একযোগে পুলিশের ৭৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

একযোগে পুলিশের ৭৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি পুলিশ সুপার পদমর্যাদার ৫০ ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২৪ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মাহবুবুর রহমান। প্রজ্ঞাপনে ১৯ ও আরেক প্রজ্ঞাপনে ৩১ জন পুলিশ সুপার এবং পৃথক আরেক প্রজ্ঞাপনে ২৪ জন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়। বদলি হওয়া কর্মকর্তাদের ডিএমপি, পুলিশ হেডকোয়ার্টার, সিআইডি, এসবি, র্যাব, সিএমপি, পিবিআই, এপিবিএন, আরএমপি এবং বিএমপিসহ বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
সীমান্ত উত্তেজনা নিয়ে বাংলাদেশি হাইকমিশনারকে তলব ভারতের

সীমান্ত উত্তেজনা নিয়ে বাংলাদেশি হাইকমিশনারকে তলব ভারতের সীমান্ত কাঁটাতারের বেড়া নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় গতকাল ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে ব্যাখ্যা চেয়েছে ঢাকা। ঠিক পরদিনই দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নূরুল ইসলামকে ডাকল ভারত। সীমান্ত বিরোধ বেড়ে যাওয়ায় আজ ভারত শীর্ষ বাংলাদেশি কূটনীতিককে ডেকে পাঠায়। এরআগে, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া তৈরি করা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়। এই পরিপ্রেক্ষিতে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়।
গতি বাড়তে পারে লস অ্যাঞ্জেলেসের দাবানলের মৃত্যু বেড়ে ২৪

গতি বাড়তে পারে লস অ্যাঞ্জেলেসের দাবানলের মৃত্যু বেড়ে ২৪ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে পুড়েছে বিস্তীর্ণ এলাকা। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪। সম্প্রতি বাতাসের গতি কিছুটা কমায় আগুন নিয়ন্ত্রণে আশার আলো দেখা গিয়েছিল। তবে গতি আবার বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।বার্তা সংস্থা রয়টার্স আজ এক প্রতিবেদনে এ সব তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস পূর্বাভাস দিয়েছে, লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় রবিবার রাত থেকে বুধবার পর্যন্ত বাতাসের গতি বাড়তে পারে। ঘণ্টায় ৫০ থেকে ৭০ মাইল গতিতে বাতাস বইতে পারে।
সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং বন্ধ রাশমিকার

সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং বন্ধ রাশমিকার রাশমিকা মান্দানার ভক্তদের জন্য খারাপ খবর! ‘অ্যানিমেল’ ও ‘পুষ্পা টু’-এর মতো পরপর ব্লকবাস্টার উপহার দিয়ে আপাতত সাফল্যের শীর্ষে এই দক্ষিণি অভিনেত্রী। বলিউড সিনেমায় রণবীরের পর এবার তাঁর নায়ক সালমান খান। ‘সিকান্দার’ নামের ওই সিনেমার শুটিংয়েই ব্যস্ত ছিলেন রাশমিকা। তবে সম্প্রতি ঘটল দুর্ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রাশমিকা সম্প্রতি জিমে চোট পেয়েছেন। তাই চিকিৎসকের পরামর্শে এখন তিনি বিশ্রামে আছেন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অভিনেত্রী। জানা গেছে, সালমান খানের সঙ্গে সিকান্দারের শুটিং করছিলেন রাশমিকা। শুটিং শিডিউলের মাঝে একদিন জিম করতে গিয়ে মারাত্মক আঘাত পান। চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত যাবতীয় শুটিং বন্ধ রাখতে। সে অনুযায়ী চলছেন রাশমিকা। চিকিৎসকেরা ছাড়পত্র দিলেই কাজে ফিরবেন অভিনেত্রী। সিকান্দার সিনেমাটি পরিচালনা করছেন এ আর মুরুগাদোস। সালমান-রাশমিকা ছাড়াও এতে আছেন কাজল আগারওয়াল, সত্যরাজ, শরমন যোশি, প্রতীক বাব্বারসহ অনেকে। ৪০০ কোটি রুপি বাজেটে তৈরি হচ্ছে সিকান্দার। ঈদ উপলক্ষে ৩০ মার্চ সিনেমাটি মুক্তি পাবে। সিকান্দারের শুটিং শেষ করে তেলুগু সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’-এর শুটিংয়ে যোগ দেওয়ার কথা রাশমিকার। গত মাসে সিনেমাটির টিজার প্রকাশ হয়েছে। এতে রাশমিকার উপস্থিতি নজর কেড়েছে সবার।
সাম্প্রদায়িক হামলা বন্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার

সাম্প্রদায়িক হামলা বন্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার দেশে যেকোনো ধরনের সাম্প্রদায়িক হামলার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার জিরো টলারেন্স নীতির পুনরাবৃত্তি করে এসব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে সরকার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবে বলেও ঘোষণা দিয়েছে। আজ একটি পুলিশ প্রতিবেদন তুলে ধরে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ধর্ম-বর্ণ, জাতি-নারী-পুরুষ নির্বিশেষে মানবাধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সাম্প্রদায়িক হিংসার অভিযোগ পেতে পুলিশ একটি হোয়াটসঅ্যাপ খুলেছে জানিয়ে তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। আবুল কালাম আজাদ বলেন, পুলিশ সব ধরেনের অভিযোগের সমাধানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।
শিগগিরই রোডম্যাপ, দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর

শিগগিরই রোডম্যাপ, দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটা অনিশ্চয়তা চলে আসছে। শিগগিরই একটা রোডম্যাপ আসবে। যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ রাজধানীর একটি হোটেলে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিদেশের মাটিতে একে অপরের শত্রু ভাবাপন্ন মনোভাব দেশের ভাবমূর্তি নষ্ট করছে বলে মন্তব্য করেন তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, রাজনৈতিক অস্থিরতা কেটে যাবে, তাহলেই বিনিয়োগকারীরা আসবে বাংলাদেশে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল কিছুটা নিয়ন্ত্রণে

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল কিছুটা নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের আগুন নিয়ন্ত্রণে কিছুটা অগ্রগতি হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির পূর্ব ও পশ্চিম প্রান্তের দুটি বড় দাবানল নিয়ন্ত্রণে আনতে শুরু করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়ে বলেছে, গতকাল থেকে বাতাসের গতিবেগ কমে আসায় ফায়ার সার্ভিাসের কর্মীরা আগুনের ওপর কিছুটা নিয়ন্ত্রণ পেতে শুরু করেছেন। গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলেস কাউন্টির আশপাশে দাবানল ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ভয়াবহ এ দাবানলে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ছাড়া ধ্বংস হয়েছে ১০ হাজারের বেশি অবকাঠামো। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘরে ঘরে অনুসন্ধান চালানোর জন্য পর্যাপ্ত পরিবেশ পাওয়ার পরে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অবশেষে প্যালিসেইডসের আগুন ৮ শতাংশ এবং ইটনের আগুন ৩ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে।
তামিমকে ধন্যবাদ জানিয়ে যা বললো বিসিবি

তামিমকে ধন্যবাদ জানিয়ে যা বললো বিসিবি কিছুদিন আগেও চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে তামিমকে পাওয়া নিয়ে অপেক্ষার কথা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সব অনিশ্চয়তা দূর করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দেশসেরা এই ওপেনার। দেশের ‘সবচেয়ে সুন্দর’ ওপেনিং ব্যাটার উল্লেখ করে তামিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিসিবি। নিজেদের অফিসিয়াল ফেসবুক পোস্টে তামিমের জন্য বার্তা দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। বিসিবি লিখেছে, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ওপেনিং ব্যাটসম্যানের অবসর ঘোষণায় অসাধারণ একটি অধ্যায়ের সমাপ্তি হয়ে গেল। আইকনিক সেঞ্চুরি থেকে অগণিত অবিস্মরণীয় স্মৃতি, ক্রিকেটভক্তদের মনে আপনার লিগেসি চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে।
বড় জয় দিয়ে হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা

বড় জয় দিয়ে হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা ২১ রান তুলতেই নেই ৫ উইকেট। ঘরের মাঠে নিউ জিল্যান্ডের এমন করুণ দশা শেষ কবে হয়েছিল? ২০২৩ সালের ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে ৬৩ রান তুলতে ৫ উইকেট হারিয়েছিল তারা। কিন্তু পরের ৫ উইকেটে তারা যোগ করতে পারে মাত্র ৩৫ রান। অলআউট হয়েছিল ৯৮ রানে। আজ অবশ্য অকল্যান্ডে শুরুর বিপর্যয়ের পর কিছুটা লড়াই করতে পারে তারা। সবকটি উইকেট হারিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে করতে পারে ১৫০ রান। শ্রীলঙ্কার দেওয়া ২৯০ রানের টার্গেটে তারা গুটিয়ে যায় অল্পতেই। ১৪০ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হেরে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার সূবর্ণ সুযোগ হাতছাড়া করে কিউইরা। প্রথম দুই ম্যাচ জেতায় ওয়ানডে সিরিজ তারা নিশ্চিত করেছে ২-১ ব্যবধানে। যা তাদের ঘরের মাঠে টানা অষ্টম ওয়ানডে সিরিজ জয়। আগে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা ৮ উইকেটে ২৯০ রান করে। জবাবে চরম ব্যাটিং বিপর্যয়ে ২৯.৪ ওভারে অলআউট হন নিউ জিল্যান্ড।
বিশ্বাস করুন -আমি খুবই রোমান্টিক

বিশ্বাস করুন -আমি খুবই রোমান্টিক বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। আবার বহুরূপীও বটে! কারণ রুপালি পর্দায় রোমান্টিক হিরো হিসেবেও কড়তালি কুড়িয়েছেন তিনি। এ খোলস ছাড়িয়ে খ্যাপাটে আমিরকেও দেখেছেন তার ভক্ত-অনুরাগীরা। এসবই রুপালি পর্দার গল্প। ব্যক্তিগত জীবনে আমির খান ‘রোমান্টিক’ মানুষ। অন্তত এমনটাই দাবি তার। এ বিষয়ে আমির খান বলেন, “আমি খুবই রোমান্টিক। আমার কথা বিশ্বাস না হলে আমার দুই স্ত্রীকে জিজ্ঞাসা করুন। এ কারণে আমার প্রিয় সব সিনেমাই রোমান্টিক; আমি রোমান্টিক সিনেমায় নিজেকে হারিয়ে ফেলি।” সত্যিকারের ভালোবাসায় বিশ্বাসী আমির খান বলেন, “আমি সত্যিকারের ভালোবাসায় বিশ্বাসী। আমাদের বয়স যত বাড়ে, ভালোবাসা সম্পর্কে আমাদের বোধগম্যতাও তত বিকশিত হয়। আমি এখন উপলদ্ধি করতে পারি, কোথায় আমার ভুল ছিল। আমি আমার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছি।” আমির খান তার দৃষ্টিভঙ্গিতে ভালোবাসার সংজ্ঞা ব্যাখ্যা করেছেন। তার ভাষায়— “আমার কাছে ভালোবাসা হলো, এমন একজন আত্মার সঙ্গীকে খুঁজে পাওয়া; যা তোমাকে অনুভব করাবে— তুমি তোমার জীবনের গন্তব্যে পৌঁছে গেছো।” ব্যক্তিগত জীবনে ভালোবেসে অভিনেত্রী রিনা দত্তর সঙ্গে প্রথমবার সংসার বাঁধেন আমির খান। ১৯৮৬ সালে কয়েকজন বন্ধুর সহযোগিতায় ম্যারেজ রেজিস্টার অফিসে গিয়ে বিয়ে করেন রিনা ও আমির। তাদের দাম্পত্য জীবনে দুই সন্তান— জুনায়েদ ও ইরা। ২০০২ সালে এই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়। রিনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওয়ের সঙ্গে আমিরের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এই অভিনেতার ‘লগান’ সিনেমার সেটেই তাদের পরিচয় হয়। এক সময় বন্ধুত্ব থেকে প্রেম এবং ২০০৫ সালে এই জুটির বিয়ে হয়। এ সংসারে আজাদ রাও খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। ২০২১ সালের ৩ জুলাই যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন এই যুগল।