চ্যালেঞ্জের মুখে আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পের প্রত্যাবর্তনে

চ্যালেঞ্জের মুখে আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পের প্রত্যাবর্তনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয়ে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করেছেন ডোনাল্ড ট্রাম্প। নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ২০২৫ সালের ২০ জানুয়ারি শপথ নেবেন ট্রাম্প। সেদিন থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের ক্ষমতা ও দায়িত্ব, দুই-ই পাবেন। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ফিরে আসা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য মোটেই আশাব্যঞ্জক নয় বলে ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে। ইরান ইন্টারন্যাশনালের সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক মোরাদ ভেইসি জানান, ট্রাম্পের প্রথম শাসনামলে খামেনি তার ঘনিষ্ঠ কমান্ডার কাসেম সোলেইমানিকে হারান। ২০২০ সালের জানুয়ারিতে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় ইরানের জেনারেল কাসেম সোলেইমানি নিহত হন। এছাড়া ইরানের তেল রপ্তানিতে ধস নামে ট্রাম্প আমলেই। একইসঙ্গে ট্রাম্পের প্রথম মেয়াদে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। চার বছর আগে খামেনি প্রায় নিশ্চিত ছিলেন যে ট্রাম্পের বিদায় তার জন্য অনেকটা স্বস্তি ছিল। কিন্তু ট্রাম্পের রাজনৈতিকভাবে ফিরে আসা খামেনির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। ট্রাম্পের বিজয়ের প্রথম তিন দিন কার্যত চুপ ছিলেন খামেনি। শুধু খামেনি বলেছেন, মার্কিন সব প্রেসিডেন্টই দুর্নীতিগ্রস্ত। তবে তিনি মার্কিন নির্বাচন বা ট্রাম্পের নাম মুখে নেননি। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি হয়তো এখন বিকল্প চিন্তাভাবনা করছেন। তিনি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুক্ত হওয়ার জন্য প্রস্তুতি নেবেন নাকি বৈরী অবস্থান বজায় রাখবেন। ইরানের পররাষ্ট্রনীতি বিশ্লেষক আবদোলরেজা ফারাজি-রাদের মতে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উচিত ঐক্যমত্য গড়ে তোলার জন্য কাজ করা এবং ট্রাম্পের সঙ্গে যোগাযোগ স্থাপন করা। ফারাজি-রাদ উল্লেখ করেছেন যে ইরান থেকে পাঠানো বার্তার সুরের ওপর ট্রাম্পের কেমন জবাব হবে তা অনেকটা নির্ভর করছে। ফাজারি জোর দিয়ে বলেছেন, ট্রাম্পের সঙ্গে যোগাযোগের উদ্দেশ্য হবে ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং পেজেশকিয়ানের উচিৎ হবে ভারসাম্য পররাষ্ট্র নীতির মাধ্যমে এটি করা। মধ্যপন্থী রাজনীতিবিদ হামিদ আবুতালেবি জানিয়েছেন, মাসুদের উচিৎ ট্রাম্পকে অভিনন্দন জানানো। তবে মাসুদ পেজেশকিয়ান খামেনি অনুমতি ছাড়া এটি করবেন না। এবং অন্যদিকে খামেনিও এমন উদ্যোগ প্রত্যাখ্যান করবেন। কট্টরপন্থী ভাষ্যকার আব্বাস সালিমি নামিন অবশ্য পূর্ণ আস্থা ব্যক্ত করেছেন যে ইরান কখনোই ট্রাম্পের সঙ্গে আলোচনা করবে না। ইরান ইন্টারন্যাশনাল বলছে, খামেনি নেতৃত্বাধীন ইরান গত ছয় বছর ধরে গভীর অর্থনৈতিক সংকটে। দেশটির মুদ্রার মানও তলানিতে। খামেনি বর্তমানে শক্তিশালী ইসরায়েলের সঙ্গে লড়ছেন। তবে ইরানের প্রক্সি বাহিনীগুলো বর্তমানে গাজা এবং লেবাননে ধুঁকছে। তাই ট্রাম্পের আবার প্রত্যাবর্তন খামেনির জন্য দুঃস্বপ্ন। এছাড়াও ট্রাম্পের প্রত্যাবর্তন ইরানের পরমাণু কর্মসূচির ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির রক্ষণশীল আইনপ্রণেতা আহমেদ নাদেরি।ইরান ইন্টারন্যাশনাল টিভির ইরান বিশ্লেষক মোর্তেজা কাজেমিয়ান বলেন, কাশেম সোলেইমানিকে হত্যার জন্য ট্রাম্প গর্ববোধ করেছিলেন। এখন ট্রাম্পের সম্ভাব্য প্রত্যাবর্তন ইরানের বর্তমান নেতৃত্বের জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

