চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আরো ১০ জন আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আরো ১০ জন আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৫৬ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৬ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন শনাক্ত হন। বর্তমানে ভর্তি ১৯ জন রোগীর মধ্যে ১৪ জন পুরুষ, ৪ জন নারী ও ১ জন শিশু রয়েছেন। ভর্তি থাকা রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৫ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও ভোলাহাটে ৩ জন রয়েছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় ৬ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২৫ নভেম্বর-১০ ডিসেম্বরের উদ্বোধন হয়েছে। ‘নারী কন্যার সুরক্ষা করি-সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’- প্রতিপাদ্যে আজ সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পক্ষটি উদযাপন উপলক্ষে জেলা শহরে র‌্যালী ও আলোচনা সভা আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে কার্যালয়ের হলরুমে আলোচনা সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নকীব হাসান তরফদার। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ এস এম মাহমুদুর রশিদ। সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা কার্যালয়ে উপ-পরিচালক সাহিদা আখতার। স্বাগত বক্তব্য দেন অধিদপ্তরের জেলা কর্যালয়ের প্রোগ্রাম অফিসার উম্মে সুমাইয়া। বক্তরা যে সব কারণে নারীরা সহিংসতার শিকার হন তার অন্যতম কারণ হিসেবে বাল্যবিয়েকে চিহ্নিত করেন।

চাঁপাইনবাবগঞ্জে ৬৭টি স্টল নিয়ে দুই দিনব্যাপী তথ্যমেলা শুরু

চাঁপাইনবাবগঞ্জে ৬৭টি স্টল নিয়ে দুই দিনব্যাপী তথ্যমেলা শুরু চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ উদ্যোগে দুদিনের তথ্যমেলা শুরু হয়েছে। আজ বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বটতলা মঞ্চে আলোচনা সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও বলেন। বিশেষ অতিথির বক্তব্য দেন, তথ্য কমিশন বাংলাদেশের প্রশাসন ও আইটি বিভাগের পরিচালক এস এম কামরুল ইসলাম। আরো বক্তব্য দেন সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বিপ্লব কুমার মজুমদার। সূচনা বক্তব্য দেন সনাক সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম রেজা। পরে গণশুনানি অনুষ্ঠিত হয়। এবারের মেলায় সরকারি-বেরকারি মিলিয়ে ৬৭টি স্টলে নিজ নিজ দপ্তরের বিভিন্ন তথ্য উপস্থাপন করা হচ্ছে। পরে সন্ধ্যায় মেলা মঞ্চে ভূমি, স্বাস্থ্য ও কৃষি সেবা বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত হয়। টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর শফিকুল ইসলামের সঞ্চালনায় শুনানীতে সেবাগ্রহীতাদের সরাসরি বিভিন্ন প্রশ্নের প্যানেল উত্তরদাতা হিসাবে সংশ্লিষ্ট কর্মকর্তারা উত্তর দেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গোমস্তাপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গোমস্তাপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা সভাকক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেল প্রশাসন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এসময় জাতীয় দিবস দুটি পালনে বিভিন্ন কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোস্তফা কামাল, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক, উপজেলা প্রকৌশলী আছহাবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদসহ অন্যান্য বীরমুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারী দপ্তরের প্রধান, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে রহনপুর এবি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ওই দিন বিজয় মেলার আয়োজন করা হবে বলে ইউএনও নিশাত আনজুম অনন্যা জানিয়েছেন।

