চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। আজ র‌্যালি ও পথসভার মধ্যদিয়ে দিবসটি পালন করে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ স্মৃতি নামফলকের পাদদেশে পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য দেন- জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সহসভাপতি ড. এমরান হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদিসহ অধ্যক্ষ মোহাম্মদ জোব্দুল হক, অ্যাডভোকেট অসলাম উদ দৌলা, শাহজাহান আলীসহ অন্যরা। সভা সঞ্চালনা করেন ড. শরিফুল ইসলাম। বক্তারা মানবাধিকার বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। কর্মসূচিতে জেলা ও উপজেলার মানবাধিকার কর্মীরা অংশগ্রহণ করেন।    

নাচোলে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণের উদ্বোধন

  নাচোলে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণের উদ্বোধন নাচোলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৭৪০ জন প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরামের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হান, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদসহ অন্যরা। কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান, ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের (হাইব্রিড) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ৭৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে ২ কেজি করে হাইব্রিড বোরো ধান বীজ বিতরণ করা হচ্ছে। এবছর হাইব্রিড এসএল-৮ ও সংকর-৩ জাতের উচ্চ ফলনশীল ধান বীজ বিতরণ করা হচ্ছে। এ ধানের চারা ২১ থেকে ২৫ দিনের মধ্যে জমিতে রোপণ করতে হবে। পরিমিত সার, সেচ ও বালাইনাশক প্রয়োগ করলে বিঘাপ্রতি ফলন প্রায় ৩৫ থেকে ৩৬ মণ আশা করা যায়।  

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর-ট্রলির ধাক্কায় রিক্সাচালক নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর-ট্রলির ধাক্কায় রিক্সাচালক নিহত সদর উপজেলায় পেছন থেকে ট্রাক্টর-ট্রলির ধাক্কায় ব্যাটারিচালিত রিক্সাচালক কামরান আলী ভুটু নিহত হয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের রামকৃষ্টপুর মৃধাপাড়া মহল্লার মৃত জুলফিকার আলী মন্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ দুপুরে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ইউসুফনগর পুলপাড়া এলাকায় আঞ্চলিক সড়কে খালি রিক্সা নিয়ে যাবার সময় পেছন থেকে একটি খালি ট্রলির ধাক্কায় নিজ রিক্সার নিচে চাপা পড়েন ভুটু। এতে তিনি ঘটনাস্থলে বুকে আঘাত পেয়ে আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর বিকাল ৩টার দিকে ভুটুকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ট্রলি চালক ঘটনাস্থলে ট্রলি ফেলে পালিয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) রইস উদ্দিন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার ও ট্রলি জব্দ করেছে। ট্রলি চালককে শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

ডেঙ্গুতে চাঁপাইনবাবগঞ্জে একদিনে আক্রান্ত আরো ৫ জন

ডেঙ্গুতে চাঁপাইনবাবগঞ্জে একদিনে আক্রান্ত আরো ৫ জন চাঁপাইনবাবগঞ্জে গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুরোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৮৩ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপেক্লক্সে ১ শনাক্ত হন। বর্তমানে ভর্তি আছেন ১৩ জন রোগী। তাদের মধ্যে ৭ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন। ভর্তি থাকা রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১০ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন রয়েছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় ৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং ২ জনের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

নাচোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নাচোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নাচোলে কামরুল ইসলাম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ। আজ সকাল ৯টার দিকে নাচোল ইউনিয়নের হাঁকরইল গ্রামের একটি পেয়ারা বাগানের পাশে ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মারা যাওয়া ব্যক্তি উপজেলার সূর্যপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, কামরুল ইসলামকে আজ সকালে হাঁকরইল মাঠের একটি পেয়ারা বাগানের পাশে ড্রেনের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কামরুলের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে জানান ওসি।

রাজশাহীতে প্রয়াসের ষান্মাসিক অগ্রগতি পর্যালোচনা সভা

রাজশাহীতে প্রয়াসের ষান্মাসিক অগ্রগতি পর্যালোচনা সভা রাজশাহীতে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির দুই দিনব্যাপী ষান্মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল রাজশাহীর বায়ায় আশ্রয় ট্রেনিং সেন্টারে সভায় প্রধান অতিথি ছিলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। সভার শুরুতে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটিতে কর্মরত কালীন মৃত্যুবরণকারীদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে হাসিব হোসেন বলেন, সকল কাজে প্রতিযোগিতা আছে থাকবে, প্রতিযোগিতা থাকলে কাজের গতি বাড়বে এর মাধ্যেমে আপনার কাজের পরিচয় দিতে পারবেন। এর জন্য দরকার চেষ্টা ও ধৈর্য্য তাহলে আপনি আগামীতে আরো এগিয়ে যাবেন। তিনি আরো বলেন, আমি একটা সময় প্রয়াস থেকে কোন বেতন পেতাম না। এখন আমিসহ আমরা সবাই বেতন পাই। আমাদের সাধারণ কমিটিতে যারা আছেন তারা কোন সম্মানী পাননা। তারা আমাদেরকে নিরলসভাবে সহযোগিতা করে যাচ্ছেন এ জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তারা আমারদের পাশে আছে বলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারছি। হাসিব হোসেন আরো বলেন, আপনারা যদি বিশ্বাস রেখে ধৈর্য্য নিয়ে এগিয়ে যান তাহলে সকল কাজে সফল হবেন। তিনি আরো বলেন, আজকে আপনাদের কাজের অগ্রগতির ভিত্তিকে নয়টি পুরস্কার প্রদান করা হবে। যারা পুরস্কার পাবেননা তারা মন খারাপ না করে আগামীতে কাজের গতি বাড়িয়ে পুরস্কার পাওয়ার যোগ্যতা অর্জন করেন। আমরা আগামীতে আরো বেশি করে পুরস্কার প্রদান করতে চায়। তিনি আরো বলেন, আমরা সবসময় চেষ্টা করবো ভালো কিছু করার জন্য। নিজেকে কখনো ছোট ভাববেন না। নিজেকে বড় ভাবেন আগামীতে আরো কিভাবে বড় হওয়া যায় সেটা ভাবেন। এর মাধ্যমে শুধু যে আপনি বড় হবেন তা না এর মাধ্যমে আপনার প্রতিষ্ঠান আপনার এলাকা বড় হোক এটাইতো প্রত্যাশা আমাদের। ছোট গোন্ডীতে যখন কাজ করবেন তখন মনে হবে নিজের জন্য কাজ করছেন যখন বড় পরিসরে কাজ করবেন তখন মনে হবে যে সবার জন্য কাজ কারছি। নিজের ভাবনাটাকে বাড়াবো। হাসিব হোসেন বলেন, আপনি যত শিখবেন তত উন্নতি করতে পারবেন। প্রয়াসের জন্য নিজের জন্য পরিবারের কথা ভেবে কাজের উন্নতি করি একটা সফলতার স্বাক্ষর রাখি। হাসিবে হোসেন বলেন আপনাদের মধ্যে থেকে আরো বড় পর্যায়ে প্রয়াসে কাজ করুক এটা আমার প্রত্যাশা। আমরা একে অপরের বন্ধু, সহযোদ্ধা হয়ে কাজ করতে চায় তাহলে আমাদের কাজের গতি আরো বাড়বে বলে আমি মনে করি। একসাথে কাজ করে আগামীতে আমরা আরো এগিয়ে যেতে চায়। আমাদের যারা স্টেকহোল্ডার আছে তাদের সহযোগিতার মাধ্যমে সামনে এগিয়ে নিতে চায়। আমাদের সকল বাঁধ বিপত্তি উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, আপনাদের পুরস্কৃত করার মধ্যে দিয়ে কাজের স্পৃহা বাড়ানো। আগামী ৬ মাসের কাজের অগ্রগতি সুন্দরভাবে হাতের মুঠোয় নিয়ে এগিয়ে যান, তাহলে আপনারা আগামীতে সফল হবেন। সভায় সভাপতিত্ব করেন প্রয়াসের পরিচালক পঙ্গজ কুমার সরকার। সভায় সূচনা বক্তব্য দেন প্রয়াসের পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস। সভায় প্রধান অতিথি হাসিব হোসেনেকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন প্রয়াস কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন, প্রয়াসের যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, সিনিয়র সহকারী পরিচালক (অডিট) আবুল খায়ের খান, সহকারি পরিচালক জুলফিকার আলী, কনিষ্ঠ সহকারী পরিচালক ফিরোজ আলম, তানভীর আহমেদ, তাকিউর রহমান, আবুল কালাম আজাদ, শাহাদৎ হোসেনসহ সকল জোন প্রধান, আঞ্চলিক ব্যবস্থাপক, ইউনিট ব্যবস্থাপকসহ অন্যরা। পরে রাতে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের নাট্যকর্মীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।

জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের ২২ বছর পূর্তি ও মিলন মেলা

জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের ২২ বছর পূর্তি ও মিলন মেলা চাঁপাইনবাবগঞ্জ জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের ২২ বছর পূর্তি উপলক্ষে সাধারণ সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ম্যাংগো পার্কে এ সাধারণ সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়। জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি নাহার গ্রæপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ রফিকুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সভা ও মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন, ড. মাওলানা কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন, জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্ঠা সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দোর আলী, জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের উপদেষ্ঠা ডা. ইসমাইল হোসেন, মনিরুজ্জামানম মনির, রুহুল আমীন, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম আযম, ইউসুফ আলী, সাবেক কাউন্সিলর তোহরুল ইসলাম সোহেল। স্বাগত বক্তব্য দেন, জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শওকত আলী। আলেচনা ও সাধারণ সভা শেষে জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের নতুন কমিটিতে পুনরায় সভাপতি নাহার গ্রæপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ রফিকুল ইসলাম সভাপতি ও গোলাম ওয়াচের স্বত্বাধিকারী শওকত আলীকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রাহিমুল হক সিদ্দিকী, সহ-সভাপতি মোস্তাকিম হোসেন, তরিকুল আলম মোল্লা, আসরাফুল হোসেন, সহ-সস্পাদক মোখলেসুর রহমান, ইকবাল হোসেন, মোখলেসুর রহমান আলাল, আব্দুল হামিদ বাদশা, কোষাধ্যক্ষ ইয়াদুলহোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক দুরুল হোদা, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল বাসির, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল খালিদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কাওসারুজ্জামান বকুল, প্রচার সম্পাদক আশিক পারভেজ শাহীন, নির্বাহী সদস্য তুখসেরুল মিজান, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, মোশারফ হোসেন, সোহেল রানা, সাজেদুর রহমান, দুরুল হোদা ও শাহিন আখতার।

ভারতের অপতথ্য প্রচারে কোন ক্ষতি নেই-এম সাখাওয়াত

ভারতের অপতথ্য প্রচারে কোন ক্ষতি নেই-এম সাখাওয়াত নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোন ক্ষতি নেই, আমাদের এখানে চিকিৎসা ও বাজার সবই আছে। সমস্ত পৃথিবী থেকে ভারতে ভ্রমণকারীর সংখ্যার মধ্যে বাংলাদেশীদের অবস্থান দ্বিতীয় বৃহত্তম। এ খাত থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি বিশাল লাভবান হয়। তারা যেতে না করলে বাংলাদেশীরাও ভারতে যাবেনা। ড. এম সাখাওয়াত হোসেন আজ দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে একথা বলেন। তিনি বলেন, আমাদের মধ্যে মেজরিটি-মাইনরিটি কোন বিভাজন নেই। এখানে সবধর্মের মানুষ বসবাস করছেন৷

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু শিগগিরই

  বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু শিগগিরই বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হচ্ছে বলে জানিয়েছেন করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এস এম মাহবুবুল আলম। এর ফলে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক জোরদার হবে বলে জানিয়েছেন তিনি। আজ পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এক্সপ্রেস ট্রিবিউন জানায়, হায়দ্রাবাদ চেম্বার পরিদর্শনকালে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এ কথা বলেন। মাহবুবুল আলম ২০২৫ সালের জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিতব্য বার্ষিক বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য পাকিস্তানের ব্যবসায়ী স¤প্রদায়কেও আমন্ত্রণ জানিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন, ঢাকায় অনুষ্ঠিতব্য এই ইভেন্টে পাকিস্তানের ব্যবসায়ীদের অংশগ্রহণের সুবিধার্থে তাদের ভিসা প্রক্রিয়া সহজতর করা হবে।

আগামীকাল একই সারিতে থাকবে পৃথিবী-সূর্য-বৃহস্পতি

আগামীকাল একই সারিতে থাকবে পৃথিবী-সূর্য-বৃহস্পতি ফোর্বস ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামীকাল পৃথিবী, সূর্য এবং বৃহস্পতি একই সরলরেখায় অবস্থান করবে। শনিবার সারারাত বৃহস্পতি আকাশে দৃশ্যমান থাকবে। এই অবস্থানকে বলা হয় ‘জুপিটারর্স অপজিশন’। ফোর্বসের দেওয়া তথ্য অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিকে দেখার জন্য এই সময়ের আগে-পরে এক মাস ধরে এই বিস্ময়কর ঘটনা পর্যবেক্ষণের সুযোগ থাকবে। এমনকি একটি ছোট টেলিস্কোপ বা সাধারণ দূরবীন দিয়েও এই গ্রহের সৌন্দর্য উপভোগ করা যাবে। বিজ্ঞানীরা বলেছেন, আজ পৃথিবী থেকে প্রায় ৬১১ মিলিয়ন কিলোমিটার বা ৩৮০ মিলিয়ন মাইল দুরে থাকবে বৃহস্পতি। ।