২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথমার্ধে নির্বাচন 

২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথমার্ধে নির্বাচন ‘আগামী বছর ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে দেশে জাতীয় নির্বাচন হবে’ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবস উপলক্ষে আজ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের এই রূপরেখা তুলে ধরেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়- তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে আরও অন্তত ৬ মাস অতিরিক্ত সময় লাগতে পারে।

ঢাকায় চাঁপাইনবাবগঞ্জ ফোরাম’র প্রীতি সমাবেশ

ঢাকায় চাঁপাইনবাবগঞ্জ ফোরাম’র প্রীতি সমাবেশ ঢাকায় ‘চাঁপাইনবাবগঞ্জ ফোরাম’র প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীদের সংগঠন ‘চাঁপাইনবাবগঞ্জ ফোরাম’ এই প্রীতি সমাবেশের আয়োজন করে। আজ সকাল ৯ টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (কাকরাইল, ঢাকা) এর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব লেফটেন্যান্ট জেনারেল ড. আমিনুল করিম রুমি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, সমন্বয়ক সাদিক কাইউম, চাঁপাইনবাবগঞ্জের সাবেক এমপি লতিফুর রহমান, রাজউক এর প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলামসহ অন্যরা। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন, সংগঠনটির সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী দেলওয়ার হোসেন। পরে জুলাই-আগস্ট আন্দোলনে চাঁপাইনবাবগঞ্জের নিহত শহিদ পরিবার ও আহতদের মধ্যে আর্থিক উপহার ও কৃতী ছাত্র-ছাত্রীদের মধ্যে উপহার সামগ্রী এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।

অবশেষে জামিন পেলেন স্টাইলিশ স্টার আল্লু অর্জুন

অবশেষে জামিন পেলেন স্টাইলিশ স্টার আল্লু অর্জুন অবশেষে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন তেলেগু সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। আজ তেলেঙ্গানা হাই কোর্ট তার জামিন আবেদন মঞ্জুর করেন। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে। আজ সকালে জুবলি হিলসের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আল্লু অর্জুনকে। সেখান থেকে তাকে নেওয়া হয় চিকড়পল্লী থানায়। এরপর নামপল্লী আদালতে তোলা হলে আল্লু অর্জুনকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এরপর আল্লু অর্জুনের আইনজীবী হাই কোর্টের দ্বারস্থ হলে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। হাই কোর্ট জানান, অভিনেতা হলেও একজন নাগরিক হিসেবে আল্লু অর্জুনের অধিকার ও স্বাধীনতা রয়েছে। গত ৪ ডিসেম্বর রাতে হায়দরাবাদের সন্ধ্যা সিনেমা হলে ‘পুষ্পা টু’ সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে আল্লু অর্জুন উপস্থিত থাকার খবর ছড়িয়ে পড়ে। ফলে উপচে পড়েন তার ভক্তরা। শত শত দর্শক ভিড় করলে ভেঙে পড়ে সিনেমা হলের প্রধান ফটক। এতে অনেক মানুষ পদদলিত হন; জ্ঞান হারান ৩৯ বছরের রেবতি ও তার কিশোর পুত্র। দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হলে রেবতিকে মৃত ঘোষণা করেন। শিশুটি চিকিৎসাধীন থাকলেও তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় হায়দরাবাদের চিকড়পল্লী থানায় আল্লু অর্জুন, তার নিরাপত্তারক্ষী এবং সন্ধ্যা সিনেমা হলের মালিকের বিরুদ্ধে সেকশন ১০৫ এবং ১১৮ (১) ধারায় মামলা করে রেবতির পরিবার। রেবতির পরিবারের অভিযোগ, আল্লু অর্জুনের আগমনের কোনো আগাম খবর দেওয়া হয়নি। প্রেক্ষাগৃহের পক্ষ থেকে নিরাপত্তাজনিত কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। রেবতির মৃত্যুর পর আল্লু অর্জুন তার সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছিলেন। ‘পুষ্পা টু’ সিনেমার নায়িকা রাশমিকা মান্দানাও রেবতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছিলেন। আল্লু অর্জুন রেবতির পরিবারকে ২৫ লাখ রুপি আর্থিক সাহায্য প্রদানের ঘোষণাও দেন। কিন্তু রেবতির মৃত্যুর ৯ দিন দিনের মাথায় গ্রেপ্তার হন আল্লু অর্জুন।

