ট্রাম্প সব যুদ্ধ বন্ধ করে দেব 

ট্রাম্প সব যুদ্ধ বন্ধ করে দেব  চলমান রাশিয়া-ইউক্রেন এবং ইসরায়েল-হামাস-লেবানন সংঘর্ষের ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‌‌‘যুদ্ধ শুরু হবে না, শেষ হবে। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বশ্রেষ্ঠ করতে আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো। বুধবার ৬ নভেম্বর ফ্লোরিডায় নিজেকে জয়ী ঘোষণা করে দেওয়া বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন। ফ্লোরিডার ওয়েন্ট পাম বিচে উচ্ছ্বসিত জনতার সামনে দেওয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমাদের কোনো যুদ্ধ ছিল না। আইএসআইএসকে পরাজিত করা ছাড়া চার বছর ধরে আমাদের কোনো যুদ্ধ হয়নি। তারা (ডেমোক্র্যাটরা) বলেছিল, ‘‘সে (ট্রাম্প) একটি যুদ্ধ শুরু করবে’’। আমি যুদ্ধ শুরু করব না, আমি যুদ্ধ বন্ধ করে দেব। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এখনো আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট হতে গেলে ৫৩৮টির মধ্যে ইলেকটোরাল কলেজের ২৭০টি ভোট দরকার পড়ে। সেই ম্যাজিক ফিগার ছাড়িয়ে ২৯৪ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন ট্রাম্প। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩ ইলেকটোরাল কলেজ ভোট। তিনিই এখন দেশটির ৪৭তম নির্বাচিত প্রেসিডেন্ট। এর মধ্য দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন ট্রাম্প। এই জয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৩১ বছরের রেকর্ড ভাঙলেন তিনি। দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদের পর দ্বিতীয় মেয়াদে নির্বাচন করে পরাজিত হয়ে চার বছর পর পুনরায় নির্বাচনে জয়ী হলেন ট্রাম্প। এর আগে একইভাবে প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড প্রথম মেয়াদের পর দ্বিতীয় মেয়াদে নির্বাচন করে পরাজিত হন। এর চার বছর পর নির্বাচন করে ১৮৯২ সালে তিনি জয়ী হয়েছিলেন। সেই রেকর্ড ভেঙে হোয়াইট হাউসে ঐতিহাসিক প্রত্যাবর্তন করলেন ট্রাম্প। শুধু তাই নয়, ফৌজদারি অপরাধে অভিযুক্ত হওয়ার পর নির্বাচিত প্রথম প্রেসিডেন্টও ট্রাম্প। সেই সঙ্গে ট্রাম্পই প্রথম ব্যক্তি যিনি দু’বার দু’জন ডেমোক্র্যাট নারী প্রার্থীকে ধরাশায়ী করলেন। ২০১৬ সালে তার কাছে পরাজিত হয়েছিলেন ব্যাপক জনপ্রিয় ডেমোক্রেট নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। আর এবার পরাজিত হলেন ভাইস প্রেসিডেন্ট, ডেমোক্রেট কমালা হ্যারিস। একই সঙ্গে এই নির্বাচনে জিতে তিনিই সবচেয়ে বেশি বয়স্ক মার্কিন প্রেসিডেন্ট-নির্বাচিত হলেন। বর্তমানে তার বয়স ৭৮ বছর। এর আগে জো বাইডেন ৭৭ বছর বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

মুশফিক পরের ম্যাচ খেলতে পারবেন না

মুশফিক পরের ম্যাচ খেলতে পারবেন না শারজায় আফগানিস্তানের বিপক্ষে সাতে ব্যাটিং করতে নেমেছিলেন মুশফিকুর রহমান। তখনই অনেকের সন্দেহ হয়েছিল। প্রশ্ন উঠেছিল ঘটনা আসলে কি? এবার জানা গেছে, আফগানিস্তানের ইনিংসের একেবারে শেষ দিকে উইকেটকিপিং করার সময় বাঁ হাতের আঙুলে চোট পান মুশফিক। আঙুলের প্রাথমিক শুশ্রূষা করে তারপর নেমেছেন ব্যাটিংয়ে। সময় নিতে হয়েছে ব্যথা কমার জন্যও। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আঙুলের এই চোটের জন্য শারজায় আগামী শনিবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুশফিকের খেলাই হচ্ছে না। কাল রাতেই করানো পরীক্ষা-নিরীক্ষার পর তার আঙুলের হাড়ে চিড় বা ফাটল ধরেছে বলে ধারণা করা হচ্ছে। আজ আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর বোঝা যাবে আসল অবস্থা। বিসিবি সূত্র জানিয়েছে, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তার চোটের যে অবস্থা দেখা যাচ্ছে তাতে আফগানিস্তানের বিপক্ষে পরের ওয়ানডেতে মুশফিকের না খেলাটা একরকম নিশ্চিত। তবে ১১ নভেম্বরের শেষ ম্যাচে খেলতে পারবেন কি না, সেটি এখনই বলা যাচ্ছে না।

