ওয়ানডে সিরিজ দুবাইয়ের ভিসা জটিলতায় নাসুম-নাহিদ

ওয়ানডে সিরিজ দুবাইয়ের ভিসা জটিলতায় নাসুম-নাহিদ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দুই ধাপে দুবাইয়ে পৌঁছেছে বাংলাদেশ দলের ১৩ সদস্য। একদিন বাদেই হবে সিরিজ শুরু, তবে এখনো দুবাইয়ের ভিসা পাননি নাসুম আহমেদ ও নাহিদ রানা। আজ বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সূত্রটি জানায়, এখন পর্যন্ত তাদের ভিসা পাওয়া যায়নি। আজ পাওয়ার কথা আছে। পেলেই দুবাইয়ের বিমান ধরবেন। প্রায় এক বছর পর জাতীয় দলে ফিরেছেন নাসুম। এই বাঁহাতি স্পিনার বগুড়ায়, ব্যস্ত ছিলেন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল)।
রকেটের পর ইসরায়েলে এবার ড্রোন হামলা হিজবুল্লাহর

রকেটের পর ইসরায়েলে এবার ড্রোন হামলা হিজবুল্লাহর রকেটের পর ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। জানা গেছে, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফা শহরের শিল্প এলাকার একটি কারখানায় আঘাত হানে হিজবুল্লাহর ড্রোন। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বেশ কয়েকটি ড্রোন দিয়ে হামলা চালায় হিজবুল্লাহ। এর মধ্যে একটি ড্রোন ইসরায়েলের বিমান বাহিনী ভূপাতিত করতে সক্ষম হয়। আরেকটি ড্রোন নাহারিয়া এলাকার কাছে একটি কারখানায় আঘাত হানে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর জানা যায়নি। এদিকে, এর আগে ইসরায়েলের মধ্যাঞ্চলীয় টিরা শহরে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ১৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, মধ্য ইসরায়েলের টিরা শহর লক্ষ্য করে তিনটি রকেট হামলা চালানো হয়। এ সময় শ্যারন এবং ড্যান এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। এছাড়া মধ্য ইসরায়েলের হার্জলিয়া, রানানা ও কেফার সাবা, সাফেদ ও আপার গালিলি অঞ্চলেও বেজে ওঠে সতর্কতা সাইরেন। আইডিএফ এক বিবৃতিতে বলেছে, রকেট প্রতিরোধ কার্যক্রম চলমান রয়েছে। তারপরও একটি এলাকায় হামলায় ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত হওয়া গেছে। তবে সেটি সরাসরি রকেটের আঘাতে হয়েছে না কি প্রতিরোধের কারণে ক্ষেপণাস্ত্রের শার্পনেলের আঘাতের কারণে তা উল্লেখ করেনি আইডিএফ। ড্যাশ ক্যামেরার ভিডিও ফুটেজে অনুযায়ী, টিরা শহরে একটি বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। ইসরায়েলের মেগান ডেভিড আদম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোররাতে টিরা শহরে এই হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে, হামলায় অন্তত ১৯ জন আহত হয়েছে। তাদের মধ্যে চারজন মাঝারি ধরনের আহত হয়েছে। বাকিরা হালকা আহত। তাদের সবাইকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে, ইসরায়েলি একটি সংবাদমাধ্যম জানিয়েছে- টিরা শহরে একটি ভবনে রকেট আঘাত হানে। এতে ওই ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বেশ কয়েকজন। সেখানে উদ্ধারকাজ চালানোর জন্য দমকল বাহিনীর অন্তত পাঁচটি ইউনিটকে ডাকা হয়। তারা কমপক্ষে আটজনকে সেখান থেকে উদ্ধার করে। তাদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন। এদিকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৫২ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল
উ. কোরিয়ার সেনাদের বিরুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দরকার জেলেনস্কি
উ. কোরিয়ার সেনাদের বিরুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দরকার জেলেনস্কি উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের মুখে ইউক্রেনকে রাশিয়ায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য তার মিত্রদের অনুমতি প্রয়োজন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার ১ নভেম্বর সন্ধ্যায় এক ভাষণে তিনি এসব কথা বলেন। খবর এএফপির। জেলেনস্কি বলেন, আমরা দেখতে পাচ্ছি যেখানে রাশিয়া তার ভূখণ্ডে উত্তর কোরিয়ার সেনাদের একত্রিত করছে। আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধমূলকভাবে হামলা করতে পারতাম, যদি আমাদের যথেষ্ট দূরপাল্লায় আঘাত করার মতো ক্ষেপণাস্ত্র থাকত। কিয়েভের মিত্রদের উদ্দেশ্যে অভিযোগ করে তিনি বলেন, উত্তর কোরিয়ার সামরিক বাহিনী ইউক্রেনীয়দের ওপর হামলা শুরু করার জন্য অপেক্ষা করছে। তার পরে তার সিন্ধান্ত নেবে উত্তর কোরিয়ার বিষয়ে। এর আগে, গত ১৩ অক্টোবর থেকে জেলেনস্কি প্রকাশ্যে উত্তর কোরিয়ার সেনাদের বিষয়ে সতর্ক করে আসছেন। পশ্চিমা মিত্ররা এটি একটি বড় ধরনের উত্তেজনা বৃদ্ধি হিসেবে বর্ণনা করলেও এখনো কোনো প্রতিক্রিয়ামূলক পরিকল্পনা ঘোষণা করেনি বা এমন পদক্ষেপের প্রস্তুতির কথা জানায়নি। দক্ষিণ কোরিয়া এই ইস্যুতে গোয়েন্দা সহায়তা এবং আরও বিস্তৃত সহযোগিতার প্রস্তাব দিয়েছে এবং ইউক্রেনে একটি সামরিক পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
সাইবেরিয়ায় রেল স্টেশনের ছাদ ধসে ১৪ জনের প্রাণহানি

