ভারতের সুপ্রিম কোর্টে মাদ্রাসা শিক্ষাকে বৈধ রায়

ভারতের সুপ্রিম কোর্টে মাদ্রাসা শিক্ষাকে বৈধ রায় ভারতের উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষা আইন ‘অসাংবিধানিক’ বলে ইলাহাবাদ হাই কোর্টের দেয়া রায় খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ শীর্ষ আদালত জানায়, উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষা আইন বৈধ। একই সঙ্গে আদালত এই আইনকে ‘সাংবিধানিক’ বলেও উল্লেখ করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে উত্তরপ্রদেশে মাদ্রাসা চালু রাখতে আর বাধা রইল না। আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষা আইন সংক্রান্ত মামলার রায় দেন। রায় দেয়ার সময় প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, আদালত মাদ্রাসা শিক্ষা আইনের বৈধতা বহাল রাখছে। এই আইন সাংবিধানিক। এই আইন মাদ্রাসা প্রশাসনে সরাসরি হস্তক্ষেপ করে না। সুপ্রিম কোর্ট জানায়, মাদ্রাসা আইনে কিছু ধর্মীয় প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকায়, তা অসাংবিধানিক হতে পারে না। তবে এই আইনের অধীনে ‘ফাজিল’ এবং ‘কামিল’ ডিগ্রি প্রদান অসাংবিধানিক।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিরছেন বাটলার, তবে গ্লাভস পরবেন সল্ট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিরছেন বাটলার, তবে গ্লাভস পরবেন সল্ট টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইনজুরিতে পড়ার পর আর মাঠে ফেরা হয়নি জস বাটলারের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ৪ মাস ৯ দিন পর তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন। আগামী ১০ নভেম্বর ব্রিজটাউনে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড। এই সিরিজে খেলবেন বাটলার। তবে উইকেটের পেছনে তাকে দেখা যাবে না। তার পরিবর্তে গ্লাভস পরবেন ফিল সল্ট। বাটলার তার আগের ১০৮ টি-টোয়েন্টি ম্যাচের ১০৬টিতেই উইকেটের পেছনে দাঁড়িয়েছিলেন। বাকি দুই ম্যাচে করেছিলেন ফিল্ডিং। সল্ট অবশ্য ইংল্যান্ডের হয়ে সব ধরনের ক্রিকেটে ৫৯ ম্যাচ খেলেছেন। তার মধ্যে ১৩টিতে উইকেটের পেছনে দাঁড়িয়েছিলেন। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেও উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছেন। এবার টি-টোয়েন্টি সিরিজেও পেতে যাচ্ছেন সেই দায়িত্ব।
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো ৪ জন আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো ৪ জন আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০২ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন করে ৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ২ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন শনাক্ত হন। বর্তমানে ভর্তি আছেন ১২ জন রোগী। তাদের মধ্যে ১০ জন পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশু রয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, গোমস্তাপুরে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রয়েছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় ১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এসব তথ্য জানিয়েছেন।
শিবগঞ্জ ও নাচোলে কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ

শিবগঞ্জ ও নাচোলে কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম বীজ, ভূট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, চিনাবাদাম, মসুর, খেসারি ও অড়হড় ডাল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শিবগঞ্জে ১২ হাজার ৬’শ ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহদাৎ হোসেন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ অন্যরা। এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা, কৃষক-কৃষণীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলায় মোট ১২ হাজার ৬৯০ জন চাষীকে রবি শস্যের এ প্রণোদনা সহায়তা দেয়া হচ্ছে। এর মধ্যে সরিষা ৪ হাজার ১৮০ জন, গম ৭ হাজার ২০০ জন, ভূট্টা ৫০০ জন, চিনাবাদাম ৬০ জন, শীতকালীন পেঁয়াজ ১০০ জন, মসুর ১৮০ জন, খেসারি ৪৫০ জন এবং অড়হড় ২০ জনকে বীজ ও রাসায়নিক সার দেওয়া হবে। এদিকে, নাচোল উপজেলায় ১৪ হাজার ৫৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে রবি মৌসুমে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। আজ সকালে নাচোল উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণ কর্মসূচির করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, কৃষি অফিসার সলেহ্ আকরাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান, গম বীজ ৭ হাজার, সরিষা বীজ ৭ হাজার, ভুট্টা বীজ ১০০ জন, মসুর বীজ ২২০, খেসাড়ি বীজ ১২০, পেঁয়াজ বীজ ৮০ জন, চিনাবাদাম ২০ ও অড়হর বীজ ২০ জন কৃষক এ সুবিধা পাবেন।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের নির্বাচন জমে উঠছে

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের নির্বাচন জমে উঠছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন জমে উঠছে। দুটি শক্তিশালী প্যানেলে ১৩ জন করে ২৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী অন্যান্য কাজ ফেলে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। আগামী ২৩ নভেম্বর চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিলে জানা গেছে, ১৩ জন সাধারণ সদস্য, ৫ জন সহযোগী সদস্য, ৩ জন টাউন অ্যাসোসিয়েশন সদস্য ও ৪ জন গ্রুপ সদস্য পদে ভোটগ্রহণ করা হবে। এরপর ২৫ নভেম্বর নির্বাচিত কার্যনির্বাহী সদস্যদের মধ্য হতে সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি পদে নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর এই পদগুলোতে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২৬ নভেম্বর সকাল ১১টা পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করে বেলা ১২টার মধ্যে মনোয়ন ফরম দাখিল করবেন। ওই দিনই দুপুর আড়াইটায় বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করবেন নির্বাচন পরিচালনা বোর্ড। একই দিন বিকেল ৪টা থেকে ৫টা পর্য়ন্ত এই ৩ পদে ভোটগ্রহণ শেষে নির্বাচিত সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতিদের নাম ঘোষণা করা হবে। নির্বাচনী ফলাফল নিয়ে কারো কোনো আপত্তি থাকলে ২৮ নভেম্বর নির্বাচন আপিল বোর্ডের কাছে আপিল করতে হবে এবং ৩০ নভেম্বর আপিলের ওপর শুনানি করবে নির্বাচন আপিল বোর্ড এবং আগামী ১ ডিসেম্বর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। চেম্বার সূত্রে জানা গেছে, সাধারণ গ্রুপে দুটি প্যানেলে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী স্বার্থ উন্নয়ন ফোরাম সমর্থিত প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেনÑ বর্তমান সভাপতি মো. আব্দুল ওয়াহেদ, ঠিকাদার মো. খাইরুল ইসলাম, বর্তমান কমিটির সহসভাপতি বিশিষ্ট শিল্পপতি মো. আখতারুল ইসলাম রিমন, মো. মফিজ উদ্দিন, মো. আব্দুল আওয়াল, মো. সৈবুর রহমান, মো. দেলোয়ার হোসেন, মো. নূর আমিন, মো. আরিফ উদ্দিন ইতি, মো. নাজিবুর রহমান, মো. আব্দুল বারেক, মো. মনিরুল ইসলাম ও মো. জাহাঙ্গীর কবীর। অপরদিকে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ সমর্থিত প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেনÑ বিশিষ্ট শিল্পপতি মো. হারুন অর রশিদ, মো. আনোয়ার হোসেন, মো. তরিকুল আলম, ঠিকাদার মো. তৌহিদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মো. রাইহানুল ইসলাম লুনা, মো. কাজেম আলী, মো. মামুনুর রশিদ, মো. দুরুল হুদা, মো. শামসুজ্জোহা মুকুল, মো. ইসমাইল হোসেন, মো. আলমগীর, মো. আব্দুল হক, মো. আসাদুল হক। এই গ্রুপে পদ সংখ্যা ১৩টি। অন্যদিকে সহযোগী গ্রুপে ৫টি পদের জন্য দুটি প্যানেল থেকে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেম্বার সূত্রে জানা গেছে, সাধারণ গ্রুপে মোট ভোটার আছেন ১ হাজার ২৭৬ জন ও সহযোগী গ্রুপে ভোটার আছেন ১৭৮ জন। এছাড়া ট্রেড গ্রুপ থেকে ৪ জন পরিচালক মনোনীত হবেন। এর মধ্যে জেলা চাল কল মালিক গ্রুপ থেকে ১ জন, জেলা পরিবহন মালিক গ্রুপ থেকে ১ জন, জেলা ট্রাক মালিক গ্রুপ থেকে ১ জন ও সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ থেকে ১ জন মনোনীত হবেন।
দেশে ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু

দেশে ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু এডিস মশাজনিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৩২০ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৯৭ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৬৫ হাজার ৭৬৮ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ২৫৯ ডেঙ্গু রোগী। বর্তমানের দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে চার হাজার ৪৬৪ ডেঙ্গু রোগী।
স্কুলে ভর্তির আবেদন ১২ নভেম্বর শুরু, লটারিতে বাছাই

স্কুলে ভর্তির আবেদন ১২ নভেম্বর শুরু, লটারিতে বাছাই সারা দেশের সকল (সরকারিকরণসহ) সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিদ্যালয় হতে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না। ভর্তির আবেদন শুধু অনলাইনে পাওয়া যাবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রোববার এক বিজ্ঞপ্তিতে জানায়, অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া ১২ নভেম্বর সকাল ১১টা থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত চলমান থাকবে। আবেদন শেষে ডিসেম্বরে লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হবে। ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে প্রদান করা যাবে।
দুই পর্বে বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

দুই পর্বে বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা গত কয়েক বছর ধরে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা দুটি পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাবলিগ জামাতের দুই পক্ষের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। আজ সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল ( অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, ইজতেমার প্রথম পর্ব ২০২৫ সালের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৭ থেকে ৯ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হবে।
দেশে ফিরেছেন ৭০ লেবানন প্রবাসী বাংলাদেশি

দেশে ফিরেছেন ৭০ লেবানন প্রবাসী বাংলাদেশি লেবানন থেকে ৭০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এছাড়া, আগামীকাল আরও ৩২ জন বাংলাদেশি দেশে ফিরবেন। আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক আটকেপড়া বাংলাদেশিদের মধ্যে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট যোগে ৭০ জন বাংলাদেশি নাগরিককে সম্পূর্ণ সরকারি ব্যয়ে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। এসব বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম’র কর্মকর্তারা।
উত্তরাখন্ডে পাহাড়ি রাস্তায় বাস গভীর খাদে পড়ে নিহত অন্তত ২৮

উত্তরাখন্ডে পাহাড়ি রাস্তায় বাস গভীর খাদে পড়ে নিহত অন্তত ২৮ ভারতের উত্তরাখন্ডের পাহাড়ি রাস্তায় যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বর্তমানে সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। আজ সকাল ৯টার দিকে উত্তরাখ-ের আলমোরায় এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মার্চুলার সল্ট এলাকায় পাহাড়ের খাদে গড়িয়ে পড়ে যাত্রীবাহী বাসটি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজে সহায়তা করেছেন স্থানীয়রাও। সেখানকার পুলিশ জানিয়েছে, বাসটিতে কমপক্ষে ৩৫ জন যাত্রী ছিলেন। বাসটি পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে। এখন পর্যন্ত ২৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হচ্ছে।