মধ্যপ্রাচ্যে আরও অস্ত্র ও সেনা পাঠাচ্ছে আমেরিকা

মধ্যপ্রাচ্যে আরও অস্ত্র ও সেনা পাঠাচ্ছে আমেরিকা পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার । মধ্যপ্রাচ্যে আরও সেনা মোতায়েন ও অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার এই ঘোষণা দেওয়া হয়। ইরানকে সতর্ক করতেই এই পদক্ষেপ নিচ্ছে দেশটি। নতুন ঘোষণা অনুযায়ী, এসব অস্ত্রের মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার বি-৫২ বোমারু যুদ্ধবিমান। পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার এক বিবৃতিতে বলেছেন, ইরান, তার মিত্রদেশ অথবা ইরানের বদলে অন্য কোনও দেশ যদি মার্কিন সেনা বা এই অঞ্চলকে হামলার লক্ষ্যবস্তু করে, তাহলে যুক্তরাষ্ট্র নিজেদের জনগণকে সুরক্ষিত করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। যুক্তরাষ্ট্রের আগের প্রতিরক্ষাব্যবস্থার ওপর ভিত্তি করেই মধ্যপ্রাচ্যে এই অতিরিক্ত সামরিক অস্ত্র মোতায়েন করা হয়েছে। গত মাসে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র–বিধ্বংসী থাড দেয় যুক্তরাষ্ট্র। রাইডার আরও বলেছেন, আগামী মাসগুলোয় মধ্যপ্রাচ্যে নতুন বাহিনী পৌঁছানো শুরু করবে। গত ২৬ অক্টোবর ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। এর আগে এপ্রিল ও অক্টোবর মাসে ইরান দুই দফায় ইসরায়েলে বড় ধরনের হামলা চালায়। পরিস্থিতি বিবেচনায় পর্যবেক্ষকেরা সতর্কতা জারি করে বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। সূত্র: এবিসি নিউজ, এএফপি
তরুণরা বেশি মারা যাচ্ছে ডেঙ্গুতে
তরুণরা বেশি মারা যাচ্ছে ডেঙ্গুতে দেশজুুড়ে বাড়ছে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬২ হাজার ১৯৯ জন। ডেঙ্গুর থাবায় প্রাণ হারিয়েছে ৩০০ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ১৬ থেকে ৩০ বছর বয়সিরা। একইভাবে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে এই বয়সি রোগীরাই। মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ইমেরিটাস ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, তরুণরা তুলনামূলক ডেঙ্গুজ্বরে বেশি আক্রান্ত হয়। কারণ বাড়িতে যদি মশা না-ও থাকে তবু পড়াশোনার জন্য কিংবা কাজে বা ঘুরতে বাইরে বেশি থাকায় মশা কামড়ানোর ঝুঁকি থাকে। এভাবে তরুণরা বেশি আক্রান্ত হয়। ধরন বদলে জটিল হয়ে উঠেছে ডেঙ্গু। অনেক রোগীই দ্রুত শকে চলে যায় এবং বিভিন্ন ধরনের জটিলতা দেখা যায়। ফলে বেশি আক্রান্ত হওয়ায় তরুণদের মৃত্যুহারও বেশি। শিশু ও বয়স্ক রোগীদের ডেঙ্গু হলে ঝুঁকি বেশি থাকে। তাই তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, জ্বর, মাথাব্যথা, শরীরে ব্যথা, জ্বরের সঙ্গে পাতলা পায়খানার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত টেস্ট করতে হবে। ডেঙ্গু পজিটিভ হলে চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া দোকান থেকে নিজে নিজে ওষুধ কিনে সেবন করা যাবে না। ডেঙ্গু আক্রান্ত হলে পানি, জুস, তরলজাতীয় খাবার বেশি খাওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক।
গোমস্তাপুরে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় ১৩ জন আটক

