প্রেসিডেন্ট নির্বাচনে জেন-জিকে টানতে কমলার নানা কৌশল

প্রেসিডেন্ট নির্বাচনে জেন-জিকে টানতে কমলার নানা কৌশল আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস প্রতিদ্বন্দ্বিতা করছেন। এমন পরিস্থিতিদেত গত বুধবার উইসকনসিনে নির্বাচনী সমাবেশে কমলা হ্যারিসের সঙ্গে ছিলেন রেমি উলফ, গ্রেসি আব্রামস, মামফোর্ড অ্যান্ড সন্সের মতো সেলিব্রিটি। এসব আয়োজন করা হয়েছে মূলত জেন-জি ভোটারদের লক্ষ্য করে। ১৯৯৭ থেকে ২০১২ সালের ভেতর যাদের জন্ম, তারাই হলো জেন-জি বা জেনারেশন জেড। যুক্তরাষ্ট্রে ভোটার হতে গেলে সর্বনিম্ন ১৮ বছর বয়স হতে হয়। কমলার প্রচারশিবিরের পক্ষ থেকে জেন-জি প্রজন্মকে কাছে টানতে নানা কৌশল গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে তাঁদের মধ্যে ভোটের প্রচারের দায়িত্ব থেকে শুরু করে নানা বিষয়ে সমন্বয় করার দায়িত্বও দেওয়া হয়েছে।  

জিসান-সাইফউদ্দিনের চার-ছক্কায় হংকংয়ে বাংলাদেশের রেকর্ড

জিসান-সাইফউদ্দিনের চার-ছক্কার ফুলঝুরিতে হংকংয়ে বাংলাদেশের রেকর্ড ৬ ওভারের খেলায় চার-ছক্কার ফুলঝুরিই ছুটবে এটাই স্বাভাবিক। তবে হংকংয়ে জিসান আলম ও মোহাম্মদ সাইফউদ্দিন ব্যাটে এমন ঝড় তুলেছেন তাতে হংকং সিক্সেসে আজ রেকর্ড গড়েছে বাংলাদেশ। ওমানের বিপক্ষে ১৪৭ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ। এর আগে সর্বোচ্চ রান ছিল পাকিস্তানের। সংযুক্ত আরব আমিরাতে বিপক্ষে ১২৮ রান করে তাড়া। বাংলাদেশের লক্ষ্য তাড়া করতে নেমে ১১৩ রানে অলআউট হয় ওমান। এতে করে প্রতিপক্ষের বিপক্ষে ৩৪ রানের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে অধিনায়ক সাইফউদ্দিনের দল। রেকর্ড গড়ার ম্যাচে ঝড়টা তুলেছেন জিসান আলম ও ইয়াসির আলি রাব্বি। বিশেষ করে জিসান। মাত্র ১২ বলে ৫৫ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন এই ওপেনার। ৮ ছক্কা ও ১ চারের তা-ব চালানোর পর অবশ্য টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী থামতে হয় তাকে। কোনো ব্যাটার ফিফটি করার পর আর ব্যাটিং করতে পারবে না। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয়। তিনে নেমে একইভাবে মাঠ ছেড়েছেন সাইফউদ্দিনও।

ভ্রাম্যমান আদালতের অভিযানে শহরের ৪ফিলিং ষ্টেশনকে অর্থদন্ড

ভ্রাম্যমান আদালতের অভিযানে শহরের ৪ ফিলিং ষ্টেশনকে অর্থদন্ড চাঁপাইনবাবগঞ্জ শহরের চারটি ফিলিং ষ্টেশনকে ৭৫ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) থেকে ইজারা নেয়া জমির খাজনা ২০১৫-১৬ সাল হতে পরিশোধ না করায় এ দন্ড আরোপ করা হয়। এছাড়া আদালত বকেয়া খাজনা দ্রুত পরিশোধের জন্য ওই ফিলিং ষ্টেশনগুলোকে নির্দেশনাও দিয়েছে। আজ দুপুর ১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীকে নিয়ে অভিযান চালান জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট অনুজ চন্দ। এ সময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহসড়ক পাশে অবস্থিত মেসার্স ইসলাম ফিলিং ষ্টেশনকে ১৫ হাজার, পরিবহন শ্রমিক কল্যাণ ফিলিং ষ্টেশনকে ৩০ হাজার, একে খান ফিলিং ষ্টেশনকে ১০ হাজার ও সামাদ এন্ড সন্স ফিলিং ষ্টেশনকে ২০ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয়। আদালতের সাথে থাকা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেন, মহাসড়ক আইন ২০২১ এর ১৪(৭) ধারা অনুযায়ী অর্থদন্ড করে আদালত।  

