সম্পর্ক ভেঙে মল্লিকা বললেন

সম্পর্ক ভেঙে মল্লিকা বললেন ফরাসি প্রেমিক অতীত। নিজেকে সিঙ্গল ঘোষণা করলেন মল্লিকা শেরওয়াত। অভিনেত্রী জানালেন, ফরাসি ব্যবসায়ী সিরিল অউক্সেনফানসের সঙ্গে তাঁর ব্রেকআপ হয়েছে। সম্পর্ক ভাঙার পর মল্লিকার উপলব্ধি, বর্তমানে যোগ্য পুরুষের বড় অভাব রয়েছে। ভারতের হরিয়ানায় বড় হয়েছেন মল্লিকা। পরিবারের অমতেই বলিউডে কাজ শুরু করেছিলেন। তার আগে বিমান সেবিকা হিসেবে কাজ করেছেন। সেই দিল্লির পাইলট করণ সিং গিলকে বিয়ে করেছিলেন। পরে ডিভোর্সও হয়ে যায়। বলিউড কেরিয়ারের যাতে ক্ষতি না হয়, এই বিষয়টি বহুদিন গোপন রেখেছিলেন মল্লিকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্রেকআপের কথাটি জানান মল্লিকা। নায়িকা বলেন, ‘এখনকার এই সময়ে এবং এই বয়সে যোগ্য পুরুষ আর কই! তা পাওয়া বড় দুষ্কর। হ্যাঁ, এটা সত্যি যে আমি এখন সিঙ্গল। ২০১৭ সাল থেকে ফ্রান্সের রিয়েল এস্টেট ব্যবসায়ী সিরিল অউক্সেনফানসের সঙ্গে সম্পর্কে ছিলেন মল্লিকা। আচমকা কেন এই বিচ্ছেদ? সেই বড়ই ব্যক্তিগত, তাই তা জানাতে চাননি অভিনেত্রী। তবে নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। অভিনেত্রী জানান, তিনি বিয়ের পক্ষেও নন, আবার বিপক্ষেও নন। তবে এখন এ বিষয়ে বড় উদাসীন। বলিউডে মল্লিকার শুরুটাই হয়েছিল ‘হট গার্ল’ হিসেবে। প্রথমে ‘খোয়াইশ’, তারপর ‘মার্ডার’। তারপর একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। কিন্তু অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি। হলিউডেও পাড়ি দিয়েছিলেন মল্লিকা। ‘দ্য মিথ’ সিনেমায় জ্যাকি চ্যানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। বলা হয়, মল্লিকার হলিউড সিনেমা ‘পলিটিকস অফ লাভ’-এর আরেথা গুপ্তা চরিত্রটি জনপ্রিয় মার্কিন রাজনীতিবিদ কমলা হ্যারিসের অনুপ্রেরণায় তৈরি। অবশ্য সেসব এখন অতীত। এখন বলিউডে নতুন করে নিজের কেরিয়ার শুরু করেছেন মল্লিকা। সম্প্রতি ‘ভিকি বিদ্যা কা ভো ওয়ালা ভিডিও’ সিনেমায় দেখা যায় তাকে।
কাজলরেখা যাচ্ছে নেদারল্যান্ডসে

কাজলরেখা যাচ্ছে নেদারল্যান্ডসে নেদারল্যান্ডসের রটারডেম চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে গিয়াস উদ্দিন সেলিমের সিনেমা ‘কাজলরেখা’। বিশ্বের অন্যতম প্রাচীন এ উৎসবের ৫৪তম আসরে লাইমলাইট বিভাগে এটি নির্বাচিত হয়েছে। ৪০০ বছর আগের বাংলার রূপকথা মৈমনসিংহ গীতিকার ‘কাজলরেখা’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। গেল ১১ এপ্রিল এটি দেশে মুক্তি পায়। মুক্তির পাঁচমাস পর সিনেমাটি এবার যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। উৎসবে যাওয়া প্রসঙ্গে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘রটারডাম ফিল্ম ফেস্টিভাল এক্সপেরিমেন্টাল ফিল্মগুলোকে বেশি প্রাধান্য দেয়, মৈমনসিংহ গীতিকার মতো প্রাচীন একটি রূপকথাকে এই সময়ে এসে লোকাল ফর্মে কীভাবে স্ক্রিনে হাজির করলাম সেটাই ওদের আগ্রহী করেছে। আমি আনন্দিত ও সম্মানিত অনুভব করছি। অন্য নির্মাতারা যখন সিনেমা নির্মাণের পর আন্তর্জাতিক নানা উৎসব ঘুরে দেশের বড়পর্দায় মুক্তি দেন, তখন উল্টোপথে হাঁটলেন সেলিম। ‘মনপুরা’খ্যাত এ নির্মাতার সিনেমা প্রশংসিত ও জননন্দিত হলেও বিদেশের উৎসবের চেয়ে দেশের সিনেমা হলকেই সবার আগে প্রাধান্য দিয়েছেন। এ প্রসঙ্গে সেলিম বলেন, ‘এটা ঠিক দেশের বড়পর্দাকেই প্রাধান্য দিয়েছি বেশি তবে আমার “মনপুরা”ও কিন্তু সুইজারল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ উৎসবে গিয়েছিল, “পাপপূণ্য” ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়ায় গিয়েছিল। “কাজল রেখা” তো মুক্তির দু’সপ্তাহ পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ডিপার্টমেন্ট এটিকে কোর্স হিসেবে চালু করেছে, অনেক ছাত্রছাত্রী এর ওপর থিসিস করছে। এসব কারণে আমি সবমিলিয়ে আনন্দিত। বলা দরকার, আগামী বছরের ৩০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘রটারডেম চলচ্চিত্র উৎসব’র। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে অংশ নিতে নেদারল্যান্ডস যাবেন গিয়াস উদ্দিন সেলিম ও সিনেমার অভিনয়শিল্পী রাফিয়াত রশিদ মিথিলাসহ অনেকেই। এদিকে, সিনেমায় কাজলরেখা চরিত্রে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। এছাড়াও আছেন শরিফুল রাজ, সাদিয়া আয়মান, খায়রুল বাসার, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, শাহানা রহমান সুমী, ইরফান সেলিম সুজন, ঝুনা চৌধুরীসহ অনেকে। অন্যদিকে, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডিতে উন্মুক্ত হয়েছে ‘কাজলরেখা’। দর্শকরা চাইলে ২০ টাকার বিনিময়ে সাবস্ক্রিপশন করে সিনেমাটি দেখতে পারছেন।
পরীমণি শিক্ষার্থীদের নামে নালিশ করবেন

পরীমণি শিক্ষার্থীদের নামে নালিশ করবেন বর্তমানে সন্তানকে নিয়ে গ্রামের বাড়ি পিরোজপুরে অবস্থান করছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। নানা শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার এই গ্রামে যাওয়া। নায়িকার সময়টা কাটছে পরিবারের সদস্যদের সঙ্গে। যার প্রমাণ মেলে তার ফেসবুকে। আজ মঙ্গলবার দুপুরে পরী তার ফেসবুকে একটা ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যায়, একঝাঁক শিক্ষার্থী তার সঙ্গে দেখা করতে এসেছেন। পরীও তাদের সঙ্গে কথা বলছেন। ভিডিওতে পরীমণি বলেন, ‘ক্লাস ফাঁকি দিয়ে এসেছে। দাঁড়াও তোমাদের শিক্ষকদের কাছে নালিশ করব। এরপর শিক্ষার্থীদের সঙ্গে ছবি তোলা ও আলাপচারিতার পর বিদায় বেলায় পরী বলেন, ‘বিকাল বেলায় আবারও এসো। ভিডিওটি ফেসবুকে পোস্ট করে পরীমণি লিখেছেন, ‘আমার জন্য সকাল সকাল নানু বাড়ির উঠানে একরাশ ভালোবাসার ছড়াছড়ি! কি লাগে এক জীবনে আর! আমি তোমাদেরই লোক। এই আমার পরম পাওয়া।তার এই পোস্টের ঘরে ভক্ত-অনুরাগীরা নায়িকার প্রশংসা করে নানা মন্তব্য করে যাচ্ছে। আর পরীমণিও সেই ভালোবাসা উপভোগ করছেন মনের আনন্দে।
জেনে রাখা ভালো মৃগীরোগের লক্ষণগুলো

জেনে রাখা ভালো মৃগীরোগের লক্ষণগুলো মৃগীরোগ স্নালতাজনিত একটি রোগ। মস্তিষ্কের অতিসংবেদনশীলতার কারণে এ রোগ হয়ে থাকে। একজন মৃগীরোগীর মধ্যে একটি বা একাধিক লক্ষণ পরিলক্ষিত হতে পারে। যেমনÑ শরীর শক্ত হয়ে গিয়ে হঠাৎ পড়ে যাওয়া ও অজ্ঞান হয়ে পড়তে পারে। হঠাৎ নমনীয়ভাবে ঢলে পড়তে পারে। হঠাৎ শরীরের কোনো অংশে খিঁচুনি শুরু হওয়া ও পর্যায়ক্রমে তা সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। শিশুদের শরীর হঠাৎ ঝাঁকি খেতে পারে। ঘন ঘন কাজে অমনোযোগী হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। হঠাৎ মাথা বা পিঠ কিংবা পুরো শরীর সামনে ঝুঁকে আসতে পারে। হাত থেকে হঠাৎ করে কিছু ছিটকে পড়তে পারে। হঠাৎ করে অস্বাভাবিক আচরণ শুরু করা এবং হাত-পা ও মুখের অস্বাভাবিক নাড়াচাড়া শুরু হতে পারে। হঠাৎ শরীরের কোনো অংশে ভিন্ন ধরনের অনুভূতি সৃষ্টি হতে পারে। প্রচলিত ভ্রান্ত ধারণা : মৃগীরোগ ঈশ্বরের দেওয়া অভিশাপ। কিন্তু বাস্তবতা হলো, মৃগীরোগের সঙ্গে অভিশাপ বা অলৌকিক বিষয়, যেমনÑ অতীত পাপের শাস্তির কোনো সম্পর্ক নেই। অ্যাজমা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো মৃগীরোগও একটি রোগ। মৃগীরোগ একটি মানসিক রোগ। সত্যিকার অর্থে, মৃগীরোগ হচ্ছে স্নায়ুতন্ত্রের জটিতাজনিত একটি রোগ, যা প্রায় বিশ ধরনের খিঁচুনি রোগের সমষ্টি। এটি একটি শারীরিক কার্যক্রমের সমস্যা, মানসিক সমস্যা নয়। মৃগীরোগ কারও মাধ্যমে সংক্রমিত হয় না, প্রতিবন্ধীও নয়। কাজ করতেও অক্ষম নয়। স্বাভাবিক মানুষের মতোই কার্যক্ষম ও বুদ্ধিমান। ভ্রান্ত ধারণা রয়েছে, মৃগীরোগ হচ্ছে সারাজীবনের অভিশাপ। কিন্তু বাস্তবতা হলো, প্রায় ৬০ শতাংশ মৃগীরোগীর সাধারণত খিঁচুনি হয়। যদি কারো পাঁচ মিনিটের বেশি সময় ধরে খিঁচুনি না হয় অথবা পর পর কয়েকবার খিঁচুনি না হয়, তা হলে অ্যাম্বুলেন্স ডাকার প্রয়োজন নেই। করণীয় : মৃগীরোগ এমন এক রোগ, যা হঠাৎ করে যে কোনো পরিস্থিতিতে রোগীকে আক্রমন করে বসে। ফলে আক্রান্তদের জীবনের ঝুঁকি বেশি। এ ঝুঁকি কমাতে একদিকে যেমন রোগীর জীবনযাত্রার কিছু পরিবর্তন আবশ্যক, তেমনি পারিপার্শ্বিক মানুষেরও অনেক কিছু করণীয় রয়েছে। সাধারণত খিঁচুনি শুরু হওয়র পর নিজ থেকেই থেমে যায়। খিঁচুনি হলে তা থামাতে শক্তি প্রয়োগ রোগীর জন্য ক্ষতিকর। মাংসপেশি ছিঁড়ে যাওয়াসহ নানা রকম সমস্যা দেখা দিতে পারে। এ সময় শান্ত থাকতে হবে। অধিকাংশ খিঁচুনি কিছু সময়ের জন্য থাকে। রোগীর শরীর থেকে বেল্ট, টাই বা অন্যান্য শক্তভাবে বাধা পোশাক ঢিলা করে দিতে হবে এবং চশমা থাকলে তা খুলে ফেলতে হবে। রোগীকে আঘাত পাওয়া থেকে রক্ষা করতে হবে। রোগীকে মাটিতে পড়তে দেওয়া যাবে না। যদি মেঝেতে পড়ে যায়, তাহলে তার মাথায় কুশন বা বালিশ দিতে হবে। যদি অন্য কিছু না পাওয়া যায়, তাহলে ভাঁজ করা কাপড়-চোপড় ব্যবহার করতে হবে অথবা সাহায্যকারীর হাত ব্যবহার করা যেতে পারে। রোগীকে আগুন বা পানি থেকে দূরে রাখতে হবে। আশপাশ থেকে যে কোনো ধরনের তীক্ষ্ম বা শক্ত বস্তু সরিয়ে ফেলতে হবে। খিঁচুনি বন্ধ হওয়ার পর শ্বাসকষ্ট প্রতিরোধে রোগীকে পাশ ফিরিয়ে শোয়াতে হবে। খিঁচুনি বন্ধ হলেও মুখ থেকে যদি ফেনা বের হয়, তাহলে তা মুছে পরিষ্কার করতে হবে। রোগী রাস্তায় থাকলে নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে। খিঁচুনির স্থায়িত্বের প্রতি দৃষ্টি রাখতে হবে। রোগী সম্পূর্ণ ভালো না হওয়া পর্যন্ত তার সঙ্গে থাকতে হবে। রোগীর প্রতি সহানুভূতিশীল হতে হবে। রোগীকেও সাবধান থাকতে হবে। নাম, ঠিকানা ও ফোন নম্বর সংবলিত পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। পথ-ঘাটে চলতে সাবধান হতে হবে। খিঁচুনির শেষে রোগীকে চিত্র অনুযায়ী পাশ ফিরিয়ে দিতে হবে। লেখক : অধ্যাপক ডা. এম. এস. জহিরুল হক চৌধুরী ক্লিনিক্যাল নিউরোলজি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সস ও হাসপাতালয়ুতন্ত্রের জটি
দূরের বাতিঘর এখন আইপিএল

দূরের বাতিঘর এখন আইপিএল বাংলাদেশের হয়ে আইপিএলের কোনো না কোনো আসরে মুস্তাফিজ-সাকিবের মধ্যে কেউই একজন থাকলেও এবার কেউই সুযোগ পায়নি। ফোন ধরার আগমুহূর্ত পর্যন্ত লম্বা সময় টিভিতেই চোখ আটকে ছিল তার। কিসের অপেক্ষায়, সেটিও স্পষ্ট আব্দুর রাজ্জাকের কথায়, ‘আইপিএলের নিলাম দেখছিলাম। যদি আমাদের কাউকে নেয়। প্রতিবার এমন অপেক্ষায় পুরো বাংলাদেশই থাকে। দুই-একজনের দল পাওয়ার ঘটনাও নিয়মিত ছিল। কিন্তু এবার? একজনও নয়। আগের বছরও আইপিএলে বাংলাদেশের প্রতিনিধিত্ব ছিল। তাই বলে হা-হুতাশ এবং হাপিত্যেশ থেমে ছিল না। কেন আরো বেশি বাংলাদেশি খেলোয়াড় নেয় না ফ্র্যাঞ্চাইজিগুলো, এই প্রশ্নে হাহাকার উঠত। অবশ্য সম্প্রতি বিশ্বকাপ থেকে শুরু করে দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশের যা পারফরম্যান্স, তাতে পাল্টা এই প্রশ্ন তোলারও সুযোগ আছে যে কেন নেবে? প্রশ্নটি শুনে নির্বাচক রাজ্জাক একটু যেন বিব্রতও হলেন, ‘এটি তো আমার জন্য জটিল প্রশ্ন হয়ে গেল। বর্তমান অবস্থান থেকে উত্তর দেওয়া মুশকিল।’ তবু তাকে আলোচনায় ঢুকতে হয়। কারণ সাবেক এই বাঁহাতি স্পিনার আইপিএল খেলা প্রথম বাংলাদেশি ক্রিকেটার। ২০০৯ সালে চার দিনের ব্যবধানে মোহাম্মদ আশরাফুল এবং মাশরাফি বিন মর্তুজার আইপিএল অভিষেক হয়। রাজ্জাকের মাঠে নামার অভিজ্ঞতা হয়েছে তারও এক বছর আগে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্রথম ম্যাচ খেলেছিলেন রাজস্থান রয়্যালসের বিপক্ষে। ১৬ বছর পর আরেকটি আইপিএলের ড্রাফটের সময় অবশ্য ভিন্ন কিছু দেখার মানসিক প্রস্তুতি ছিল রাজ্জাকের। শেষ পর্যন্ত হয়েছেও তা-ই। এই নির্বাচক মেনে নিচ্ছেন যে আইপিএলে দল পাওয়ার মতো টি-টোয়েন্টি পারফরম্যান্স ছিল না বাংলাদেশের ক্রিকেটারদের, ‘আমার কাছে তা-ই মনে হয়েছে। সিরিজ বা টুর্নামেন্ট, শেষ আমরা যা-ই খেলেছি, আমাদের আসলে খুব একটা আহামরি কিছু হয়নি। উল্লেখযোগ্য ও রকম কিছু (পারফরম্যান্স) এখন পর্যন্ত নেই। আমার মনে হয়, এ জন্যই আমাদের খেলোয়াড়দের আইপিএলে দেখা যাচ্ছে না। কারো দল না পাওয়াতে অযুক্তির কিছুও দেখেননি তিনি, ‘কার মান কী রকম, সেটি আমার কথা নয়। আমার কথা হচ্ছে, শেষ যে টুর্নামেন্টগুলো হয়েছে, সেগুলোতে আমাদের পারফরম্যান্স কী ছিল? (দল গড়ার ক্ষেত্রে) আইপিএলের দলগুলো অনেক বেশি নির্দিষ্ট। তারা অনেক চিন্তা-ভাবনা করে দল সাজায়। তারা যদি (বাংলাদেশের কাউকে) না নেয়, অবশ্যই সেখানে যৌক্তিকতা আছে।’ নিজেদের চাহিদা তৈরির ক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটাররা ব্যর্থতার পরিচয় দিচ্ছেন বলেও মনে হয়েছে রাজ্জাকের, ‘কে কোথাকার, তারা (আইপিএল ফ্র্যাঞ্চাইজি) আসলে এসব দেখে না। ওরা টাকা দিয়ে খেলোয়াড় কেনে। চাহিদা তৈরি করার অবস্থায় থাকলে ওরা কাউকে না কাউকে নিত। আইপিএলের গত আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে উল্লেখযোগ্য পারফরম্যান্সও ছিল। রাজ্জাক এবার যা একটু আশা করেছিলেন, তা এই বাঁহাতি পেসারকে নিয়েই, ‘আমি খুবই আশাবাদী ছিলাম যে মুস্তাফিজ থাকবে। এবার আগামী তিন মৌসুমের পুরো সময়ের জন্য ১২ জন ক্রিকেটারকে ছাড়পত্র দিয়েছিল বিসিবি। তবুও কারো সুযোগ না পাওয়াকে হতাশার বলছেন না রাজ্জাক। তিনি বরং তাগিদ দিচ্ছেন আইপিএলে ডাক পাওয়ার উপযোগী করে নিজেদের তৈরি করার দিকে, ‘আমার কাছে এটি (কারো সুযোগ না পাওয়া) হতাশার নয়। যত দেশে টি-টোয়েন্টি টুর্নামেন্ট হচ্ছে, তার মধ্যে এটি সবচেয়ে বড়। টাকা-পয়সা এবং খেলোয়াড়দের সম্পৃক্ততার দিক থেকে। আমাদের খেলোয়াড়রা থাকতে পারলে অবশ্যই ভালো লাগত। দেখা যায়, অনেক ক্ষেত্রে একজন খেলোয়াড়ের জন্য ওই দলকেই পুরো দেশ সমর্থন দিচ্ছে। যেভাবে খেললে আইপিএলে নেবে, আমাদের খেলোয়াড়দের উচিত নিজেদের সেভাবে তৈরি করার দিকে মনোযোগী হওয়া।
বৈভবকে দলে ভিড়িয়ে উচ্ছ্বসিত রাজস্থান