সাইবেরিয়ায় রেল স্টেশনের ছাদ ধসে ১৪ জনের প্রাণহানি খবর রয়টার্স । ক্রেন এবং বুলডোজারের সহযোগিতায় ধ্বংসস্তূপ সরানোর কাজ করেছেন নির্মাণ শ্রমিকরা। আহত ও নিহত ব্যক্তিদের সরিয়ে নিতে যোগ দিয়েছেন উদ্ধারকর্মীরা। এছাড়া ঘটনাস্থলে চিকিৎসক এবং অ্যাম্বুলেন্স অপেক্ষা করতে দেখা গেছে। গতকাল স্থানীয় সময় রাজধানী বেলগ্রেড থেকে ৭০ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত শহরে ৩৫ মিটার লম্বা ওই ট্রেন স্টেশনের ছাদটি দিনের ঝলমল আলোতে ধ্বসে পড়ে। ঘটনার পর থেকে উদ্ধার অভিযান শুরু হয়। তবে নিহতদের বের করতে বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। ঘটনাস্থল থেকে ২০০ মিটার দূরে বসবাস করা ৮৬ বছর বয়সী ভেরা বলেন, বাইরের পরিবেশ গরম হওয়ার কারণে জানাল খুলে বিশাল শব্দ শুনতে পেলাম এবং ধূলিকণা উড়তে দেখলাম। জরুরি ব্যবস্থাপনা কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান লুকা কেউসিক বলেন, ভারী ভারী পাথরের কারণে উদ্ধারকর্মী এবং সন্ধানকারীদের বেগ পেতে হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় উদ্ধার অভিযান রাত পর্যন্ত চলতে বলে বলে তিনি ধারণা করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আইভিকা ডেসিক তানজুগ নিউজ এজেন্সিকে বলেন, ধারণা করা হচ্ছে হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে না। নিহতদের মধ্যে পাঁচজনের সন্ধান এখনও পাওয়া যায়নি। সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিক এ ঘটনাকে ‘ব্ল্যাক ফ্রাইডে’ হিসেবে ঘোষণা করেছেন। একই সঙ্গে তিনি বলেন, রেলস্টেশনটি ১৯৬৪ সালে নির্মাণ করা হয়েছিল। ফলে এটি পুরাতন হয়ে পড়ায় এমন ঘটনা ঘটেছে।
লালপরীতে মুগ্ধ অনুরাগীরা

