হিপ-হপ তারকা আকালার সঙ্গে হোটেলে  অ্যাঞ্জেলিনা জোলি

হিপ-হপ তারকা আকালার সঙ্গে হোটেলে  অ্যাঞ্জেলিনা জোলি কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, অস্কারজয়ী হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ব্রিটিশ হিপ-হপ তারকা আকালার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। নতুন খবর, যুক্তরাজ্যের লন্ডনে রোমান্সে মেতেছেন জোলি-আকালা। প্রেমিক আকালার সঙ্গে হোটেলে রাত্রিযাপনও করেছেন এই অভিনেত্রী। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য সান এ খবর প্রকাশ করেছে। একটি সূত্র দ্য সান-কে বলেন, ‘অ্যাঞ্জেলিনা তার লন্ডনের হোটেল কোরিনথিয়াতে আকালার সঙ্গে গোপনে রাত্রিযাপন করেছেন। গত ১৬ অক্টোবর রাত ৮টার দিকে হোটেলে প্রবেশ করেন অ্যাঞ্জেলিনা। রাত ১০টার দিকে হোটেলে যান আকালা।’ হোটেলে টানা দুই রাত কাটান অ্যাঞ্জেলিনা-আকালা। এ তথ্য উল্লেখ করে সূত্রটি বলেন, ‘বুধবার-বৃহস্পতিবার (১৬-১৭ অক্টোবর) রাত একসঙ্গে হোটেলে কাটান এ যুগল। শুক্রবার (১৮ অক্টোবর) বিএফআই সিনেমার প্রিমিয়ারের কয়েক ঘণ্টা আগে অ্যাঞ্জেলিনা জোলির গাড়িতে করে গোপনে হোটেল থেকে বেরিয়ে যান আকালা।’ এ প্রেমিক জুটি তাদের সম্পর্কের খবর গোপন রাখতে চান। এ তথ্য জানিয়ে সূত্রটি বলেন, ‘অ্যাঞ্জেলিনা-আকালা সম্পর্কের বিষয়টি গোপন রাখতে চান। এজন্য তারা আলাদা আলাদা গাড়ি করে গোপন প্রবেশপথ দিয়ে হোটেলে ঢুকেন।’ ‘মারিয়া কালার্স’ সিনেমার প্রচারের কাজে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন অ্যাঞ্জেলিনা জোলি। গত শুক্রবার শহরটির সাউথব্যাংক সেন্টারে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন অ্যাঞ্জেলিনা-আকালা। তবে তারা আলাদা আলাদাভাবে অনুষ্ঠানে যান। ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে নাম জড়িয়েছে অ্যাঞ্জেলিনা জোলির। ১৯৯৬ সালে জনি লী মিলারকে বিয়ে করেন অ্যাঞ্জেলিনা জোলি। ২০০০ সালে ভেঙে যায় এ সংসার। একই বছর বিলি বব থর্টনকে বিয়ে করেন তিনি। ২০০৩ সালে এ সংসারও ভেঙে যায়। দ্বিতীয় সংসার ভাঙার ১১ বছর পর অভিনেতা ব্র্যাট পিটকে বিয়ে করেন অ্যাঞ্জেলিনা জোলি। নানা কাদা ছোড়াছুড়ির পর ২০১৯ সালে তৃতীয় সংসারও ভেঙে যায় অ্যাঞ্জেলিনা জোলির।

