নাচোলে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

নাচোলে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আটক নাচোল উপজেলার কসবা ইউনিয়নের বিজলীপাড়া এলাকার একটি পেয়ারা বাগানে সাজন বিবি নামের এক নারীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী একরামুল হককে থানায় নিয়েছে পুলিশ। আজ সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিজলীপাড়া এলাকার একটি পেয়ারা বাগানে একরামুল ও তার স্ত্রী পাহারাদার হিসেবে কাজ করে। আজ সকালে একরামুল হকের দ্বিতীয় স্ত্রী সাজন বিবি পেয়ারা বাগানে একরামুল হকের জন্য খাবার নিয়ে যান। সেখানে কে বা কারা সাজন বিবিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে রেখে যায়। খবর পেয়ে পরিবারের লোকেরা সাজন বিবিকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে তার মৃত্যু হয়। এ ব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলে জেনেছি একরামুল হক প্রায় মাদকাসক্ত থাকত। জিজ্ঞাসাবাদের জন্য একরামুল হককে থানায় নিয়ে আসা হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
বিভিন্ন কর্মসূচিতে বড়দিন উদযাপন

বিভিন্ন কর্মসূচিতে বড়দিন উদযাপন চাঁপাইনবাবগঞ্জে আজ প্রার্থনা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে বড়দিন উদযাপিত হয়েছে। বেলা ১১টার দিকে সদর উপজেলার আমনুরা লুথারেন মিশনে কেক কেটে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার তাছিমিনা খাতুন, মিশনটির ফাদার রেভারেন সুবান কিসুক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক দিলিপ রায়, সদর উপজেলা শাখার সভাপতি অর্জন চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক হিংগু মুর্মুসহ অন্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, গোমস্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে পৃথকভাবে বড়দিন উদযাপিত হয়। রহনপুর রাঙ্গামাটিয়া মিশনস্থ সেন্ট যোসেফ ক্যাথলিক চার্চে সবচেয়ে বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, পুলিশ সুপার রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম রহনপুর ক্যাথলিক চার্চ পরিদর্শন করেন। রহনপুর রাঙ্গামাটিয়া মিশনস্থ সেন্ট যোসেফ ক্যাথলিক চার্চের ফাদার সুশান্ত কস্তা বলেন, শান্তিপূর্ণভাবে উৎসবটি পালন করা হচ্ছে। আদিবাসী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক লুইস টুডু বলেন, গতকাল রাত সাড়ে ৮টায় খ্রিষ্টযোগ, ওই দিন দিবাগত রাত ১২টা ১ মিনিটে যিশুর জন্মের প্রার্থনা ও সকালে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। আজ দিনব্যাপী রহনপুর রাঙ্গামাটিয়া মাঠে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাসার বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়োজিত রয়েছে।
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ১৫

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ১৫ আফগানিস্তানের পাকতিকা প্রদেশে সন্ত্রাসী আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আফগানি সংবাদমাধ্যম গুলো দাবি করছে, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাকতিকা প্রদেশের বারমাল জেলার লামানসহ সাতটি গ্রামকে লক্ষ্য করে গতকাল রাতে এসব বিমান হামলা চালায় পাকিস্তান। এই হামলায় একটি পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছে। এছাড়া বিমান হামলার ফলে বেসামরিক মানুষ গুরুতর ভাবে হতাহত হয়েছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে, যা এই অঞ্চলে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। হামলার পর উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইকোনোমিক টাইমস এর খবরে এ কথা বলা হয়েছে।
ট্র্যাভিস হেডকে রেখে অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা

ট্র্যাভিস হেডকে রেখে অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা ট্র্যাভিস হেডকে নিয়ে কিছুটা শঙ্কা ছিল। কিন্তু বক্সিংডে টেস্টের আগে তিনি পুরোপুরি ফিট আছেন। তাই তারকা এই ব্যাটসম্যানকে রেখেই বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টের একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামীকাল বাংলাদেশ সময় ভোরে বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে টেস্টটি। ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, ‘‘ট্র্যাভিস খেলতে প্রস্তুত। সে গতকাল ও আজকে বেশ কিছু জিনিস করেছে। তার কোনো ইনজুরি শঙ্কা নেই। সে পুরোপুরি ফিট হয়েই খেলতে নামবে। চলতি সিরিজে ব্যাট হাতে দারুণ করছেন হেড। ৮১.৮০ গড়ে রান করেছেন ৪০৯টি। দুটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন।
গোবরাতলায় ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ

গোবরাতলায় ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ সদর উপজেলার গোবরাতলায় ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ মঙ্গলবার শেষ হয়েছে। গতকাল এই প্রশিক্ষণ শুরু হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমন্বিত কৃষি ইউনিট। প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক আহমেদ। প্রশিক্ষণ দেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যুব উন্নয়ন দপ্তরের সিনিয়র ইন্সট্রাক্টর মাসুম রেজা। সূচনা বক্তব্য দেন প্রয়াসের কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।
আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে কম্বল বিতরণ

আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে কম্বল বিতরণ চাঁপাইনবাবগঞ্জে আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে ২০০ কম্বল বিতরণ করা হয়েছে। আজ সকালে জেলা ও উপজেলায় পর্যায়ের সদস্যদের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষে সদর উপজেলার অতি দুস্থ ও অসহায় সদস্য ও সদস্যাদের মধ্যে মোট ৬২টি কম্বল বিতরণ করা হয়। জেলাশহরের বেলেপুকুরে আনসার ক্যাম্পে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জের জেলা কমান্ড্যান্ট আরিফুর রহমান, উপজেলা কর্মকর্তা তাজিনুর ইসলাম, উপজেলা প্রশিক্ষক আফরোজা খাতুন ও এফ-এস মাসুদ রানা। এছাড়াও শিবগঞ্জ উপজেলায় ৪৪টি, নাচোলে ৩০টি, গোমস্তাপুর ৩৮টি ও ভোলাহাট ২৬টিসহ মোট ২০০ পিস কম্বল স্ব স্ব উপজেলা কর্মকর্তারা বিতরণ করেছেন।
প্রয়াসের ফার্ম পরিদর্শনে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার

প্রয়াসের ফার্ম পরিদর্শনে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ও শিপ ফার্ম পরিদর্শন করেছেন। আজ দুপুরে গোদাগাড়ীর ঠাকুরযৌবনে অবস্থিত প্রয়াসের এ ফার্ম পরিদর্শনে আসেন তিনি। এসময় গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শায়লা শারমিন, যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দীন, উপজেলা নির্বাচন অফিসার জেবুন্নেছা শাম্মী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোমেনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ, উপজেলা হিসাবরক্ষণ অফিসার আজিজ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মানিক ইউএনও’র সঙ্গে ছিলেন। খামার পরিদর্শন ও খামার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রয়াসের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল। এসময় উপস্থিত ছিলেনÑ প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, আরএমটিপি ডেইরি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডা. মাহমুদুল হাসান, প্রোডাক্ট প্রোমোশন অ্যান্ড মার্কেটিং অফিসার তোহরুল ইসলাম, সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলেটেটর হাসান আলী, আব্দুল্লাহ-আল-কাফি, খামার ব্যবস্থাপক জামাল উদ্দিন, অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা।
বড়দিনে আতশবাজি-পটকা-ফানুশ ওড়ানো নিষিদ্ধ

বড়দিনে আতশবাজি-পটকা-ফানুশ ওড়ানো নিষিদ্ধ খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান বড়দিনে সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ নিষিদ্ধের কথা বলা হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শুভ বড়দিন উদযাপিত হবে। এই অনুষ্ঠান ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অনুযায়ী ২৪ ডিসেম্বর রাত ১২টা থেকে ২৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো এবং ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হলো। পবিত্র বড়দিন অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদে অনুষ্ঠানের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছে।
অসন্তোষ, সারাদেশে ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের কলম বিরতি

অসন্তোষ, সারাদেশে ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের কলম বিরতি জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূত করণের প্রতিবাদে এবং পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছে সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর আহ্বানে সারাদেশে ২৫ ক্যাডার নিয়ন্ত্রিত সকল দপ্তরে আজ সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। প্রশাসন ক্যাডার বাদে বাকি ২৫টি ক্যাডারের কর্মকর্তারা এই কর্মসূচিতে অংশ নেন বলে জানিয়েছেন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক মফিজুর রহমান।
সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরেই জাতীয় নির্বাচন

সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরেই জাতীয় নির্বাচন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণা করেছেন। সংস্কার কমিশনগুলো নির্ধারিত সময়ের মধ্যে সংস্কারের প্রস্তাব দেবে। সে রিপোর্টগুলো নিয়ে বিভিন্ন স্টক হোল্ডার পলিটিক্যাল পার্টিদের সঙ্গে আলোচনা করা হবে। সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ সকালে দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো অধৈর্য্য হয়ে পড়লে সংস্কার কার্যক্রম ব্যাহত হবে। সবাইকে সাথে নিয়েই সংস্কার কার্যক্রম এগিয়ে চলছে।