লালপরীতে মুগ্ধ অনুরাগীরা ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচিত তিনি। পর্দার পাশাপাশি নিয়মিত সক্রিয় থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। নিজের ছবি ভিডিও নিয়মিত শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। যা দেখে মুগ্ধ হন অভিনেত্রীর ভক্তরা। এবার লাল পোশাকে লালপরী হয়ে ধরা দিলেন এই অভিনেত্রী। শুক্রবার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন পরীমনি। যেখানে তাকে দেখা গেছে লাল পোশাকে। অফ শোল্ডার সাটিন প্রম লাল পোশাকের উপরে ছোট ছোট সাদা পাথর পরীকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তার চোখের চাহনি ছিল ভক্তদের ঘায়েল করার মতো। অভিনেত্রীর হাতে নেল পলিশ ঠোঁটের লিপস্টিক আর কাজল কালো চোখে যেন মনে হচ্ছে রহস্য লুকিয়ে আছে। ডিভিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘লাল পরী। এদিকে ভিডিওটি প্রকাশ করতেই লুফে নিয়েছেন ভক্ত-অনুরাগীরা। পরীর এ রূপের বেশ প্রশংসাও করেছেন সবাই। এক অনুরাগী মন্তব্য করেছেন, ‘এতো সুন্দর কেনো, লালা পরী সুন্দরের রানী। মাশাল্লাহ অনেক সুন্দর ভিডিও, আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে। শুভকামনা রইল। আরেক অনুরাগী লিখেছেন, ‘পরী পরীর মতো অসাধারণ সুন্দর, পরী খুব সুন্দর একটি ভিডিও শেয়ার করেছে।’ অন্য এক অনুরাগী লিখেছেন, ‘মাশাআল্লাহ আপু খুব সুন্দর লাগতেছে তোমাকে। তুমি সত্যিই একটা পরী। বর্তমানে নিজের আসন্ন সিরিজ ‘রঙিলা কিতাব’-এর প্রচারণায় ব্যস্ত পরীমনি। সিরিজে। কিঙ্কর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’ অবলম্বনে সাত পর্বের সিরিজ নির্মাণ করেছেন অনম বিশ্বাস। এতে অভিনয় করেছেন পরীমণি। ‘রঙিলা কিতাব’ মুক্তি উপলক্ষ্যে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল ওটিটি প্লাটফর্ম হইচই। আর সেখানেই লাল পরীর বেশে ধরা দিয়েছেন পরীমণি। চলতি মাসের ৮ নভেম্বর মুক্তি পাবে ‘রঙিলা কিতাব’।
মারাত্মক প্রাকৃতিক দুর্যোগে স্পেনে মৃতের সংখ্যা বেড়ে ২০৫

মারাত্মক প্রাকৃতিক দুর্যোগে স্পেনে মৃতের সংখ্যা বেড়ে ২০৫ স্পেনে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ২০০ পেরিয়ে গেছে। ঘটনাটি স্পেনের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের সূত্রপাত করেছে। দেশটির দক্ষিণের অঞ্চলগুলো শুক্রবারও ভারি বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে উদ্ধার প্রচেষ্টা আরো জটিল হয়ে উঠেছে। শুক্রবার ১ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টিগ্রেটেড অপারেশনাল কো-অর্ডিনেশন সেন্টার (সিইসিওপি) জানিয়েছে, ভ্যালেন্সিয়াজুড়ে এ পর্যন্ত মোট ২০২ জনের মৃতদেহ উদ্ধার করা করা হয়েছে এবং এই সংখ্যা আরো বাড়বে। এদিকে কাস্টিলা লা মাঞ্চা অঞ্চলে দুজন এবং আন্দালুসিয়ায় আরো একজন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে বন্যায় মোট ২০৫ জনের প্রাণহানির কথা জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্যোগ সমন্বয় কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে আঞ্চলিক সভাপতি কার্লোস মাজন বলেছেন, ‘ভ্যালেন্সিয়া অঞ্চলটি বন্যায় সবচেয়ে খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ২০২ জন মারা গেছে। প্রতিবেশী অঞ্চলে আরো তিনজন মারা গেছে।’ কর্তৃপক্ষের মতে, নিশ্চিত মৃত্যুর মোট সংখ্যা ২০৫-এ এসে দাঁড়িয়েছে। উদ্ধারকর্মীরা কাদা এবং ধ্বংসাবশেষে আবদ্ধ শহরগুলোর মধ্যে খননকাজ চালিয়ে যাচ্ছেন। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘সব কিছু ধ্বংস হয়ে গেছে। দোকান, সুপার মার্কেট, স্কুল, গাড়ি সব শেষ।’ গত বৃহস্পতিবার এবং গতকাল শুক্রবারের শেষের দিকে অন্যান্য দক্ষিণাঞ্চলেও বৃষ্টি শুরু হয়। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভারি বৃষ্টির মধ্যেও বাসিন্দারা হ্যালোইন উদযাপন করেছে। কর্তৃপক্ষ লোকেদের বাড়িতে থাকার আহ্বান জানিয়েছে এবং শুক্রবার সব ধরনের উদযাপন এড়াতে বলেছে। বন্যার ঝুঁকির জন্য এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ১৯৭০ এর দশকের পর এটিই ইউরোপে সবচেয়ে প্রাণঘাতী বন্যা। ১৯৭০ সালে রোমানিয়ায় বন্যায় ২০৯ জনের মৃত্যু হয়েছিল। গত মঙ্গলবার ২৯ অক্টোবর আট ঘণ্টা ধরে প্রবল বর্ষণের জেরে বন্যা শুরু হয় ভ্যালেন্সিয়ায়। স্পেনের আবহাওয়াবিদরা বলেছেন, সাধারণত এক বছরে স্পেনজুড়ে যে পরিমাণ বৃষ্টি হয়, তার সমপরিমাণ বর্ষণ ভ্যালেন্সিয়ায় হয়েছে মঙ্গলবার আট ঘণ্টায়।
ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

