ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস টাইগারদের

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস টাইগারদের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে আর্নেস ভ্যাল স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান করে বাংলাদেশ। ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত ১০৯ রানে থামে স্বাগতিকদের ইনিংস। আর তাতেই ৮০ রানের জয় নিয়ে টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল টাইগাররা। গত দুই ম্যাচেই বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। বাজে শুরুর পর সংগ্রহটাও বড় হয়নি টাইগারদের। তবে আজ উদ্বোধনী জুটিতে পরিবর্তন আসে। চোটের কারণে ছিটকে যাওয়া সৌম্য সরকারের জায়গায় একাদশে আসেন পারভেজ হোসেন ইমন।

বিআরটিএকে আলটিমেটা, যানজট কমাতে পুলিশকে ২ দিন সময়

বিআরটিএকে আলটিমেটা, যানজট কমাতে পুলিশকে ২ দিন সময় আগামী এক মাসের মধ্যে সেবায় উন্নতি করতে না পারলে দেশের পরিবহন খাতের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানসহ সবস্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত ‘সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ, ঢাকা মহানগরীর যানজট নিরসন এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ’ শীর্ষক এক সভা শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বিআরটিএকে এক মাস সময় দেওয়া হয়েছে। অবস্থার উন্নতি করতে হবে। বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স পাওয়া নিশ্চিত করতে হবে। ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় যেন চলতে না পারে সে ব্যবস্থা করতে হবে এবং ফিটনেস দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনে বেসরকারি খাতের সহায়তা নিতে হবে। ফাওজুল কবির খান বলেন, ঢাকায় যেসব জায়গায় যানজট হয়, সেগুলো চিহ্নিত করতে হবে। বিশেষ করে রেল ক্রসিং ও ফ্লাইওভারে ওঠা-নামার স্থানে যানজট হয়। ট্রাফিক পুলিশকে দুই দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আগামী এক সপ্তাহের মধ্যে যানজট পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়। রাস্তার মধ্যে কোনো গাড়ি অবৈধ পার্কিংয়ের কারণে যানজট হলে, সেই গাড়িকে জরিমানার বদলে আটক করে নিয়ে আসতে হবে। তিনি বলেন, স্কুল বাস চালুর একটা প্রস্তাব আছে। এটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেব।

প্রয়াসের স্মার্ট প্রকল্পের ঋণ বিতরণ ও অবহিতকরণ সভা

প্রয়াসের স্মার্ট প্রকল্পের ঋণ বিতরণ ও অবহিতকরণ সভা গোমস্তাপুরের আড্ডায় সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্স ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রকল্পের অববিহতকরণ সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় স্মার্ট প্রকল্প বাস্তবায়নে কাজ করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। আজ সকালে প্রয়াসের ইউনিট-৩০ আড্ডা অফিসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রয়াসের পরিচালক পঙ্কজ কুমার সরকার। স্মার্ট প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন কনিষ্ঠ সহকারী পরিচালক ও স্মার্ট প্রকল্পের ফোকাল পার্সন ফারুক আহমেদ। এসময় উপস্থিত ছিলেন- প্রয়াসের সহকারী পরিচালক জুলফিকার আলী, কনিষ্ঠ সহকারী পরিচালক আবুল কালাম আজাদ ও শাহাদাৎ হোসেন, ইউনিট-৩০ ব্যবস্থাপক রাজিবুল ইসলাম, স্মার্ট প্রকল্পের টেকনিক্যাল অফিসার রিফাত আমিন হিরা, পরিবেশ কর্মকর্তা ইকবাল মাহমুদ, এমআইএস ও ডকুমেন্টেশন অফিসার মোমেনা ফেরদৌসসহ অন্যরা। এসময় দুজন ক্ষুদ্র উদ্যোক্তাকে ঋণের চেক বিতরণ করা হয় এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে স্মার্ট প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। স্মার্ট প্রকল্প নিয়ে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ, নাচোল ও গোমস্তাপুর উপজেলা এবং রাজশাহীর গোদাগাড়ী ও পবা উপজেলায় কার্যক্রম বাস্তাবায়ন করবে। এই প্রকল্পের মেয়াদকাল ৪ বছর। এর মাধ্যমে লক্ষিত ক্ষুদ্র উদ্যোক্তা ১ হাজার ৫০০ জনকে ঋণ, অনুদান এবং প্রশিক্ষণ প্রদান করা হবে। এই প্রকল্পের মাধ্যমে রিসোর্স ইফিশিয়েন্ট অ্যান্ড ক্লিনার প্রোডাকশন (আরইসিপি) চর্চার মাধ্যমে আম উৎপাদনকারী/ আমচাষি / আম ব্যবসায়ী / আম প্রক্রিয়াজাতকারী (আমসত্ব, আচার, ম্যাংগোবার, ম্যাংগোজুস, ম্যাংগো পাউডার)/ আমবাজারতাকারী (দেশ ও বিদেশ)/ আম উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে সরঞ্জাম বা মেশিনারিজ যানবাহন/নার্সারি/ জৈব সার উৎপাদন ও বাজারজাতকারী অর্থাৎ আমের সাথে সংশ্লিষ্ট উদ্যোক্তাগণ এই প্রকল্পের আওতাভুক্ত হবে।b

পঞ্চদশ সংশোধনী আংশিক অবৈধ; রায়ে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার

পঞ্চদশ সংশোধনী আংশিক অবৈধ; রায়ে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করার বিষয়টিকে অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর আগে ৪ ডিসেম্বর পৃথক রিটে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়। এদিন বহুল আলাচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রুলের বিষয়ে রায় দেন আদালত। বেঞ্চের কার্যতালিকায় আজ এক ও দুই নম্বরে ছিল এ বিষয়ক পৃথক দুটি রিট। পরে ৫ ডিসেম্বর এ বিষয়ে আদেশের জন্য ১৭ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত। ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাস হয় এবং রাষ্ট্রপতি ২০১১ সালের ৩ জুলাই তাতে অনুমোদন দেন। এর আগে মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ৯০ দিনে নির্বাচন করার বিধান থাকলেও ওই সংশোধনীতে পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বিষয়টি সংযোজন করা হয়।

ডিজিটাল লটারিতে স্কুলে ভর্তির ফল প্রকাশ

ডিজিটাল লটারিতে স্কুলে ভর্তির ফল প্রকাশ ২০২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তির ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকরা ঘরে বসেই এই ডিজিটাল লটারির ফল অনলাইন ও এসএমএসের মাধ্যমে জানতে পারবেন। আজ বেলা পৌনে ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্কুলে ভর্তি লটারির ফল প্রকাশ করেন প্রফেসর এস এম আমিনুল ইসলাম। গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদন করার সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা। ১৮ দিনে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৯ লাখ ৮৩ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর মাউশির তথ্য অনুযায়ী, ৬৮০টি সরকারি বিদ্যালয়ে এক লাখ ৮ হাজার ৭১৬ আসনের বিপরীতে আবেদন করেছে ৬ লাখ ৩৫ হাজার ৭২ ভর্তিচ্ছু। এছাড়া ৪ হাজার ৯৪৫টি বেসরকারি বিদ্যালয়ে শূন্য আসন রয়েছে ১০ লাখ ৭ হাজার ৬৭৩টি। বিপরীতে আবেদন করেছে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭ শিক্ষার্থী।

ইভিএমে নয় ব্যালটে জাতীয় নির্বাচন বলেছেন সিইসি

ইভিএমে নয় ব্যালটে জাতীয় নির্বাচন বলেছেন সিইসি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং (ইভিএম) পদ্ধতি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইভিএম পদ্ধতি বাদ দিয়ে আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণ ব্যালটে আয়োজন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কথা জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেছেন, প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের যে সময়সীমার ইঙ্গিত দিয়েছেন, সেই অনুযায়ী নির্বাচন জাতীয় নির্বাচনের জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। দু’মাসের মধ্যে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করা হবে। এর আগে গতকাল মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সংস্কার ও ভোটার তালিকা নির্ভুলভাবে প্রণয়ন সাপেক্ষে ২০২৫ সালের শেষদিকে অথবা ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে পারে।

বিদায়ী নভেম্বরে সড়কে ৪৯৭ প্রাণহানি

বিদায়ী নভেম্বরে সড়কে ৪৯৭ প্রাণহানি বিদায়ী নভেম্বর মাসে দেশে ৪১৫টি সড়ক দুর্ঘটনায় ৪৯৭ জন প্রাণ হারিয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৭৪৭ জন। এ ছাড়া সড়ক, রেল ও নৌপথে ৪৮৬টি দুর্ঘটনায় মোট নিহত হয়েছেন ৮১৯ জন। ১৬৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১১ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য ওঠে এসেছে। আজ সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবেদনটি তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, রেলপথে ৬৪টি দুর্ঘটনায় ৭৯ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। নৌপথে ৭টি দুর্ঘটনায় ৬ জন নিহত এবং ২৯ জন আহত ও ২ জন নিখোঁজ রয়েছেন। এ মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ঢাকা বিভাগে, ১০৬ টি সড়ক দুর্ঘটনায় ১২৯ জন নিহত ও ২৬৪ জন আহত হয়েছেন।  