আক্রমণ হওয়ার পর ইউক্রেনের জনসংখ্যা কমেছে ১ কোটি

আক্রমণ হওয়ার পর ইউক্রেনের জনসংখ্যা কমেছে ১ কোটি ইউক্রেনের জনসংখ্যা এক কোটি বা প্রায় এক চতুর্থাংশ কমেছে। রাশিয়ার পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু হওয়ার পর থেকে দেশ ছেড়ে চলে যাওয়া, জন্মহার কমে যাওয়া এবং যুদ্ধে মৃত্যুর ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। জেনেভা নিউজ কনফারেন্সে বক্তৃতাকালে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের পূর্ব ইউরোপের প্রধান ফ্লোরেন্স বাউয়ার জানিয়েছেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে আক্রমণটি ইতিমধ্যেই একটি কঠিন জনসংখ্যাগত পরিস্থিতিকে আরও গুরুতর কিছুতে পরিণত করেছে। তিনি বলেন, ‘জন্মহার কমেছে এবং বর্তমানে প্রতি নারীর গড়ে একটি সন্তান রয়েছে, যা বিশ্বের সর্বনিম্নগুলোর মধ্যে একটি।’ একটি স্থিতিশীল জনসংখ্যা বজায় রাখার জন্য প্রতি নারীর জন্য সন্তানের উর্বরতা হার লাগে ২ দশমিক ১। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের সময় ইউক্রেনর জনসংখ্যা ছিল পাঁচ কোটিরও বেশি। ২০২১ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের আগের বছর এর জনসংখ্যা ছিল চার কোটি ১০ লাখ। ইনস্টিটিউট অফ ডেমোগ্রাফি অ্যান্ড সোশ্যাল রিসার্চ অনুসারে, ২০২৩ সালের পহেলা জানুয়ারিতে ইউক্রেনের জনসংখ্যা ছিল দুই কোটি ৮০ লাখ থেকে তিন কোটি ৮০ লাখের মধ্যে।

অভিযোগের স্ট্যাটাসের পর পুরস্কৃত তাইজুল 

অভিযোগের স্ট্যাটাসের পর পুরস্কৃত তাইজুল ‘দুর্ভাগ্যজনকভাবে, বাংলাদেশের ক্রিকেটে যথেষ্ট গুরুত্ব ও প্রাপ্য সম্মান সে সবসময় পায় না। ধারাবাহিকভাবে পারফর্ম করেও নায়কের মর্যাদা সেভাবে অনেক সময় পায় না। তবু নিজের কাজটুকু করে গেছে, দিনের পর দিন, বছরের পর বছর’-তাইজুল ইসলামের দ্রুততম ২০০ উইকেটের কীর্তির পর অভিযোগের সুরে এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনে সাকিব আল হাসানের রেকর্ড ভেঙে দ্রুততম ২০০ উইকেটের কীর্তি অর্জন করেন তাইজুল। ৮৪ ইনিংসে উইকেটের ডাবল সেঞ্চুরি করেন এই বাঁহাতি স্পিনার। সাকিবের লেগেছে ৯১ ইনিংস। তামিমের এমন অভিযোগের পরই যেন ঘুম ভাঙে টিম ম্যানেজমেন্টের। দলের পক্ষ থেকে মঙ্গলবার (২২ অক্টোবর) পুরস্কৃত করা হয় তাইজুলকে। একই সঙ্গে সতীর্থরা তাকে সংবর্ধনা দিয়েছেন। কিন্তু কী পুরস্কার সেটি নিয়ে মুখ খুলতে চাইছেন না কেউই। নাম প্রকাশে অনিচ্ছুক ম্যানেজমেন্টের এক কর্তা বলেন, ‘তাইজুলকে দলের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে। অর্থ হতে পারে, ক্রেস্ট হতে পারে। কিন্তু আমরা এটা এই মুহুর্তে প্রকাশ করতে চাচ্ছি না। ম্যাচ শেষে আমাদের আরও পরিকল্পনা আছে।’ সেই স্ট্যাটাসে তামিম আরও লিখেছেন, ‘আমাদের দুর্ভাগ্য, বিশ্ব ক্রিকেটেও যথেষ্ট আলোচনা তাকে নিয়ে হয় না। অথচ অনেক গ্রেট বোলারের চেয়েও কম টেস্ট খেলে ২০০ উইকেট হয়ে গেল তার। বড় কোনো দলের ক্রিকেটার হলে হয়তো তাকে নিয়ে আলোচনা আরও বেশি হতো।’ ‘তার পরিসংখ্যান বলে, গত ১০ বছরে বিশ্ব ক্রিকেটের সেরা স্পিনারদের একজন সে। তার পারফরম্যান্স, একাগ্রতা ও নিবেদন বলে, বাংলাদেশ ক্রিকেটের জন্য সে অমূল্য এক সম্পদ। আবারও অভিনন্দন তাইজুল। পথের এখনো অনেক বাকি।’ শুধু তাই নয় তামিমের পর তাইজুলকে শুভকামনা জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন নাজমুল হোসেন শান্তও। বাংলাদেশ অধিনায়ক লেখেন, ‘বছরের পর বছর ধারাবাহিক পারফর্ম করে দলের জন্য অবদান রেখেছেন আপনি। ফরম্যাট যেটাই হোক সেখানে আপনার থেকে সেরাটাই পেয়েছে দল। দলের জন্য আপনি সবসময় নিজের সেরাটা দিয়েছেন, আশা করি সামনে এর থেকেও বেশি দিবেন। ২০০ উইকেটের জন্য অনেক অনেক শুভকামনা, ২০০ কে দ্রুত ৩০০-৪০০ হতে দেখতে চাই।’

