নির্বাচনের আগে জার্মানির সর্বোচ্চ সম্মান পাচ্ছেন বাইডেন

নির্বাচনের আগে জার্মানির সর্বোচ্চ সম্মান পাচ্ছেন বাইডেন যুক্তরাষ্ট্রে নভেম্বরে নির্বাচনের আগে সম্ভবত শেষ জার্মানি সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই সফরে তাকে সর্বোচ্চ জার্মান সম্মানে ভূষিত করা হবে। ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার মার্কিন প্রেসিডেন্টকে গ্র্যান্ড ক্রস অব দ্য অর্ডার অব মেরিট সম্মান প্রদান করবেন। সাধারণত, রাষ্ট্রপ্রধানদের এই সম্মানে ভূষিত করে জার্মানি। বাইডেনের আগে সিনিয়র বুশ অর্থাৎ, জর্জ এইচ ডাব্লিউ বুশ এই সম্মান পেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে। জার্মান প্রেসিডেন্টের অফিস সংবাদমাধ্যমকে জানিয়েছে, বাইডেনের আমলে জার্মানি-যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব এবং ট্রান্স অ্যাটলান্টিক জোটকে স্বীকৃতি দিতে চায় বার্লিন। খেয়াল রাখতে হবে, এই সময়েই ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ঘটনা ঘটেছে।
বাদ পড়লেন সাকিব, মিরপুর টেস্টে হাসান মুরাদ

বাদ পড়লেন সাকিব, মিরপুর টেস্টে হাসান মুরাদ মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। তার জায়গায় নেয়া হয়েছে এখনো টেস্ট অভিষেক না হওয়া হাসান মুরাদকে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের হয়ে দু’টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও এখনো টেস্টে অভিষেক হয়নি মুরাদের। এর আগে গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেয়েছিলেন ২৩ বছর বয়সী এই স্পিনার। যদিও সেবার তার জাতীয় দলে অভিষেক হয়নি। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন মুরাদ। পরের বছর চট্টগ্রাম বিভাগের হয়ে রাজশাহীর বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় বাঁহাতি এই স্পিনারের। এখন অবধি ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৩৬ উইকেট নিয়েছেন তিনি। ১২ বার ইনিংসে পাঁচ উইকেট পাওয়ার কীর্তিও আছে তার।
আগে পেটের খাবার তারপর বিনোদন বলেছেন পবন কল্যান

আগে পেটের খাবার তারপর বিনোদন বলেছেন পবন কল্যান ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণ। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয়। জনসেনা পার্টির প্রধান তিনি। চলতি বছরে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশে তার দল দুটো আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটোতেই জয় লাভ করে। বর্তমানে অন্ধ্রপ্রদেশের ডেপুটি চিফ মিনিস্টারের দায়িত্ব পালন করছেন পবন কল্যাণ। রাজ্যের এক অনুষ্ঠানে গিয়ে এ নায়ক বলেন— ‘বিনোদন নেওয়ার আগে আপনার পেটে খাবার থাকতে হবে।’ বিষয়টি ব্যাখ্যা করে পবন কল্যাণ বলেন, ‘প্রত্যেকে বিনোদন চায়। আপনার উচিত প্রিয় নায়কের সিনেমা দেখা। টিকিটের জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হবে। এজন্য আপনার কাছে অর্থ থাকা প্রয়োজন। বিনোদন নেওয়ার আগে আপনার পেটে খাবার থাকতে হবে। সেজন্য আগে পেট ভরার কাজটি করা যাক। আসুন, আমরা আগে রাস্তা-ঘাট ও স্কুলের উন্নতি করি, তারপর বিনোদন নিয়ে ভাবা যাবে।’ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কারো সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন না পবন কল্যাণ। তা উল্লেখ করে এ নায়ক বলেন, ‘ইন্ডাস্ট্রির কোনো নায়কের সঙ্গে আমার কোনো সমস্যা নেই। আমি কারো সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করি না। প্রত্যেকে তার নিজের জায়গায় দক্ষ। আমি সবার জন্য মঙ্গল কামনা করি। আমি চাই বালাকৃষ্ণা, চিরঞ্জীবী, মহেশ বাবু, তারকা, আল্লু অর্জুন, রাম চরণ সবাই ভালো থাকুক।’ ফিল্ম নয়, রাজ্যের অর্থনীতির উন্নতির দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়ে পবন কল্যাণ বলেন, ‘আপনি যদি আপনার প্রিয় নায়ককে উৎসাহ দিতে চান, তবে রাজ্যের অর্থনীতির ভালো অবস্থা প্রয়োজন। সুতরাং আমাদের এ দিকে নজর দেওয়া উচিত।’ পবন কল্যাণ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ব্রো’। গত বছরের ২৮ জুলাই মুক্তি পায় এটি। বর্তমানে পবন কল্যাণের হাতে রয়েছে ‘হরি হারা বীরা মালু’ সিনেমার কাজ। কৃষ পরিচালিত এ সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন ২৮ বছর বয়সি অভিনেত্রী নিধি আগরওয়াল। তা ছাড়াও ‘ওস্তাদ ভগত সিং’, ‘ওজি’ সিনেমার কাজ তার হাতে রয়েছে।
‘বেবি বাম্প’ নিয়ে হাজির সিনেমার প্রিমিয়ারে রাধিকা আপ্তে