বৈভবকে দলে ভিড়িয়ে উচ্ছ্বসিত রাজস্থান শেষ হয়েছে দুই দিনব্যাপী আইপিএলের মেগা নিলাম। সোমবার ২৫ নভেম্বর নিলামের দ্বিতীয় ও শেষ দিনে দল পান ভারতের আলোচিত ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী। ১ কোটি ১০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় রাজস্থান রয়্যালস। সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে আইপিএলে দল পেয়ে ইতিহাস গড়েছেন বৈভব। তার ভিত্তি মূল্য ছিল ৩০ লাখ। রাজস্থানের পাশাপাশি বৈভবকে পাওয়ার লড়াইয়ে ছিল দিল্লি। তবে ১ কোটি পর্যন্ত দাম বলে থেমে যায় দিল্লি। আরও ১০ লাখ বাড়িয়ে বৈভব সূর্যবংশীকে পেয়ে যায় রাজস্থান। ১৩ বছরম বয়সী এই ক্রিকেটারকে দলে পেয়ে বেশ খুশি রাজস্থানের প্রধান নির্বাহী জেইক ম্যাকক্রাম। তিনি বলেন, ‘নাগপুরে আমাদের হাই পারফরম্যান্স সেন্টারে ছিল সে। সেখানে সে ট্রায়াল দিয়েছে এবং আমাদের সেখানকার কোচিং স্টাফদের মুগ্ধতা উপহার দিয়েছে। সে অবিশ্বাস্য এক প্রতিভা এবং অবশ্যই সেই আত্মবিশ্বাস তো থাকতেই হবে যেন আইপিএলের মানের সঙ্গে তাল মেলাতে পারে। তিনি আরও বলেন, ‘সামনের কয়েক মাসে তাকে আরও উন্নত করে তোলার জন্য অনেক কাজ করা হবে। তবে অসাধারণ এক প্রতিভা সে এবং তাকে আমাদের ফ্র্যাঞ্চাইজির অংশ হিসেবে পেয়ে আমরা খুবই রোমাঞ্চিত।
খুব অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

খুব অস্বাস্থ্যকর ঢাকার বাতাস বিশ্বের বিভিন্ন শহরের মতো মেগাসিটি ঢাকার বাতাসও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে। কয়েক দিন ধরেই বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ওপরের দিকেই রয়েছে ঢাকা। মঙ্গলবার সাতসকালেও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৩৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। এ সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৩২০ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো। এছাড়া ২৯৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, ২৯৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর, আর পঞ্চম অবস্থানে থাকা ভারতের কলকাতা শহরের স্কোর ১৯৮।
আজ থেকে কার্যকর স্বর্ণের নতুন দাম

আজ থেকে কার্যকর স্বর্ণের নতুন দাম দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে ১ হাজার ৮৯০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৪০ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। নতুন এই দাম আজ মঙ্গলবার থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস। সোমবার রাতে সংগঠনটি এ তথ্য নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ৪০ হাজার ৩৭৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৩ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৯৪ হাজার ৩২৭ টাকা নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বাজুস আরো জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
অভিষেক ধন্যবাদ জানালেন ঐশ্বরিয়াকে

অভিষেক ধন্যবাদ জানালেন ঐশ্বরিয়াকে বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের বিচ্ছেদ গুঞ্জন নিয়ে গত একবছর থেকে সরগরম স্যোশ্যাল মিডিয়া। সম্প্রতি এ গুঞ্জনকে বুড়ো আঙুল দেখালেন অভিষেক। এ দম্পতির বিচ্ছেদ গুঞ্জন যখন তুঙ্গে ঠিক সেসময় স্ত্রী ঐশ্বরিয়াকে নিয়ে এক বড়সড় ইঙ্গিত দিলেন অভিষেক বচ্চন। কয়েকদিন আগে অবশ্য অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদ গুঞ্জনের বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছিলেন অমিতাভ। তখন অনেকটাই স্পষ্ট করেছিলেন অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্কের বর্তমান অবস্থান নিয়ে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অভিষেক বচ্চন হঠাৎই স্ত্রী ঐশ্বরিয়ার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলেন। জুনিয়র বচ্চন ঐশ্বরিয়াকে একজন দায়িত্বশীল এবং ত্যাগী মা হওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। দ্য হিন্দু-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক বলেন, ‘বাড়িতে আমি সত্যিই ভাগ্যবান যে বাইরে বেরিয়ে সিনেমা করতে পারি। কারণ আমি জানি বাড়িতে ঐশ্বরিয়া রয়েছে আরাধ্যার সঙ্গে। আর সেইজন্য আমি ওর কাছে সত্যিই কৃতজ্ঞ। সুজিত সরকার পরিচালিত ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমায় অভিষেক বচ্চনকে দেখা গেছে অর্জুন সেন নামে এক বাবার ভূমিকায়। আর সেই প্রেক্ষিতেই সন্তানদের জীবনে মায়েদের ভূমিকা নিয়ে বলতে গিয়ে ঐশ্বরিয়াকে মন থেকে ধন্যবাদ জানালেন অভিনেতা। অভিষেকের কথায়, ‘সন্তানের জন্য প্রয়োজন হলে আপনি এক পায়েও পাহাড়ে উঠতে পারবেন। আসলে মায়েরা এমনই হয়। ওরা যা পারে করতে, কেউ সেটা পারে না। বাবাদের ভালোবাসার ধরনটা একটু আলাদাই হয়। বাবারা নীরবেই কাজ করে যান। কী করে ভালোবাসা দেখাতে হয়, এটা বাবারা ভালো করে জানে না। এরপর অভিষেক আরও বলেন, ‘আমার মাকেও দেখেছি। আমাদের জন্য অভিনয় করা বন্ধ করে দিয়েছিলেন। যখন আমি হলাম, মা আমার সঙ্গে সময় কাটানোর জন্য কাজ ছেড়ে দেন। তাই বাবাকে সবসময়ে কাছে না পাওয়ার দুঃখ থাকত না। তবে বাবা কিন্তু অন্যভাবে যত্ন নিতেন। মনে আছে, প্রতি রাতে আমরা ঘুমানোর পর আমাদের ঘরে দেখতেন। গত বছর থেকেই অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। কখনও সম্পত্তি ভাগের জেরে পারিবারিক অশান্তির কথা শোনা গেছে। আবার কখনও বা নিমরত কৌরের সঙ্গে পরকীয়ার অভিযোগ উঠেছে জুনিয়র বচ্চনের বিরুদ্ধে। মান-অভিমান এমন পর্যায়ে পৌঁছায় যে, ঐশ্বরিয়া মেয়েকে নিয়ে আলাদা থাকেন। তবে এবার বোধহয় বরফ গলেছে। তাই জনসমক্ষেই স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলেন অভিষেক বচ্চন। ২০০৭ সালে প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে বিয়ে হয় অভিষেকের। ২০১১ সালে তাদের মেয়ে আরাধ্যার জন্ম হয়। আরাধ্যার জন্মের পর চার বছর সিনেমা থেকে বিরতি নিয়েছিলেন রাই সুন্দরী। ২০১৫ সালে সঞ্জয় গুপ্তার ‘জাজবা’ সিনেমার মাধ্যমে কাজে ফেরেন তিনি। গত ১০ বছরে সর্বজিৎ (২০১৬), অ্যায় দিল হ্যায় মুশকিল (২০১৬), ফ্যানি খান (২০১৮) এবং পোন্নিয়িন সেলভান ফ্র্যাঞ্চাইজি (২০২২-২৩)-র মতো হাতে গোনা ছবিতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া।
সেরা ধনী ইলন মাস্ক

সেরা ধনী ইলন মাস্ক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ও শীর্ষ ধনী ইলন মাস্কের ব্যক্তিগত সম্পদের পরিমাণ সর্বকালের সব রেকর্ডকে ছাপিয়ে গেছে। তাঁর নিট সম্পদের মূল্য এখন ৩৪ হাজার ৮০০ কোটি ডলার। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স সূচকের ভিত্তিতে দ্য নিউজ ইন্টারন্যাশনাল এমন খবর প্রকাশ করেছে। এর মধ্য দিয়ে ইতিহাসের সবচেয়ে শীর্ষ ধনীর স্থানটিও দখল করে নিয়েছেন ইলন মাস্ক। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর টেসলার শেয়ারদর বাড়তে থাকায় তাঁর সম্পদের পরিমাণও বেড়ে গেছে। মার্কিন নির্বাচনের দিন থেকে টেসলার শেয়ারের দাম ৪০ শতাংশ বেড়েছে। শুধু গত শুক্রবারেই শেয়ারের দাম ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ৩৫২ দশমিক ৫৬ ডলার পর্যন্ত উঠতে দেখা গেছে। তিন বছরের বেশি সময়ের মধ্যে এ দর সর্বোচ্চ। এর মধ্য দিয়ে মাস্কের সম্পদের পরিমাণ ৭০০ কোটি ডলার বেড়েছে। এতে তাঁর নিট সম্পদের পরিমাণ আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। আগের রেকর্ডটি হয়েছিল ২০২১ সালের নভেম্বরে। তখন তাঁর নিট সম্পদের পরিমাণ ছিল ৩২ হাজার ৩০ কোটি ডলার। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় মাস্কের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বেড়ে গেছে। চলতি বছরের শুরুর দিকে ট্রাম্পকে সমর্থন জানান মাস্ক। ট্রাম্পের প্রচারশিবিরের জন্য ১০০ কোটি ডলার পরিমাণ অর্থ অনুদানও দেন তিনি। ট্রাম্প তাঁর প্রশাসনে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি’র চেয়ারপারসন হিসেবে ইলন মাস্ককে নিয়োগ দিতে যাচ্ছেন। এটি একটি নতুন অধিদপ্তর হবে। সেখানে মাস্কের পাশাপাশি জৈবপ্রযুক্তি উদ্যোক্তা বিবেক রামাস্বামীও কাজ করবেন। টেসলা ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশ যান তৈরির মতো উদ্যোগগুলোও ইলন মাস্কের সম্পদ বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে। বিশ্বে ধনীদের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ল্যারি এলিসনের চেয়ে শীর্ষ ধনী ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৮ হাজার কোটি ডলার বেশি। ল্যারি এলিসনের মোট সম্পদের পরিমাণ ২৩ হাজার ৫০০ কোটি ডলার।