 নভেম্বরে রাত্রিযাপন ও ফেব্রুয়ারিতে গমন নিষিদ্ধ সেন্টমার্টিনে

নভেম্বরে রাত্রিযাপন ও ফেব্রুয়ারিতে গমন নিষিদ্ধ সেন্টমার্টিনে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে পর্যটকের আগমন সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর অংশ হিসেবে দ্বীপটিতে নভেম্বরে রাত্রিযাপন বন্ধ এবং ফেব্রুয়ারিতে সেখানে যাওয়া নিষিদ্ধসহ বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমি মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। অপূর্ব জাহাঙ্গীর বলেন, সেন্টমার্টিনে পর্যটক যাওয়া-আসা সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নভেম্বর মাসে পর্যটকরা সেখানে যেতে পারবেন, কিন্তু রাতে থাকতে পারবেন না। ডিসেম্বর ও জানুয়ারিতে দিনে ২ হাজারের বেশি পর্যটক যেতে পারবেন না। ফেব্রুয়ারি মাসে পর্যটক যাওয়া পুরোপুরি বন্ধ রাখা হবে। তখন সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হবে। তিনি বলেন, পরিবেশবান্ধব সেন্টমার্টিন গড়ার চিন্তা থেকে এ পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। সিঙ্গেল প্লাস্টিক (একবার ব্যবহারযোগ্য) সেন্টমার্টিনে নিয়ে যাওয়া স্থায়ীভাবে বন্ধ করা হবে। দিনে ২ হাজার পর্যটক কীভাবে নির্ধারণ করা হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পর্যটকরা যখন যাবেন, তখন নাম্বারিং করা হবে।

শিবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গাজীপুরে গ্রেপ্তার

শিবগঞ্জেযাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গাজীপুরে গ্রেপ্তার শিবগঞ্জ থানায় ২০১৮ সালে দায়ের একটি মাদক (হেরোইন) মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মফিজ উদ্দিন মুস্তাফিজকে গাজীপুর মাহনগরের টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় কিছুদিন হাজতবাসের পর জামিন লাভ করে গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত মুস্তাফিজ সেখানে একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড বেশে ৬ বছর যাবৎ পলাতক ছিলেন। তার অনুপস্থিতিতেই তার সাজা ঘোষনা করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও ৬টি মামলা রয়েছে। তিনি শিবগঞ্জের আজমতপুর বাগিচাপাড়া গ্রামের মৃত হাসান আলী হুয়েনের ছেলে। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আরমান হোসেন বলেন, গতকাল বিকেলে গোপন তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় তাঁকে গ্রেপ্তার করে শিবগঞ্জ থানা পুলিশ। আজ দুপুরে তাকে নাটোরের বিশেষ ক্ষমতা আইনের আরও একটি সহ দু’টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

