বোলিংয়ে দাপুটে পারফরম্যান্সে ভারতের পার্থ জয়

বোলিংয়ে দাপুটে পারফরম্যান্সে ভারতের পার্থ জয় এর আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দল পার্থে কখনো টেস্ট হারেনি। বর্ডার-গাভাস্কার সিরিজ শুরুর আগে এই আলোচনাটা হচ্ছিল বেশ জোরেশোরে। মাঠে নামার পর অস্ট্রেলিয়ার দাপটের সেই প্রতিচ্ছবি ফুটে উঠেছিল। ভারতকে তারা গুঁড়িয়ে দিয়েছিল ১৫০ রানে। কিন্তু ভারত তো হাল ছাড়ার দল নয়। বোলিংয়ে জবাব দিল তারাও। অস্ট্রেলিয়াকে আটকে দেয় ১০৪ রানে। ৬ উইকেটে রান ৪৮৭। যে দাপটে দ্বিতীয় ইনিংসে জবাব দেওয়ার শক্তিটাই পেল না অস্ট্রেলিয়া। ৫৩৪ রানের পাহাড়সম লক্ষ্য তাড়ায় ২৩৮ রানে শেষ অস্ট্রেলিয়ার ইনিংস। প্রথম দল হিসেবে পার্থের অপটাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে হারের তিক্ত স্বাদ দিল ভারত। পাঁচ ম্যাচ সিরিজে ভারত এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
হিজবুল্লাহ-ইসরায়েলি বাহিনীর তুমুল সংঘর্ষ লেবাননে

হিজবুল্লাহ-ইসরায়েলি বাহিনীর তুমুল সংঘর্ষ লেবাননে লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গ্রামে ও শহরে ব্যাপক বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ন্যাশনাল নিউজ এজেন্সির এনএনএ প্রতিবেদনে বলা হয়েছে, খিয়াম শহরের চারপাশে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। সোমবার ২৫ নভেম্বর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দেইর আল-জাহরানিতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ইতোমধ্যে একজন নিহত হয়েছে। এ ছাড়া ইয়ামার আল-শফিকে অন্তত ১৫টি বাড়ি ধ্বংস হয়েছে। এনএনএ বলছে, কিয়ামে ইসরায়েলি বাহিনী তুমুল বোমাবর্ষণ চালিয়েছে। ইসরায়েলের স্থল বাহিনী শহরটিতে ট্যাঙ্ক নিয়ে অগ্রসরের চেষ্টা চালাচ্ছে। এনএনএ’র মতে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্রভাবে সংঘর্ষে জড়িত। তারা ইসরায়েলের দুইটি ট্যাংকে হামলা চালিয়েছে। এ ছাড়া শামা ও আল বেয়াদার উপকণ্ঠে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। দেইর মিমাসেও ইসরায়েলি সেনারা সক্রিয় বলে জানিয়েছে এনএনএ। তবে হিজবুল্লাহ যোদ্ধারা ওই অঞ্চলে চারটি রকেট হামলা চালিয়েছে। এর আগে গতকাল রোববার লেবানন থেকে হিজবুল্লাহ ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আশদদ নাভাল ঘাঁটিতে প্রথমবারের মতো হামলা চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে ৩৪০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে অন্তত ১১ জন আহত হয়েছে। সেইসঙ্গে তেল আবিবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ডিএমপি কমিশনার যৌক্তিক মামলা না নিলে ১ মিনিটে সাসপেন্ড

ডিএমপি কমিশনার যৌক্তিক মামলা না নিলে ১ মিনিটে সাসপেন্ড যৌক্তিক মামলা না নেওয়ার অভিযোগ আসলে ওসিকে এক মিনিটে সাসপেন্ড (বরখাস্ত) করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সোমবার ২৫ নভেম্বর ডিএমপি সদর দপ্তরে অটোরিকশা, অটোভ্যান ও ইজিবাইক চালকদের সঙ্গে বৈঠকে তিনি এ হুঁশিয়ারি দেন। বৈঠকে একজন রিকশাচালক বলেন, আমাকে কামরাঙ্গীরচর এলাকায় রোববার মারধর করা হয়। এমন অভিযোগে ডিএমপি কমিশনার বলেন, আপনি মামলা করেননি কেন? মামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। মামলা না নিলে সেই থানার ওসিকে এক মিনিটে সাসপেন্ড (বরখাস্ত) করা হবে। গরীবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না উল্লেখ করে সাজ্জাত আলী বলেন, রিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। কোনো পুলিশ চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে রক্ষা নেই। গরীবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা। রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে কোনো মন্তব্য না করে তিনি বলেন, আপনাদের বিষয়টি বিকালেই চেম্বার আদালতে উঠবে। সুতরাং আপনাদের বিকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে, ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রিকশাচালকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ডিএমপি কমিশনার। গত ১৯ নভেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মেট্রোপলিটন এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। হাইকোর্টের আদেশের পরদিন থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশার চালকেরা।
লঘুচাপটি নিম্নচাপে পরিণত

