উড়িষ্যা উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’

উড়িষ্যা উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’ ভারতের উড়িষ্যা উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’। এই সপ্তাহের শেষের দিকে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। আজ থেকেই উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় মৎসজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, আগামী বুধবার থেকে শুক্রবারের মধ্যে আঘাত হানতে পারে ডানা। এর প্রভাবে বুধবার থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানিয়েছে, মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর আন্দামান সাগরের কাছে সৃষ্ট ঘূর্ণাবর্ত আগামীকাল নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপটি বুধবার ঘুর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর শক্তি বৃদ্ধি করে বৃহস্পতিবার পশ্চিম ও উত্তর-পশ্চিমে অগ্রসর হবে। শুক্রবার উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করবে। এরপর উড়িষ্যার পুরি ও উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর উপকূলেও এর সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে।  

তাইজুলের ঘূর্ণিতে শেষ বিকেলে ‘স্বপ্নের শুরু’

তাইজুলের ঘূর্ণিতে শেষ বিকেলে ‘স্বপ্নের শুরু’ ম্যাথু ব্রিটজক ভেবছিলেন আগের মতো বল বেরিয়ে যাবে। ভুলটা করলেন বল ছেড়ে দিয়ে। তাইজুল ইসলামের অফ স্ট্যাম্পে পিচ করা বল ভেঙ্গে দেয় ব্রিটজকের উইকেট। তাইজুল যেন ডানা মেলে উড়ছেন। সাকিব আল হাসানের কীর্তি ভেঙে দ্রুততম দুই’শ উইকেট, সঙ্গে শেষ বিকেলে তার ঘূর্ণিতে কম রান করেও জয়ের স্বপ্ন দেখা শুরু। তাইজুলতো উড়তেই চাইবেন! সতীর্থ মুশফিকুর রহিম এসে কলার উঁচিয়ে দিলেন। কীর্তি বলে কথা। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিন শেষে তাইজুলের জাদুতে কিছুটা হলেও চাপ কমেছে বাংলাদেশের। দিনশেষে প্রথম ইনিংসে প্রোটিয়াদের সংগ্রহ ৬ উইকেটে ১৪১ রান। বাংলাদেশের সামনে লিড ৩৪ রান। এই লিড যত কম হবে স্বাগতিক শিবিরের জয়ের স্বপ্ন তত বড় হবে। বাংলাদেশ টস জিতে ব্যাটিং করতে নেমে অলআউট হয় মাত্র ১০৬ রানে। যা শের-ই-বাংলায় দ্বিতীয় সর্বনিম্ন।    

দু’মাসে শতাধিক ডেঙ্গু রোগি হাসপাতালে,জেলায় নেই আইসিইউ সাপোর্ট

দু’মাসে শতাধিক ডেঙ্গু রোগি হাসপাতালে,জেলায় নেই আইসিইউ সাপোর্ট চাঁপাইনবাবগঞ্জেও বাড়ছে ডেঙ্গু। বছরের প্রথম ৭ মাস  মোটামুটি ভাল কাটলেও গত মধ্য আগষ্ট থেকে জেলায়  সরকারিভাবে বেশি শনাক্ত হতে শুরু করে রোগি। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, জেলায় এডিসের লার্ভা বা মশা সংক্রান্ত কিছু তথ্য চলতি অক্টোবর মাগেন প্রথম পাওয়া গেছে। তবে হাসপাতালে  ভর্তি বেশিরভাগ রোগির তথ্য বিশ্লেষন করে জানা গেছে, বেশিরভাগেরই মূলত: ঢাকা বা দেশের অনান্য  অঞ্চল ভ্রমণের  ইতিহাস রয়েছে। এদিকে জেলার প্রায় ২০ লক্ষ মানুষের জন্য জেলা হাসপাতাল বা জেলার কোন হাসপাতালেই এখনও নেই আইসিইউ সাপোর্ট। নেই সেল সেপারেটর মেশিন। রোগিকে প্রয়োজনে দেয়া যায় না প্লাটিলেট। ফলে হেমোরেজিক বা শক সিনড্রোমে আক্রান্ত্র কোন ডেঙ্গু রোগিকে জেলায় চিকিৎসা দেয়া সম্ভব নয়। স্বাস্থ্য বিভাগ জানায়, শুক্রবার(১৮অক্টোবর) সকাল ৮টা  পর্যন্ত চলতি বছর জেলার সরকারি হাসপাতালগুলোতে ১০৯ জন ডেঙ্গু রোগি শনাক্ত হয়েছেন। এছাড়াও বছররব্যাপী বর্হি:বিভাগে শনাক্ত হয়ে বাড়িতে বা অন্যত্র চিকিৎসা নিয়েছেন অনেকে। শুক্রবার পর্যন্ত সরকারিভাবে শনাক্তদের মধ্যে শুধু জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭ জন। শুক্রবার পর্যন্ত জেলা হাসপাতালে ভর্তি ছিলেন ৭ রোগি। গত মঙ্গলবার(১৫ অক্টোবর) জেলায় মৌসুমের সর্বাধিক ১৭ জন রোগি জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি ছিলেন।  তবে জেলায় এখনও কেউ ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায় নি। সিভিল সার্জন ডা.মাহমুদুর রশিদ বলেন, জেলা হাসপাতাল ছাড়াও জেলার  ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্ত ও  চিকিৎসার ব্যবস্থাা রয়েছে।  জেলা হাসপাতালে ১৫ শয্যার ডেঙ্গু কর্ণার চালু রয়েছে। অনান্য সরকারি হাসপাতালে নির্ধারিত শয্যায়  মশারি টাঙ্গিয়ে রোগি রাখা হয়। পর্যাপ্ত সরবরাহ রয়েছে ডেঙ্গু চিকিৎসার মূল হাতিয়ার আইভি স্যালাইনের (ফ্লুইড)। প্রতিটি ৫০ টাকা  করে ফিস দিয়ে সরকারি সকল হাসপাতালে ডেঙ্গু শনাক্তের  ২ প্রকার টেষ্টের ব্যবস্থা রয়েছে। তবে সকলের দু’ধরণের টেষ্টের দরকার হয় না। প্রতিটি হাসপাতালে টেস্ট কীটের  পর্যাপ্ত সরবরাহ রয়েছে। প্লাটিলেট কাউন্ট রক্তের রুটিন সিবিসি টেষ্টেই করা যায়। মূলত: মেডিসিন বিশেষজ্ঞরা  ডেঙ্গু রোগির চিকিৎসা দেন। জেলা হাসপাতাল ও জেলার ৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ধরণের বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। শুধু ভোলাহাট উপজেলায় নেই। জেলার বেসরকারি কয়েকটি হাসপাতালেও  ডেঙ্গু শনাক্ত ও চিকিৎসার সুযোগ থাকলেও তাদের রোগি সংখ্যার পরিসংখ্যান পাওয়া যায় নি। তবে তারা যেন রোগি সংখ্যার হিসাব রাখে সেজন্য তাদের সমিতিকে বলা হয়েছে। এর বাইরে রয়েছে প্রাইভেট  চেম্বারে ডাক্তারের নিকট শনাক্ত হয়ে চিকিৎসা নেয়া রোগিরা। এদের সংখ্যা নির্ণয় অসম্ভব প্রায়। অনকে সরাসরি রাজশাহী বা ঢাকা চলে যায়। ডা. রশিদ আরও বলেন, জেলায় এখনও ডেঙ্গু  আশংকাজনক পর্যায়ে পৌঁছেনি। তবে  অক্টোবরে ‘পিক সিজন’ যাচ্ছে। গত ১৫ দিনে রোগি দ্বিগুণেরও বেশি হয়েছে। যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদেও অধিকাংশই ক্লাসিকাল ধরণের ডেঙ্গুতে আক্রান্ত। হেমোরেজিক বা শক সিনড্রোমে আক্রান্ত রোগি এখনও তেমন পাওয়া যায় নি। জেলা থেকে কিছু রোগিকে এখন পর্যন্ত বাইরে রেফার্ড করতে হয়েছে মূলত: আইসিইউ সাপোর্ট না থাকার কারণে। জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা.মাসুদ পারভেজ বলেন,হাসপাতালে ১০ শয্যার আইসিইউ  ও ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ডের ভৌত অবকাঠামো (হাই ডিপেনডেন্সি  ইউনিট-এইচডিইউ) নির্মাণ একেবারে শেষ পর্যায়ে। এটি চালু হলে জেলায় চিকিৎসা ব্যবস্থার একধাপ উন্নতি হবে। তবে  এটি জনবল ও অনান্য লজিষ্টিক সাপোর্টসহ কবে চালু হবে তা  নিশ্চিত নয়। তবে এটি দ্রæত চালু হওয়া দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। সিভিল সার্জন বর্ষা ও বর্ষা পরবর্তী  বছরের এই সময়টা নিয়ে সতর্ক থেকে ডেঙ্গু প্রতিরোধের উপর জোর দিয়েছেন।  বিশেষ করে জেলা সদরের দিকে নজর দেবার কথা বলেছেন। তথ্য অফিস, ইসলামিক ফাউন্ডেশনকে দিয়ে  মাইকিং থেকে শুরু করে লিফলেট বিতরণ, মসজিদে পর্যন্ত যে প্রচারণা চালানো হচ্ছে সে ব্যাপারেও বলেছেন। ভবিষ্যতে আরও প্রতিরোধ প্রচারণার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি।