নারী সাফ চ্যাম্পিয়নশিপের সূচিতে পরিবর্তন

নারী সাফ চ্যাম্পিয়নশিপের সূচিতে পরিবর্তন আগামী ১১ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের সূচিতে পরিবর্তন এসেছে। নতুন সূচি অনুযায়ী আগামী ১ থেকে ১১ জুলাই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। আজ সাফের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। শুধু বয়সভিত্তিক নারী সাফ নয়, দু’টি বয়সভিত্তিক ছেলেদের সাফের সূচিও পরিবর্তিত হয়েছে। অনূর্ধ্ব-২০ এর আয়োজক বাংলাদেশ হলেও ছেলেদের অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতাটি আয়োজিত হবে প্রতিবেশি দেশ ভারতে। যা আগামী বছর ৫-১৫ নভেম্বর ভারতের মাটিতে আসর শুরু হওয়ার কথা ছিল। তবে পরিবর্তিত সূচিতে ৮-১৮ নভেম্বর হবে। এছাড়া পুরুষ সাফ অনূর্ধ্ব-১৭ আসরের সময় নির্ধারিত হয়েছে ১৪ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর।

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারকে বিজয় সংবর্ধনা, বিজয় মেলা উদ্বোধনসহ নানা আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। আজ সূর্যোদযের সাথে সাথে পুরাতন স্টেডিয়ামে ৩১ বার তোপধ্বনি ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপরই জেলা প্রশাসক কার্ডালয় চত্বরে জেলার শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা সংবলিত স্মৃতিফলকের বেদীতে জেলা প্রশাসক আব্দুস সামাদের নেতৃত্বে জেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, পুলিশ সুপার রেজাউল করিমের নেতৃত্বে জেলা পুলিশ, প্রধান নির্বাহী(উপ-সচিব) আফাজ উদ্দিনের নেতৃত্বে জেলা পরিষদ, পৌর প্রশাসক(উপ-সচিব) দেবেন্দ্র নাথ উর^াও এর নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক,সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ  পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। পরে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্রনাথ উরাওয়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আব্দুস সামাদ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমাদের সবাইকে বৈষম্যহীন সবাজ ও রাষ্ট্র গড়ে তুলতে কাজ করতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশীদ ও পুলিশ সুপার রেজাউল করিম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দীনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করা হয়। সংবর্ধনা ও আলোচনা সভা শেষে স্টেডিয়াম প্রাঙ্গণে ২দিনব্যাপী বিজয়মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা। শিবগঞ্জে যথাযথ মর্যদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধণা দেয়া হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামন আল ইমরানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন, বীর মুত্তিযোদ্ধা তসলিম উদ্দিন, তরিকুল আলম, বজলার রশিদ সনু, জোবায়ের আলী, আব্দুল মান্নান, আব্দুল হামিদসহ অন্যরা। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক ও সুশিল সমাজের প্রতিনিধিগণ। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবী সংগঠন। আলোচনার শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলেল  শুভেচ্ছা জানানো হয়। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননার ক্রেস্ট প্রদান করা হয়। অন্যদিকে, বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে গোমস্তাপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করে। জাতীয় পতাকা উত্তোলন, রহনপুর আহম্মদী বেগম সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, প্রতিকী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদের সংবর্ধনা, মসজিদ মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা, খেলাধূলা, আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া ওই মাঠে বিজয় মেলার ১৬টি স্টল অংশ নেয়। পরে রহনপুর আহম্মদী বেগম সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, আকতার আলি কচি খান ও তোজাম্মেল হোসেন সাপাটু, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। এ সময় সরকারী কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা। আলোচনা শেষে চিত্রাঙ্গন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।

মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ডিজিটাল লটারি আগামীকাল

মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ডিজিটাল লটারি আগামীকাল সারা দেশের মহানগর, জেলা সদর ও উপজেলা পর্যায়ে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য আগামীকাল ডিজিটাল লটারি করা হবে। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ লটারি হবে। আনুষ্ঠানিকতার পর ঘরে বসেই ফল জানতে পারবে শিক্ষার্থীরা। আজ শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে গত ১২ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, লটারির ফল কীভাবে জানা যাবে।