এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে ৭ গোলে বাংলাদেশের কাছে হারলো ম্যাকাও

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে ৭ গোলে বাংলাদেশের কাছে হারলো ম্যাকাও   এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে ম্যাকাওকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ। নুরুল হুদা ফয়সাল একাই করেন চার গোল। আজ নমপেনের প্রিন্স স্টেডিয়ামে ম্যাকাওয়ের জালে ৭ গোল উড়িয়ে দিয়েছেন সাইফুল বারী টিটুর শিষ্যরা। বিপরীতে একটি গোলও হজম করতে হয়নি। ম্যাচের ৪০ মিনিটে প্রথম গোলটি করেন নুরুল হুদা ফয়সাল। সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে বল জালে জড়ান তিনি। পরে হ্যাটট্রিকের স্বাদও পান এই ফরোয়ার্ড। বিরতির পর ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ মানিক। ৭১ মিনিটে বাঁ প্রান্তের ক্রসে রিফাত কাজী কোনাকুনি শটে গোলকিপারকে পরাস্ত করেন। দুই মিনিট পরই ম্যাকওয়ের হয়ে আত্মঘাতী গোল ট্যাং টিন। বাকিটা সময় কেবল আধিপত্য দেখান ফয়সালই। বাকি তিনটি গোলই আসে তার কাছ থেকে। বড় জয়ে গ্রুপ রানার্সআপ হওয়ার লড়াইয়ে টিকে থাকলো বাংলাদেশ। বাছাইপর্বের দশটি গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্সআপ দল আগামী বছর চূড়ান্ত পর্বে খেলবে। কম্বোডিয়ায় বাছাইপর্বে তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৬। এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক কম্বোডিয়ার কাছে হেরেছিল বাংলাদেশ। ২৭ অক্টোবর আসরের শেষ ম্যাচে শক্তিশালী আফগানিস্তানের মুখোমুখি হবে তারা।

নিলামে উঠছে এমপি কোটার ২৪ বিলাসবহুল গাড়ি

নিলামে উঠছে এমপি কোটার ২৪ বিলাসবহুল গাড়ি এমপি কোটায় শুল্কমুক্ত সুবিধায় আনা ২৮৮ কোটি টাকা মূল্যের ২৪টি ল্যান্ড ক্রুজার নিলামে তোলার প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম কাস্টমস হাউস। এমপি পদ চলে যাওয়ার পাশাপাশি নির্ধারিত ৩০ দিনের মধ্যে ছাড় না করায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। চট্টগ্রাম কাস্টমস হাউসের তথ্যানুসারে, গাড়িগুলো ১২তম সংসদের সদস্যরা আমদানি করেছিলেন। তবে ছাত্র-জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সংসদ ভেঙে দেয়ার কারণে তারা এই শুল্কমুক্ত সুবিধা নিতে পারেননি। সাধারণত ৮৫০ শতাংশ শুল্ক প্রয়োগের পরে প্রতিটি গাড়ির বাজারমূল্য দাঁড়ায় প্রায় ১০-১২ কোটি টাকা। তবে শুল্কমুক্ত স্কিমের আওতায় এমপিরা প্রতিটি গাড়ি মাত্র ১ দশমিক ৩ কোটি টাকায় পেতেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় নিহত ৪৪ পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দফতর। আজ এ তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দফতর। তালিকায় নিহতদের নাম, পদের নাম, মৃত্যুর তারিখ, সংযুক্ত ইউনিটের নাম এবং ঘটনাস্থল উল্লেখ করা হয়েছে। পুলিশের সদর দফতর থেকে বলা হয়, লক্ষ্য করেছি যে কিছু নিউজ আউটলেট এবং কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুলাই-আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া গণ অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা সম্পর্কে মিথ্যা এবং ভুল তথ্য ছড়াচ্ছে। তাই গণ অভ্যুত্থানে নিহত পুলিশ কর্মকর্তাদের প্রকৃত তালিকা প্রকাশ করা হলো। সদর দফতর আরও জানায়, পুলিশ বিভাগ অত্যন্ত সতর্কতার সঙ্গে যেসকল অফিসার বা কনস্টেবল প্রতিবাদ বা সহিংসতার ঘটনায় আহত বা নিহত হয় তাদের তালিকা রক্ষণাবেক্ষণ করে। যদি কেউ দাবি করেন, গণ অভ্যুত্থানে এই তালিকার বাইরেও পুলিশ নিহতের ঘটনা ঘটেছে সেক্ষেত্রে প্রমাণ সরবরাহের জন্য আহ্বান জানানো হচ্ছে।

কৃষির ৯ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

কৃষির ৯ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৯ বিশ্ববিদ্যালয়ের জন্য কৃষি গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ৯টি বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার ৭১৮টি আসনের বিপরীতে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরমধ্যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদ ৯০টি আসন সংখ্যার জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেখানে ১ হাজার ৫১ জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও উপস্থিত ছিলেন ৫১৯ জন। যা শতাংশের হিসেবে ৪৯ দশমিক ৩৮। পরীক্ষা শুরুর পর কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। পরীক্ষা চলাকালে নিরাপত্তা নিশ্চিতে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন।

পাকিস্তানের চেকপোস্টে ১০ সীমান্ত পুলিশকে গুলি করে হত্যা

পাকিস্তানের চেকপোস্টে ১০ সীমান্ত পুলিশকে গুলি করে হত্যা আফগান সীমান্তের কাছে একটি চেকপোস্টে জঙ্গি হামলায় পাকিস্তানের অন্তত ১০ সীমান্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরো ৭ জন। আজ পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার একটি পুলিশ চেকপোস্টে সশস্ত্র জঙ্গিদের হামলায় ওই ১০ জন সীমান্ত পুলিশ সদস্য নিহত হন। এক বিবৃতিতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন খান গান্ডাপুর এই হামলার বিষয়টি নিশ্চিত করে এর নিন্দা জানান।  

ওড়িশায় আঘাতের পর ছত্তিশগড়-মধ্যপ্রদেশের দিকে ‘দানা’

ওড়িশায় আঘাতের পর ছত্তিশগড়-মধ্যপ্রদেশের দিকে ‘দানা’ ওড়িশায় তা-ব চালানোর পর ভারতের ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় দানা। তবে ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে প্রবেশের সময় এটি সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, গতকাল রাত ১১টা ১২ মিনিটে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে শুরু করে। সময় এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ধামারায় দানার শক্তি বাড়তে থাকে। ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যবর্তী স্থানে স্থলভাগ অতিক্রম করে ঘূর্ণিঝড়টি। দানার তা-বে ওড়িশার ভদ্রকে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। নিচু এলাকা পানিতে ভেসে গেছে।  

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটান-বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটান-বাংলাদেশ নেপালে নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে। আগামী রবিবার শেষ চারের লড়াইয়ে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। একই দিনে আরেক সেমিফাইনালে খেলবে ভারত এবং নেপাল। গতকাল রাতে প্রতিপক্ষ নির্ধারণ হয়েছে। ভুটানের বিপক্ষে গত সাফেও সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। ৮-০ গোলে জিতে ফাইনালে উঠেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। গত বুধবার রাতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে দশরথে ‘বি’ গ্রুপে দুটি ম্যাচ বাকি ছিল। ভুটান ১৩-০ গোলে হারিয়েছে মালদ্বীপকে। আর স্বাগতিক নেপাল ৬-০ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। গোল গড়ে নেপাল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় তারা ‘এ’ গ্রুপ রানার্স আপ ভারতের বিপক্ষে খেলবে আর ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে।  

চাঁপাইনবাবগঞ্জে জরায়ুর ক্যান্সার প্রতিরোধে দেয়া হবে মাসব্যাপী টিকা

চাঁপাইনবাবগঞ্জে জরায়ুর ক্যান্সার প্রতিরোধে দেয়া হবে মাসব্যাপী টিকা চাঁপাইনবাবগঞ্জে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন-২০২৪ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে বিশ^ স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় সিভিল সার্জন অফিস এই সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- রাজশাহী বিভাগীয় কমিশনার ও সরকারের অতিরিক্ত সচিব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। সিভিল সার্জন এস এম মাহমুদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আব্দুস সামাদ, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ। সভায় মহিলাদের জরায়ু ক্যান্সার, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ও টিকাদান কর্মসূচি বিষয়ক বিভিন্ন তথ্য মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের দায়িত্বপ্রাপ্ত সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. ফারহানা হক। সভায় জানানো হয়, আগামী ২৪ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ১৮ কার্যদিবসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণী এবং হাই স্কুল ও মাদ্রাসার ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী এবং স্কুলে পড়ে না এমন ১০ থেকে ১৪ বছর বয়সীদের জরায়ু ক্যান্সার প্রতিরোধক ১ ডোজ টিকা প্রদান করা হবে। এজন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়া একই বয়সের যেসব মেয়েরা শিক্ষাপ্রতিষ্ঠানে যায় না, তাদেরকে স্বাস্থ্য বিভাগের নির্ধারিত টিকাদান কেন্দ্রগুলোতে টিকা দেয়া হবে। প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার ও সরকারের অতিরিক্ত সচিব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, রাজশাহী বিভাগে ৯৫ ভাগ মেয়েকে এই টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত ৯ ভাগ রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। তবে চাঁপাইনবাবগঞ্জে ইতোমধ্যে ১২ ভাগ রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। লক্ষ্যমাত্রা পূরণে অভিভাবক, শিক্ষক, ইমামসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিভাগীয় কমিশনার বলেন, মাদ্রাসাগুলোয় একটু সমস্যা হতে পারে। কাজেই মাদ্রাসা শিক্ষকদের এই টিকার গুরুত্বটি ভালোভাবে বোঝাতে হবে। এই কর্মসূচিটি সফল করতেই হবে।

ব্যবসায়ীদের সৎভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জেলা টাস্কফোর্স কমিটি

ব্যবসায়ীদের সৎভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জেলা টাস্কফোর্স কমিটির চাঁপাইনবাবগঞ্জে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য নির্ধারণ সম্পর্কিত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীর। এসময় তিনি বলেন, আপনারা খেয়াল রাখবেন, কোনো ব্যবসায়ী যেন কোনো পণ্য অতিরিক্ত মজুত করে না রাখে। আপনারা জানেন, এখন পুলিশ, বিজিবি, সেনাবাহিনী মাঠে অবস্থান করছে। আপনারা সঠিক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন, যাতে কেউ অতিরিক্ত কোনো কিছু মজুত করে না রাখে। যারা ব্যবসায়ী আছেন তাদের বলব, আপনারা সৎভাবে ব্যবসা পরিচালনা করুন। কেউ যদি এই ব্যবসা বেআইনিভাবে পরিচালনা করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, আমাদের বছরে যে পরিমাণ পেঁয়াজের দরকার হয় তার চেয়ে অনেক বেশি দেশে উৎপাদন হয়; কিন্তু সংরক্ষণ করতে না পারার জন্য অনেক পেঁয়াজ নষ্ট হয়ে যায়। এখন এটাকে কিভাবে সংরক্ষণ করা যায়, তার চেষ্টা করছি। আমরা ভবিষ্যতের জন্য চিন্তা করছি, যাতে করে প্রত্যেক জেলাতে একটা করে কোল্ডস্টোরেজ করতে পারি। আমরা যদি আধুনিকমানের কোল্ডস্টোরেজ করতে পারি, তাহলে আগামীতে পেঁয়াজসহ অন্যান্য ফসল সংরক্ষণ করতে পারব। এর জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা দরকার। ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীর আরো বলেন, সরকারি কর্মকর্তাদের অ্যাপ্রোচ একরকম, জনপ্রতিনিধিদের একরকম এবং যারা উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে অর্থাৎ এনজিওদের অ্যাপ্রোচ আরেকরকম। সুতরাং এই তিন অ্যাপ্রোচকে একসাথে কাজে লাগিয়ে প্রান্তিক মানুষকে সেবা দিতে হবে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কে, এম, কাওছার হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইবসহ অন্যরা। পরে একই স্থানে জেলা এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা ও জেলা ক্ষুদ্রঋণ কার্যক্রম বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এসব সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন।    

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১১৩৯

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১১৩৯ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১১৩৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৫৭ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে  ১৭৭ জন, ঢাকা বিভাগে  ২৫৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৯ জন, খুলনা বিভাগে  ১২১ জন, ময়মনসিংহ বিভাগে ৩৯ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, রংপুর বিভাগে ১৬ জন ও সিলেট বিভাগে চার জন রয়েছেন। আক্রান্তরা সকলে সিটি করপোরেশনের বাইরে।  চলতি বছরের ২২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫২ হাজার ৫৮ জন। এর মধ্যে ৬৩ দশমিক তিন শতাংশ পুরুষ ও ৩৬ দশমিক সাত শতাংশ নারী রয়েছেন।