লঘুচাপটি নিম্নচাপে পরিণত দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বিষবীয় ভারত সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। সোমবার ২৫ নভেম্বর সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, নিম্নচাপটি আরও ঘণীভূত হতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় সোম ও মঙ্গলবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বুধবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময়ে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলেও পূর্বাভাসে বলা হয়।
বড় নিয়োগ সরকারি চাকরিতে

বড় নিয়োগ সরকারি চাকরিতে সরকারি চাকরিতে ক্যাডার এবং নন-ক্যাডার পদে বড় নিয়োগ দিতে যাচ্ছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান রোববার ২৪ নভেম্বর দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলনে ঘোষণা দেবেন। বাংলাদেশ সিভিল সার্ভিসে নিয়োগ নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন করবেন তিনি। জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, ক্যাডার এবং নন-ক্যাডার পদে প্রায় ২০ হাজার নিয়োগ দেওয়া হবে। এজন্য বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে সরকার পরিবর্তনের পর বিসিএসের মাধ্যমে বড় নিয়োগ দিতে যাচ্ছে সরকার।
চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে সাড়ে ৬%

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে সাড়ে ৬% জেটিতে দ্রুত জাহাজ ভেড়ায় ও পণ্য ওঠানামা দ্রুত হওয়ায় জাহাজের গড় অবস্থানকালও কমেছে, বলছে বন্দর কর্তৃপক্ষ। জাহাজ কিছুটা কম এলেও দেশের প্রধান চট্টগ্রাম সমুদ্রবন্দরে চলতি অর্থবছরের প্রথম চার মাসে কন্টেইনার ওঠানামা বেড়েছে প্রায় সাড়ে ৬ শতাংশ; তবে কমেছে কার্গোতে আনা পণ্যের পরিমাণ। জাহাজ আসার সংখ্যা ও কার্গো হ্যান্ডলিং কিছুটা কম হলেও কন্টেইনার ওঠানো-নামানোর সংখ্যা বেড়ে যাওয়া এবং জাহাজের গড় অবস্থানকাল কমে আসাকে ইতিবাচকভাবে দেখছেন বন্দরের কর্মকর্তারা। চট্টগ্রাম শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অগাস্ট মাসের আগে- পরে যে অস্থিরতা ছিল সেটি কাটিয়ে উঠতে শুরু করেছে। এটা ব্যবসায়ীদের জন্য সুখবর। এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তিনি বলেন, জাহাজ আসার সংখ্যা কম মানে আমদানি-রপ্তানি কম তা ঠিক নয়। আগে যেখানে ছোট আকারের জাহাজে ১২০০ থেকে ১৫০০ মতো কন্টেইনার আসতো সেখানে একটু বড় আকারের জাহাজে করে ২০০০ পর্যন্ত কন্টেইনার আসছে। এ অগ্রগতির ধারাবাহিকতা কতটুকু থাকছে তা নতুন বছরের শুরুতে আরও পরিষ্কার হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে আমদানি ও রপ্তানি মিলিয়ে বন্দরে ওঠানামা হয়েছে ১১ লাখ ১ হাজার ৯১৭ টিইইউস (প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্যের হিসেবে) কন্টেইনার। ২০২৩ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ১০ লাখ ৩০ হাজার ৭৫৭ টিইইউস। এ হিসাবে ৭১ হাজার ১৬০টি কন্টেইনার বেশি হ্যান্ডলিং হয়েছে; শতকরা হিসাবে বেড়েছে ৬ দশমিক ৪৫ শতাংশ। ২০২২ সালের একই সময়ে কন্টেইনার হ্যান্ডলিংয়ের সংখ্যা ছিল ১০ লাখ ২৩ হাজার ৭৩৯ টিইইউস। এ বছরের জুলাইয়ে ২ লাখ ৭১ হাজার ৩৩৫ টিইইউস, অগাস্টে ২ লাখ ৭১ হাজার ৮৬৯ টিইইউস, সেপ্টেম্বরে ২ লাখ ৮৩ হাজার ৩২৪ টিইইউস ও অক্টোবরে ২ লাখ ৭৫ হাজার ৩৮৯ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং হয়। অপরদিকে চলতি অর্থবছরের জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মিলিয়ে চট্টগ্রাম বন্দরে কার্গো (খোলা পণ্য) হ্যান্ডলিং হয়েছে ৩ কোটি ৯১ লাখ ১৬ হাজার ৫০২ মেট্রিক টন। ২০২৩ সালের এ সময়ে যা ছিল ৪ কোটি ৬ লাখ ১৬ হাজার ২৮৩ টন। কার্গো হ্যান্ডলিং কমেছে ১৪ লাখ ৯৯ হাজার ৭৮১ টন। ২০২২ সালে কার্গো হ্যান্ডলিং হয়েছিল ৩ কোটি ৯৮ লাখ ২৯ হাজার ৩৬২ টন। চট্টগ্রাম বন্দরে গত চার মাসে জাহাজ এসেছে ১২৮১টি, যা গত বছরের এ সময়ের তুলনায় ১৬১টি কম। ২০২৩ সালের এ সময়ে এসেছিল ১৩৯২টি। ২০২২ সালের একই সময়ে বন্দরে আসা জাহাজের সংখ্যা ছিল ১৪৬০টি। চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অতীতে যে সংকট ছিল তা কাটিয়ে উঠছে চট্টগ্রাম বন্দর। এর প্রমাণ গত চার মাসে কন্টেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ বেড়েছে। এছাড়া সামগ্রিক পরিস্থিতি ভালো থাকায় বন্দরে জমে থাকা কন্টেইনারের সংখ্যাও আগের চেয়ে অনেক কমেছে। তিনি বলেন, বন্দরে জাহাজ কম এলেও সেটি গুরুত্বপূর্ণ না। কারণ অতীতে কিছুটা ছোট জাহাজে কম কন্টেইনার আসত। এখন বড় জাহাজ জেটিতে ভিড়তে পারছে। সেসব জাহাজ বেশি সংখ্যক কন্টেইনার নিয়ে চট্টগ্রামে আসছে।কন্টেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ বাড়া বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং অগ্রগতির সূচক নির্দেশ করে বলে মনে করেন বন্দর সচিব। তার দেওয়া তথ্য অনুযায়ী, তিন মাসে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৮ লাখ ৩০ হাজার ৫৮২ টিইইউস, যা গত বছরের একই সময়ের চেয়ে ৭৬ হাজার ৯৮৬ টিইইউস বেশি। গত বছরের একই সময়ের তুলনায় কন্টেইনার হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধি ১০ দশমিক ২২ শতাংশ। বন্দর চেয়ারম্যান বলেন, গত ১৬ জুলাই পড়ে থাকা কন্টেইনার ছিল সাড়ে ৪৫ হাজার, যা ধারণক্ষমতার প্রায় ৮৫ শতাংশ। গত তিন মাসে তা কমে ৩৪ হাজারে নেমে এসেছে। এছাড়া বন্দরে জাহাজের গড় অপেক্ষমান সময়ও কমে একদিনে নেমে এসেছে। জোয়ার-ভাটার ওপর নির্ভরশীল দেশের প্রধান এ সমুদ্র বন্দরে জাহাজের গড় অবস্থানকালও এক থেকে দেড় দিনে নেমে এসেছে। বন্দরে এলেই সঙ্গে সঙ্গে বার্থিং পাওয়ার তথ্য দেন বন্দর সচিব।
নতুন নির্বাচন কমিশনের শপথ আজ

নতুন নির্বাচন কমিশনের শপথ আজ প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনার শপথ নেবেন আজ। বেলা দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করাবেন বলে জানিয়েছেন আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। নতুন কমিশনে কমিশনার হিসেবে থাকছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। আগামী জাতীয় নির্বাচন আয়োজনের ভার থাকবে এ কমিশনের ওপর। প্রবল গণআন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের এক মাস পর গত ৫ সেপ্টেম্বর হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশন পদত্যাগ করেন। এর আড়াই মাস পর বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শান্তিপূর্ণ ও উৎসবমূখর চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের ভোট গ্রহণ সম্পন্ন