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১১

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১১ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে এবং ৪১১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত চলতি বছর ডেঙ্গুর কারণে মোট মৃত্যুর সংখ্যা ২৩৭ জনে পৌঁছেছে। এছাড়া, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৪৬১ জন। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য প্রকাশ করে অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৮০ জন। মারা গেছেন ২৩৭ জন। বর্তমানে দেশে বিভিন্ন হাসপাতালে মোট ৩ হাজার ৪৭৫ জন ডেঙ্গু নিয়ে ভর্তি আছেন।

আকবর ঝড়ে হংকংকে হারালো বাংলাদেশ

আকবর ঝড়ে হংকংকে হারালো বাংলাদেশ  ব্যাটারদের ব্যর্থতাতেও উজ্জ্বল থাকলেন একজন। বাবর হায়াতের ওপর ভর করে দলও পায় ভালো সংগ্রহ। ওই লক্ষ্য তাড়া করতে নেমে কিছুটা বিপদে পড়েছিল বাংলাদেশও। কিন্তু ঝড়ো ব্যাটিংয়ে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অধিনায়ক আকবর আলি। শুক্রবার ওমানের আল আমেরাতে ইমার্জিং এশিয়া কাপের ম্যাচে হংকংকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৫০ রান করে হংকং। পরে ওই রান তাড়া করতে নেমে ১০ বল আগেই জয় পায় বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে স্রেফ ৯ রানে দুই ওপেনারকে হারিয়ে ফেলে হংকং ‘এ’ দল। দুজনই ফেরেন রিপন মণ্ডলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। কিন্তু এরপরই দলটির হয়ে জুটি গড়েন অধিনায়ক নিজাকাত খান ও বাবর হায়াত। তাদের ৬৫ রানের জুটি ভাঙেন মাহফিজুর রহমান রাব্বি। ২০ বলে ২৫ রান করে বোল্ড হয়ে যান নিজাকাত। তার বিদায়ের পর একাই লড়েন বাবর হায়াত। রেজাউর রহমান রাজার করা ১৯তম ওভারে আউট হওয়ার আগে ৬১ বলে ৮৫ রান করেন বাবর। এর বাইরে আর একজন ব্যাটারই দুই অঙ্কে যেতে পেরেছেন। ৫ বলে ১৩ রান করেন তিনি। ৪ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন রিপন মণ্ডল। একটি করে উইকেট পান আবু হায়দার রনি, রেজাউর রহমান রাজা, রাকিবুল হাসান ও মাহিফজুর রহমান রাব্বি। রান তাড়ায় নেমে বাংলাদেশের ওপেনারদের মধ্যে ১১ বলে ১১ রান করে জিশান আলম ও ২৬ বলে ২৮ রান করে পারভেজ হোসেন ইমন আউট হন। ৬ বলে ৫ রান করে আউট হন সাইফ হাসানও। ৫৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর জুটি গড়েন তাওহীদ হৃদয় ও আকবর আলি। দুজনের জুটিতে আসে ৫৪ রান। ২২ বলে ২৯ রান করে ইহসান খানের বলে আউট হয়ে যান তাওহীদ হৃদয়। ঝড়ো ইনিংস খেলে ২৪ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৪৫ রান করেন আকবর আলি। ১৫ বলে ১৯ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন শামীম হোসেন।

