নাচোলে গণঅভ্যুত্থানে হতাহতদের স্মরণ

নাচোলে গণঅভ্যুত্থানে হতাহতদের স্মরণ জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে নাচোলে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা প্রশাসনের মিনি কনফারেন্স রুমে নাচোল উপজেলা প্রশাসন এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। স্মরণ সভায় বক্তব্য দেন- নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নেজামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল হক, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম, নেজামপুর আলিম মাদ্রাসর অধ্যক্ষ মাহাবুবুর রহমান, নাচোল সরকারি কলেজের প্রভাষক শফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, নাচোল খ.ম. সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সাংবাদিক একেএম জিলানী ও আবুল হোসেন। স্মরণসভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইমাম, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শুরুতেই নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে স্মরণসভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহত মেহেদীর আব্বার হাতে নগদ অর্থ ও উপহারসামগ্রী তুলে দেয়া হয়। উল্লেখ্য, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ঢাকার মিরপুরে আহত হন নাচোল উপজেলার শিংরইল গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মেহেদী হাসান। তিনি এখনো চিকিৎসাধীন রয়েছেন। মেহেদী ঢাকায় লেখাপড়া করেন।
নাচোলে ১৫ সদস্যকে মাছচাষের উপকরণ বিতরণ

নাচোলে ১৫ সদস্যকে মাছচাষের উপকরণ বিতরণ নাচোলে দেশী শিং, মাগুর, কার্প মিশ্র চাষ, কার্প ফ্যাটেনিং, পোনা চাষে উদ্যোক্তা তৈরির প্রদর্শনীর জন্য আরো ১৫ জন সদস্যকে মাছচাষ বিষয়ক উপকরণ দিয়েছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। আজ নাচোল উপজেলার ফতেপুরে প্রয়াসের ইউনিট-১১তে এসব উপকরণ বিতরণ করা হয়। উপকরণের মধ্যে ছিল চুন, রোটেনন, ঝাঁকি জাল, বøু নেট, ইউরিয়া, টিএসপি, জিআই তার, মাচা জালসহ সবজি বীজ, সাইনবোর্ড ও রেকর্ড বুক। পাশাপাশি সদস্যদের মৎস্যচাষ বিষয়ক বিভিন্ন পরামর্শও দেয়া হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফের আর্থিক ও কারিগরি সহায়তায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমন্বিত কৃষি ইউনিটের আওতায় (মৎস্য খাত) এসব উপকরণ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ফতেপুর ইউনিটের ব্যবস্থাপক আনোয়ার হোসেন, হিসাবরক্ষক মিজানুর রহমান, প্রয়াস হসপিটালের স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল মমিনসহ অন্যরা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
বাংলাদেশে আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত

বাংলাদেশে আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত বাংলাদেশে আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলো ভারত সরকার। তাদের উৎপাদিত আলু ও পেঁয়াজ অন্য বাংলাদেশে সরবরাহ করবে না বলে জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে। আজ সকাল থেকে হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়নি, তবে আগের বুকিং করা দুই ট্রাক আলু আমদানি হয়েছে। প্রতি কেজি আলু ৭০ টাকা দরে বিক্রি হয়েছে বন্দরে। এক দিনের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়েছে আলুর দাম, তবে স্বাভাবিক রয়েছে পেঁয়াজের দাম। এদিকে এলসি খুলেও আলু ও পেঁয়াজ আমদানি করতে না পারায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা।
বিশ্ববিদ্যালয় ভর্তিতে গুচ্ছ পদ্ধতি থাকছে কি না, জানা যাবে আগামীকাল