চলে গেলেন গহীন গগনের নিঃসঙ্গ তারা হেলাল হাফিজ 

চলে গেলেন গহীন গগনের নিঃসঙ্গ তারা হেলাল হাফিজ একাকী জীবন এবং মননচর্চার কারণে ‘নিঃসঙ্গতার কবি’ হিসেবে বাংলা কবিতা-ভুবনে খ্যাতি ছিল হেলাল হাফিজের। ‘ছিল’ শব্দটি কবির সঙ্গে বেমানান। তারপরও বলতে হয়, নিঃসঙ্গতার যে বন্ধনে জড়িয়েছিলেন কবি, সেখান থেকে তিনি চলে গেলেন আরো গহীনে; গহীন গগনে। সেখানেই তারা হয়ে জ্বলবেন চিরদিন। নিঃসঙ্গ কবির প্রিয় অনুষঙ্গ হেলাল হাফিজের নিঃসঙ্গই ছিল প্রিয় অনুষঙ্গ। ‘মানুষ মাত্রই একা’ কথাটি আমরা এতোদিন শুধু শুনেছি, জেনেছিও ব্যক্তিজীবনে অনেকে। কিন্তু কবিকেই দেখেছি সেই একাকীত্ব উপভোগ করতে। মাত্র তিন বছর বয়সে মাকে হারান তিনি। জীবনের অবলম্বন বলতে ছিলেন কেবল বাবা। তিনিও ১৯৭৩ সালে না ফেরার দেশে চলে যান। এরপর একা হয়ে যান কবি। সংসারে থাকতে অবলম্বন লাগে, অবলম্বন মানে মানুষ- একান্তই আপন মানুষ। কিন্তু কেউ নেই। বাবার মৃত্যুর মাসখানেক পর প্রিয়তমা হেলেনের সঙ্গেও বিচ্ছেদ ঘটে তার। একদিন কবিকে ডেকে হেলেন বলেন, ‘‘আমি বিয়ে করতে যাচ্ছি। বাবা-মা আমার বিয়ে ঠিক করেছে।’’ প্রত্যুত্তরে হেলাল হাফিজ বলেছিলেন, ‘‘ছোটবেলা থেকে আমি খুব সহনশীল ছিলাম। প্রচণ্ড সহ্যশক্তি আমার। কথাটা শুনে ভেতরের ঝড় বুঝতে দিলাম না হেলেনকে। ওখান থেকে উঠে রিকশা নিয়ে …চলে এলাম।’’ বোহেমিয়ান হেলাল হাফিজ ছিলেন বোহেমিয়ান। অবিবাহিত। জীবনের বড় একটি সময় কাটিয়েছেন রাজধানীর তোপখানা রোড আর সেগুনবাগিচার আবাসিক হোটেলে। প্রতিদিন খেতে যেতেন জাতীয় প্রেসক্লাবে। তিনি ছিলেন প্রবলভাবে রাজনীতি সচেতন। ব্যক্তিজীবনে খুব শান্ত আর অন্তর্মুখী স্বভাবের মানুষ ছিলেন। কবি শামীম আজাদ বলেন, ‘‘ব্যক্তিগতভাবে ও ছিল খুবই শান্ত চুপচাপ ধরনের, কিন্তু আড্ডার প্রাণ ছিল।’’ তখন তো বুঝতে পারিনি, এত বড় একটা বেদনা এক সাক্ষাৎকারে হেলাল হাফিজ বলেছেন, ‘‘আমি স্কুলজীবনে ছিলাম খেলাধুলার মানুষ। এই ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল; ক্রিকেটে অতটা আগ্রহ ছিল না। এমনকি নেত্রকোণার মতো একটা মফস্বল শহরে আমি ওই সময়ে লং টেনিস শিখেছি। সেটা সম্ভব হয়েছিল আব্বার জন্য। আব্বা যেহেতু নামকরা শিক্ষক, নেত্রকোণার এলিট যারা টেনিস খেলতেন বিশেষ করে ডাক্তার বা আইনজীবী বা কলেজের প্রিন্সিপাল, অধ্যাপক; আমি মাঠের পাশে বসে থাকতাম। প্রথম হলো যে বল বয়, বল কুড়িয়ে এনে দেওয়া। এই করতে করতে…। আসলে আমি ছিলাম খেলাধুলার মানুষ। এরপর ছোটবেলায় মাকে হারিয়েছি। তখন তো বুঝতে পারিনি, এত বড় একটা বেদনা! বয়স যখন বাড়তে লাগল বেদনা আমরা ভেতরে শিকড় গজাতে লাগল, গ্রাস করে ফেলল আমাকে। এই মাতৃহীনতার বেদনা আমার কবি হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছে।’’ দুঃখের ফেরীঅলা ‘অনেক কষ্টের দামে জীবন গিয়েছে জেনে মূলতই ভালোবাসা মিলনে মলিন হয়, বিরহে উজ্জ্বল’। ‘প্রতিমা’ কবিতায় এভাবেই ভালোবাসাকে সংজ্ঞায়িত করেছেন হেলাল হাফিজ। ‘প্রস্থান’ কবিতায় তিনি লিখেছেন, “এখন তুমি কোথায় আছ কেমন আছ, পত্র দিয়ো।” এই কবিতায় অভিমানের সুরে তিনি বলেছেন, “আর না হলে যত্ন করে ভুলেই যেয়ো, আপত্তি নেই।” কবিতার শেষে গিয়ে কবি বলছেন: ‘‘এক জীবনে কতটা আর নষ্ট হবে, এক মানবী কতটা আর কষ্ট দেবে’’। ঠিক এতসব কষ্ট নিয়েই তিনি চলে গেলেন ১৩ ডিসেম্বর ২০২৪ আরো গহীনে; গহীন গগনে।

