চার সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

 চার সমুদ্র বন্দরে সতর্ক সংকেত দেশের চারটি সমুদ্র বন্দরে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মঙ্গলবার ২৬ নভেম্বর আবহাওয়ার ২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি সোমবার (২৫ নভেম্বর) মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২০৬০ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৯৯৫ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৯৯৫ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৯৭০ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিমি-এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিমি, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হতাহতদের স্মরণ করবে জেলা প্রশাসন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হতাহতদের স্মরণ করবে জেলা প্রশাসন সারাদেশে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণের উদ্যোগ নিয়েছে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসন। নিহত ও আহতদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে আগামী ৩০ নভেম্বর বেলা ১১টায় জেলাশহরের শহীদ সাটু অডিটোরিয়ামে স্মরণসভার আয়োজন করা হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই বিষেয় অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দীন, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) ইকতেখারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নুরুজ্জামান, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক আবু ফরহাদ আহমাদ, নবাবগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মুস্তাফিজুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক উম্মে কুলসুম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তফা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক আবদুর রাহিম, মুখ্য সংগঠক মোতাসিন, মুখপাত্র রুমি খাতুন, সদস্য সচিব সাব্বির আহমেদসহ অন্যরা। সভায় আগামী ৩০ নভেম্বর শনিবার বেলা ১১টায় শহীদ সাটু হলে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা করার সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে চাঁপাইনবাবগঞ্জের ১২ জন আহত এবং একজন নিহত হন।

চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে নারী ও শিশু নির্যাতন, মানব পাচার ও যৌতুক প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রাধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আব্দুস সামাদ। সভায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ গোলাম মোস্তফা সভাপতিত্বে আরো উপস্থিত হয়ে ক্বেরাত পাঠ করেন, মাওলানা ওয়ালিদ হাসান, মুনাজাত করেন তোফাজ্জুল হোসেন। এছাড়াও আলোচনা সভায় বিভিন্ন মসজিদের মাওলানা, মাদ্রসার শিক্ষকবৃন্দ- সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় নারী ও শিশু নির্যাতন, মানব পাচার ও যৌতুক প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দ করণীয় সম্পর্কে প্রধান অতিথি আব্দুস সামাদ বিস্তারিত আলোচনা করেন ও করণীয় বিষয়ে তুলে ধরেন।

চাঁপাইনবাবগঞ্জে যাজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে যাজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার সদর উপজেলার দেবিনগর পাড়ালটোলা গ্রাম থেকে ২০০৯ সালে ঢাকার তেঁজগাও  থানায় দায়েরকৃত মাদক মামলার যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী জিয়ারুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত সোহরাব হোসেন মন্ডলের ছেলে।  রায়ের সময় থেকে তিনি দিনমজুর বেশে পালিয়ে ছিলেন। গতকাল রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বলেন, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারায় দায়েরকৃত মামলায় ঢাকার সিনিয়র দায়রা জজ আদালত নং-৫ জিয়ারুলকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে।

চেম্বারের নির্বাচনে নির্বাচিত হওয়ায় লুনাকে শুভেচ্ছা জানিয়েছে প্রয়াস

চেম্বারের নির্বাচনে নির্বাচিত হওয়ায় লুনাকে শুভেচ্ছা জানিয়েছে প্রয়াস জেলায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে ব্যবসায়ী রাইহানুল ইসলাম লুনা নির্বাচিত হওয়া ফুলেল শুভেচ্ছা জানিয়েছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। আজ সকালে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন মিস্ত্রিপাড়ায় তার নিজস্ব অফিসে গিয়ে শুভেচ্ছা জানান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, প্রয়াসের পরিচালক (মানব সম্পদ ও প্রশাসন) ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, কনিষ্ঠ সহকারী পরিচালক (হিসাবরক্ষণ) তানভির আহমেদ রিয়াদ ও রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম। উল্লেখ্য, গত ২৩ নভেম্বর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে হারুন-আনোয়ার-তরিকুল মোল্লা প্যানেল থেকে একমাত্র রাইহানুল ইসলাম লুনা নির্বাচিত হয়েছেন।