মা-বাবা হচ্ছেন রাহুল ও আথিয়া দম্পতি, নানা সুনীল শেঠি

মা-বাবা হচ্ছেন রাহুল ও আথিয়া দম্পতি, নানা সুনীল শেঠি মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী, সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি। ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুল ও আথিয়া দম্পতির এটি প্রথম সন্তান।  আজ ইনস্টাগ্রাম পোস্টে এ ঘোষণা দেন আথিয়া। শিশুর পদচিহ্নের ছবি দিয়ে যৌথ বিবৃতিতে আথিয়া-লোকেশ লেখেন, ‘খুব শিগগির আমাদের চমৎকার আশীর্বাদ আসছে, ২০২৫।’ এরপর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই দম্পতি। নেটিজেনদের পাশাপাশি আথিয়ার সহকর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন। সুনীল শেঠিও অভিবাদন জানিয়েছেন কন্যাকে। তা ছাড়াও সোনাক্ষী সিনহা, অর্জুন কাপুর, এষা গুপ্তা, শিবানি আখতারসহ অনেকে অভিনন্দন জানিয়েছেন। ২০১৯ সালের ফেব্রুয়ারির দিকে আথিয়া ও রাহুলের প্রেমের সম্পর্কের শুরু। বন্ধু আকাঙ্ক্ষা রঞ্জন কাপুরের মাধ্যমেই দু’জনের পরিচয়। যদিও তাদের প্রেমের বিষয়টি নিয়ে মিডিয়ায় প্রথম চর্চা শুরু হয় একই বছরের জুনে। এরপর ডিসেম্বরে ইনস্টাগ্রামে আথিয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করেন রাহুল, যা তাদের প্রেমের গুঞ্জন আরো উসকে দেয়। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আকার ইঙ্গিতে একাধিকবার নিজেদের প্রেমের বিষয়টি প্রকাশ করেন রাহুল ও আথিয়া। সর্বশেষ ২০২৩ সালের ২৩ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়েন এই যুগল।

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিনে আরো ৩ জন আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিনে আরো ৩ জন আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙঙ্গুরোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২১ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন করে ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তারা সবাই নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনাক্ত হন। বর্তমানে ভর্তি আছেন ১২ জন রোগী। তাদের মধ্যে ৯ জন পুরুষ, ১ জন নারী ও ২ জন শিশু রয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৬ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, গোমস্তাপুরে ১ জন, নাচোল ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন করে রোগী ভর্তি রয়েছেন। ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এসব তথ্য জানিয়েছেন।

শিবগঞ্জে গাছে খড়ি সংগ্রহের সময় বিদূৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

শিবগঞ্জে গাছে খড়ি সংগ্রহের সময় বিদূৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু শিবগঞ্জ উপজেলার শাহাবজপুর ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর গ্রামে একটি আমগাছে উঠে বাড়ির জ¦ালানির জন্য শুকনো লকড়ি সংগ্রহকালে বিদ্যূৎস্পৃষ্টে মারুফ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আব্দুল করিমের ছেলে ও ভোলাহাট চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালের বাড়ির প্রায় এক কিলোমিটার দূরের ওই গাছে চড়ে লকড়ি সংগ্রহ করছিল মারুফ। একপর্যায়ে অসাবধানতাবশত গাছ ঘেঁষে যাওয়া পল্লী বিদূতের সঞ্চালণ তারের সংস্পর্শে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে গাছেই তার মৃত্যু হয়। ডালে আটকে ঝুলতে থাকে তার মরদেহ। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা গাছ থেকে মরদেহ নামায়। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আরমান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মারুফের মরদেহ উদ্ধার করে। পরে আইনী কার্যক্রম শেষে মরদেহ আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

দশ মাসে সৌদি গেছেন প্রায় ৪ লাখ বাংলাদেশি

দশ মাসে সৌদি গেছেন প্রায় ৪ লাখ বাংলাদেশি বিদেশে দক্ষ বাংলাদেশি কর্মী পাঠানো বাড়ছে। তবে বেশিরভাগই সৌদি আরবের গিগা-প্রকল্পে কর্মসংস্থান খুঁজছেন। এ বছর দেশ থেকে বিদেশে কর্মসংস্থানের জন্য আবেদন করেছেন- এমন প্রায় ৭ লাখ মানুষের মধ্যে ৩ লাখ ৭৪ হাজারের বেশিই সৌদি আরবে গেছেন। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশের পরেই সৌদিতে যাওয়া লোকদের মধ্যে শীর্ষে রয়েছে মালয়েযশিয়া ও কাতার। বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত সচিব শাহ আবদুল তারিক আরব নিউজকে বলেন, বেশ কয়েকটি গিগা-প্রকল্পের কারণে সৌদি আরবে অভিবাসী শ্রমিকদের উচ্চ চাহিদা রয়েছে।