দীপিকা কেন মেয়ের আরবি নাম রেখেছেন 

দীপিকা কেন মেয়ের আরবি নাম রেখেছেন মাসখানেক আগে জীবনের নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছেন অভিনেতা দম্পতি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহ। ৮ সেপ্টেম্বর, মুম্বাইয়ে ফুটফুটে এক কন্যাসন্তানের অভিভাবক হয়েছেন এই তারকা জুটি। তার পর থেকেই মেয়েকে নিয়ে নানা পোস্ট দিয়েছেন। কখনও তিনি জানিয়েছেন, সদ্যোজাত বাড়িতে থাকলে কী ভাবে দিন কাটে তাদের। কখনও জানিয়েছেন, একরত্তি সারাটা দিন কী ভাবে এক পায়ে দাঁড় করিয়ে রাখে মা দীপিকাকে। দীপাবলির দিন মেয়ের নাম প্রকাশ্যে আনেন অভিনেত্রী। দুনিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেন দুয়া পাড়ুকোন সিংহের। ‘দুয়া’ আরবি শব্দ ‘দোয়া’ থেকেই এসেছে। যার আভিধানিক অর্থ হল প্রার্থনা। ক্ষেত্র বিশেষে শুভকামনা, শুভেচ্ছা বা আশীর্বাদের সমার্থক শব্দ হিসাবে ‘দোয়া’ শব্দটি ব্যবহার করা হয়। তবে কন্যার নাম কেন ‘দুয়া’ রাখা হল তার কারণও বুঝিয়ে দিয়েছেন দীপিকা। লিখেছেন, “দুয়া কথার অর্থ হল প্রার্থনা। সে আসলে আমাদের প্রার্থনার পুরস্কার। আমাদের হৃদয় ভালবাসা এবং কৃতজ্ঞতায় পরিপূর্ণ।” তবে গুঞ্জন শোনা যাচ্ছে, সাধারণত তারকারা বাবা ও মায়ের নাম মিলিয়ে সন্তানের নাম রাখেন। যেমনটা করেছেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি। মেয়ের নাম রেখেছেন ভামিকা, ছেলের নাম রেখেছেন অকায়। রণবীর ও আলিয়ার মেয়ের নাম রাহা। রানি মুখার্জি ও আদিত্য চোপড়ার নাম মিলিয়ে মেয়ের নাম রাখা হয়েছে আদিরা। শাহিদ কপূর ও মীরা কপূরের মেয়ের নাম রাখা হয়েছে মিশা। তবে সে পথে হাঁটেননি রণবীর-দিপিকা। তাদের কন্যাসন্তানেরর নামে মায়ের দিকের আধিপত্য। দুয়া তিন শব্দের এই নামে প্রথম অক্ষর নাকি দীপিকার নামের আদ্যক্ষর, তার পর অভিনেত্রীর মা উজ্জ্বলার নামের প্রথম অক্ষর। এ হচ্ছে অভিনেত্রীর বোন অনিশা থেকে। যদিও রণবীর সিংহের মায়ের নামও অঞ্জু ভবনানি, সে ক্ষেত্রে অনেকের ধারণা শাশুড়িকেও রেখেছেন। তবু ব্রাত্য শুধু রণবীরই। কিন্তু কেন বাবার আদ্যক্ষর থাকল না মেয়ের নামে, সেই নিয়ে নানা মুনির নানা মত। যদিও বরাবরই জীবনের যে কোনও ক্ষেত্রেই সব সময় স্ত্রীকেই এগিয়ে রেখেছেন অভিনেতা। এমনকি দীপিকার সঙ্গে বিয়ের পর রণবীর নিজেকে রণবীর পাড়ুকোন সিংহ বলে পরিচয় দিতেন।

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিনে আক্রান্ত আরো ২ জন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিনে আক্রান্ত আরো ২ জন চাঁপাইনবাবগঞ্জে গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০৪ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন করে ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন শনাক্ত হন। বর্তমানে ভর্তি আছেন ১০ জন রোগী। তাদের মধ্যে ৮ জন পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশু রয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৩ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, গোমস্তাপুরে ১ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন রয়েছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় ৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এসব তথ্য জানিয়েছেন।