চ্যাম্পিয়ন হয়ে র‌্যাংকিংয়ে ৭ ধাপ এগিয়ে বাংলাদেশ

চ্যাম্পিয়ন হয়ে র‌্যাংকিংয়ে ৭ ধাপ এগিয়ে বাংলাদেশ গত অক্টোবরে ফাইনালে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে বাংলাদেশ নারী ফুটবল দল। যার ছাপ পড়েছে র‌্যাংকিংয়েও। আজ ফিফার প্রকাশিত র‌্যাংকিয়য়ে সাত ধাপ এগিয়েছে তারা।  সাফে বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। দুর্বল পাকিস্তানের বিপক্ষে ড্র দিয়ে শুরু করা আসরের পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় তারা। ভারতকে হারায় ৩-১ ব্যবধানে। গ্রুপ সেরা হয়ে পরবর্তী পর্বে করে কোয়ালিফাই। বাকি ম্যাচগুলো দারুণভাবে জিতে ফাইনালে গত ৩০ অক্টোবরকে নেপালকে হারিয়ে ধরে রাখে সাফের মুকুট। এই টুর্নামেন্ট জিতে সাত ধাপ আগানো বাংলাদেশ এখন ১৩২ নম্বরে। এগিয়েছে ভুটানও। তিন ধাপ উন্নতিতে তাদের অবস্থান ১৭২ নম্বরে। এক ধাপ এগিয়ে ১৫৭ নম্বরে পাকিস্তান এবং এক ধাপ পিছিয়ে তাদের পরেই অবস্থান শ্রীলঙ্কার। এদিকে বাংলাদেশের বিপক্ষে ফাইনালে হেরে শিরোপা খোয়ানো নেপাল চার ধাপ পিছিয়ে ১০৩ নম্বরে চলে গেছে। ভারতও পিছিয়েছে। এক দাপ অবনতিতে তাদের অবস্থান ৬৯ নম্বরে। এছাড়া র‌্যাংকিংয়ের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এক ধাপ করে আগানো স্পেন দ্বিতীয় এবং জার্মানি তৃতীয় স্থানে রয়েছে।

লেবানন থেকে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি

লেবানন থেকে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও ৮৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ মিশন ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম)-এর সহায়তায় তারা দেশে ফিরেছেন বলে জানা গেছে। বাংলাদেশ সরকারের ভাড়া করা ইথিওপিয়ার একটি ফ্লাইটে তারা দেশে আসেন। সব মিলিয়ে এ পর্যন্ত ষোলটি ফ্লাইটে সর্বমোট ১ হাজার ৪৮ জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে ফিরেছেন। এদিকে, ইসরায়েলের হামলায় লেবাননে এ পর্যন্ত একজন বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে।

শব্দদূষণ নিয়ন্ত্রণে ডিসেম্বরেই সংশোধিত বিধিমালা চূড়ান্ত

শব্দদূষণ নিয়ন্ত্রণে ডিসেম্বরেই সংশোধিত বিধিমালা চূড়ান্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ডিসেম্বরেই শব্দদূষণ নিয়ন্ত্রণে বিধিমালা চূড়ান্ত করা হবে। এতে বিধিমালায় শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশের ক্ষমতা দেয়া হবে। শুধু জেল-জরিমানা করলেই হবে না, মানুষের মধ্যে সচেতনতা ও দায়িত্বশীল আচরণ আনতে হবে। আজ গুলশান সোসাইটি জামে মসজিদের সামনে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক এক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, শব্দদূষণ আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে। এটি নিয়ন্ত্রণে সবার সহযোগিতা দরকার।

বায়ুদূষণে বিশ্বে আজ তৃতীয় অবস্থানে ঢাকা

বায়ুদূষণে বিশ্বে আজ তৃতীয় অবস্থানে ঢাকা চলতি বছর শীতের শুরু থেকেই বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর। আজ সাপ্তাহিক ছুটির দিনের সকালে বায়ুদূষণে বিশ্বের শীর্ষ শহরের তালিকায় রয়েছে ঢাকা। সকাল সোয়া ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের তালিকায় ৩ নম্বরে অবস্থান করছে ঢাকা। এই সময় ঢাকার স্কোর ছিল ২৫০। এদিকে, তালিকায় ২৬৩ স্কোর নিয়ে তালিকার শীর্ষে ছিল ভারতের কলকাতা। ২৫৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তানের শহর ‘লাহোর’। নাগরিকদের জন্য বাতাসের এই মান ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

ভারতের কেন্দ্রীয় ব্যাংকে বোমা হামলার হুমকি

ভারতের কেন্দ্রীয় ব্যাংকে বোমা হামলার হুমকি ভারতের কেন্দ্রীয় ব্যাংক ‘রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ায় (আরবিআই)’ বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। নবনিযুক্ত গভর্নর সঞ্জয় মালহোত্রার সরকারি ইমেইলে পাঠানো বার্তায় এই হুমকি দেওয়া হয় বলে আজ জানিয়েছে ইকোনোমিক টাইমস। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইমেইল বার্তা পাঠিয়ে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ায় বিস্ফোরণের হুমকি দেয়া হয়েছে। বার্তাটি রুশ ভাষায় লেখা। মুম্বাই পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, নবনিযুক্ত গভর্নর সঞ্জয় মালহোত্রার সরকারি ইমেইলে হুমকিটি দেয়া হয়েছে। হুমকির ঘটনায় পুলিশে অভিযোগ জানিয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া কর্তৃপক্ষ। সেই অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত-পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে মুম্বাই পুলিশ। স্থানীয় মাতা রমাবাই মার্গ (এমআরএ মার্গ) থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে।  

বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা ওয়েস্ট উইন্ডিজের

বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা ওয়েস্ট উইন্ডিজের বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। গতকাল ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ চলাকালে দল ঘোষণা করে ক্যারিবিয়ানরা। টেস্ট ও ওয়ানডেতে পারফর্ম করে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন কেসি কার্টি। এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন মারকুটে ব্যাটার জনসন চার্লস। তবে শেরফাইন রাদারফোর্ড ও ওয়ানডে অধিনায়ক শেই হোপকে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। বিগ ব্যাশের জন্য এই দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আগামী ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট ভিনসেন্টে।