বিশ্ববিদ্যালয় ভর্তিতে গুচ্ছ পদ্ধতি থাকছে কি না, জানা যাবে আগামীকাল আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তিতে গুচ্ছ পদ্ধতি থাকা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে একক ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে প্রথম গুচ্ছের (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি-জিএসটি গুচ্ছ) নেতৃত্ব দেয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এ অবস্থায় গুচ্ছ ভর্তি পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক এম আমিনুল ইসলামের সভাপতিত্বে সভাটি হবে। আগামীকাল শিক্ষা মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন অনার্স প্রথম বষেয়র ভর্তি পরীক্ষার জন্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তি সংক্রান্ত মতবিনিময় সভা আগামীকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
রোহিঙ্গা শিবির পরিদর্শনে আইসিসি’র প্রধান কৌঁসুলি করিম খান

রোহিঙ্গা শিবির পরিদর্শনে আইসিসি’র প্রধান কৌঁসুলি করিম খান আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে করছেন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) মিজানুর রহমান জানান, আজ সকালে তিনি এক নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন। এরপর ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করবেন। তার সাথে রয়েছেন ১৫ সদস্যের প্রতিনিধি দল। বিকেল চারটায় রোহিঙ্গা শরণার্থীদের সামগ্রিক বিষয়গুলো নিয়ে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে আইসিসির প্রধান কৌঁসুলির সাথে একটা বৈঠক হবে। আইসিসির প্রধান কৌঁসুলি হিসেবে করিম খানের এটা তৃতীয় বাংলাদেশ সফর।
পাকিস্তানে পিটিআইয়ের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ৬ সদস্য নিহত

পাকিস্তানে পিটিআইয়ের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ৬ সদস্য নিহত পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিক্ষোভ চলাকালে একটি গাড়ি দিয়ে হামলার ঘটনায় চার রেঞ্জার্স ও দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও কয়েকজন। গতকাল রাতে পিটিআই’র বিক্ষোভ মিছিল ইসলামাবাদে প্রবেশ করলে শ্রীনগর হাইওয়েতে এই সহিংস ঘটনা ঘটে। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন পিটিআই নেতা ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, ক্রমবর্ধমান নিরাপত্তাঝুঁকি বিবেচনায় নিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংবিধানের ২৪৫ ধারা সক্রিয় করে ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করেছে। কর্তৃপক্ষ নিরাপত্তা বাহিনীকে পরিস্থিতি অশান্ত করার যেকোনো তৎপরতা কঠোর হাতে দমন করার নির্দেশ দিয়েছে, তাদেরকে আন্দোলনকারী ও দুর্বৃত্তদের বিরুদ্ধে নিষ্পত্তিমূলক ব্যবস্থা নেয়ার অনুমতি দিয়েছে, যার মধ্যে দাঙ্গাকারীদের গুলি করার মতো চরম ব্যবস্থা নেওয়ার নির্দেশও রয়েছে।
জোড়া গোলে নতুন মাইলফলকে রোনালদো

জোড়া গোলে নতুন মাইলফলকে রোনালদো বয়স চল্লিশের কাছাকাছি এলেও ক্রিস্টিয়ানো রোনালদো প্রতি ম্যাচেই যেন নতুন করে শুরু করেন। এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে জোড়া গোলে আল গারাফার বিপক্ষে দলকে এনে দিয়েছেন ৩-১ গোলের জয়। সেই সঙ্গে নাম লিখিয়েছেন নতুন মাইলফলকে। আল গারাফার বিপক্ষে জোড়া গোলে ৩০ বছর হওয়ার পর এ নিয়ে ৪৫০তম গোলের মাইলফলকে পা রাখলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। সব মিলিয়ে ৩০ পেরোনোর পর গোল ও অ্যাসিস্ট মিলিয়ে রোনালদোর অবদান এখন ৫৫০ গোলে। গতকাল ম্যাচের ৪৬ ও ৬৪ মিনিটে দুটি গোল আদায় করে নেন পর্তুগিজ তারকা। অন্য গোলটি করেন ব্রাজিলীয় ফরোয়ার্ড অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। প্রতিপক্ষ হয়ে একমাত্র গোলটি করেন জোসেলু। এই জয়ে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে শীর্ষে আছে সৌদি প্রো লিগের আরেক ক্লাব আল আহলি। সমান ম্যাচে রোনালদোর দলের পয়েন্ট ১৩। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আল হিলাল।
ট্রাম্পের শুল্ক হুমকির জবাবে চীন

ট্রাম্পের শুল্ক হুমকির জবাবে চীন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার প্রথম দিনই অবৈধ অভিবাসন ও মাদক পাচার ঠেকাতে চীন-কানাডা-মেক্সিকোর ওপর নতুন শুল্ক আরোপ করবেন- বলেছেন ডনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, দায়িত্ব নেওয়ার প্রথম দিনই চীন, কানাডা এবং মেক্সিকোর ওপর নতুন শুল্ক আরোপ করবেন তিনি। ট্রাম্পের এই হুমকির জবাবে ওয়াশিংটনের চীনা দূতাবাস বলেছে, এই শুল্ক আরোপের ফলে নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র বা চীন কেউই জয়ী হবে না। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেছেন, আগামী বছর ২০ জানুয়ারি তিনি শপথ নেওয়ার পর পরই মেক্সিকো ও কানাডা থেকে আসা সব ধরনের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের নির্বাহী আদেশ জারি করবেন। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ও মাদক পাচার ঠেকাতে এ পদক্ষেপ নেবেন তিনি। চীনের ওপর শুল্ক আরোপের প্রসঙ্গে তিনি বলেন, যতক্ষণ চীন সরকার দেশটি থেকে সিনথেটিক ওপিওড ফেন্টানিল মাদক চোরাচালান বন্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত দেশটির ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা থাকবে। ওদিকে, মেক্সিকো এবং কানাডা যতক্ষণ পর্যন্ত মাদক বিশেষ করে, ফেন্টানিল পাচার এবং অবৈধভাবে সীমান্ত পেরোনো অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, ততক্ষণ পর্যন্ত দেশ দুটির ওপর শুল্ক বহাল থাকবে বলে ট্রাম্প জানিয়েছেন। তিনি বলেন, “মেক্সিকো এবং কানাডা দুই দেশেরই দীর্ঘদিনের এই সমস্যা সহজেই সমাধান করার পূর্ণ অধিকার এবং ক্ষমতা আছে। এখন তাদের জন্য চড়া মূল্য চুকানোর সময়। আলাদা আরেক পোস্টে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ার জন্য চীনকে আক্রমণ করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ফেন্টানিলের ব্যবসায় জড়িতদের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিশ্রুতি দিয়ে চীনের কর্মকর্তারা তা পূরণ করেননি। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ফেন্টানিলে ব্যবহৃত উপাদানগুলোর উৎপাদন বন্ধে আরও বেশিকিছু করার জন্য চীনকে আহ্বান জানিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের হিসাবে, ফেন্টানিল মাদক সেবনের কারণে দেশটিতে গতবছর ৭৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প প্রয়োজন মনে করলে মেক্সিকো ও চীনের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে বলেও হুমকি দিয়েছিলেন। আর এখন ট্রাম্প দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই শুল্ক আরোপের যে অঙ্গীকার করেছেন, তা বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্রের তিন বড় বাণিজ্য অংশীদারের মধ্যে উত্তেজনা অনেক বেড়ে যেতে পারে। তাছাড়া, ট্রাম্পের পদক্ষেপে বিশ্বব্যাপী পণ্য সরবরাহের ধারা ব্যাহত হতে পারে। শুল্কের ফলে চাপে পড়বে তিন দেশের বাণিজ্যও। ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির জবাবে ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ এক বিবৃতিতে বলেছেন, “চীনের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে চীনের মত হল: চীন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা পারস্পরিকভাবে উপযোগী। বাণিজ্যযুদ্ধ বা শুল্ক যুদ্ধে কেউই জিততে পারবে না। চীনা দূতাবাসের মুখপাত্র বিবিসি-কে বলেন, “চীন জেনেশুনে ফেন্টানিলে ব্যবহৃত উপাদানের রাসায়নিক যুক্তরাষ্ট্রে যেতে দিচ্ছে এমন ধারণা মোটেও সত্য নয় এবং তা বাস্তবতার বিপরীত।
বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে

বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে ব্যাটিং ব্যর্থতায় আরও একটি টেস্ট হারের শঙ্কায় বাংলাদেশ। চতুর্থ দিন শেষে বাংলাদেশের রান ৩১ ওভারে ৭ উইকেটে ১০৯। জয়ের জন্য শেষ দিনে প্রয়োজন ২২৫ রান, আর ওয়েস্ট ইন্ডিজের দরকার ৩ উইকেট। তাসকিনের ক্যারিয়ারসেরা বোলিংয়ের কল্যাণে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৫২ রানে অলআউট করলেও প্রথম ইনিংসে ১৮১ রানে পিছিয়ে থাকায় জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৩৩৪ রান। সে লক্ষ্যে ব্যাট করতে নেমে লড়াই তো দূরে থাক, ক্যারিবীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারছেন না বাংলাদেশের ব্যাটাররা। স্বাগতিক বোলারদের মোকাবিলায় একের পর এক উইকেট হারাচ্ছে মেহেদী হাসান মিরাজের দল। ৫৯ রানের মাথায় হারিয়েছে ৫টি উইকেট। বর্তমানে ১৫ রানে ব্যাট করছেন জাকের আলি, আর এখনো রানের খাতা খুলতে পারেননি হাসান মাহমুদ। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেছেন মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে কেমার রোচ ও জেডেন সিলস তিনটি করে উইকেট নিয়েছেন। আর একটি উইকেট পেয়েছেন আলজারি জোসেফ।
এক মাস মাঠের বাইরে ভিনি ইনজুরিতে

এক মাস মাঠের বাইরে ভিনি ইনজুরিতে লেগানেসের বিপক্ষে রিয়াল মাদ্রিদ ৩-০ ব্যবধানের জয়ে কিলিয়ান এমবাপ্পে, ফেদে ভালভার্দে ও জুড বেলিংহাম গোল করেছেন। গোল না পেলেও ওই ম্যাচের সেরা খেলোয়াড় ছিলেন ভিনিসিয়াস জুনিয়র ও আর্দা গুলের। এমবাপ্পেকে দিয়ে ম্যাচের প্রথম গোল করিয়ে প্রশংসিত হন ব্রাজিলিয়ান তারকা ভিনি। গোলটা তিনি নিজেই করতে পারতেন। ম্যাচে পুরো ৯০ মিনিট খেলার পর দুঃসংবাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ ও ভিনিসিয়াস। ইনজুরিতে পড়েছেন তিনি। লিভারপুলের বিপক্ষে ২৭ নভেম্বর রাতের ম্যাচে খেলতে পারবেন না। শুধু চ্যাম্পিয়ন্স লিগের ওই ম্যাচ নয় আশঙ্কা করা হচ্ছে এক মাসের মতো মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। ভিনির বাঁ-পায়ের মাংসপেশির পেছনের অংশে টান লেগেছে। যেটাকে বাইসেপস ফেমোরিস ইনজুরি বলা হয়। রিয়াল মাদ্রিদ বিবৃতি দিয়ে জানিয়েছে, পরীক্ষা করিয়ে তার ওই ইনজুরি ধরা পড়েছে। ব্রাজিলিয়ান তারকা ভিনি লিভারপুল ম্যাচ ছাড়াও গেটাফে, অ্যাথলেটিকো বিলবাও, আটালান্টা ও রায়ো ভায়োকানো ম্যাচ মিস করতে পারেন। এর আগে ইনজুরিতে পড়েছেন রিয়ালের এদার মিলিতাও, রদ্রিগো, দানি কারভাহাল, অঁরেলিন চুয়ামেনি, লুকাস ভাসকেস ও ডেভিড আলাবা।