ঢাকার বাতাস অস্বাস্থ্যকর বায়ুদূষণে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে পাকিস্তানের শহর লাহোরে। যেখানে একিআই সূচকে ৩০১ এর বেশি স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচনা করা হয় সেখানে শহরটির স্কোর ৮৪৮। এ সময় তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ছিল সপ্তম এবং একিউআই স্কোর ১৭১। শনিবার সকাল ১০টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য। এদিন তালিকায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ভারতের তিন শহর দিল্লী, কলকাতা ও মুম্বাই। শহরগুলোর একিউআই স্কোর যথাক্রমে ২৩৯, ২১৭ এবং ১৯০। এরপরেই রয়েছে চীনের দুই শহর উহান এবং বেইজিং। দুটি শহরের একিউআই স্কোর ১৭৭। শনিবার সকাল ১০টায় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মহাখালীর আইসিডিডিআরবি এলাকায়। সেখানকার বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর। এর পরেই রয়েছে হেমায়েতপুরের সাভার, গুলশান বাড্ডা লিংক রোড, গুলশান ২ এর রব ভবন এলাকা। এখানকার বাতাসের মান অস্বাস্থ্যকর।
রূপপুর এনপিপি’র রিজেক্টেড ইউরেনিয়াম ফেরত গেল রাশিয়ায়

রূপপুর এনপিপি’র রিজেক্টেড ইউরেনিয়াম ফেরত গেল রাশিয়ায় ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েলের (ইউরেনিয়াম) একটি রিজেক্টেড এসেম্বল স্টিক রাশিয়ায় ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার ১ নভেম্বর রাত ১১টার দিকে কড়া নিরাপত্তায় রূপপুর প্রকল্প এলাকা থেকে ঢাকায় পাঠানো হয়। আজ শনিবার সকালে বিশেষ বিমানে রিজেক্টেড এসেম্বল স্টিক ঢাকা থেকে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা গেছে। রূপপুর এনপিপি’র প্রকল্প পরিচালক ড. জাহেদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। ড. জাহেদুল হাসান বলেন, গত বছর পর্যায়ক্রমে প্রথম ইউনিটের জন্য সাতটি চালানে মোট ১৬৮টি ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) এসেম্বল স্টিক রাশিয়া থেকে রূপপুর প্রকল্পে পৌছে। প্রথম ইউনিটের স্টার্টআপ এখন চলমান রয়েছে। এই কার্যক্রমে সময় লাগে ৯ থেকে ১২ মাস। নিউক্লিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) এসেম্বল স্টিক হ্যান্ডেলিং এবং কাজ করার সময় একটি বাঁকা হয়ে যায়। যেটা আমরা রিজেক্ট করি। তিনি আরও বলেন, গত ৩১ অক্টোবর দুপুরে রাশিয়া থেকে প্রথম ইউনিটের রিজেক্টেড এসেম্বল স্টিকের রিপ্লেসমেন্ট বিশেষ বিমানে ঢাকায় পৌঁছে। পরেরদিন শুক্রবার সকাল ৭টার দিকে এটি ঢাকা থেকে সড়কপথে ঈশ্বরদীর রূপপুরে পৌঁছে। অন্যদিকে শুক্রবার রাতেই রিজেক্টেড এসেম্বল স্টিক রাশিয়ায় ফেরত পাঠানোর জন্য ঢাকার উদ্দেশ্যে সড়কপথে পাঠানো হয়। শনিবার সকালে বিমানে রাশিয়ার পাঠানো হবে। প্রথম ইউনিটে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত মোট সাতটি চালানে ১৬৮টি ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) এসেম্বল স্টিক রূপপুরে পৌঁছে। গত অক্টোবরেই প্রথম ইউনিটে রিয়্যাক্টর এসেম্বলের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ২০২৫ সালে প্রথম ইউনিটে এবং পরের বছরের মাঝামাঝিতে দ্বিতীয় ইউনিট চালু হওয়ার কথা রয়েছে। দুটি ইউনিটে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।
১ লাখ শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসছে

১ লাখ শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসছে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে (স্কুল-কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান) বিদ্যমান শূন্য পদগুলোতে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩ মাসের মধ্যে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জারি করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের চাহিদা চেয়ে তথ্য চেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তথ্য পাওয়ার পর আগামী মাসেই এ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে। এনটিআরসিএ সূত্র বলছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা প্রায় ১ লাখ হতে পারে। কারণ, পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রায় ৯৭ হাজার পদের মধ্যে মাত্র সাড়ে ১৯ হাজার পদ পূরণ হয়েছে। আরও ৭৭ হাজার ৫০০ পদ ফাঁকা পড়ে রয়েছে। এ ছাড়া চলতি বছর অবসরের কারণে শূন্য হয়েছে আরও ২০ থেকে ২৫ হাজার পদ। আগামী তিন মাসের মধ্যে এ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য সব কাজ ইতোমধ্যে প্রায় গুছিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন এনটিআরসিএর একজন কর্মকর্তা। এবারের গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা লাখেরও বেশি হবে বলে তার ধারণা। গত ৩০ অক্টোবর অনলাইনে শিক্ষকদের শূন্য পদের চাহিদা আহ্বান করে এনটিআরসিএ, যা ই-রিকুইজিশন নামে পরিচিত। এ কার্যক্রমে তথ্য দেওয়া যাবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। অনলাইনে চাহিদা ফি জমা দেওয়া যাবে ১৩ নভেম্বর পর্যন্ত। এবারই প্রথমবারের মতো আগামী তিন বছরের (৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত) সম্ভাব্য শূন্য পদের চাহিদা পাঠাতে বলা হয়েছে। এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ কার্যক্রম (ই-রেজিস্ট্রেশন) শেষ করে এনটিআরসিএ।এর আগে, গত ৩১ মার্চ পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ। বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা ছিল ৯৬ হাজার ৭৩৬টি। এর মধ্যে স্কুল-কলেজের শূন্য পদ ছিল ৪৩ হাজার ২৮৬টি এবং মাদরাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০টি। পরে গত ২১ আগস্ট প্রাথমিকভাবে নির্বাচিত ১৯ হাজার ৫৮৬ জন প্রার্থীকে নিয়োগে সম্মতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। জানা গেছে, ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন শেষে শিক্ষকদের শূন্য পদের চাহিদা আহ্বান করেছে । শূন্য পদের চাহিদা পাওয়ার পর তা যাচাই-বাছাই শেষে গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হবে। অনুমোদন পেলে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করে এনটিআরসিএর সচিব এ এম এম রিজওয়ানুল হক বলেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন কার্যক্রম শেষে শূন্য পদের চাহিদা আহ্বান করা হয়েছে। শূন্য পদের চাহিদা পেলে তা যাচাই-বাছাই শেষে মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বিজ্ঞপ্তি জারি করা হবে। আগামী তিন মাসের মধ্যে বিজ্ঞপ্তি জারি করা সম্ভব হবে। ২০০৫ সাল থেকে শিক্ষক নিবন্ধন সনদ দিচ্ছে এনটিআরসিএ। তবে, প্রথম ১০ বছর শিক্ষক নিয়োগের ক্ষমতা ছিল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির হাতে। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর সরকার এনটিআরসিএকে সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতাও দেয়। এরপর থেকে পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত ১ লাখ ৩২ হাজার ৮৯৮ জন শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে এনটিআরসিএ।
সংবর্ধনা নিতে যমুনায় সাফজয়ী নারী ফুটবল দল

সংবর্ধনা নিতে যমুনায় সাফজয়ী নারী ফুটবল দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে সংবর্ধনা গ্রহণ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। শনিবার ২ নভেম্বর সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলটি সকাল সাড়ে ১০টায় যমুনায় প্রবেশ করেন। বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। নেপালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪ জিতে বৃহস্পতিবার দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেদিন সাফজয়ী নারী ফুটবলারদের বরণ করে নিতে বাফুফে ভবনে বিকেল সাড়ে ৫টা থেকে অপেক্ষা করছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অপেক্ষার প্রহর শেষ হয় সন্ধ্যা ৭টায়। বিকেল ৪টায় বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে রওয়ানা দেওয়ার তিন ঘণ্টা পর বাফুফে ভবনে এসে পৌঁছায় সাফজয়ী নারী ফুটবলাররা।