৩০ ডিসেম্বর শুরু বিপিএলের একাদশ আসর

৩০ ডিসেম্বর শুরু বিপিএলের একাদশ আসর ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে ৩০ ডিসেম্বর শুরু হবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএলের একাদশ আসরে সাত দল অংশ নিচ্ছে। মোট ৪৬ ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা হবে ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে। ফাইনাল ম্যাচ হবে ৭ ফেব্রুয়ারি। বাড়তি একদিন রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। আগের ঘোষণা অনুযায়ী ২৬ ডিসেম্বর বিপিএল শুরু করতে চেয়েছিল আয়োজকরা। ৪ দিন পিছিয়ে চার-ছক্কার ধুন্ধমার প্রতিযোগিতা শুরু হবে ৩০ ডিসেম্বর থেকে। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবার বাদে দিনের ম্যাচগুলো শুরু হবে দুপুর দেড়টায়। সন্ধ্যার ম্যাচ শুরু হবে সাড়ে ছয়টায়। শুক্রবার দিনের ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। সন্ধ্যার ম্যাচ সন্ধ্যা ৭টায়। বিপিএল এবার গুছিয়ে ও পরিকল্পিতভাবে আয়োজন করতে চাচ্ছে বিসিবি। প্লেয়ার্স ড্রাফটের পরপরই বেশ কিছু উদ্যোগও নিয়েছে আয়োজকরা। বিপিএল মাঠে গড়ানোর দুই মাস আগে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান চূড়ান্ত করেছে আয়োজকরা, যা আগে কখনোই হয়নি। এবার দর্শকদের কথা মাথায় রেখে ই-টিকিট করার প্রক্রিয়াও হাতে নিয়েছে বিসিবি।
গোমস্তাপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গোমস্তাপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার গোমস্তাপুরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বিকেলে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দিঘা এলাকার আমবাগান পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ সন্ধ্যায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে অজ্ঞাত লাশটি পরিচয় কেউ শনাক্ত করতে পারিনি। স্থানীয়রা জানায়, বিকেলে ওই এলাকার আমবাগানে ওই ব্যক্তির লাশ দেখতে পায় এলাকার লোকজন। পরে তারা ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে। মৃত অজ্ঞাত ওই ব্যক্তির বয়স ৬০-৬৫ বছর হতে পারে। পরনে পাঞ্জাবী ও লুঙ্গি পড়ে ছিলেন বলে তিনি জানান। গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) আজিম জানান, অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় জানার চেষ্টা চলছে।
গোমস্তাপুরে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

গোমস্তাপুরে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরে নানা উন্নয়নমূলক কর্মকা- পরিদর্শন করলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। আজ সফরসূচীর শুরুতে গোমস্তাপুর থানা পরিদর্শন করেন। পরে তিনি চৌডালা ইউনিয়নের এলজিইডি প্রকল্পের কাজ, নন্দলালপুর কমিউনিটি ক্লিনিক, পল্লী সঞ্চয় ব্যাংকের কদমতলি গ্রাম উন্নয়ন সমিতি, গোমস্তাপুর ইউনিয়নের উপজেলা কৃষি অফিসের একটি ইনোভেশন প্রকল্প পরিদর্শনসহ বিকেলে উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সোনমসজিদ সীমান্তে ৮ কোটি টাকার ভারতীয় অলংকার জব্দ

সোনমসজিদ সীমান্তে ৮ কোটি টাকার ভারতীয় অলংকার জব্দ শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর এলাকায় বন্দর এলাকায় বিজিবি’র অভিযানে আমদানী পণ্যের আড়ালে পাচারকালে একটি বাংলাদেশী ট্রাক হতে ৭৬৭ কেজি (প্রায় ১৯ মন) ভারতীয় অলংকার জব্দ করেছে বিজিবি। বিজিবি জানিয়েছে, আটক পণ্য মূল্য প্রায় ৮ কোটি টাকা। বিজিবি জানায়, গতকাল গভীর রাতে পরিচালিত এ অভিযানে ওই ট্রাক জব্দ ও এর চালক সোনামসজিদ বালিয়াদীঘি গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুস শুকুর আটক হয়েছেন। বিজিবি ও কাস্টমস জানায়, বন্দর সংলগ্ন সীমান্ত এলাকায় ৫০০ বস্তা ভারতীয় চায়না ক্লে (তৈজসপত্র তৈরির কাঁচামাল) বোঝাই জব্দ ওই ট্রাকে তল্লাশী করে ৫৬টি বস্তায় ৪৩৭ কেজি ভারতীয় রৌপ্য সদৃশ (ইমিটেশন) ও ৩৩০ কেজি সিটি গোল্ডের অলংকার ছিল। সোনামসজিদ বিওপির আওতাধীন বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড এর ইয়ার্ড এলাকা থেকে সোনামসজিদের দিকে যাবার পথে ট্রাকটি আটক করে বিজিবির সোনামসজিদ বিওপির একটি টহল দল। বিজিবি ও কাস্টমস আরও জানায়, চায়না ক্লে’র রপ্তানীকারক প্রতিষ্ঠান হল ভারতের বিকে এন্টারপ্রাইজ। আমদানীকারক প্রতিষ্ঠান হল পাবনা দোগাছি বাংলাবাজার দক্ষিন রামচন্দ্রপুর এলাকার মেসার্স কাজী ট্রেডিং। বন্দরে আমদানীকারকের সিএন্ডএফ এজেন্ট ছিল মেসার্স গালফ ওরিয়েন্ট সি ওয়েজ। বন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা এসএম জাকারিয়া বলেন, চায়না ক্লে’র আড়ালে অলংকার নিয়ে আসা হচ্ছিল। চায়না ক্লে শুল্কায়ন করা হয় প্রতি টন ১০০ ডলার হিসেবে। অপর দিকে ওইসব অবৈধ অলংকারের শুল্কায়ন মূল্য প্রতিটন ৫০০০ ডলার। কাস্টমস কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করে এমন কর্মকান্ডে জড়িত থাকার প্রমাণ পেলে আমদানীকারক ও সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে লাইসেন্স বাতিল সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া বিজিবি এ ঘটনায় প্রয়োজনীয় ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করবে। তিনি আরও বলেন, ৫০০ বস্তার প্রতিটি খুলে খুলে তল্লাশী করে করে মাল ছাড় করা কঠিন কাজ। তবে বন্দরে ভেহিক্যাল স্ক্যানার থাকলে ওইসব পণ্য সহজেই ধরা পড়ত। স্ক্যানার না থাকায় সাধারণ ( ম্যানুয়াল) কাস্টমস পরীক্ষায় ওইসব পণ্য ধরা যায় নি। বন্দর কর্তৃপক্ষ আশা করছে, সরকারের একটি প্রকল্পের আওতায় বন্দরে শীঘ্রই স্ক্যানার বসানো হবে। আজ দুপুর আড়াইটার দিকে অভিযানে নেতৃত্ব দেয়া চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ৫৯ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব গোয়েন্দা সূত্রে বিপুল পরিমান পন্য চোরাচালান হতে পারে সম্পর্কিত পাওয়া তথ্যে অভিযানটি চালানো হয়।
গোমস্তাপুরে শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স বিতরণ