গোমস্তাপুরে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় ১৩ জন আটক গোমস্তাপুরে আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় ১৩ জনকে করে আজ জেলহাজতে পাঠানো হয়েছে। এরআগে যৌথবাহিনী গতকাল রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে আলিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলামসহ স্থানীয়রা রয়েছেন। প্রসঙ্গত, গতকাল সন্ধ্যায় গোমস্তাপুর থানা পুলিশের একটি সিভিল টিম উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর বাজারে ওয়ারেন্টভুক্ত আসামি মিন্টু সরকারকে আটক করতে যায়। এসময় হামলার শিকার হন তারা। এতে দুইজন পুলিশ কর্মকর্তাসহ ৭জন পুলিশ সদস্য আহত হন বলে পুলিশ জানায়। এঘটনায় পুলিশের একজন উপপরিদর্শক বাদী হয়ে গোমস্তাপুর থানায় আজ একটি মামলা দায়ের করেছেন বলে জানান থানার ডিউটি অফিসার এসআই মামুন।
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিনে আক্রান্ত আরো ৫ জন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিনে আক্রান্ত আরো ৫ জন চাঁপাইনবাবগঞ্জে গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮৭ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন করে ৫জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪ জন ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী শনাক্ত হন। বর্তমানে ভর্তি আছেন ১৮ জন রোগী। তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৫ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, গোমস্তাপুরে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন রয়েছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় ৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ডেঙ্গু বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এসব তথ্য জানিয়েছেন।
খাল পরিষ্কারসহ নানা কর্মসূচিতে জেলায় জাতীয় যুব দিবস পালিত

খাল পরিষ্কারসহ নানা কর্মসূচিতে জেলায় জাতীয় যুব দিবস পালিত বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে দক্ষ যুবকরা’ প্রতিপাদ্যে আজ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন. জেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন, বৃক্ষরোপণ, ব্লাড গ্রুপিং, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ ভাতা প্রদান, সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্স এবং ডাটাবেজ ব্যবস্থাপনা, সৌন্দর্যায়ন, মৎস্য ও পশুপালন বিষয়ে কোর্সের উদ্বোধন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফকল্যান্ড মোড় এলাকা থেকে মহাডাঙ্গা পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার দীর্ঘ খাল পরিষ্কারের উদ্বোধনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সদর উপজেলার নয়াগোলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ও পৌর প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস.এম. আহসান হাবীব ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মান্নান, নেজারত ডেপটি কালক্টর মীর আলমনসুর শোয়াইব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শেখ মাহবুবুল ইসলাম, প্রয়াস মানিক উন্নয়ন সোসাইটির ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের প্রকল্প সমন্বয়ক বকুল কুমার ঘোষসহ অন্যরা। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, স্কাউটস, বিএনসিসি, ফায়ার সার্ভিস, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা খাল পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন যা ১৫ দিনের মধ্যে সম্পন্ন হবে বলে উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়। অন্যান্য কর্মসূচি শহরের যুব ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকীব হাসান তরফদার এবং সূচনা বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মান্নান। অন্যদের মধ্যে বক্তব্য দেন, যুব উন্নয়ন অধিদপ্তরের ডিপুটি কো-অর্ডিনেটর রাকিবুল ইসলাম. প্রশিক্ষণার্থী তাসমিনা খাতুনসহ অন্যরা। শেষে ৩ যুবক ও যুব মহিলাকে ২ লাখ ৪০ হাজার টাকা ঋণের চেক ও ৬ জনকে ২ লাখ টাকার প্রশিক্ষণ ভাতার চেক এবং সনদপত্র ও ড্রাইভিং লাইসেন্স বিতরণ করেন অতিথিবৃন্দ।
গোমস্তাপুরে জাতীয় যুব দিবস পালিত

গোমস্তাপুরে জাতীয় যুব দিবস পালিত দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ- প্রতিপাদ্যে গোমস্তাপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র্যালি, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, শপথ পাঠ, আলোচনাসভা ও যুব ঋনের চেক বিতরণ করা হয়। আজ সকালে যুব র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব ও অনুষ্ঠানে যুববাক্য পাঠ করান যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ। প্রধান অতিথি’র বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। আলোচনা শেষে যুব ঋন ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
পলিথিন ব্যাগ বন্ধে বাজার মনিটরিং শুরু, রবিবার থেকে অভিযান

পলিথিন ব্যাগ বন্ধে বাজার মনিটরিং শুরু, রবিবার থেকে অভিযান নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তর গঠিত মনিটরিং কমিটির উদ্যোগে বাজার মনিটরিং শুরু হয়েছে। আজ সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট ও আশপাশের বিভিন্ন সুপারশপে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। মনিটরিং কমিটির সদস্যরা জানান, দোকানিদের পলিথিনের ব্যাগ ব্যবহার বন্ধে নির্দেশনা দেয়া হয় এবং পরবর্তী অভিযানে পলিথিনের ব্যাগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়। এ বিষয়ে সব জেলা প্রশাসক এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে, পলিথিন বন্ধে দেশব্যাপী উৎপাদনকারীদের বিরুদ্ধে আগামী রবিবার থেকে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস।
প্রতি সপ্তাহে ২০০ শহিদ পরিবারকে সহযোগিতা -বলেছেন সারজিস

প্রতি সপ্তাহে ২০০ শহিদ পরিবারকে সহযোগিতা -বলেছেন সারজিস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, প্রতি সপ্তাহে ২০০ জন শহিদ পরিবারকে সহযোগিতা করা হবে। আগামীকাল থেকে আর্থিক সহযোগিতা দেয়া শুরু হবে। আজ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদানের সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, শহিদ পরিবারের পাশে বাংলাদেশ’ এই শিরোনামে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান শুরু হবে আগামীকাল থেকে। এদিন চারটি সেগমেন্টে চেক হস্তান্তরের কাজ করা হবে। ৮ বিভাগেই শহিদ পরিবারকে সহযোগিতার কাজ করা হবে।
সাইবার হামলায় সতর্ক থাকতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

সাইবার হামলায় সতর্ক থাকতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা দেশের কিছু ব্যাংকে ডুয়েল কারেন্সি কার্ডে ফেসবুক অ্যাড ম্যানেজার ব্যবহার করে বেআইনিভাবে লেনদেন হওয়ার তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব লেনদেনের মাধ্যমে সাধারণ গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানতে পেরেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। এসব সাইবার হামলায় সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বিকালে বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় এসব সাইবার অপরাধীরা প্রতিনিয়ত দেশের ব্যাংকগুলোর গ্রাহকদের হয়রানি করছে। সাইবার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্ভাব্য ডেটা লঙ্ঘন বা র্যানসমওয়্যার আক্রমণের ক্ষেত্রে অবিলম্বে বাংলাদেশ ব্যাংককে অবহিত করতে বলা হয়েছে। তথ্য যাচাইয়ের জন্য প্রতিটি লেনদেনের ক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতিসহ সিভিভি যাচাই করতে বলা হয়েছে। প্রতিটি লেনদেনের জন্য ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ব্যবহার করতে বলা হয়েছে ব্যাংকগুলোকে। এছাড়া ভুয়া কিউআর কোড সম্পর্কে ব্যাংক কর্মচারীদের মধ্যে সচেতনতা বাড়াতে বলা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই ৭ কলেজ সরকারের সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই ৭ কলেজ সরকারের সিদ্ধান্ত ঢাকার সরকারি ৭ কলেজ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে মন্ত্রণালয়ের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানিয়েছে ঢাবি প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে আজ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলামের সই করেছেন। গতকাল উপদেষ্টা পরিষদের সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেসসচিব শফিকুল আলম জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ৭ কলেজ দেখভালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই পুরোপুরি আলাদা একটি প্রশাসনিক ব্যবস্থা থাকবে, যেখানে আলাদা রেজিস্ট্রারসহ অন্য কর্মকর্তা-কর্মচারী থাকবেন। তবে এ কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তই থাকবে।