নাচোলে নিরাপদ সবজি উৎপাদন প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ

  নাচোলে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ নাচোলের মল্লিকপুর বাজারে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ শেষ ও উপকরণ বিতরণ করা হয়েছে। আজ সকালে সমন্বিত কৃষি ইউনিট (কৃষি খাত) এর আওতায় প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। প্রশিক্ষণ প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক (কৃষি) মাসুম রেজা। এসময় তিনি বলেন আপনারা নিরাপদ উপায়ে সবজি উৎপাদন করলে সেই সবজিতে অনেক পুষ্টি রয়েছে। অনিরাপদ সবজি খেলে আপনার শরীরে অনেক অসুখ বাসা বাঁধছে। অনিরাপদ সবজি খাওয়ার ফলে মানুষের ক্যান্সার, সর্দি, জ্বর, মাথাব্যথা, অ্যাবোরশন, আলসার সমস্যায় ভুগছে। এর জন্য আমাদের সবাইকে জৈব উপায়ে নিরাপদ সবজি উৎপাদন করতে হবে। আমরা বসতবাড়িতে সবজি উৎপাদন করে নিজে খাবো এবং বাজারে বিক্রি করবো। তিনি বলেন আমরা যদি কেঁচো সার ব্যবহার করে সবজি চাষ করি তাহলে সেই জমিতে আগাছা কম হবে। এসময় কেঁচো সার তৈরির পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।এছাড়াও তিনি টাটকা বিষমুক্ত সবজি খাওয়ার পরামর্শ দেন। তিনি আরো বলেন একজন প্রাপ্তবয়স্ক মানুষকে দৈনিক ২৫০গ্রাম সবজি খাওয়া দরকার তাহলে পুষ্টির চাহিদা পুরণ হবে। প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াসের কনিষ্ঠ সহকারি পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক আহমেদ। প্রশিক্ষণে স্বাগত বক্তব্য দেন প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন প্রয়াসের আরএসটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন হিরা, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, আরএমটিপি ডেইরি প্রকল্পের সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর আব্দুল্লাহ-আল-কাফী, সহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হকসহ অন্যরা। কৃষি উপকরণ হিসেবে প্রয়াসের ১০ জন সদস্যকে ফেরোমন ফাঁদ, হলুদ বা নীল আঠাযুক্ত বোর্ড ও কেঁচো সার, সবজি বীজ হিসেবে টমেটো, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মরিচ বীজ ও সাইনবোর্ড ও প্রদর্শনীর তথ্য বই বিতরণ করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কৃষি ইউনিট। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।

পদত্যাগ করেছেন দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার

পদত্যাগ করেছেন দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মইনুউদ্দীন আব্দুল্লাহ ও কমিশনার আছিয়া খাতুন এবং কমিশনার জহুরুল হক পদত্যাগ করেছেন। আজ দুপুরে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ পত্রটি দুদক সচিবের কাছে জমা দিয়ে তারা কার্যালয় ত্যাগ করেন। মঈনউদ্দীন আবদুল্লাহ দুদক বিটে কর্মরত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেছেন, তিনি ও দুই কমিশনার পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রসঙ্গত, দুদকের ষষ্ঠ চেয়ারম্যান হিসেবে ২০২১ সালের ৩ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মঈনউদ্দীন আবদুল্লাহর নিয়োগের গেজেটে স্বাক্ষর করেন। এর আগে তিনি কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন। বাকি দুই কমিশনারদের মধ্যে জহুরুল হক ছিলেন সাবেক জজ। এছাড়া আছিয়া খাতুন ছিলেন সাবেক সচিব।

গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত

গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের বেতন বা টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, গণঅভ্যুত্থানে আহত মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের (সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও বিশ্ববিদ্যালয়) শিক্ষার্থীদের বেতন বা টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে আহত শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছে চিকিৎসা ব্যবস্থাপত্রসহ এ বিষয়ে আবেদন করবে। শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ অবিলম্বে আবেদন যাচাই করে শিক্ষার্থীদের বেতন বা টিউশন ফি মওকুফের ব্যবস্থা নেবে।

চট্টগ্রাম টেস্টে দুই উইকেট বাংলাদেশের, জর্জি-স্টাবসের সেঞ্চুরি

চট্টগ্রাম টেস্টে দুই উইকেট বাংলাদেশের, জর্জি-স্টাবসের সেঞ্চুরি চট্টগ্রাম টেস্টে প্রথম দিনে শেষে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। পুরো তিন সেশনে মাত্র দুই উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে সেঞ্চুরি তুলে নিয়েছেন দুই প্রোটিয়া ব্যাটার টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস। এই দুই ব্যাটারের সেঞ্চুরিতে ২ উইকেট হারিয়ে ৩০৭ রান সংগ্রহ করেন প্রথম দিন শেষ করেছে সফরকারীরা। আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। টাইগার বোলারদের কোনো সুযোগ না দিয়ে রানের চাকা সচল রাখেন তারা। ৬৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। ইনিংসের ১৮তম ওভারে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। ৫৫ বলে ৩৩ রান করা মার্করামকে সাজঘরে ফেরান স্পিনার তাইজুল ইসলাম। মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে ১৪৬ বলে সেঞ্চুরি তুলে নেন ডি জর্জি। এটি তার ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। চা বিরতির পর পর সেঞ্চুরি তুলে নেন স্টাবস। ১৯৪ বলে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন তিনি। ৮১ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০৭ রান সংগ্রহ করে প্রথম দিনের খেলা শেষ করে দক্ষিণ আফ্রিকা। জর্জি ১৯৮ বলে ১৪১ ও বেলিংহাম ২৫ বলে ১৮ রানে অপরাজিত আছেন।

আদিবাসী ১৭৮ শিক্ষার্থীকে দেয়া হলো বৃত্তির টাকা, ২০ জনকে সাইকেল

আদিবাসী ১৭৮ শিক্ষার্থীকে দেয়া হলো বৃত্তির টাকা, ২০ জনকে সাইকেল  নাচোলে সোমবার ব্যস্ত সময় পার করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ। এ দিন তিনি উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেছেন। সকাল ১০টায় উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে এই মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, কৃষি অফিসার সলেহ্ আকরাম, নাচোল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার মৃনাল কান্তি, বিএমডিএ’র কর্মকর্তা রেজাউল করিম, নাচোল মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশীষ কুমার চক্রবর্তী, নেজামপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, নাচোল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। সভায় বরেন্দ্র ভূমির গভীর নলকূপের পানির স্তর, পুকুর লিজ, স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের উদ্বোধন ও মান উন্নয়ন, আমনুরা রেলওয়ে স্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়নোর দাবি, শিক্ষা ব্যবস্থা, রাস্তাঘাট, ভূমিহীন ও খাস জমি বন্দোবস্ত, ব্যবসা-বাণিজ্য, মসজিদ-মন্দিরসহ উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। জেলা প্রশাসক মনোযোগ সহকারে সব কথা শোনেন এবং সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা দেন। এ সময় জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ সকল সরকারি দপ্তর প্রধানগণকে জনগণের সেবক হিসেবে আচরণ করার আহ্বান জানান। মতবিনিময় শেষে উপজেলার আদিবাসী জনগোষ্ঠীর ১৭৮ জন শিক্ষার্থীর মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রাপ্ত শিক্ষাবৃত্তির ৮ লাখ ৯ হাজার নগদ টাকা ও ২০ জন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল বিতরণ করেন। এদিন দুপুরে জেলা প্রশাসক নাচোল পৌরসভা পরিদর্শন এবং কৃষি উপকরণ বিতরণ করেন।