জাতীয়করণের দাবিতে নাচোলে কলম বিরতিতে নকলনবিশরা

জাতীয়করণের দাবিতে নাচোলে কলম বিরতিতে নকলনবিশরা চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের নকলনবিশরা চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন। তারা এই কর্মসূচির নাম দিয়েছেন ‘কলম বিরতি’। নকলনবিশ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ঘোষণা ও নির্দেশনা মোতাবেক মঙ্গলবার সকাল থেকে নাচোল সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে কর্মবিরতির ব্যানার ঝুলিয়ে নকলনবিশরা এই কর্মসূচি পালন করেন। নাচোল উপজেলা নকলনবিশ নজরুল ইসলাম বলেন, নকলনবিশরা বছরের পর বছর বৈষম্যের শিকার হয়ে আসছে। সরকারের গুরুত্বপূর্ণ একটি দপ্তরের গুরুত্বপূর্ণ ও জনসেবার কাজ করি আমরা, অথচ আমাদেরকে সরকারের কোষাগার থেকে কোনো বেতন-ভাতা দেওয়া হয় না। তিনি আরো বলেন, আমাদের জাতীয়করণ করা হলে রাষ্ট্রকে আমারা যে টাকা আয় করে দেই, সেই অর্থ থেকেই আমাদের বেতন দেওয়া সম্ভব। অন্য কোনো রাজস্ব খাত থেকে আমাদের এক টাকাও দিতে হবে না। এমনকি নিজেদের টাকা দিয়ে কাগজ-কলম কিনে কাজ করতে হয় আমাদের। নকলনবিশ সদস্যরা আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা সর্বাত্মক আন্দোলন কর্মসূচি ঘোষণা করে কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমেছিলাম। আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছিলেন, আপনারা ঘরে ফিরে যান। আপনাদের সকল দাবি দাওয়া এমনকি জাতীয়করণের দাবি মেনে নেয়া হবে। আমরা যখন ঘরে ফিরে যাই তখন ফ্যাসিস্ট সরকার আমাদের দাবি উপেক্ষা করে। আমরা এ মিথ্যা প্রতিশ্রুতি ও বৈষম্যের তীব্র নিন্দা জানাই। সদস্যরা আরো বলেন, আমরা দলিলের নকল লেখা বাবদ বর্তমানে প্রতি পৃষ্ঠা ৩৬ টাকা হারে পাই। এতে মাসে কয়েক হাজার টাকা আয় হয়, যা একজন নকলনবিশের সংসার চালানোর জন্য অতি নগণ্য। অথচ আমরাই এই অফিসের মূল চালিকাশক্তি। নকলনবিশ সদস্যরা বলেন, আমরা দীর্ঘদিন ধরে আমাদের চাকরি স্থায়ীকরণের (জাতীয়করণের) দাবিতে আন্দোলন করে আসছি। কর্মবিরতি পালন করেছি কয়েকবার। তৎকালীন সরকারের আশ্বাসে আমরা কর্মবিরতি স্থগিত করেছিলাম। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সঠিক সমাধান না হওয়ায় আবার কর্মবিরতি শুরু করেছি। জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ কর্মবিরতি কর্মসূচি পালন করছেন। আমাদের এই দাবি মানা না হলে আমরা সর্বাত্মক কর্মসূচি নিয়ে রাজপথে নামব। নারী নকলনবিশ সদস্যরা বলেন, আমরা রাষ্ট্রের কোনো সুযোগ-সুবিধা পাই না। এমনকি নারী হিসেবে আমাদের মাতৃকালীন কোনো সুযোগ-সুবিধাও নেই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এই বৈষম্যের বিলোপ চাই এবং আমাদের চাকরির জাতীয়করণ চাই।

বিশিষ্ট ব্যবসায়ী এরফান আলীর দাফন সম্পন্ন

বিশিষ্ট ব্যবসায়ী এরফান আলীর দাফন সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি এবং এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এরফান আলীর দাফন সম্পন্ন হয়েছে। আজ সকাল সাড়ে ৯টায় তার নয়াগোলাস্থ বাসভবনের পিছনে চাতালে প্রথম, এরফান গ্রুপ মসজিদের সামনে সকাল ১১টায় দ্বিতীয় এবং তার পৈত্রিক নিবাস নামোশংকরবাটির আব্দুল আজিজ গোরস্থান মাঠে দুপুর ২টায় তৃতীয় নামাজে জানাজার পর সেখানে তাকে দাফন করা হয়। জানাজায় সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, হারুনুর রশীদ হারুন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, মাওলানা আব্দুল মতিন, চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহ-সভাপতি মসিউল করিম বাবুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। উল্লেখ্য, গত ৩ নভেম্বর রবিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে বাংলাদেশ সময় ১১টা ২০ মিনিটে তিনি শেষ নিশ^াস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, এরফান আলী দীর্ঘদিন থেকে ক্যান্সার ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ভোক্তাপর্যায়ে এলপিজি গ্যাসের দাম কমলো ১ টাকা