গোমস্তাপুরে শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স বিতরণ গোমস্তাপুরে দুটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ১৮৮ টি টিফিন বক্স বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলা সভাকক্ষে এ উপলক্ষে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স বিতরণ করেন। রাধানগর ইউনিয়ন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে সভাপতি ও স্বাগত বক্তব্য দেন ওই পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা। উল্লেখ্য,২০২৩-২৪ ইং অর্থ বছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল বিবিজি (২য় কিস্তি) এর আওতায় রাধানগর ইউনিয়নের রোকুনপুর পূর্বপাড়া ও সিদ্ধিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ১৮৮ টি টিফিন বক্স বিতরণ করা হয়।
ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ

ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ ঢাকাসহ দেশব্যাপী ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। স্থানীয় সরকার সচিব, স্বাস্থ্য সচিব, ঢাকার দুই সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা বাস্তবায়ন করে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে বলেছেন আদালত। পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান।
হাসিনাকে গ্রেপ্তারে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে চিঠি

হাসিনাকে গ্রেপ্তারে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে চিঠি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিদেশে পলাতক নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর। গত ৯ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পক্ষ থেকে এই চিঠি পাঠানো হয়। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে বিষয়টি গণমাধ্যমে জানানো হয়। এর আগে ১০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরোনো ভবনের সংস্কারকাজ পরিদর্শন শেষে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গণহত্যার অভিযুক্ত পলাতকদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার।
জানুয়ারিতে যুব উৎসবে যোগ দেবেন ফিফা প্রেসিডেন্ট

জানুয়ারিতে যুব উৎসবে যোগ দেবেন ফিফা প্রেসিডেন্ট ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানুয়ারিতে বাংলাদেশে যুব উৎসবে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণ গ্রহণ করেছেন। আজ প্রধান উপদেষ্টার ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন ফিফা প্রেসিডেন্ট। প্রধান উপদেষ্টা আসন্ন যুব উৎসবে যোগদানের জন্য তাকে আমন্ত্রণ জানান এবং বিশ্বজুড়ে স্বনামধন্য কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়ে তার সহযোগিতা চান। এর আগে গতকাল আন্তর্জাতিক জলবায় সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজানের রাজধানী বাকুতে গিয়েছেন।
আরো ৮ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

আরো ৮ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৮ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যর ট্রাইব্যুনাল আজ এ আদেশ দেন। এর আগে ১৭ অক্টোবর জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানের সময় ছাত্র ও জনগণের ওপর চালানো নৃশংসতা ও হত্যাকে কেন্দ্র করে ফৌজদারি মামলায় অভিযুক্ত ৪ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।
থমথমে মণিপুরে কারফিউ জারি

থমথমে মণিপুরে কারফিউ জারি ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের জিরিবাম জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সেখানকার প্রশাসন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল ওই জেলায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর একটি শিবিরের ওপরে হামলা চালায় সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। এরপর পুলিশের পাল্টা গুলিতে অন্তত ১০ জন সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হন বলে মণিপুর পুলিশ জানিয়েছে। মণিপুর পুলিশ তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেছে, গতকাল দুপুরে ‘সশস্ত্র উগ্রপন্থী’রা জিরিবাম জেলার জাকুরাডোর এলাকার একটি সিআরপিএফ চৌকিতে হামলা করেছে। প্রায় ৪০ মিনিট ধরে পাল্টা হামলা চালায় কেন্দ্রীয় বাহিনী।