‘বেবি বাম্প’ নিয়ে হাজির সিনেমার প্রিমিয়ারে রাধিকা আপ্তে ব্রিটেনের জনপ্রিয় সংগীত পরিচালক বেনেডিক্ট টেইলরকে বিয়ের পর একদম উধাও হয়ে গেছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। বিদেশি স্বামী ও সংসার নিয়েই ব্যস্ত আছেন। কখনোই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় না থাকা রাধিকা এবার আর লুকোছাপা রাখলেন না। বিয়ের ১২ বছর পর অন্তঃসত্ত্বা হওয়ার সুখবরটি জানালেন ভক্তদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন তিনি। তাও আবার লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হয়ে! হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বুধবার ১৬ অক্টোবর, বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাধিকার সিনেমা ‘সিস্টার মিডনাইটে’র স্ক্রীনিংয়ে অংশ নিয়েছিলেন। সেখানে, তিনি তার বেবি বাম্প নিয়ে রেড কার্পেটে হেঁটেছেন। ইনস্টাগ্রামে রাধিকার পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, কালো রঙে ইভেনিং গাউন পরেছেন তিনি। আর এতে স্পষ্ট বোঝা যাচ্ছে তার বেবি বাম্প। তবে সেই পোস্টেও মা হওয়া নিয়ে একটা টুঁ শব্দও করেননি! যদিও অনুরাগীরা সেই পোস্টের নিচেই অভিনেত্রীকে শুভেচ্ছার বন্যায় ভাসিয়েছেন। শিগগিরই মুক্তি পেতে চলেছে রাধিকার দুটি ইংরেজি সিনেমা। একটি ‘সিস্টার মিডনাইট’, অন্যটি ‘লাস্ট ডে’। জানা যায়, এই দুই সিনেমার প্রচারের কাজেই বর্তমানে লন্ডনে রয়েছেন তিনি। লন্ডনে নাচ শিখতে গিয়ে ২০১১ সালে ব্রিটিশ ভায়োলিন বাদক ও সংগীতজ্ঞ বেনেডিক্ট টেলরের সঙ্গে রাধিকার পরিচয় হয়। ২০১২ সালে বিয়ে করেন এ জুটি। এরপর কেটে গেছে দীর্ঘ ১২ বছর। অবশেষে এ দম্পতির সংসার আলো করে আসছে নতুন অতিথি।
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে ভ্যাট ছাড় দিলো এনবিআর

ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে ভ্যাট ছাড় দিলো এনবিআর ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে পরিশোধিত-অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের ওপর আরোপিত ভ্যাট ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আজ এনবিআর চেয়ারম্যান আবদুর রহমানের সই করা আদেশে এ তথ্য জানা যায়। সয়াবিন তেল ও পাম তেলের আমদানির ওপর ভ্যাট কমানোর আলাদা আদেশ জারি করেছে এনবিআর। প্রথম আদেশে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন কিংবা পাম তেলের উৎপাদন এবং ব্যবসায় পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর বা ভ্যাট ১৫ শতাংশ মওকুফ করা হয়েছে। অপর আদেশে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন কিংবা পাম তেল আমদানির ক্ষেত্রে প্রযোজ্য ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে আগামী ১৮ নভেম্বরের মধ্যে ট্রাইবুনালে হাজিরের নির্দেশও দেয়া হয়েছে। আজ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলের সব হত্যা, গণহত্যা, বিচার বহির্ভূত হত্যা, পিলখানা হত্যার বর্ণনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেন। সেই সঙ্গে শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম।
ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন, দুর্গাপূজায় ২ দিন ছুটি অনুমোদন

ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন, দুর্গাপূজায় ২ দিন ছুটি অনুমোদন আগামী বছরের ২০২৫ সালে সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এতে আগামী বছরের পবিত্র ঈদুল আজহায় ৬ দিন ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি ৫ দিন করা হয়েছে। এছাড়া শারদীয় দুর্গাপূজার ছুটি ২ দিন করা হয়েছে। এর মধ্যে দুই ঈদে সাধারণ ছুটি একদিন করে। আর ঈদের আগে, পরে মিলিয়ে বাকি দিনগুলো নির্বাহী আদেশে ছুটি থাকবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাধারণ ছুটি বিজয় দশমীর দিন। তার আগে নবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক।
তালিকায় ৩ নম্বরে দূষিত বাতাসের শহরের ঢাকা

তালিকায় ৩ নম্বরে দূষিত বাতাসের শহরের ঢাকা বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ১৯০ স্কোর নিয়ে ৩ নম্বরে অবস্থান করছে ঢাকা। সকাল ১০টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার এ অবস্থান দেখা গেছে। এই স্কোর বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে। এদিকে, বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ২৭৬ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে ভারতের দিল্লি। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর কিনশাসা ২০৪ স্কোর নিয়ে দ্বিতীয় এবং পাকিস্তানের লাহোর ১৮০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে।
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বিষাক্ত মদপানে ২৪ জনের মৃত্যু

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বিষাক্ত মদপানে ২৪ জনের মৃত্যু ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের সিওয়ান ও সারান জেলায় বিষাক্ত মদ্যপানে ২৪ জনের মৃত্যু হয়েছে। আজ ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড এ তথ্য জানিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিষাক্ত মদ্যপানে বিহারের সিওয়ান জেলায় ২০ জনের মৃত্যু হয়েছে। আর সারান জেলায় প্রাণ হারিয়েছেন আরও ৪ জন। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয়ভাবে তৈরি মদ খেয়েছিল তারা, যাতে ক্ষতিকারক রাসায়নিক ছিল। সারানের পুলিশ সুপারিনটেনডেন্ট কুমার আশিস জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এছাড়াও স্থানীয় চৌকিদার ও পঞ্চায়েত বিট পুলিশ অফিসারদেরও বরখাস্ত করা হয়েছে।
সব রেকর্ড ভেঙে দিয়েছে দুবাইয়ের স্বর্ণের দাম

সব রেকর্ড ভেঙে দিয়েছে দুবাইয়ের স্বর্ণের দাম সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে স্বর্ণের দাম সর্বকালের সব রেকর্ড ভেঙে দিয়েছে। দুবাই জুয়েলারি গ্রুপের বরাত দিয়ে খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, আজ বাজার খোলার সময় ২৪ ক্যারেট স্বর্ণের দাম গ্রামপ্রতি ৩২৪ দশমিক ২৫ দিরহামে উঠেছে, যা গতকাল বাজার বন্ধের সময় ছিল ৩২৩ দশমিক ৭৫ দিরহাম। এছাড়াও ২২ ক্যারেট স্বর্ণের দাম গ্রামপ্রতি ৩০০ দশমিক ২৫ দিরহামে খোলার সময় শূন্য দশমিক ৫০ দিরহাম বেড়ে যায়। একইভাবে, ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম গ্রামপ্রতি বেড়ে যথাক্রমে ২৯০ দশমিক ৭৫ ও ২৪৯ দশমিক ২৫ দিরহাম হয়ে যায়। বিশ্ববাজারে স্বর্ণের দাম ছিল প্রতি আউন্স ২ হাজার ৬৭৮ দশমিক ৫৮ ডলার, যা সংযুক্ত আরব আমিরাতের সময় সকাল ৯টা ১০মিনিটে শূন্য দশমিক ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।