প্রাণনাশের হুমকিতে সালমান খানের ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির সিকিউরিটি

প্রাণনাশের হুমকিতে সালমান খানের ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির সিকিউরিটি বলিউড সুপারস্টার সালমান খান। সিনেমার পাশাপাশি বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’ সঞ্চালনা করে থাকেন। গত ৬ অক্টোবর আলোচিত এ শোয়ের ১৮তম সিজন শুরু হয়েছে। অতীতের মতো এবারো শোটি সঞ্চালনা করছেন সালমান খান।রাজনীতিবিদ বাবা সিদ্দিককে হত্যার পর সালমান খানের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এ পরিস্থিতির মধ্যেও বিগ বসের শুটিং বন্ধ না রাখার সিদ্ধান্ত নিয়েছেন সালমান খান। কঠোর নিরাপত্তার মাঝে আজ শুটিং করবেন তিনি। একটি সূত্র ইন্ডিয়া টুডেকে বলেন, ‘বৃহস্পতিবার গভীর রাতেও বিগ বসের সেটে গিয়েছিলেন সালমান খান। কড়া নিরাপত্তার মাঝে আজও (১৮ অক্টোবর) শুটিং করবেন তিনি। শুটিং সেটে সালমান খানের নিরাপত্তায় ষাটের অধিক নিরাপত্তাকর্মী থাকবেন। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে।’ বৈধ আধার কার্ড যাছাইবাছাইয়ের পর কেউ শুটিং সেটে প্রবেশ করার অনুমতি পাবেন বলেও সূত্রটি জানিয়েছেন। সালমানের বন্ধু বাবা সিদ্দিককে হত্যার দায় নিয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল। এই লরেন্স বিষ্ণোই সালমান খানকে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এক সদস্য সালমানকে হত্যার হুমকি দিয়ে আজ ট্রাফিক পুলিশের কাছে মেসেজ পাঠিয়েছে।ইন্ডিয়া টুডের তথ্য অনুসারে, বাবা সিদ্দিককে হত্যার পর সালমান খানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মহারাষ্ট্র সরকার সালমান খানকে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির সিকিউরিটি দিচ্ছে।

