এ আর রহমান সম্পর্কে সনুর বিস্ফোরক অভিযোগ

এ আর রহমান সম্পর্কে সনুর বিস্ফোরক অভিযোগ ভারতীয় সংগীতশিল্পী, পরিচালক, গায়ক ও প্রযোজক এ আর রহমান। যিনি বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিকে বিশ্ব মহলে তুলে ধরেছেন সুউচ্চ অবস্থানে। এখনও উপমহাদেশের সংগীত পরিচালকদের মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীর তকমা তার। জিতেছেন অস্কার ও গ্র্যামির মত বড় অ্যাওয়ার্ড। এদিকে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এ আর রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জনপ্রিয় গায়ক সোনু নিগম। যে রহমানের সুরে একাধিক সুপারহিট গান গেয়েছেন সোনু, সেই রহমানকে নিয়ে সমালোচনা করেছেন। সাক্ষাৎকারে সোনু বলেন, ‘এআর রহমান এমন একটা মানুষ, যিনি সম্পর্ক বানান না বা সম্পর্ক তৈরিতেও কোনো রকম আগ্রহও থাকে না। সবার সঙ্গে খুব কম কথাবার্তা বলেন। অন্তত যখন আমি তার সঙ্গে কথা বলেছি তারপর এমনটাই মনে হয়েছে।’ তার কথায়, ‘হয়ত রহমানের আলাদা পরিচিত মহল রয়েছে। রহমান একেবারেই মিশুকে নয়। কাজ ছাড়া কিছু বোঝেন না। কোনও গসিপ নেই। রহমান এমনই, উনি নিজেও চান না ওর ব্যক্তিগত বিষয়ে কেউ কিছু জানুক। সারাক্ষণ নিজের মতো থাকেন, তিনি খুবই অদ্ভুত।’ প্রসঙ্গত, এ আর রহমান হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তবে তিনি ২০ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার পূর্ব নাম ছিল এ এস দিলীপ কুমার। নয় বছর বয়সে পিতার মৃত্যুর পর, তার পরিবার কঠিন সময় অতিবাহিত করছিল। পুরো পরিবারের দায়িত্ব তার কাঁধে এসে পরেছিল। ১৯৮৮ সালে তিনি ও তার পুরো পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করে।

শিবগঞ্জে দুস্থদের মাঝে চেক বিতরণ

শিবগঞ্জে দুস্থদের মাঝে চেক বিতরণ শিবগঞ্জে আলহাজ¦ কয়েস উদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায়-দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ দুপুরে অসহায়-দুস্থ ও বাক প্রতিবন্ধীদের বাড়ি বাড়ি গিয়ে এসব চেক পৌঁছে দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রভাষক মাসুদ রানা। এ সময় তিনি ব্যক্তিগত উদ্যোগে ফজিলাতুন্নেছা নেশা শিক্ষা ও চিকিৎসা সেবা, প্রতিবন্ধীসেবার মাধ্যমে প্রতিমাসে ৫’শ ও ১ হাজার টাকা করে অনুদান দেয়ার ঘোষণা দেন। আজ পাঁচজনকে আর্থিক সহায়তার চেক দেয়া হয়। এসময় স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।    

গোমস্তাপুরে মুক্তমহাদলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোমস্তাপুরে মুক্তমহাদলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নানা আয়োজনের মধ্যে দিয়ে রহনপুরের ঐতিহ্যবাহী স্কাউট সংগঠন রহনপুর মুক্ত মহাদলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্কাউট দীক্ষা, কেট কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির আয়োজনে আজ বিকেলে কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। রহনপুর মুক্তমহাদলের সভাপতি শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সংগঠনের নতুন সদস্যদের দীক্ষা পাঠ ও ব্যাচ লাগিয়ে দেন তিনি। পরে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সম্পাদক মফিজ আহমেদ নাদিম। অনুষ্ঠানে অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা সদস্য ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সংগঠনের সহসভাপতি ও গোমস্তাপুর সোলেমান মিঞা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রাকিব, কোষাধ্যক্ষ ও রহনপুর পূণর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের প্রভাষক নাজিমউদ্দিন সরকার হীরা, স্কাউট সদস্য তাহমিদ সরকারসহ অন্যরা। এ সময় এডাল্ট স্কাউটার, কাব, স্কাউট ও রোভার সদস্যরসহ অন্য সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কর্তন করেন অতিথিরা। উল্লেখ্য, রহনপুর মুক্তমহাদল ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে স্কাউটিয়ের পাশাপাশি সরকারী-বেরকারী অনুষ্ঠানে সহযোগী ও প্রাকৃতিকবিপর্যয় অংশগ্রহণ এবং সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনেও ভূমিকা পালন করে চলেছে ।  