একনেকে ৫ হাজার ৯১৫ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

একনেকে ৫ হাজার ৯১৫ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫ হাজার ৯১৫ কোটি ৯৯ টাকা ব্যয় সম্বলিত ৫টি প্রকল্প অনুমোদন হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ৯৫ কোটি ৯৪ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ৪ হাজার ৭৮৭ কোটি ৫০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩২ কোটি ৫৫ লাখ টাকা। আজ রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। সভা শেষে এনইসি কমিটি কক্ষ-১ এ সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব তথ্য জানান।

৭ কলেজের স্নাতক পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের জন্য সরকারের বার্তা

৭ কলেজের স্নাতক পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের জন্য সরকারের বার্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি ৭ কলেজের স্নাতক চতুর্থ বর্ষের আগামীকাল চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজের ২০২৩ সালের চতুর্থ বর্ষ স্নাতক পরীক্ষার সময়সূচি থেকে আগামীকালকের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। তবে স্থগিত করা পরীক্ষার পরিবর্তিত সময়সূচি শিগগির ঘোষণা করা হবে। এছাড়া পূর্বঘোষিত সময়সূচির অন্যান্য পরীক্ষা অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এদিকে, সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে সরকার। এসব সংঘাতের পেছনে কোনো ধরনের ইন্ধন থাকলে তা কঠোর হাতে দমন করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেন, সম্প্রতি বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে যে সংঘাত-সংঘর্ষ হয়েছে, সরকার তার প্রতি নজর রাখছে। ছাত্র-ছাত্রীদের কোনো ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। এর আগে আজ সকাল থেকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়।

আগামী মার্চের মধ্যে শ্রম আইন সংশোধন বলেছেন শ্রম সচিব

আগামী মার্চের মধ্যে শ্রম আইন সংশোধন বলেছেন শ্রম সচিব আগামী মার্চ মাসের মধ্যে শ্রম আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান। আজ সকালে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি কেলি এম ফা রোদ্রিগেজের নেতৃত্বে আসা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। বৈঠকে শ্রম আইন যুগোপযোগী করা, শ্রমিকের ইউনিয়ন করার সুযোগ দেওয়া, ন্যূনতম মজুরি নিশ্চিত করা, শ্রমিকের মানবাধিকার নিশ্চিত করা এবং কর্ম পরিবেশ যথাযথ করাসহ ১১ দফা বাস্তবায়ন করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। শ্রমিকদের নামে যে মামলা হয়েছে তা স্বাধীনভাবে তদন্ত করার কথাও বলেন তারা।

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ-ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ-ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গ্রামে ও শহরে ব্যাপক বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) প্রতিবেদনে বলা হয়েছে, খিয়াম শহরের চারপাশে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। আজ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দেইর আল-জাহরানিতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ইতোমধ্যে একজন নিহত হয়েছে। এ ছাড়া ইয়ামার আল-শফিকে অন্তত ১৫টি বাড়ি ধ্বংস হয়েছে। এনএনএ বলছে, কিয়ামে ইসরায়েলি বাহিনী তুমুল বোমাবর্ষণ চালিয়েছে। ইসরায়েলের স্থল বাহিনী শহরটিতে ট্যাঙ্ক নিয়ে অগ্রসরের চেষ্টা চালাচ্ছে।

উত্তাল পাকিস্তানে পুলিশের সঙ্গে ইমরান সমর্থকদের ব্যাপক সংঘর্ষ

উত্তাল পাকিস্তানে পুলিশের সঙ্গে ইমরান সমর্থকদের ব্যাপক সংঘর্ষ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা কর্মসূচি ঘিরে রাজধানী ইসলামাবাদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কারাগার থেকে দলের নেতার ডাকা বিক্ষোভে সাড়া দিয়ে রাজধানী ইসলামাবাদের দিকে রওনা দিয়েছে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক। ইমরান খানের দল পিটিআই সমর্থকদের এ বহরকে আটকাতে নানা পদক্ষেপ নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইসলামাবাদে আসতে থাকা এসব পিটিআই সমর্থকের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষও ঘটছে। বিবিসির লাইভ খবরে বলা হয়েছে, ‘ডি চৌক’এলাকায় অর্থাৎ রাজধানীর প্রবেশমুখে ব্যারিকেড দেওয়া হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ইসলামাবাদে ২ মাসের জন্য ৫ বা তার অধিক মানুষের সমাবেশ নিষিদ্ধ বা ১৪৪ ধারা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে খাইবার পাখতুনখোয়া, পাঞ্জাব ও অন্যান্য প্রদেশ থেকে পিটিআই সমর্থকরা রাজধানীর দিকে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে।