চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন ‘অন্তর্ভুক্তীমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগন’- শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জে ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়েছে। আজ সকালে দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। জেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। অনুষ্ঠানে বক্তারা বলেন,সমাজে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী রয়েছেন। তারা আমাদের ভাই-বোন,পিতা-মাতা কিংবা আত্মীয় স্বজন। তাদের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে। রাষ্ট্র প্রতিবন্ধীদের জন্য নানা কর্মসূচী হাতে নিয়েছে। যার যেটাতে প্রয়োজন তাকে সেখানে প্রশিক্ষণ নিয়ে সমাজে অবদান রাখতে হবে। আর তাই তাদের বোঝা মনে না করে তাদের পাশে থেকে সমাজে পথ চলতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক উম্মে কুলসুম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ জহুরুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক সাহিদা আখতার, জেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শেখ মো. মাহাবুবুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক গোলাম মোস্তফা,দৃষ্টি প্রতিবন্ধী আইনাল হক, মুসা মিয়া, অভিভাবক এ্যাঞ্জেলস গার্ডেনের পরিচালক আমিনুল ইসলামসহ বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের শিক্ষক ও শিক্ষার্থীরা।

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র মহানন্দা ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী 

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র মহানন্দা ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন আনুষ্ঠানের মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের ৫৯ বিজিবি-মহানন্দা ব্যাটালিয়নের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ দুপুরে এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা এলাকায় ব্যাটালিয়ন সদরে আগত অতিথিদের শুভেচ্ছা জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। দুপুর দেড়টায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ। দিবসটি উপলক্ষে আমন্ত্রিত অতিথিবৃন্দের উদ্দেশ্যে তিনি শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ,পুলিশ সুপার রেজাউল করিম, সেনাবাহিনীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) আফাজ উদ্দিন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার সহ বিভিন্ন সরকারি দপ্তর প্রধানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দেশে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ৬২৯

দেশে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ৬২৯ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫০৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ৬২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৪২ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট ৯০ হাজার ৬২২ ডেঙ্গুরোগী ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ৩ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯৩ হাজার ৬৮৫ জন।

 ঐক্যের আহ্বানে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা

ঐক্যের আহ্বানে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে ‘জাতীয় ঐক্যের’ ডাক দিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এর অংশ হিসেবে আগামীকাল তিনি দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবেন। পরেরদিন বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

বাংলাদেশে ভারতীয় চ্যানেল বন্ধের রিট শুনবেন হাইকোর্ট

বাংলাদেশে ভারতীয় চ্যানেল বন্ধের রিট শুনবেন হাইকোর্ট বাংলাদেশে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের নির্দেশ চেয়ে দায়ের করা রিট শুনবেন হাইকোর্ট। আজ বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন। আগামীকাল রিট আবেদনটি শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় আসবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী। উল্লেখ্য, বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের নির্দেশ চেয়ে গতকাল হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলি।  

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনারকে জরুরি তলব

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনারকে জরুরি তলব বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি তলব করা হয়েছে। আজ বিকেল ৪টায় তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির থাকতে বলা হয়। এর আগে, গতকাল দুপুরে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। ‘হিন্দু সংঘর্ষ সমিতি’ নামের একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালান বলে জানা গেছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগরতলার হিন্দু সংঘর্ষ সমিতির বিক্ষোভকারীদের দ্বারা বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে হিংসাত্মক বিক্ষোভ ও আক্রমণের কারণে বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ।

চলতি ডিসেম্বরে বদলাচ্ছে না এলপিজির দাম

চলতি ডিসেম্বরে বদলাচ্ছে না এলপিজির দাম চলতি ডিসেম্বরের জন্য ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত থাকছে। আজ বিকেলে ঢাকায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ বিষয়টি জানান। তিনি বলেন, সৌদি সিপি এই মাসে অপরিবর্তিত রয়েছে। আর ডলারের দামের তেমন তারতম্য হয়নি। এজন্য দাম অপরিবর্তিত রাখা হয়েছে। এর আগে গত নভেম্বরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৪৫৫ টাকা; যা চলতি মাসেও একই থাকবে।