হজ প্যাকেজ ঘোষণা ৩০ অক্টোবর, কমতে পারে বিমানভাড়া

হজ প্যাকেজ ঘোষণা ৩০ অক্টোবর, কমতে পারে বিমানভাড়া হজযাত্রীদের বিমানভাড়া কমানোর চেষ্টা করছে ধর্ম মন্ত্রণালয়। বিমানভাড়া চূড়ান্ত করে ৩০ অক্টোবর ২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হবে। ওই দিন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় প্যাকেজ চূড়ান্ত করা হবে। আজ সচিবালয়ে হজযাত্রী পরিবহনে বিমানভাড়া নির্ধারণ সংক্রান্ত সভা শেষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। বিমানভাড়া নিয়ে উপদেষ্টা আরো বলেন, ভাড়া নির্ধারণের ক্ষেত্রে এখনো একটু বিবেচনার বিষয় রয়েছে। বিমানভাড়া কমানোর জন্য কাজ করছি। অন্য বছরের মতো এবারও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাই নাস হজযাত্রী পরিবহন করবে বলেও জানিয়েছেন ধর্ম উপদেষ্টা।

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে রুল শুনানি ৩০ অক্টোবর

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে রুল শুনানি ৩০ অক্টোবর পঞ্চদশ সংশোধনী আইন (২০১১) কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে জারি করা রুলের ওপর শুনানির জন্য ৩০ অক্টোবর দিন রেখেছেন হাইকোর্ট। ওই সংশোধনীতে বিভিন্ন বিষয়ের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছিল। আজ বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পুলিশের ২৫২ এসআই প্রশিক্ষণার্থীকে অব্যাহতি

পুলিশের ২৫২ এসআই প্রশিক্ষণার্থীকে অব্যাহতি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫২ উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেয়া হয়েছে। আজ পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভুঞা এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ক্যাডেট সাব ইন্সপেক্টর এসআই ৮২৩ জনের মধ্যে ২৫২ জনকে অব্যাহতি দেওয়া হয়। এদের প্রশিক্ষণ শুরু হয়েছিল গত বছরের ১১ নভেম্বর, শেষ হওয়ার কথা ছিল এ বছরের ৪ নভেম্বর। এদিকে, পুলিশের ২৫০ জন্য উপপরিদর্শক এর অব্যাহতিতে রাজনৈতিক কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ দুপুরে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর তৃতীয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

লিবিয়া থেকে ফিরলেন ১৫৭ অনিয়মিত বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরলেন ১৫৭ অনিয়মিত বাংলাদেশি   লিবিয়ায় আটকে পড়া ১৫৭ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক দেশে ফিরে এসেছেন। আজ ভোরে বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটযোগে তারা দেশে পৌঁছেছেন। এসময় বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। আটকে পড়া এসব বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরতে সহযোগিতা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ার বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম)। প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশে মানব পাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের অধিকাংশই লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন।

হারের শঙ্কা নিয়ে দ্বিতীয় দিন শেষ করলো টাইগাররা

হারের শঙ্কা নিয়ে দ্বিতীয় দিন শেষ করলো টাইগাররা মিরপুর টেস্টে দ্বিতীয় দিন শেষ চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে কাইল ভেরেইনের সেঞ্চুরিতে ৩০৮ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ২০২ রানের বড় লিড পায় প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে ৩ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। এখনো ১০১ রানে পিছিয়ে আছে টাইগাররা। তৃতীয় দিনে হার চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। ২০২ রানে পিছিয়ে থাকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় বাংলাদেশ। ২৭ ওভার ১ বলে ৩ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। জয় ৮০ বলে ৩৮ ও মুশফিক ২৬ বলে ৩১ রানে অপরাজিত আছেন।