প্রবাসী আয়ে রিজার্ভ বেড়ে ২০ বিলিয়নের ঘরে

প্রবাসী আয়ে রিজার্ভ বেড়ে ২০ বিলিয়নের ঘরে প্রবাসী আয় বেড়ে প্রায় দুই মাস পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে সবশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতিতে গতকাল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়ায়। এক সপ্তাহ আগেও রিজার্ভের পরিমাণ ছিল ১৯ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। তথ্য বলছে, গত মাসের শুরুর দিকে অর্থাৎ ২ অক্টোবর গ্রস রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৪ বিলিয়ন এবং বিপিএম-৬ ছিল ১৯ দশমিক ৭৬ বিলিয়ন।

একটি সুন্দর দেশ গড়তে চাই বলেছেন সেনাপ্রধান

একটি সুন্দর দেশ গড়তে চাই বলেছেন সেনাপ্রধান সব ধর্মের মানুষ মিলে একটি সুন্দর দেশ গড়ার আশা প্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বিকেলে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান ও বৌদ্ধ মহাসম্মেলনে তিনি এ কথা বলেন। সেনপ্রধান বলেন, প্রতি বছর এভাবে দিনটি উদ্যাপন করা হোক। এজন্য যা সহায়তা দরকার আমরা তাই করবো। তিনি বলেন, পার্বত্য অঞ্চল আমাদের দেশের একটি বিশাল সম্পদ। তাই পার্বত্য অঞ্চলের শান্তির জন্য যা দরকার আমি তাই করবো। ওয়াকার-উজ-জামান বলেন, সম্প্রীতির একটি দেশ গড়ে তুলতে চাই।

সুসি উইলস হোয়াইট হাউজের প্রথম নারী চিফ অব স্টাফ

সুসি উইলস হোয়াইট হাউজের প্রথম নারী চিফ অব স্টাফ হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে সুসি উইলসকে বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সদ্য নির্বাচিত রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। ৬৭ বছর বয়সী সুসি হবেন হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ। আজ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, ট্রাম্পের নির্বাচনী প্রচার কার্যক্রম-সংক্রান্ত দুই ব্যবস্থাপকের একজন সুসি। ২০২৫ সালের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। সুসি হোয়াইট হাউসের চিফ অব স্টাফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বাররক্ষক হিসেবে কাজ করেন। প্রেসিডেন্টের বিভিন্ন কাজের সময়সূচি নির্ধারণ করবেন। সরকারের অন্যান্য বিভাগ ও আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন তিনি।

৯ উইকেটের ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা আনলো পাকিস্তান

৯ উইকেটের ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা আনলো পাকিস্তান প্রথম ম্যাচে জয়ের খুব কাছে গিয়েছিল পাকিস্তান। তবে প্যাট কামিন্সের ব্যাটে ভর করে অস্ট্রেলিয়ার কাছে ২ উইকেটে হেরে যায় মোহাম্মদ রিজওয়ানের দল। সিরিজ বাঁচাতে তাই দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না পাকিস্তানের সামনে। এমন ম্যাচে অজিদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারীরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা এনেছে পাকিস্তান। আজ অ্যাডিলেড ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান পাক অধিনায়ক রিজওয়ান। ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই পেসার হ্যারিস রউফ ও শাহীন আফ্রিদির তোপে ৩৫ ওভারে ১৬৩ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। দলের পক্ষে স্টিভেন স্মিথ করেন সর্বোচ্চ ৪৮ বলে ৩৫ রান। এছাড়া জস ইংলিশ ২৫ বলে ১৮ ও ম্যাথুউ শর্ট করেন ১৫ বলে ১৯ রান। পাকিস্তানের পক্ষে রউফ ৫টি ও শাহীন নেন ৩টি উইকেট। ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানকে উড়ন্ত শুরু এনে দেন সায়েম আয়ুব ও আব্দুল্লাহ শফিক। অজি বোলারদের ওপর চড়াও হন এই দুই পাক ওপেনার। আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তারা। দলীয় ১৩৭ রানে ৭১ বলে ৮২ রান করে অ্যাডাম জাম্পার বলে আউট হন আয়ুব। তার বিদায়ের পর ক্রিজে আসা বাবর আজমকে সঙ্গে নিয়ে ১৪১ বল হাতে রেখে জয় পায় পাকিস্তান।

ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়নস ট্রফি খেলে অবসরে নবী

ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়নস ট্রফি খেলে অবসরে নবী আগামী ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়নস ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবী। গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পোস্ট করা একটি ভিডিওতে নবী নিজেই এ ঘোষণা দেন। পরে ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেন এসিবির প্রধান নির্বাহী নসিব খান। ওয়ানডেতে মোহাম্মদ নবীর অভিষেক হয় ২০০৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। এর পর খেলেছেন টানা ১৫ বছর ধরে। ১৬৫টি ম্যাচ খেলে করেছেন ৩৫৪৯ রান, নিয়েছেন ১৭১ উইকেট। এই সংস্করণে আফগানিস্তানের শীর্ষ রানসংগ্রাহক ও শীর্ষ উইকেটশিকারি হিসেবে তিনি দুইয়ে আছেন। এর আগে ২০১৯ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান এই অলরাউন্ডার।