ভোক্তাপর্যায়ে এলপিজি গ্যাসের দাম কমলো ১ টাকা ভোক্তাপর্যায়ে এলপিজির গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। নভেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ টাকা কমিয়ে ১,৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ নতুন এ দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। যা সন্ধ্যা থেকে কার্যকর হবে। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, চলতি মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১,৪৫৬ টাকা থেকে ১ টাকা কমিয়ে ১,৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২ অক্টোবর ভোক্তা পর্যায়ে অক্টোবর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম সেপ্টেম্বর মাসের তুলনায় ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয়।  

সতর্কতা অবলম্বনে সরকারি কর্মচারীদের ৯ দফা নির্দেশনা

সতর্কতা অবলম্বনে সরকারি কর্মচারীদের ৯ দফা নির্দেশনা সরকারি কর্মচারীদের বিশেষ সতর্কতা অবলম্বনে নির্দেশনা দিয়েছে সরকার। সব সচিবদের কাছে ৯ দফা নির্দেশনা পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মোখলস উর রহমান স্বাক্ষরিত ওই নির্দেশনা সচিবদের কাছে পৌঁছেছে। নির্দেশনার মধ্যে রয়েছে, কোন প্রতিষ্ঠান থেকে আমন্ত্রণ এসেছে, অনুষ্ঠানের পেছনে কারা আছে। এসব বিষয়ে পরিষ্কার ধারণা নিতে প্রয়োজনে গোয়েন্দা সংস্থার সহযোগিতা নেয়ার পরামর্শও দেওয়া হয়েছে। সরকার কর্তৃক গেজেট নোটিফিকেশনের মাধ্যমে যে সকল দিবস বাতিল ঘোষণা করা হয়েছে, সে সকল দিবস যাতে পালিত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। বিতর্ক এড়াতে অনুষ্ঠানে আমন্ত্রিত অন্যান্য অতিথিবর্গ সম্পর্কেও তথ্য সংগ্রহ করা, কোনো বিতর্কিত ব্যক্তি অনুষ্ঠানের অতিথি তালিকায় থাকলে উক্ত অনুষ্ঠান পরিহার করার পরামর্শ দেয়া হয়েছে। অনুষ্ঠানের আমন্ত্রণপত্র/ব্যানার/লিফলেট/পতাকা/অন্যান্য যেকোনো ছাপানো কাগজের বর্ণনা, লোগো বা স্লোগান ইত্যাদি বিষয়ে কোনো আপত্তিকর/বিতর্ক সৃষ্টিকারী কোনো উপাদান রয়েছে কিনা, তা পরীক্ষা করতে বলা হয়েছে। যেকোনো প্রকারের গুজব থেকে নিজে এবং নিজ অধিক্ষেত্রের সকল সহকর্মীকে দূরে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠিতে।

লেবানন থেকে রাতে ফিরছেন ১৯৯ প্রবাসী বাংলাদেশী

লেবানন থেকে রাতে ফিরছেন ১৯৯ প্রবাসী বাংলাদেশী যুদ্ধবিদ্ধস্ত লেবানন থেকে রাতে দুই দফায় দেশে ফিরছেন ১৯৯ বাংলাদেশি। আজ রাত ১১টায় বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন তারা। এছাড়া আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় অপর একটি চার্টার্ড ফ্লাইটে ১৬৭ জন দেশে ফিরবেন একই সময়ে। এর আগে রবিবার বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানায়, অষ্টম দফায় লেবানন থেকে আজ রাত ১১টার পর ঢাকায় পৌঁছাবে ৩২ বাংলাদেশি। এখন পর্যন্ত ৭ দফায় লেবানন থেকে দেশে ফিরেছেন ৩৩৮ জন।

হাইকোর্টের রুল পিলখানা হত্যা মামলার পুনঃতদন্ত

হাইকোর্টের রুল পিলখানা হত্যা মামলার পুনঃতদন্ত রাজধানীর পিলখানায় বিডিআর হত্যাকা- পুনঃতদন্তে কমিশন গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইন, বিচার ও মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজিপি ও র‌্যাব ডিজিকে বিবাদী করা হয়। রিটকারী আইনজীবী বলেন, ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যার নেপথ্যের কারণ জানতে চায় দেশের জনগণ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা পুনঃতদন্তের কথা বললেও এখনো কোনো পদক্ষেপ নেয়া হয়নি। তাই রিট আবেদন করা হয়েছে।