সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন

সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার সুরক্ষা অধ্যাদেশের বিষয়ে আলোচনা হয়েছে। অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। আজ বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, জাকির আহম্মেদ খান কমিটি তাদের পদোন্নতি বঞ্চিত, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের জন্য সুপারিশমালা দিয়েছিলেন। ৭৬৪ জনকে পদোন্নতি দেয়া যায়, সেই বিষয় সুপারিশ করা হয়েছিল। এর মধ্যে ১১৯ জনকে সচিব পদে, ৪১ জনকে গ্রেড ওয়ানে, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, যুগ্ম সচিব পদে ৭২ জন এবং উপসচিব পদে ৪ জনকে পদোন্নতির জন্য সুপারিশ করেছে। এর জন্য প্রাক্কলিত খরচ হিসেবে এককালীন আনুমানিক ৪২ কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। গণভবনে জুলাই আগস্ট স্মৃতি জাদুঘরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।

৩৭ জনের সাজা কমালেন বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন

৩৭ জনের সাজা কমালেন বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন মৃত্যুদ-প্রাপ্ত ৪০ জনের মধ্যে ৩৭ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদ- করেছেন। বাকি ৩ জনের মৃত্যুদ- বাতিল করেননি তিনি। এই তিনজন হলেন- ডাইলান রুফ, জোখার সারনায়েভ ও রবার্ট বাউয়ার্স। বড়দিনের আগে গতকাল এই পদক্ষেপটি ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের প্রেক্ষাপটে নেয়া হলো। প্রথম মেয়াদে ট্রাম্প মৃত্যুদ- কার্যকরের সংখ্যা বাড়িয়েছিলেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। তিনি মৃত্যুদ- প্রাপ্তদের সাজা যাবজ্জীবন কারাদ-ে রূপান্তরিত করেছেন। এর ফলে তারা প্যারোল ছাড়া জীবনের বাকি সময় কারাগারে কাটাবেন। এক বিবৃতিতে বাইডেন বলেছেন, ‘মৃত্যুদ-ের ওপর আমার প্রশাসন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা সন্ত্রাসবাদ ও ঘৃণাজনিত গণহত্যার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই নীতির সঙ্গেই ৩৭ জনের মৃত্যুদ- কমানো হয়েছে।  

চোট পেয়ে লম্বা সময় মাঠের বাইরে স্টোকস

চোট পেয়ে লম্বা সময় মাঠের বাইরে স্টোকস লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। ইনজুরিতে পড়ায় অন্তত ৩ মাস থাকবেন মাঠের বাইরে। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট খেলতে গিয়ে পুরোনো চোট নতুন করে পেয়ে বসেন তিনি। পরে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর জানায়, বাম পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে স্টোকসের। বিবৃতিতে ইসিবি জানায়, আগামী মাসে অস্ত্রোপচার করাতে হবে স্টোকসের। এরপর শুরু হবে পুনর্বাসন প্রক্রিয়া। এর আগে একই চোটে পড়েছিলেন স্টোকস; গত আগস্ট মাসে দ্য হান্ড্রেড খেলতে গিয়ে। সেবার দুই মাস মাঠের বাইরে ছিলেন তিনি। পরে পাকিস্তান সফরে দলের সঙ্গী হন আবার। তবে এবার পুনর্বাসনের সময়টা আরও লম্বা হতে যাচ্ছে ইংলিশ এই অধিনায়কের।

নাচোলে মল্লিকপুরে জোড়া খুনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নাচোলে মল্লিকপুরে জোড়া খুনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন নাচোল উপজেলার মল্লিকপুরে জোড়াখুনের ঘটনায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ চাঁপাইনবাবগঞ্জ-গোমস্তাপুর সড়কের মল্লিকপুর বাজারে এই কর্মসূচি পালন করেন তারা। বিকেলে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খলশী বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মল্লিকপুর বাজারে গিয়ে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন, নিহত মাসুদ রানার পিতা এজাবুল হক, নিহত রায়হানের পিতা আব্দুর রহিম, রায়হানের ভাই জাহাঙ্গীর, আকবর, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আফজাল হোসেন। এসময় তারা নৃশংস এই জোড়া খুনের তীব্র প্রতিবাদ জানান এবং হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি দাবি করেন। এসময় তারা রাস্তা অবরোধ করেন। এসময় পুলিশ দ্রুত সময়ের মধ্যে হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নিয়ে ঘরে ফিরে যান। উল্লেখ, গত মঙ্গলবার রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর গরুর হাটের মাছ বিক্রির টিনশেডে প্রতিপক্ষের হামলায় ৬ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালে নেয়ার পথে উপজেলার খলসী গ্রামের এজাবুলের ছেলে মাসুদ ও চাঁনপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রায়হান মারা যান। ওই ঘটনায় ৪ জন আহত হন। আহতরা হলেন- খলসী গ্রামের জালালের ছেলে সুমন, আলমের ছেলে রজব আলী ওরফে রনি, রব্বানী ওরফে পাতুর ছেলে আরমান ও ফিরোজের ছেলে ইমন। তাদের মধ্যে সুমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এঘটনায় নাচোল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মল্লিকপুর গ্রামের বাহার আলী মন্ডলের ছেলে আজিজুল হক, এজাবুলের ছেলে তাসিমকে গ্রেপ্তার হয়েছে।    

শিবগঞ্জ সীমান্তে ৩১ ভারতীয় স্মার্ট ফোন উদ্ধার

শিবগঞ্জ সীমান্তে ৩১ ভারতীয় স্মার্ট ফোন উদ্ধার ভারতীয় সীমান্তে পড়ে থাকা ৩১টি মালিবহিন স্মার্ট ফোন উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গতকাল রাতে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের একটি মাঠ থেকে জব্দ করা হয়। আজ সকালে বিষয়টি নিশ্চিত করে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন,সীমান্তে চোরাচালান বন্ধসহ অবৈধ অনুপ্রেবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা। এরই মাঝে চোরাকারবারিরা মোবাইল ফোনগুলো পাচার করার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেলে পালিয়ে যায়। পরে একটি ব্যাগ তল্লাশী চালিয়ে ৩১টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মোবাইল ফোনগুলো কাষ্টমসে জমা দেয়া হয়েছে।

ইকোনমিস্টের ২০২৪ সালের বর্ষসেরা দেশ বাংলাদেশ

ইকোনমিস্টের ২০২৪ সালের বর্ষসেরা দেশ বাংলাদেশ ২০২৪ সালের বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশকে নির্বাচন করেছে দি ইকোনমিস্ট। গতকাল এসংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যমটি। বর্ষসেরা দেশের তালিকা সংবলিত এ প্রতিবেদনে বলা হয়েছে, সেরা ধনী, সবচেয়ে সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থানের অধিকারী এমন সব বিবেচনায় নয়; বরং গত ১২ মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে, সেই বিচারে সেরা দেশ নির্বাচন করা হয়েছে। ইকোনমিস্টের ২০২৪ সালের বর্ষসেরা দেশের চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে পাঁচটি দেশ। এসব দেশের মধ্যে শীর্ষ বা এক নম্বরে আছে বাংলাদেশ, দ্বিতীয় স্থানে রয়েছে সিরিয়া। এছাড়া তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা এবং পোল্যান্ড। দি ইকোনমিস্টের সংবাদদাতাদের মধ্যে ‘বিতর্কের’ মাধ্যমে বেছে নেয়া হয় সেরাদের।

উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন

উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল ৩টা ১০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব নাছির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, তিনি অসুস্থ ছিলেন, তাকে হাসপাতালে নিয়ে এলে বেলা তিনটা ৩৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এ এফ হাসান আরিফ। তিনি ২০০১ থেকে ২০০৫ সালের ২৮ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

ভারতে পেট্রল পাম্পে ২ ট্রাকের সংঘর্ষ, প্রাণ গেল ৮ জনের

ভারতে পেট্রল পাম্পে ২ ট্রাকের সংঘর্ষ, প্রাণ গেল ৮ জনের রাজস্থানের জয়পুরে একটি পেট্রল পাম্পের বাইরে দুটি ট্রাকের সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকা-ে অন্তত ৮ জন নিহত হয়েছেন। আজ সকালে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আজ ভোর ৫টা ৩০ মিনিটের দিকে আজমের রোডে একটি পেট্রল পাম্পের বাইরে এ দুর্ঘটনা ঘটে। একটি সিএনজি ট্যাংকার পেট্রল পাম্পের কাছে দাঁড়িয়ে ছিল, ট্রাকের ধাক্কায় সেটিতে আগুন ধরে যায়। কর্মকর্তাদের মতে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। এ ঘটনায় ৪০ জনেরও বেশি লোক আহত হয়েছে এবং তাদের মধ্যে অন্তত ২৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে তারা জানিয়েছেন। আগুনে পেট্রল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা আরো কয়েকটি যানবাহন পুড়ে যায়।

হুতি সংশ্লিষ্ট ১৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

হুতি সংশ্লিষ্ট ১৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরান সমর্থিত এবং ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে বলা হয়েছে, ব্যক্তি, কোম্পানি ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খবর আল জাজিরা ও রয়টার্সের। এসব বাণিজ্য থেকে ইরানের নেতারা বিলিয়ন বিলিয়ন ডলার আয় করেন- যা তেহরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিকাশে আর্থিক সহায়তা হিসেবে যায়। এই অর্থ ইরানের প্রক্সি বাহিনী হামাস, হিজবুল্লাহ ও হুতিদের পেছনেও ব্যয় করা হয়। এছাড়া ইয়েমেনের হুতি গোষ্ঠীকে আর্থিকভাবে সহায়তা করেন এমন ১২ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তাদের ওপর চাপ প্রয়োগে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

নারী এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

নারী এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত ঠিক যুবাদের মতোই অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনাল হতে যাচ্ছে। কারণ মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে মুখোমুখি বাংলাদেশ-ভারত। এবার পালা মেয়েদের। আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে সুপার ফোরের ম্যাচে নেপালকে ৯ উইকেটে উড়িয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। এর আগে আরেক সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে শ্রেষ্ঠত্বের মঞ্চে উঠে ভারতের মেয়েরা। টি-টোয়েন্টি সংস্করণের টুর্নামেন্টে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৫৪ রান করতে সক্ষম হয় নেপাল। বৃষ্টির কারণে অবশ্য ম্যাচ নেমে আসে ১১ ওভারে। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখেই বড় জয় পায় বাংলাদেশ। সুপার ফোরের শীর্ষ দুই দল হিসেবে ফাইনালে উঠেছে বাংলাদেশ-ভারত। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ভারত শীর্ষে। আর সমান ম্যাচে দুইয়ে থাকা বাংলাদেশের পয়েন্ট ৬। তিনে থাকা শ্রীলঙ্কার ৪ পয়েন্টের বিপরীতে নেপালের ৩। আগামী সোমবার চ্যাম্পিয়ন হতে লড়বে বাংলাদেশ-ভারত।