আইয়ুব বাচ্চুর রুপালি গিটার ফেলে যাওয়ার ৬ বছর আজ

আইয়ুব বাচ্চুর রুপালি গিটার ফেলে যাওয়ার ৬ বছর আজ ‘আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে’— রুপালি গিটার ফেলে সত্যি সত্যি আকাশে উড়াল দিয়েছেন সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। ২০১৮ সালের ১৮ অক্টোবর হঠাৎ তার উড়ে যাওয়া কেউ-ই মেনে নিতে পারেননি। আজ  তার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু। তার বাবা ইশহাক চোধুরী। মা নুরজাহান বেগম। তার বেড়ে উঠা একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। আইয়ুব বাচ্চুর পরিবারের কেউ সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন না। এমনকি তার ভাই-বোনদের মধ্যেও কেউ না। কিন্তু বাচ্চু ছোটবেলা থেকেই গিটার বাজানোর নেশায় মাতেন। যতটা জানা যায়, জিমি হেনড্রিক্সকে দেখার পর গিটারের বিষয়টা প্রথম সংক্রমিত করে আইয়ুব বাচ্চুকে। তার সংগীত জীবন শুরু হয় মূলত ১৯৭৭ সালে। ১৯৭৮ সালে তিনি ব্যান্ড ফিলিংসে যোগ দেন। তার প্রথম গান ‘হারানো বিকেলের গল্প’। এরপর যোগ দেন সোলসে। ১৯৮০ থেকে পরবর্তী পুরো এক দশকে ব্যান্ডের সঙ্গেই যুক্ত ছিলেন। সোলস ছাড়ার পর ১৯৯১ সালে নিজে গঠন করেন নতুন ব্যান্ড এলআরবি। প্রথমে এলআরবির পূর্ণ অর্থ ছিল লিটল রিভার ব্যান্ড। এ নামে অস্ট্রেলিয়াতে আরেকটি ব্যান্ড থাকায় পরে বদল করে করা হয় লাভ রানস ব্লাইন্ড।বাংলা গানের নতুন ধারার এই অনন্য শিল্পী অনেকগুলো চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন। যেমন: ১৯৯৯ সালে ‘লাল বাদশা’ ও ‘আম্মাজান’, ২০০০ সালে ‘গুন্ডা নাম্বার ওয়ান’, ২০০৪ সালে ‘ব্যাচেলর’ ও ‘রং নাম্বার’, ২০০৯ সালে ‘চাঁদের মতো বউ’, ২০১২ সালে ‘চোরাবালি’, ২০১৩ সালে ‘টেলিভিশন’ এবং ২০১৪ সালে ‘এক কাপ চা’ প্রভৃতি। তার গাওয়া ‘আম্মাজান’ গানটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম শ্রোতাপ্রিয় গান।তার প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয় ১৯৮৬ সালে ‘রক্তগোলাপ নামে’। আর এলআরবির প্রথম অ্যালবাম হলো ‘এলআরবি’ (১৯৯২)। এরপর ‘ব্যান্ডের সুখ’ (১৯৯৩), ‘তবুও’ (১৯৯৪), ‘ঘুমন্ত শহরে’ (১৯৯৫), ‘ফেরারী মন’, ‘স্বপ্ন’ (১৯৯৬), ‘আমাদের বিস্ময়’ (১৯৯৮), ‘মন চাইলে মন পাবে’ (২০০০), ‘অচেনা জীবন’ (২০০৩), ‘মনে আছে নাকি নেই’ (২০০৫), ‘স্পর্শ’ (২০০৮), ‘যুদ্ধ’ (২০১২) প্রকাশিত হয়। একক অ্যালবামের মধ্যে রক্তগোলাপের পর রয়েছে ‘ময়না’ (১৯৮৮), ‘কষ্ট’ (১৯৯৫), ‘সময়’ (১৯৯৮), ‘একা’ (১৯৯৯), ‘প্রেম তুমি কি!’ (২০০২), ‘দুটি মন’ (২০০২), ‘কাফেলা’ (২০০২), ‘প্রেম প্রেমের মতো’ (২০০৩), ‘পথের গান’ (২০০৪), ‘ভাটির টানে মাটির গানে’ (২০০৬), ‘জীবন’ (২০০৬), ‘সাউন্ড অব সাইলেন্স’ (ইন্সট্রুমেন্টাল, ২০০৭), ‘রিমঝিম বৃষ্টি’ (২০০৮), ‘বলিনি কখনো’ (২০০৯), ‘জীবনের গল্প’ (২০১৫)। তা ছাড়াও অনেক মিশ্র অ্যালবামে কাজ করেছেন আইয়ুব বাচ্চু। ব্যান্ড এলআরবি ও ফিলিংস নব্বইয়ের দশকে যৌথভাবে ‘ক্যাপসুল’ ও ‘স্ক্রু ড্রাইভার’ নামে অসম্ভব শ্রোতাপ্রিয় দুটি অ্যালবাম উপহার দেন।

শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের নির্দেশ দিলেন আদালত

শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের নির্দেশ দিলেন আদালত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ‘জুলাই ৩৬’ ১ জুলাই থেকে টানা ৩৬ দিন, ৫ আগস্ট পর্যন্ত নিহতদের স্মরণে আটটি স্থানে শহীদ স্মৃতিস্তম্ভ ও লাইব্রেরি নির্মাণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। এছাড়া ছাত্র আন্দোলনে শহিদদের তালিকা প্রস্তুত করতে এবং আহতদের প্রয়োজন অনুযায়ী দেশে-বিদেশে চিকিৎসা ব্যবস্থা করতে নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে প্রতি ৪ মাস অন্তর এই আদেশ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে আদালতকে অবহিত করার নির্দেশ দেয়া হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলামের দায়ের করা এক রিট পিটিশনের উপর শুনানি নিয়ে আজ এ আদেশ দেন উচ্চ আদালত। জনস্বার্থে ‘জুলাই ৩৬’ অভ্যুত্থানের শহীদ ও আহতদের তালিকা, চিকিৎসা ও স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য রিটটি করেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম।

বাংলাদেশের জলসীমায় মাছ শিকারের অভিযোগে ৪৮ ভারতীয় জেলে আটক

বাংলাদেশের জলসীমায় মাছ শিকারের অভিযোগে ৪৮ ভারতীয় জেলে আটক বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ৩টি ফিশিং ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলেকে আটক করা হয়েছে। মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে-সংলগ্ন গভীর সাগর থেকে গতকাল রাতে এসব ট্রলার ও জেলেদের আটক করে কোস্টগার্ড ও নৌবাহিনী। আজ তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে, মা ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন নিশ্চিতে ২২ দিন মৎস্য আহরণ বন্ধ। এ অবস্থায় বঙ্গপোসাগরে দেশের জলসীমায় প্রবেশ করে মাছ শিকার করছে ভারতীয় জেলেরা। এমন অপরাধে ভারতীয় পতাকাবাহী ৩টি ফিশিং ট্রলারসহ ৪৮ জেলেকে আটক করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড।

বাংলাদেশসহ কয়েকটি দেশের ওয়ার্ক পারমিট স্থগিত করেছে ইতালি

বাংলাদেশসহ কয়েকটি দেশের ওয়ার্ক পারমিট স্থগিত করেছে ইতালি চলতি বছরের ১১ অক্টোবর জারি করা নতুন আইন অনুসারে, বাংলাদেশসহ কয়েকটি দেশের ওয়ার্ক পারমিট স্থগিত করেছে ইতালি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকায় ইতালি দূতাবাস। ঢাকায় আগামী ২০ অক্টোবর রবিবার থেকে পর্যায়ক্রমে পাসপোর্ট দেয়ার কার্যক্রম শুরু হবে বলে দূতাবাস জানায়, ভুয়া ও জাল কাগজপত্রের সংখ্যা বেশি হওয়ায় যথাযথ যাচাই সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য ইস্যু করা সব ধরনের ‘নুলা ওস্তা’ (ওয়ার্ক পারমিট)-এর বৈধতা স্থগিত করেছে ইতালি সরকার। চলতি বছরের ১১ অক্টোবর জারি করা নতুন আইন অনুসারে, দূতাবাস ইতালির প্রাদেশিক অভিবাসন অফিস থেকে স্থগিত ‘নুলা ওস্তা’র যাচাইকরণ সম্পন্ন হওয়ার নিশ্চয়তা পাওয়ার পরেই ওয়ার্ক ভিসা ইস্যু করবে।