আইপিএলে ‘রিটেইন’ হার্ড হিটার ক্লাসেনের মূল্য অবিশ্বাস্য

আইপিএলে ‘রিটেইন’ হার্ড হিটার ক্লাসেনের মূল্য অবিশ্বাস্য দক্ষিণ আফ্রিকার হার্ড হিটার হেনরিক ক্লাসেনকে আগামী আইপিএলের জন্যই রিটেইন করবে সানরাইজার্স হায়দরাবাদ। ২০২৫ আইপিএলের জন্য শুধু ক্লাসেনই নয়, প্যাট কামিন্স, অভিষেক শর্মা, ট্রেভিস হেড ও নিতিশ কুমার রেড্ডিকেও রিটেইন করবে গতবারের ফাইনালিস্টরা। তবে ক্লাসেনের জন্য হায়দরাবাদকে খরচ করতে হচ্ছে অবিশ্বাস্য মূল্য। ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, ২৩ কোটি রুপি ক্লাসেনের জন্য খরচ করবে হায়দরাবাদ। বলা হচ্ছে, কোনো রিটেইন খেলোয়াড়ের জন্য এর আগে এতোটা খরচ করেনি কোনো ফ্রাঞ্চাইজি। গত বছর তার মূল্য ছিল ৫ দশমিক ২৫ কোটি রুপি। এছাড়া অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে ১৮ কোটি রুপি এবং অভিষেক শর্মাকে ১৪ কোটি রুপি দেবে হায়দরাবাদ। ৩১ অক্টোবর রিটেইন লিস্ট চূড়ান্ত করে আইপিএল কর্তৃপক্ষকে পাঠাতে হবে ফ্রাঞ্চাইজিদের।
পুতিনের সঙ্গে যোগাযোগ রক্ষা নিয়ে যা বললেন ট্রাম্প

পুতিনের সঙ্গে যোগাযোগ রক্ষা নিয়ে যা বললেন ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান রিপাবলিকান মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা ছাড়ার পর থেকে রুশ রাষ্ট্রপ্রধানের সঙ্গে তিনি অন্তত সাতবার ফোনে কথা বলেছেন। এমনকি এই বছরও তাদের মধ্যে ফোনে কথা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাংবাদিক বব উডওয়ার্ডের নতুন বই ‘ওয়ার’-এ এমন দাবি করা হয়। তবে এমন খবরের বিষয়টি কৌশলে এড়িয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘যদি করে থাকি, তবে এটা বুদ্ধিমত্তার পরিচয়।’ মঙ্গলবার একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে ব্লুমবার্গের প্রধান সম্পাদক জন মিকলথোয়াইট সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে উডওয়ার্ডের নতুন বইয়ের প্রসঙ্গ টেনে এ বিষয়ে সরাসরি প্রশ্ন করেন। জবাবে ট্রাম্প বলেন, আমি এ বিষয়ে কিছু বলব না। কিন্তু আমি আপনাকে এটা বলতে পারি, যদি আমি এটা (পুতিনের সঙ্গে যোগাযোগ) করে থাকি, তা বুদ্ধিমত্তার পরিচয়। যদি আমি মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ হই, যদি মানুষের সঙ্গে আমার সম্পর্ক থাকে, সেটা তো ভালো কিছু, মন্দ কিছু তো নয়। ইকোনমিক ক্লাব অব শিকাগোতে ট্রাম্প এই সাক্ষাৎকার দেন। যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাংবাদিক বব উডওয়ার্ড ওয়াটারগেট কেলেঙ্কারি ফাঁসের সাংবাদিক হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। এই তথ্য ফাঁসের পর ১৯৭৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। ফলে নির্বাচনের আগে ট্রাম্পকে নিয়ে তার এই নতুন তথ্য স্বাভাবিকভাই মার্কিন রাজনীতিতে ভিন্ন মাত্রা যোগ করেছে। ৮১ বছর বয়সী বব উডওয়ার্ড দাবি করেছেন ২০২১ সালের জানুয়ারিতে ওভাল অফিস ছেড়ে যাওয়ার পর থেকে পুতিনের সঙ্গে অন্তত সাতবার ফোনে কথা বলেছেন ট্রাম্প। এই বছরের শুরুতে তাদের মধ্যে একটি ফোনালাপ হয়েছে। উডওয়ার্ডের দাবি, পুতিনের সঙ্গে আলাপ করতে মার-এ-লাগোর বাসা থেকে নিজের এক সহকারীকে বের করে দেন ট্রাম্প। এরপর পুতিনের সঙ্গে আলাপ করেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী। তবে উডওয়ার্ডের এসব দাবি প্রত্যাখ্যান করেছে ট্রাম্পের প্রচার শিবির। সাবেক এই প্রেসিডেন্টের যোগাযোগ বিষয়ক পরিচালক স্টিভেন চেউং জানান, উডওয়ার্ডের বইয়ের কোনো গল্পই সত্য নয়।
৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত তুরস্কে

৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত তুরস্কে তুরষ্কে ৫.৯ মাত্রার আঘাত হেনেছে। স্থানীয় সময় আজ বুধবার পূর্ব তুরস্কের মালতায়া প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির দুর্যোগ ও জরুরি কর্তৃপক্ষ এএফএডি এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের সময় ওই অঞ্চলের লোকজনের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভবনের ভেতর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। তবে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১ এবং ভূপৃষ্ঠ থেকে ৯ কিলোমিটার ভূগর্ভে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার সকালের দিকে আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্র ছিল পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশের ৪৩ কিলোমিটার পূর্বে।
যুক্তরাষ্ট্র থেকে ৩১টি ড্রোন কিনছে ভারত

যুক্তরাষ্ট্র থেকে ৩১টি ড্রোন কিনছে ভারত যুক্তরাষ্ট্র থেকে ৩১টি ড্রোন ক্রয় করেছে ভারত। মঙ্গলবার (১৫ অক্টোবর) দিল্লিতে দু’দেশর মধ্যে এ চুক্তি হয়। জানা গেছে, ২০১৮ সাল থেকে এই ড্রোন কেনার জন্য কথাবার্তা চলছিল। এই ক্ষেত্রে দুই দেশেরই স্বার্থ জড়িত ছিল। ভারত অনেকদিন ধরেই এই ড্রোনের প্রয়োজনীয়তা অনুভব করছিল। বিশেষ করে এই ড্রোন হাতে পেলে ভারতের উঁচু জায়গায় নজরদারি ও আক্রমণের ক্ষমতা অনেকটা বাড়বে। আর যুক্তরাষ্ট্রের স্বার্থ ছিল, অস্ত্র কেনার ক্ষেত্রে ভারতকে রাশিয়ার কাছ থেকে সরিয়ে আনা এবং চীনের প্রভাবের মোকাবিলার ব্যবস্থা করা। তাছাড়া বিপুল অর্থের বিনিময়ে ভারত এই ড্রোন কিনছে। ৩১টি ড্রোন কিনতে ভারতের খরচ হবে ৩২ হাজার কোটি টাকা। তিন বাহিনীর জন্যএই ড্রোনগুলি ভারতীয় স্থল ও বিমান বাহিনীর পাশাপাশি নৌবাহিনীও ব্যবহার করতে পারবে। কারণ, দুই ধরনের ড়্রোনই কিনছে ভারত। নৌবাহিনী এই ড্রোনগুলি ভারত মহাসাগরে ব্যবহার করতে চায়। নৌবাহিনীর জন্য ১৫টি ও স্থল ও বিমান বাহিনীর জন্য ১৬টি ড্রোন কেনা হচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বা সিসিএস গত সপ্তাহে এই সশস্ত্র ড্রোন কেনার বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়। গতবছর জুন মাসে প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ড্রোন কেনার অনুমোদন দিয়েছে। গত মে মাসে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছিল, উত্তরপ্রদেশের গোরক্ষপুর ও সরসাওনে দুইটি বিমান ঘাঁটিতে বিমান বাহিনীর ড্রোন মোতায়েন করা হতে পারে। ভারতীয় বিমান বাহিনী ও স্থলবাহিনী আটটি করে ড্রোন পাবে। এর ফলে লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত চীনের সঙ্গে সীমান্তের পুরোটা এই ড্রোনের আওতায় এসে যাবে। এই ড্রোনগুলি ৩৬ ঘণ্টা উড়তে পারবে, ৪০ হাজার ফিট উচ্চতায় উঠতে পারবে। এই ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ও স্মার্ট বোমা ছোড়া যাবে। এছাড়া নজরদারির কাজেও এই ড্রোন ব্যবহার করা যাবে।
ইসরায়েল নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের কথা শুনবো তবে সিদ্ধান্ত নেবে

ইসরায়েল নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের কথা শুনবো তবে সিদ্ধান্ত নেবে ইরানে পাল্টা হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রের দেওয়া পরামর্শ বা অভিমত ইসরায়েল শুনবে, তবে সিদ্ধান্ত নেবে ইসরায়েল নিজেই। মঙ্গলবার এমন কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানে হামলা প্রসঙ্গে নিজেদের চূড়ান্ত অবস্থান স্পষ্ট করে একটি বিবৃতিত দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিবৃতিতে তিনি বলেন, ‘ইরানের অভিযান চালানোর ব্যাপারে আমরা যুক্তরাষ্ট্রের কথা শুনবো, তবে সিদ্ধান্ত নেব আমরাই। আমরা সিদ্ধান্ত নেব ইসরায়েলের জাতীয় স্বার্থের ওপর ভিত্তি করে।’ফিলিস্তিনের গাজা উপত্যকার পাশাপাশি সম্প্রতি লেবাননের দক্ষিণাঞ্চলেও অভিযান শুরু করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সম্প্রতি লেবাননে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েল।স্থল অভিযান শুরুর পর গত ১ অক্টোবর রাতজুড়ে ইসরায়েলে প্রায় ২০০ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। অধিকাংশ ক্ষেপণাস্ত্র অবশ্য আঘাত হানার আগেই ধ্বংস করে দিয়েছে আইডিএফ। ইরানের এ হামলার প্রতিক্রিয়া ইসরায়েল কীভাবে জানাবে, তা নিয়ে চলবে জল্পনা। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইরানে হামলার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে
আর নেই মতিয়া চৌধুরী