শান্তিপূর্ণ ও উৎসবমূখর চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের ভোট গ্রহণ সম্পন্ন শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিক ২০২৪-২০২৬ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আজ সকাল ৯টা থেকে শহরের পুরাতন বাজারে অবস্থিত চেম্বার ভবনে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল সোয়া ৪টা পর্যন্ত চলে। চেম্বার সূত্র জানায়, নির্বাচনে ২টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতি প্যানেলে ১৮ জন করে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেল দুটি হচ্ছে চেম্বারের বিদায়ী সভাপতি আব্দুল ওয়াহেদ এর নেতৃত্বাধীন সম্মিলিত ব্যবসায়ী স্বার্থ উন্নয়ন ফোরাম এবং হারুন-আনোয়ার- তরিকুল মোল্লার নেতৃত্বে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। চেম্বার সদস্য নারী ও পুরুষ ভোটাররা স্বত:স্ফুর্তভাবে ভোট প্রদান করেছেন পছন্দের প্রার্থীকে। নির্বাচনে সাধারন পরিচালক পদে ১৩ জন এবং সহযোগী পরিচালক পদে ৫ জনসহ মোট ১৮ জন পরিচালক ভোটারদের সরাসরি ভোটে নির্বাচিত হবেন। এছাড়া ট্রেড গ্রুপ অর্থাৎ জেলা ট্রাক মালিক গ্রুপ, বাস মালিক গ্রুপ, চাউল কল মালিক গ্রুপ ও সোনামসজিদ আমদানী-রপ্তানী কারক গ্রুপ থেকে ৪ জন পরিচালক তারা নিজেরাই ইতিমধ্যেই নির্বাচিত করেছেন। ভোটে নির্বাচিত ও ট্রেড গ্রুপ থেকে নির্বাচিত মিলিয়ে মোট ২২জন পরিচালক হবেন। নির্বাচন নিয়ে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ৩ সদস্যের নির্বাচনী আপিল বোর্ডে আপিল করা যাবে। আগামী ১ ডিসেম্বর মোট ২২ জন পরিচালক পরবর্তী মেয়াদের জন্য সভাপতি,সিনিয়র-সহসভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবেন। অন্য ১৯ জন পরিচালক হিসাবেই থাকবেন। নির্বাচনে মোট ভোটার ১ হাজার ৪৫৪ জন। এর মধ্যে সাধারণ ভোটার ১ হাজার ২৭৬ জন এবং সহযোগি ভোটার ১৭৮ জন। সাধারণ ও সহযোগী ভোটার পৃথক এবং তারা শুধু নিজ প্রার্থীদেরই ভোট দিয়েছেন। জেলা আদালতের জিপি, পিপি, জেলা আইনজীবী সমিতির বিশিষ্ট আইনজীবীগণ ভোট পর্যাবেক্ষন ও ভোটগ্রহণ কার্যক্রমের দায়িত্বে রয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করবেন ৩ সদস্যের নির্বাচন বোর্ড। নির্বাচন বোর্ড চেয়ারম্যান এড. সোলাইমান বিশু বলেন, নির্বাচন সুষ্ঠু করতে যাবতীয় প্রস্তুতি রয়েছে। সবাই যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হয়। তিনি আরও বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। গণনা চলছে। গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না বলেছেন আইজিপি

নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না বলেছেন আইজিপি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাগুলো যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। নিরীহ কারো নামে মামলা হলে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা প্রত্যাহারের ব্যবস্থা করতে হবে। আজ সকালে পুলিশ সদর দপ্তরে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতিত্বকালে মাঠ পর্যায়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন তিনি। কোনো পুলিশ সদস্যকে অযথা ভিকটিমাইজ না করার আহ্বান জানান তিনি। জনগণের সঙ্গে সংযোগ বাড়ানোর জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন আইজিপি।
দেশে ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, শনাক্ত ৮৮৬

দেশে ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, শনাক্ত ৮৮৬ দেশে গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভাইরাসটি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৮৬ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরে বলা হয়, একদিনে সারা দেশে ৯৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৮১ হাজার ৪৫৬ জন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৪৮ জনের।