গ্রাম আদালতের কার্যক্রম বাস্তবায়নে কাজ করবে কমিউনিটি রেডিও

গ্রাম আদালতের কার্যক্রম বাস্তবায়নে কাজ করবে ১৭টি কমিউনিটি রেডিও গ্রাম আদালতের কার্যক্রম বাস্তবায়নে দেশের কমিউনিটি রেডিওগুলো কীভাবে ভূমিকা রাখতে পারে- এ নিয়ে রেডিওর সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। আজ ঢাকার একটি হোটেলে ইউএনডিপির ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (৩য় পর্যায়) এভিসিবি-৩’ এর আওতায় কমিউনিটি রেডিওর মাধ্যমে গ্রাম আদালত ব্যবস্থায় জেন্ডার ও অন্তর্ভুক্তির প্রচার শিরোনামের এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় রেডিও মহানন্দাসহ দেশের ১৭টি রেডিওর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কমিউনিটি পর্যায়ের মানুষদের সচেতনতার লক্ষে আগামী অর্থবছর থেকে ১৭টি কমিউনিটি রেডিওর সাথে কাজ শুরু করতে যাচ্ছে এই প্রকল্প। দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেনÑ এভিসিবি-৩ এর লিঙ্গ বিশ্লেষক শামীমা আক্তার শাম্মী, জাতীয় প্রকল্প সমন্বয়কারী বিভাস চক্রবর্তী, প্রকল্প সমন্বয় বিশ্লেষক শঙ্কর পল, আইন বিশ্লেষক মশিউর রহমান চৌধুরী, ইউএনডিপির বাংলাদেশ কান্ট্রি অফিসের যোগাযোগ সহকারী গল্পকার সাদিয়া রহমান, ডেমোক্রেটিক গভর্নেন্স ক্লাস্টার বিভাগের সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ, এভিসিবির যোগাযোগ ও আউটরিচ বিশ্লেষক সুমন ফ্রান্সিস গোমেজ, কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ অ্যাসোসিয়েট সোনিয়া ফারজানা, বিসিআরএ’র সমন্বয়কারী সুমিতা রবিদাস। রেডিও মহানন্দা থেকে অংশগ্রহণ করেন টেকনিক্যাল অফিসার রেজাউল করিম ও সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) উম্মে আয়েশা সিদ্দিকা। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ তৃতীয় পর্যায় প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এই কর্মশালার আয়োজন করে। গ্রামাঞ্চলের সাধারণ মানুষের ছোটখাটো বিষয়ে সুবিচার বিচার প্রাপ্তির কথা বিবেচনায় নিয়ে স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ১৯৭৬ সালে প্রণীত হয় গ্রাম আদালত অধ্যাদেশ। পরবর্তীতে ২০০৬ সালের ৯ মে ১৯নং আইনের মাধ্যমে প্রণীত হয় গ্রাম আদালত আইন। এ আইনের মূল কথাই হলো স্থানীয়ভাবে স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি। নিজেদের মনোনীত প্রতিনিধিদের সহায়তায় গ্রাম আদালত গঠন করে শান্তিপূর্ণভাবে বিরোধ সমাধানের মাধ্যমে সামাজিক শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে বলেই এ আদালতের মাধ্যমে আপামর জনগণ উপকৃত হন।

শিবগঞ্জে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

শিবগঞ্জে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন ‘ছাত্র শিক্ষক কৃষক ভাই-ইঁদুর দমনে সহযোগিতা চাই’-এই প্রতিপাদ্যে শিবগঞ্জে কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হল রুমে জাতীয় ইঁদুর নিধন অভিযান এর উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলা কৃষি অফিসার নয়ন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল ইমরান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডা. শাহদাত হোসেন, পল্লী উন্নয়ন অফিসার শাহিন আক্তার, অতিরিক্ত কৃষি অফিসার সুনাইন বিন জামান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার তৌহিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার কনক আজমসহ কৃষকরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে।