শিবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ১

শিবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ১ শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মাহাবুব মোল্লা নামে এক যুবককে আটক করে থানায় সোপর্দ করেছে বিজিবি। আটক ব্যক্তি মাদারীপুর জেলার রাজৈর ইশিবপুর ইউনিয়নের পশ্চিম শখারপাড় গ্রামের রহমান মোল্লার ছেলে। আজ বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে শিবগঞ্জ থানা পুলিশ। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন মাহাবুব মোল্লা। এসময় স্থানীয় বিজিবি সদস্যরা তাকে আটক করে থানায় সোপর্দ করে। পরে বিজিবির দায়ের করা মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৩০ বছরের পুরোনো শাড়ি পরে বিয়ে কীর্তির

৩০ বছরের পুরোনো শাড়ি পরে বিয়ে কীর্তির কীর্তি সুরেশ। দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়িকা। গত বছরটা বিশেষ ছিল এই অভিনেত্রীর জন্য। কারণ, গত বছর তিনি সাত পাঁকে বাঁধা পড়েছিলেন। আর ২০২৪-এ অভিনেত্রীর বলিউডে অভিষেক হয়েছে। সম্প্রতি কীর্তি সুরেশ তার বিয়ের পোশাককে ঘিরে বিশেষ এক তথ্য জানালেন। গত ১২ ডিসেম্বর ছোটবেলার প্রেমিক অ্যান্থনি থাটিলকে বিয়ে করেছেন কীর্তি সুরেশ। গোয়ায় দক্ষিণি রীতি মেনে তারা চিরবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের দিন অ্যান্থনি সাদা রঙের ধুতি-পাঞ্জাবিতে আকর্ষণীয় হয়ে উঠেছিলেন। আর শাড়িতে অপরূপা হয়ে উঠেছিলেন কীর্তি সুরেশ। সম্প্রতি এই দক্ষিণি নায়িকা বিয়ের সাজপোশাকের প্রসঙ্গে জানিয়েছেন যে এদিন তিনি ৩০ বছরের পুরোনো লাল শাড়ি পরেছিলেন। আর শাড়িটি তার মায়ের বলে জানিয়েছেন কীর্তি। অভিনেত্রী বলেছেন যে লাল শাড়িটি মায়ের থেকে পাওয়া এক অমূল্য জিনিস। আর শাড়িটি ৩০ বছরের পুরোনো পারিবারিক ইতিহাসের এক অংশ বলে জানিয়েছেন তিনি। সাবেকি শাড়িতে আধুনিকতার ছোঁয়া দিয়ে আরও সুন্দর করে তুলেছিলেন খ্যাতনামা ডিজাইনার অনিতা ডোংগরে। এই শাড়িজুড়ে রুপালি সুতার কাজ করেছিলেন ডিজাইনার। টাইমস অব ইন্ডিয়াকে এক সাক্ষাৎকারে কীর্তি বলেছেন, ‘বিয়েতে লাল শাড়ি পরার সিদ্ধান্ত আমার জন্য খুব সহজ ছিল। শুরুতে আমার পরিকল্পনা ছিল যে বরের বাড়ি থেকে দেওয়া শাড়ি পরে বিয়ের পিঁড়িতে বসব। মায়ের আলমারি ঘাঁটাঘাঁটির সময় আমার নজরে আসে সুন্দর লাল শাড়িটি। শাড়িটির প্রতি আমার তৎক্ষণাৎ ভালোবাসা জন্মায়। আমি তখনই সিদ্ধান্ত নিই যে বিয়ের দিন এই শাড়িটাই পরব।’ বিয়ের দিন দক্ষিণি সাজে সেজেছিলেন কীর্তি সুরেশ। লাল শাড়ির সঙ্গে লাল ব্লাউজ পরেছিলেন অভিনেত্রী। আর শাড়ির সঙ্গে মানানসই জমকালো অলংকার পরেছিলেন তিনি। মাথার খোঁপায় লাগানো সাদা ফুলে আরও স্নিগ্ধতা ছড়িয়েছিলেন কীর্তি। এদিকে এই দক্ষিণি নায়িকা ‘বেবি জন’ ছবির মাধ্যমে হিন্দি ছবির দুনিয়া পা রেখেছেন। অ্যাটলি কুমার প্রযোজিত ছবিটিতে কীর্তি ছাড়া আছেন বরুণ ধাওয়ান, বামিকা গাব্বি, জ্যাকি শ্রফ। কালীস পরিচালিত ‘বেবি জন’ ২৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে।
প্রচারের আলো নিয়ে বলিউডে অজানা তথ্য ফাঁস করলেন সোনু

প্রচারের আলো নিয়ে বলিউডে অজানা তথ্য ফাঁস করলেন সোনু প্রচারের আলোয় কে না থাকতে চায়। বলিউড তারকাদের মধ্যেও তা নিয়ে প্রতিযোগিতা চলে। সম্প্রতি অভিনেতা সোনু সুদ তারকাদের এই ‘প্রতিযোগিতা’ প্রসঙ্গেই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, তারকাদের সঙ্গে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী থাকার বিষয়ে সোনু জানান, নিরাপত্তা কর্মীদের অনেক সময়েই প্রকাশ্যে ইচ্ছাকৃত ভাবে কোনও সমস্যা তৈরি করতে বলা হয়। তার ফলে তারকারা আরও নজরে আসেন। অভিনেতার কথায়, ‘নিরাপত্তারক্ষীদের মাঝেমধ্যেই প্রকাশ্যে কোনও সমস্যা তৈরির জন্য নির্দেশ দেওয়া হয়, বিশেষ করে বিমানবন্দরে। যার ফলে সাধারণ মানুষ তখন ঘুরে তারকাদের দেখতে বাধ্য হন। একটা কৌতূহল তৈরি হয়। ফলে ওই তারকা তখন সকলের নজরে আসেন।’ সোনুর সঙ্গেও ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা থাকেন। এই প্রসঙ্গে সোনু বলেন, ‘আমি তাদের কাউকে ধাক্কা দিতে নিষেধ করি। সাধারণ মানুষ কিন্তু এমনিতে খুবই শান্ত। তাদের থেকে কোনও ক্ষতির আশঙ্কা থাকে না।’ সোনুর মতে, কোনও তারকা চাইলে একান্তে খুব সহজেই বিমানবন্দরে চলাফেরা করতে পারেন। তবে তারকারা সকলের নজরে আসতে চান। তাই নিরাপত্তারক্ষীদের কোনও ধরনের সমস্যা তৈরি করতে বলেন। তখন সহজেই ওই তারকা আরও অনেকের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। প্রসঙ্গত, চলতি মাসে মুক্তি পাবে সোনু পরিচালিত এবং অভিনীত নতুন ছবি ‘ফতেহ’। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ এবং বিজয় রাজ।
ভোলাহাট সীমান্তে ফেনসিডিল ও মোটরসাইকেলসহ যুবক আটক

ভোলাহাট সীমান্তে ফেনসিডিল ও মোটরসাইকেলসহ যুবক আটক ভোলাহাট উপজেলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অভিযানে ২১৫ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ এক যুবক গ্রেপ্তার হয়েছে। আটক যুবক ভোলাহাটের ফুটানীবাজার আলালপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে নাজমুল হোসেন নাজিম। আজ সকালে মহানন্দা বিজিবি ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ভোররাতের ভোলাহাট বিওপির একটি টহলদল গোয়েন্দা সূত্রের খবরে সীমান্তের ভেতরে ভোলাহাট ইউনিয়নের হাউসপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে ২১৫ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ আটক হয় নাজিম। মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এঘটনায় আটক যুবককে জব্দ মালামালসহ ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিতরণের লক্ষ্যে কম্বল কিনতে বরাদ্দ ৩৪ কোটি টাকা

বিতরণের লক্ষ্যে কম্বল কিনতে বরাদ্দ ৩৪ কোটি টাকা শীতার্তদের মাঝে বিতরণের লক্ষ্যে কম্বল কিনতে ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ৬৪টি জেলার ৪৯৫টি উপজেলার জন্য এই কম্বল বরাদ্দ থাকবে। কম্বল বিতরণ এবং কেনার বিষয়টি নিবিড়ভাবে তদারকি করার জন্য মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের নির্দেশনা প্রদান করা হয়েছে। আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এনায়েত হোসেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান শীত মোকাবিলায় শীতার্ত ও দুঃস্থদের মাঝে বিতরণের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৬ লাখ ৭৯ হাজার পিস কম্বল এবং ৮ বিভাগের ৬৪টি জেলার ৪৯৫টি উপজেলা ও সকল পৌরসভার জন্য কম্বল কিনতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
যত দ্রুত সম্ভব সবাইকে নিয়ে ডাকসু নির্বাচন

যত দ্রুত সম্ভব সবাইকে নিয়ে ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, সবাইকে নিয়েই একটা উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন আয়োজন করতে চাচ্ছি। দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ে একটা মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিবেশকে কাজে লাগিয়ে যত দ্রুত সম্ভব সবাইকে নিয়ে নির্বাচন সম্পন্ন করতে চাই। আজ বেলা পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিবিএ প্রোগ্রামের ভর্তির পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপাচার্য বলেন, ডাকসু নির্বাচন নিয়ে আমরা অত্যন্ত আগ্রহী। সবার মধ্যে নির্বাচন নিয়ে ঐক্য তৈরি হোক। সবার মধ্যে এ ব্যাপারে যেন চুক্তি বা সমঝোতার মতো কিছু হয়।
জানুয়ারিতেও বাড়ছে না গ্যাসের দাম

জানুয়ারিতেও বাড়ছে না গ্যাসের দাম আবারো অপরিবর্তিত রইল ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম। ডিসেম্বরের মত জানুয়ারি মাসেও দাম বাড়েনি এলপি গ্যাসের। গতকাল জানুয়ারি মাসের এলপি গ্যাসের মূল্য ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। গতকাল সন্ধ্যা থেকে এটি কার্যকর হয়। যদিও দাম অপরিবর্তিত থাকায় এটি বলবতই থাকছে, কার্যকর হওয়ার প্রয়োজন হচ্ছে না। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, জানুয়ারি মাসে এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ১২ কেজি সিলিন্ডার বিক্রি হবে ১ হাজার ৪৫৫ টাকায়।
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী মাসে রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন। এ সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আজ পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য নিশ্চিত করেছে। গত বছরের জুলাই-আগস্টে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পটপরিবর্তন ঘটে। এরপর ভারতপন্থি সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়।
গত ২৪ ঘণ্টায় গাজায় নিহত আরো ৭০ ফিলিস্তিনি

গত ২৪ ঘণ্টায় গাজায় নিহত আরো ৭০ ফিলিস্তিনি ফিলিস্তিনের গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে আরো ৭০ জন নিহত হয়েছেন। সংবাদ সংস্থা রয়টার্স আজ এ তথ্য জানিয়েছে। এদিকে, হামলার ঘটনায় তাবুতে অবস্থানরত হামাস নিয়ন্ত্রিত পুলিশ বাহিনীর প্রধান এবং তার ডেপুটি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য দিয়ে সংবাদ মাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরাায়েলি বাহিনী গাজা উপত্যকায় ৩৪বার বিমান হামলা চালিয়েছে। ইসরায়েল জানিয়েছে, নিহত ডেপুটি দক্ষিণ গাজায় ফিলিস্তিনি জঙ্গি সংগঠন হামাসের নিরাপত্তা বাহিনীর প্রধান ছিলেন।
রাজশাহীকে হারিয়ে প্রথম জয় চিটাগাংয়ের

রাজশাহীকে হারিয়ে প্রথম জয় চিটাগাংয়ের বিপিএলে একদিনের ব্যবধানে বিপরীত চিত্রটাও দেখল দুর্বার রাজশাহী। গতকাল তাসকিন আহমেদের রেকর্ড ম্যাচে জয় পেলেও আজ হার নিয়ে মাঠ ছেড়েছে রাজশাহী। চিটিগাং কিংসের কাছে ১০৫ রানে হেরেছে তারা। প্রথমে ব্যাট করে পাকিস্তানি ব্যাটার উসমান খানের সেঞ্চুরিতে ২২০ রানের লক্ষ্য দেয় চিটাগাং। নিজেদের তৃতীয় ম্যাচে এই বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১১৪ রানে অলআউট হয় রাজশাহী। এতে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে বিপিএলের ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ জয় পায় চিটিংগা। এর আগে ১০৫ রানের জয় পেয়েছে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ওয়ারিয়র্সও। এবারের বিপিএলে বন্দর নগরীর দলটির প্রথম জয়। চিটাগাংয়ের হয়ে ১৭ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার অফ স্পিনার আলিস আল ইসলাম। আলিসের মতো সমান ৩ উইকেট নিলেও আরেক বাঁহাতি স্পিনার আরাফাত সানি খরচ করেছেন ২৩ রান। এবারের বিপিএলে প্রথম সেঞ্চুরি করেছেন উসমান। দলটির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেছেন ইংল্যান্ডের গ্রাহাম ক্লার্ক।