 নতুন টাকায় থাকছে ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি‘

নতুন টাকায় থাকছে ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি‘ আসছে নতুন নোট। নোটে নতুন করে যুক্ত হবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্যসহ ‘জুলাই বিবের গ্রাফিতি‘। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক ও সরকারের পক্ষ থেকে এসব চূড়ান্ত অনুমোদন হয়েছে। এরই মধ্যে নোট ছাপানোর কাজও শুরু হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসবে নতুন টাকা। আজ এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্র। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে চারটি নোটের ডিজাইন পরিবর্তন করা হচ্ছে। পরবর্তীতে ধাপে ধাপে দেশের সব ধরনের ব্যাংক নোটের ডিজাইন নতুন করা হবে। নতুন ডিজাইনের থাকছে না শেখ মুজিবুর রহমানের ছবি। এর আগে গত ২৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয়। তবে নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি।

বাংলাদেশ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে নতুন মুখ আমির

বাংলাদেশ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে নতুন মুখ আমির বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ ইংল্যান্ড সিরিজের দল থেকে দুটি পরিবর্তন এনেছে তারা। দলে নতুন মুখ হিসেবে আছেন উইকেটরক্ষক ব্যাটার আমির জাঙ্গো। এছাড়া ডাক পেয়েছেন জাস্টিন গ্রিভস। দুজনই ঘরোয়া লিস্ট ‘এ’ টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন। সুপার ফিফটি ওডিআইতে ৭ ইনিংসে ৮৯.২০ গড়ে সর্বোচ্চ ৪৪৬ রান করেন আমির। তালিকার ঠিক পরেই আছেন গ্রিভস। পাঁচ ইনিংসে ১৩৩.৬৬ গড়ে ৪০১ রান করেন এই অলরাউন্ডার। তাদের দুজনকে জায়গা দিতে সরে দাঁড়াতে হয়েছে হেইডেন ওয়ালশ জুনিয়র ও জুয়েল অ্যান্ড্রুকে।  

নাচোলে ফতেপুরে মাছের পোনা ও উফশী ধানের বীজ বিতরণ

নাচোলে ফতেপুরে মাছের পোনা ও উফশী ধানের বীজ বিতরণ নাচোল উপজেলার ফতেপুরে সমন্বিত কৃষি ইউনিট (মৎস্য খাত)’র আওতায় মাছের পোনা বিতরণ করা হয়েছে। আজ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)র সহযোগিতায় মাছের পোনা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। বিতরণ অনুষ্ঠানে প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক আহমেদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, ইউনিট-১১ ফতেপুরের ইউনিট ব্যবস্থাপক আনোয়ার হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। মাছের পোনা ছাড়ার নিয়ম, নিয়মিত সম্পূরক খাবার প্রয়োগ, মাঝে মধ্যে জাল টেনে মাঝের স্বাস্থ্যগত পরীক্ষা বিষয়ে পরামর্শ প্রদান করেন মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক। উল্লেখ্য, ৫ জন মাছচাষিকে গুলশা ও ৫ জনকে দেশী জাতের শিং মাছের পোনা দেয়া হয়। এদিকে, ফতেপুরে কৃষি উপকরণ বিতরণ করেছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। সংস্থাটির সমন্বিত কৃষি ইউনিট (কৃষি খাত)’র আওতায় আজ সকালে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১১ ফতেপুর অফিসে এই উপকরণ বিতরণ করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক আহমেদ। অনুষ্ঠানে উচ্চ ফলনশীল নতুন জাতের ধান চাষ বিষয়ে পরামর্শ প্রদান করেন প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন হিরা, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ইউনিট-১১ ব্যবস্থাপক আনোয়ার হোসেন, স্মার্ট প্রকল্পের পরিবেশ কর্মকর্তা ইকবাল মাহমুদ, সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান। কৃষি উপকরণ হিসেবে বিনা ধান-২৫, ব্রিধান-৮৮, ৮৯ জাতের বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানগুলোর মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।