃতীয় ওয়ানডে ম্যাচ দিয়ে শেষ হবে সিরিজ। সফরকারীরা ২ নভেম্বর ত্যাগ করবে বাংলাদেশ।
১০ম গ্রেড বাস্তবায়নের দাবি প্রাথমিকের শিক্ষকদের

১০ম গ্রেড বাস্তবায়নের দাবি প্রাথমিকের শিক্ষকদের চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন। আজ সদর উপজেলা পরিষদ চত্বরে বিকেলে ৪টা থেকে ৫টা পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করেন। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ এই কর্মসূচির আয়োজন করে। পরে সদর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়। প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের যৌক্তিকতা তুলে ধরে স্মারকলিপিতে বলা হয়, স্নাতক সমমান (২য় বিভাগ) বেতন গ্রেড ১৩তম, যেখানে অষ্টম শ্রেণী পাস ড্রাইভার ভাইদের বেতন গ্রেড ১২তম। সমযোগ্যতাসম্পন্ন অন্যান্য বিভাগে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক সমমান, বেতন গ্রেড ১০ম। পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগ যোগ্যতা স্নাতক বা সমমান, বেতন গ্রেড ১০ম। নার্সদের নিয়োগ পদে যোগ্যতা এইচএসসি (ডিপ্লোমা ইন নার্সিং), বেতন গ্রেড ১০ম। উপ-সহকারী কৃষি অফিসার পদে নিয়োগ যোগ্যতা এসএসসি (৪ বছর কৃষি ডিপ্লোমা), বেতন গ্রেড ১০ম। ইউনিয়ন পরিষদ সচিব পদে (প্রশাসনিক কর্মকর্তা) নিয়োগ যোগ্যতা আগে ছিল এইচএসসি বর্তমানে স্নাতক সমমান, বেতন গ্রেড ১০ম (প্রস্তাবিত), বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ যোগ্যতা স্নাতক সমমান, বেতন গ্রেড ১০ম ও ৯ম। এছাড়া একই কারিকুলাম, একই সিলেবাস ও একই শিক্ষার্থীদের নিয়ে কাজ করা পিটিআইসংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক (দ্বিতীয় শ্রেণী), দেড় বছরের ডিপ্লোমা ইন এডুকেশন (ডিইনএড), বেতন গ্রেড ১০ম। অথচ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক (২য় বিভাগ) সমমান হলেও ১০ম গ্রেড দেয়া হয়নি। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এক দফা দাবি ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানান তারা। এই কর্মসূচির সভাপতি ও চরজোতপ্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন- পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজিফা সামসাদ, চামাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল ইসলাম, রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহাদ রেজা, হোসেনডাঙ্গা হাজি তাবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বায়জিদ ইসলাম, নামোসুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আলিম রায়হান, ঘোড়াপাখিয়া-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুমানা ইয়াসমিন, তেররশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নার্গিস জাহানসহ অন্যরা। মানববন্ধন সঞ্চালনা করেন রামচন্দ্রপুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুস সামাদ। পরে সদর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপরদষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন বলেন- আপনাদের এই দাবি সংবলিত স্মারকলিপিটি কালকের মধ্যেই যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেয়া হবে।
প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৯টায় জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন, সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। প্রয়াসের পরিচালক পঙ্কজ কুমার সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, প্রয়াসের পরিচালক (মানব সম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, সিনিয়র সহকারি পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক জুলফিকার আলী, কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, ফারুক আহমেদ, তানভির আহম্মেদ রিয়াদ, ফিরোজ আলম, আবুল কালাম আজাদ ও শাহাদাত হোসেন, সকল জোনপ্রধান, আঞ্চলিক ও সকল প্রকল্প ব্যবস্থাপকসহ অন্যরা। সভায় প্রয়াসের চলমান কার্যক্রম ও সংস্থার কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়। সেই সাথে সংস্থার কার্যক্রম দক্ষতার সাথে এগিয়ে নিতে উপস্থিত কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন।
গোমস্তাপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

গোমস্তাপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার গোমস্তাপুরে সেবি খাতুন নামে এক গৃহবধূর মরদেহ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ভোররাতে তার বাড়ির পিছনের আমবাগানে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের হোগলা দারাবাজ গ্রামের বাসিন্দা রেসিম আলীর স্ত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ওসি শহিদুল ইসলাম। পুলিশ ও স্থানীয়রা জানায় গত ভোররাতে হোগলা দারাবাজ গ্রামের রেসিম আলীর স্ত্রী সেবি, পরিবারের অজান্তে বাড়ির পেছনে আমগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন জানতে পেরে গোমস্তাপুর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন পুলিশ ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।