সরকারি চাকরিতে পৌনে ৫ লাখ শূন্য পদ পূরণের নির্দেশ

সরকারি চাকরিতে পৌনে ৫ লাখ শূন্য পদ পূরণের নির্দেশ সরকারি চাকরিতে ৪ লাখ ৭৩ হাজার ১টি শূন্য পদ পূরণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পাঠানো চিঠিতে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের পরিসংখ্যান ২০২৩ অনুযায়ী, বর্তমানে সরকারের অনুমোদিত শূন্য পদের সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার ১টি। সম্প্রতি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) ৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ৩ হাজার ৬৮৮টি শূন্য পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গণঅভ্যুত্থানের পর গঠিত বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণ এবং শিক্ষিত তরুণদের বেকারত্ব লাঘবে নিরলসভাবে কাজ করছে। এ অবস্থায় মন্ত্রণালয়/বিভাগ, অধীন দপ্তর/সংস্থা এবং মাঠ পর্যায়ের অফিসগুলোতে অনুমোদিত শূন্য পদগুলো বিধি মোতাবেক পূরণের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে চিঠিতে।

আগামী ২০২৫ সালের ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ – ইসি

আগামী ২০২৫ সালের ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ – ইসি ২০২৫ সালের ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে চলছে খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি নিষ্পত্তির কাজ। আজ রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আইন অনুযায়ী ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়ে আবেদন

জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়ে আবেদন ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী ৮ ডিসেম্বর আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় আসবে। ২০২০ সালের ১০ মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদের করা রিটের শুনানি শেষে এ রায় দেন হাইকোর্ট। এদিকে, ১৫ আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে গত ১৩ আগস্ট রাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ১৫ আগস্টের ছুটি বাতিল করা হয়েছে।

৪৭তম বিসিএসে অর্ধেক আবেদন ফি  কমলো নম্বরও

৪৭তম বিসিএসে অর্ধেক আবেদন ফি  কমলো নম্বরও ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল এ বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে জানানো হয়, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। আর আবেদন ফি ৭০০ টাকার পরিবর্তে ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে আবেদন ফি আগের মতো ৭০০ টাকা নির্ধারণ করা হয়। আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ধরা হয় ১০০ টাকা। তবে এর কয়েক ঘণ্টা পর আবেদন ফি কমানোর ঘোষণা দেয় পিএসসি।

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরছেন আরও ৪০ বাংলাদেশি

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরছেন আরও ৪০ বাংলাদেশি যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরছেন বাংলাদেশিরা। এরই ধারাবাহিকতায় আগামীকাল আরও ৪০ বাংলাদেশি দেশে ফিরবেন। তারা বিমানে বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকায় ফিরবেন। লেবাননের স্থানীয় সময় গতকাল রাতে এ তথ্য জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাস জানায়, আগামী ৩ ডিসেম্বর ৪০ জনের দ্বাদশ গ্রুপ বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে বিমানযোগে রওনা করবে। তারা ওই দিন সকালে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকালে ঢাকার উদ্দেশে রওনা হবেন। বাংলাদেশ সময় রাত ১১টায় তাদের বহনকারী উড়োজাহাজ ঢাকার হজরত শাহাজালাল অন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। গত ২১ নভেম্বর লেবানন থেকে ৮২ বাংলাদেশি দেশে ফেরেন। এ নিয়ে কয়েক দফায় লেবানন থেকে দেশে ফিরেছেন ৬৯৭ জন বাংলাদেশি।

স্পিকারে আজান দেওয়ার ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা

  স্পিকারে আজান দেওয়ার ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা ইসরায়েলে মসজিদ থেকে লাউড স্পিকারে আজান দেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের নির্দেশনা দেওয়া হয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির চ্যানেল-১২’কে এই তথ্য নিশ্চিত করেছেন। গতকাল টাইমস অব ইসরায়েলের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বেন গভির এই নিষেধাজ্ঞা সম্পন্ন করতে দেশটির পুলিশকে নির্দেশ দিয়েছেন। নতুন এই নিয়ম অনুযায়ী পুলিশ এখন থেকে যেকোনো মসজিদে প্রবেশ করতে পারবে এবং লাউড স্পিকারের কোনো সরঞ্জাম পেলে তা জব্দ করবে। ইতামার জানিয়েছেন, লাউড স্পিকারে আজানে শব্দদূষণ হচ্ছে- বাসিন্দাদের এমন অভিযোগ পাওয়ার পরেই এই পদক্ষেপ।