বালিয়াডাঙ্গা সাধারণ পাঠাগারে পাঠচক্রের উদ্বোধন

বালিয়াডাঙ্গা সাধারণ পাঠাগারে পাঠচক্রের উদ্বোধন সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালিয়াডাঙ্গা সাধারণ পাঠাগারে সাপ্তাহিক পাঠচক্রের উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে পাঠাগার চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আনিফ রুবেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গা সাধারণ পাঠাগারের কার্যকরী সদস্য শাহ আলম। শিক্ষক আল আমিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, পাঠাগার শাখা সম্পাদক মাসুদ রানা। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, পাঠচক্র উপকমিটির আহ্বায়ক কবি মারুফুল হাসান, বালিয়াডাঙ্গা পল্লী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক তোহিদুল হক, বালিয়াডাঙ্গা সাধারণ পাঠাগারের কার্যকরী কমিটির সদস্য মনিরুজ্জামান সুইট, বালিয়াডাঙ্গা ফাজিল মাদরাসার শিক্ষক এটিএম ফরহাদ রেজা, বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমিনুল হক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কবি পান্ডব মনদেহী, সম্মীর রিওম, গোলাম রাব্বানী মাসুদ, নিয়ামত ও প্রসেনসিৎ। পাঠচক্রে ইসলামের নবী মুহাম্মদ (স.) এর জীবনী গ্রন্থ সীরাতে ইবনে হিশাম আলোচিত হয়।  

সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয় বলেছেন প্রধান উপদেষ্টা

সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয় বলেছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয়। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে। আজ কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার, নির্বাচন শীর্ষক সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় বক্তব্যকালে তিনি এ কথা বলেন। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। ড. ইউনূস আরো বলেন, ভোটের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই, তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেদের নিয়োজিত করুন।

নতুন উচ্চতায় বাংলাদেশ-চীন সম্পর্ক বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা

নতুন উচ্চতায় বাংলাদেশ-চীন সম্পর্ক বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ-চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। দুই দেশের সম্পর্ক পারস্পরিক সম্মানবোধ ও আত্মবিশ্বাসের ওপরে গড়ে উঠেছে। শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ চীনের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ ‘চীন ও দক্ষিণ এশিয়ার সভ্যতা ও সংযোগ : ইতিহাস ও সমসাময়িক ইস্যু’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, চীনের সঙ্গে দক্ষিণ এশিয়ার সম্পর্ক ঐতিহাসিক। এই অঞ্চলের সঙ্গে ঐতিহাসিকভাবেই চীনের বাণিজ্য ও সংযোগ ছিল, যা এখনো বিদ্যমান।

থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও পটকা না ফোটানোর অনুরোধ

থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও পটকা না ফোটানোর অনুরোধ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ইংরেজি নববর্ষ উপলক্ষে থার্টি ফার্স্ট নাইটে জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর এমন ধরনের বিধিবহির্ভূত কর্মকা- থেকে বিরত থাকার অনুরোধ করেছে। এ বিষয়ে সবার সহযোগিতা চাওয়া হয়েছে। আজ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, থার্টি ফার্স্ট নাইটে দেশব্যাপী আতশবাজি ও পটকা ফোটানো হয়ে থাকে। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এর ৭ বিধি লঙ্ঘন করে অননুমোদিতভাবে ইংরেজি থার্টি ফার্স্ট নাইট উদযাপনের সময় আতশবাজি ও পটকা ফোটালে তা বিধিমালার ১৮ বিধি অনুযায়ী দ-নীয় অপরাধ হিসেবে গণ্য।

বাংলাদেশে ভ্রমণ নিজ দেশের নাগরিকদের  ঝুঁকি কমাল জাপান

বাংলাদেশে ভ্রমণ নিজ দেশের নাগরিকদের  ঝুঁকি কমাল জাপান বাংলাদেশে ভ্রমণে নিজ দেশের নাগরিকদের ভ্রমণ ঝুঁকি কমিয়েছে জাপান। বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা লেভেল ২ থেকে লেভেল ১-এ উন্নীত করেছে দেশটি। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা লেভেল ২ থেকে লেভেল ১-এ উন্নীত করেছে। জুলাই ও আগস্টে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় চলতি মাসে জাপান বাংলাদেশের ওপর লেভেল ২ ভ্রমণ সতর্কতা জারি করে। জাপান নিজ দেশের নাগরিকদের বিদেশ ভ্রমণে চার ধরনের ভ্রমণ সতর্কতা জারি করে থাকে। লেভেল ৪ হলো সর্বোচ্চ সতর্কতা। আর লেভেল ১ সর্বনিম্ন সতর্কতা। লেভেলে ১ -এ সাবধানে থাকতে বলা হয়েছে। আর লেভেল ২-এ অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

১ কার্গো এলএনজি ও ১ লাখ ৩০ হাজার টন সার সংগ্রহ করবে সরকার

১ কার্গো এলএনজি ও ১ লাখ ৩০ হাজার টন সার সংগ্রহ করবে সরকার দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার আজ এক কার্গো এলএনজি এবং ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন সার সংগ্রহের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে। রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ (এসিসিজিপি) কমিটির ১৮তম সভায় এ অনুমোদন দেয়া হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পেট্রোবাংলা স্পট মার্কেট থেকে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে কোরিয়া’র পসকো ইন্টারন্যাশনাল কর্পোরেশন থেকে প্রায় ৬৯২ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে এক কার্গো এলএনজি ক্রয় করবে। এছাড়া, শিল্প মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) ২০২৪-২৫ অর্থবছরের জন্য ১০ম লটের অধীনে কাফকো থেকে প্রায় ১২৩ কোটি ৫৭ লাখ টাকায় ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার সংগ্রহ করবে।

পরলোক গমন করেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

পরলোক গমন করেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির অর্থনৈতিক উদারীকরণের পুরোধাপুরুষ মনমোহন সিংহ পরলোক গমন করেছেন। গতকাল শারীরিক অসুস্থতা নিয়ে দিল্লি এমস হাসপাতালে ভর্তি হন মনমোনহন সিং। সেখান থেকে আর বাড়ি ফেরা হলো না। ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী। তার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেসের সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, তৃণমূল কংগ্রেসের মমতা বন্ধ্যোপাধ্যায়সহ বিভিন্ন দলের শীর্ষ নেতা এবং চলচ্চিত্র ও সামাজিক-সংস্কৃতিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। এমস হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল রাত ৯টা ৫১ মিনিটের দিকে মারা যান মনমোহন সিং। এর আগে এমএস হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয় তাকে। তার শারীরিক অবস্থা বেশ গুরুতর ছিল। তবে ঠিক কী ধরনের অসুস্থতা, সে সম্পর্কে কিছু জানা যায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

অভিষিক্ত ব্যাটার কনস্টাসকে ধাক্কা দিয়ে শাস্তি কোহলির

অভিষিক্ত ব্যাটার কনস্টাসকে ধাক্কা দিয়ে শাস্তি কোহলির অস্ট্রেলিয়ার অভিষিক্ত তরুণ ব্যাটসম্যান স্যাম কনস্টাসের সঙ্গে ধাক্কা লাগিয়ে বিত-ায় জড়িয়েছিলেন কোহলি। তখনই ধারনা করা হচ্ছিল জরিমানা তো বটেই নিষিদ্ধও হতে পারেন ভারতের সাবেক অধিনায়ক। তবে অল্পতেই পার পেয়ে গেছেন কোহলি। আইসিসি এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। প্রথম দিন দশম ওভার শেষে স্যাম কনস্টাস নন স্ট্রাইকিং প্রান্তের দিকে হেঁটে যাচ্ছিলেন। অন্যদিকে কোহলি কোণাকোনি এসে কনস্টাসের সঙ্গে ধাক্কা লাগান। তখন দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। আম্পায়ার ও উসমান খাজা এসে তাদের নিবৃত করেন। দিনের খেলা শেষে কোহলিকে ডেকে পাঠান ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। সেখানে তাকে জেরা করার পর ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়। কোহলি এটা মেনে নেয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি।  

রানীহাটি পাঠাগারের উদ্যোগে শিক্ষার্থীদের জ্ঞান অন্বেষায় প্রতিযোগিতা

রানীহাটি পাঠাগারের উদ্যোগে শিক্ষার্থীদের জ্ঞান অন্বেষায় প্রতিযোগিতা শিবগঞ্জ উপজেলার রানীহাটি সাধারণ পাঠাগারের উদ্যোগে ‘শিক্ষার্থীর জ্ঞান অন্বেষায়’ হাতের সুন্দর লেখা, সাধারণ জ্ঞান ও পাঠ্যসূচির আলোকে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রানীহাটি উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাঠাগারটির কার্যনির্বাহী কমিটির সহসভাপতি জহিরুল করিম ডেভিডের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন- সরকারের অবসরপ্রাপ্ত যুগ্মসচিব ও পাঠাগারটির উপদেষ্টা মজিবুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) ফিরোজ কবির, রানীহাটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল বাসার, নয়ালাভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ঘোড়াপাখিয়া ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি খাতুন, পাঠাগারটির কার্যনির্বাহী কমিটির সদস্য আহসান হাবিবসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঠাগারটির সাধারণ সম্পাদক সিপারুল আনাম। পরে পাঠাগারকেন্দ্রিক নয়ালাভাঙ্গা, ছত্রাজিতপুর ও রানীহাটি ইউনিয়নের ৩য় শ্রেণী থেকে ১০ম শ্রেণীর ৩৭৫ জন শিক্ষার্থী ৩টি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।  

চাঁপাইনবাবগঞ্জে হরিজন পল্লীতে কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে হরিজন পল্লীতে কম্বল বিতরণ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিজন পল্লীতে আজ সকালে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় ৫৮ জনকে এবং গতকাল রাতে পথের ধারে কালাইরুটি বিক্রেতা, মুচি ও প্রতিবন্ধী ৫০ জন মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। ঢাকায় বসবাসকারী চাঁপাইনবাবগঞ্জের নারী স্ত্রী রোগ বিশেষজ্ঞ আঞ্জুমান আরার অর্থায়নে এই কম্বল বিতরণে সহয়তা করেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা জহিরুল ইসলাম ও আনোয়ার হোসেন, সভাপতি আরাফাত মিলেনিয়াম, সদস্য নাফিউল ইসলাম জাহিদ হাসান, হরিজন পল্লীর মোড়ল রুবেল হাড়িসহ অন্যরা।