আর নেই মতিয়া চৌধুরী সাবেক সংসদ উপনেতা মতিয়া চৌধুরী আর নেই। আজ দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এভার কেয়ার হাসপাতালের গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ বাংলাদেশ প্রতিদিনকে খবরটি নিশ্চিত করেছেন। ডা. আরিফ মাহমুদ বলেন, আজ সকাল ১১টার দিকে ’কার্ডিয়াক অ্যারেস্ট’ নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয় মতিয়া চৌধুরীকে। অ্যাটাক খুব ভয়াবহ ছিল। চিকিৎসকরা সাধ্যমতো চেষ্টা করলেও তাকে বাঁচানো যায়নি। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১৫ আগস্টসহ বাতিল হচ্ছে আট জাতীয় দিবস

১৫ আগস্টসহ বাতিল হচ্ছে আট জাতীয় দিবস ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবসসহ আট জাতীয় দিবস বাতিল করা হচ্ছে। আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, উপদেষ্টা পরিষদ সম্প্রতি এক বৈঠকে আটটি দিবস বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে। শিগগিরই এসব দিবস বাতিল করে পরিপত্র জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। দিবসগুলো হলো- ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, ১৮ অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস এবং ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস।
টাস্কফোর্সের অভিযানে ডাবপট্টিতে ৩ দোকানকে জরিমানা

টাস্কফোর্সের অভিযানে ডাবপট্টিতে ৩ দোকানকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি তদারকিকরণে গঠিত বিশেষ টাস্কফোর্সের অভিযান আজও পরিচালিত হয়েছে। বেলা সাড়ে ১১টা থেকে জেলাশহরের পুরাতন বাজার ও চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন সংলগ্ন ডাবপট্টিতে এই অভিযান চালানো হয়। এসময় মূল্য তালিকা না থাকায় ৩ ডাব বিক্রেতাকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। টাস্কফোর্সের নেতৃত্বে ছিলেনÑ জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব। এসময় কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়-চাঁপাইনবাবগঞ্জের এক্সপার্ট কিউরার শহীদুল ইসলাম, জেলা ক্যাবের সেক্রেটারি আব্দুর রহিম, শিক্ষার্থী প্রতিনিধি সাব্বির হোসেন, আহমেদ ইমতিয়াজ পারভেজ ও শাকির আহমেদ উপস্থিত ছিলেন।
৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে জেলাপর্যায়ে ৫১তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ বিকালে আ আ ম মেসবাবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রেজাউল করিম। সূচনা বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ।
দূর্গাপুজায় টানা ৬দিন বন্ধের পর কর্মচঞ্চল সোনামসজিদ স্থলবন্দর

দূর্গাপুজায় টানা ৬দিন বন্ধের পর কর্মচঞ্চল সোনামসজিদ স্থলবন্দর শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম গত ৯ অক্টোবর বুধবার থেকে গতকাল পর্যন্ত টানা ৬ দিন বন্ধের পর আজ থেকে যথারীতি পূণরায় চালু হয়েছে। বন্দর সূত্র জানায়, এ দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্দর চলাকালীন সময়ে ২৪৩ ট্রাক পণ্য আমদানী ও রপ্তানী হয়েছে। এর মধ্যে সোনামসজিদের বিপরীতে ভারতের মহদিপুর স্থলবন্দর হতে ২৪১ ট্রাক পণ্য আমদানীর বিপরীতে রপ্তানী হয়েছে ২ ট্রাক বাংলাদেশী পণ্য। আমদানী হয়েছে ১০৭টি ট্রাকে ২ হাজার ৮৯৯ টন পেঁয়াজ, ৬টি ট্রাকে ৫৩ টন কাঁচামরিচ ও ৮২ ট্রাক পাথর সহ অনান্য পন্য। সোনামসজিদ বন্দর পরিচালনাকারী বেসরকারী অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারশেন ম্যানেজার কামাল খান এসব তথ্য নিশ্চিত করে বলেন, ওই ৬ দিন বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও আভ্যন্তরীন লোড-আনলোড, পরিবহন, গুদামজাতকরণ এবং সরকারি অফিস, ব্যাংক কার্যক্রম (বাংলাদেশের সরকারি ছুটির দিন ব্যাতীত) চালু ছিল। এদিকে ইমিগ্রেশন সুত্র জানায়, বন্দর বন্ধ থাকলেও সোনামসজিদ ইমিগ্রেশন যথারীতি প্রতিদিনই চালু ছিল। পাসপোর্টধারী যাত্রীরা এ পথে প্রতদিনই যাতায়াত করেন।