ভোলাহাট সদর ইউপিতে কম্বল বিতরণ

ভোলাহাট সদর ইউপিতে কম্বল বিতরণ ভোলাহাট উপজেলার ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। আজ বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে ভোলাহাট সদর ইউপি চেয়ারম্যান পিয়ার জাহান ইউনিয়নের বিভিন্ন গ্রামের শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল তুলে দেন। এ ইউনিয়নে সরকারি ভাবে মোট ৫’শ ৩৫ জন শীতার্তদের কম্বল দেয়া হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক ভোলাহাট সংবাদের প্রকাশক ও সম্পাদক গোলাম কবির, ভোলাহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি তাজাম্মুল হক আরাফাত, অনলাইন বরেন্দ্র নিউজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক জামিল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শতাধিক পণ্য ও সেবায় শুল্ক-কর বাড়িয়ে অধ্যাদেশ জারি

  শতাধিক পণ্য ও সেবায় শুল্ক-কর বাড়িয়ে অধ্যাদেশ জারি চলতি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধে এসে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। এতে করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরও বেড়ে যেতে পারে। গতকাল রাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত দুটি অধ্যাদেশ জারি করেছে। অধ্যাদেশ দুটি হলো-মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং দ্য এক্সাইজ অ্যান্ড সল্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৫। এ অধ্যাদেশের ফলে নানা পণ্য ও সেবার খরচ বাড়বে। যেমন, মোবাইল ফোন সেবার ওপর সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়বে। আবার পোশাকের দামও বাড়তে পারে। বাড়বে রেস্তোরাঁর খাবারের খরচও। এ ছাড়া মূল্যবৃদ্ধির তালিকায় আরো যুক্ত হবে মিষ্টি, ওষুধ, এলপি গ্যাস, ফলের রস, ড্রিংক, বিস্কুট, চশমার ফ্রেম ও সিগারেটসহ নানা পণ্য।

আগামীকাল সৌদি আরব যাচ্ছেন অর্থ উপদেষ্টা

  আগামীকাল সৌদি আরব যাচ্ছেন অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ‘দ্য গভর্নরস রিট্রিট অব দ্য ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইবিডি)’ শীর্ষক সভায় যোগ দিতে সৌদি আরব যাচ্ছেন আগামীকাল। আগামী রবিবার এ সভা অনুষ্ঠিত হবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সূত্র জানায়, আগামীকাল সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মদিনা পৌঁছাবেন তিনি। পরের দিন ১২ জানুয়ারি রবিবার আইডিবি গভর্নরসের সভা অনুষ্ঠিত হবে। ১৩ জানুয়ারি তিনি সড়কপথে মক্কায় পৌঁছে ওমরা পালন করবেন।  

ছুটির দিনে খুব অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

ছুটির দিনে খুব অস্বাস্থ্যকর ঢাকার বাতাস বিশ্বের বিভিন্ন শহরে বিবিধ কারণে দিন দিনই বাড়ছে বায়ুদূষণের মাত্রা। বেশ কিছুদিন ধরেই বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় উপরের দিকেই রয়েছে রাজধানী ঢাকা। বিশ্বের ১২২ নগরীর মধ্যে আজ সাপ্তাহিক ছুটির দিনের সকালে বায়ুদূষণে চতুর্থ স্থানে ঢাকা। সকাল সাড়ে ৮টার দিকে আইকিউ এয়ারের মানসূচকে ঢাকার বায়ুর মান ২১৯। এদিন, বিশ্বে বায়ুদূষণে ৩৫২ স্কোর নিয়ে প্রথম অবস্থানে আছে মিসরের রাজধানী কায়রো। দেশের অন্য বিভাগীয় শহরের মধ্যে চট্টগ্রামের বায়ুর মান ১২২, রাজশাহীতে ১৬৯ আর খুলনায় ১৫৯।

‘অবিভক্ত ভারত’ সেমিনারে বাংলাদেশ ও পাকিস্তানকে দিল্লির আমন্ত্রণ

‘অবিভক্ত ভারত’ সেমিনারে বাংলাদেশ ও পাকিস্তানকে দিল্লির আমন্ত্রণ ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) ১৫০ বছর পূর্তি উপলক্ষে ‘অবিভক্ত ভারত’ শীর্ষক একটি সেমিনারে পাকিস্তান, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। আবহাওয়া বিভাগের এক কর্মকর্তা জানান, ‘বিভেদ ভুলে উপমহাদেশের ঐতিহাসিক সংহতি এবং একসাথে কাজ করার উদাহরণ তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’ তবে সেমিনারের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই সেমিনারে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার, মালদ্বীপ এবং আফগানিস্তানসহ উপমহাদেশের অন্যান্য দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, পাকিস্তান ইতোমধ্যেই সেমিনারে অংশগ্রহণ নিশ্চিত করেছে।

হ্যাটট্রিক হলো না খুলনার, জয়ে ফিরল রাজশাহী

হ্যাটট্রিক হলো না খুলনার, জয়ে ফিরল রাজশাহী হ্যাটট্রিক জয় আর পাওয়া হলো না খুলনা টাইগার্সের। সেই সঙ্গে বিপিএলে তাদের অপরাজিত যাত্রাও থামল। ২৮ রানে হারিয়ে তাদের তিক্ত স্বাদটা দিয়েছে দুর্বার রাজশাহী। টানা তৃতীয় জয় পাওয়ার লক্ষ্যে ১৭৯ রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় খুলনা। দলীয় ২৬ রানে ২ উইকেট হারায় তারা। ওপেনার উইলিয়াম বসিস্টোর ৬ রানের বিপরীতে অধিনায়ক মিরাজ আউট হন ১ রানে। চারে নেমে ৩৩ রান করা আফিফ হোসেন ধ্রুব দলের হাল ধরার চেষ্টা করলেও ম্যাচ জেতাতে পারেননি তিনি। বাঁহাতি ব্যাটারের সঙ্গে হারের ব্যবধান কমাতে ওপেনার নাঈম শেখ করেন ২৪ রান। অন্যদিকে মাহিদুল ইসলাম অঙ্কনের ১৮ রানের বিপরীতে ১৮ রান করেন নাসুম আহমেদ। ব্যাটিং ব্যর্থতায় পরে ১৫০ রানে অলআউট হয় খুলনা। রাজশাহীর হয়ে বোলিং করা ৭ বোলারই কমপক্ষে একটি করে উইকেট পেয়েছেন। টানা দ্বিতীয় পরাজয়ের পর অবশেষে ২৮ রানের জয় পেয়েছে রাজশাহী। এর আগে টস হেরে ব্যাটিংয়ে ১৭৮ রান সংগ্রহ করে রাজশাহী। উদ্বোধনী জুটিতে ৪৪ রান করে দলকে ভালো শুরু এনে দিয়েছিলেন মোহাম্মদ হারিস ও জিশান আলম।

নতুন বছরে মাঠে নেমেই গোল রোনালদোর, আল নাসরের জয়

নতুন বছরে মাঠে নেমেই গোল রোনালদোর, আল নাসরের জয় দল ধুঁকলেও নিজের পারফরম্যান্স ঠিক রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে গতকাল রাতে আল ওখদুদকে ৩-১ ব্যবধানে হারিয়েছে তার দল আল নাসর। ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় আল ওখদুদ। ২৯তম মিনিটে তাদের সমতায় ফেরান সাদও মানে। সতীর্থের হেডে প্রথম প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ফিরতি শটে জাল খুঁজে নেন সাবেক এই লিভারপুল তারকা। ৪২তম মিনিটে দলকে এগিয়ে নিয়ে যান রোনালদো। সফল স্পট কিকে আসরের প্রথম গোল করলেন পর্তুগিজ তারকা। বিরতির পর ফের গোল পান মানে। হেডে গোল করে দলের জয় নিশ্চিত করেন সেনেগালের ৩২ বয়সী এই ফরোয়ার্ড। এই জয়ে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে আল নাসর। এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আল-হিলাল।