ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রে বিপুল বিনিয়োগ সৌদির

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রে বিপুল বিনিয়োগ সৌদির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্বগ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে দায়িত্বগ্রহণের জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এদিকে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের চার বছরে যুক্তরাষ্ট্রে বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ অন্তত ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে সৌদি সরকার। বুধবার (২২ জানুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে এই পরিকল্পনার কথা জানান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, যুবরাজ তার পিতা বাদশা সালমানের পক্ষ থেকে ট্রাম্পকে এই অভিনন্দন জানান। তিনি আরও বলেন, আগামী চার বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগ ৬০ হাজার কোটি মার্কিন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে, যা এর চেয়েও বেশি হতে পারে। এর আগে প্রথম দফায় প্রেসিডেন্ট হওয়ার পর ২০১৭ সালে ট্রাম্প প্রথম বিদেশ সফরে সৌদি আরব গিয়েছিলেন। সৌদি আরবে তিনি বাদশাহ সালমান ও যুবরাজ প্রিন্সের সঙ্গে রিয়াদে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সে সময় সৌদি বাদশাহ তাকে সৌদি আরবের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘কলার অব আবদুল আজিজ আল সৌদ’-এ ভূষিত করেন। ২০১৯ সালে সৌদি আরবে একটি হামলা হয়। এই হামলার জন্য ইরানকে দায়ী করে সৌদি আরব। হামলার জেরে সৌদির অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন অর্ধেকে নেমে আসে। এই ঘটনায় ট্রাম্প শক্ত কোনো প্রতিক্রিয়া জানাতে পারেননি বলেন অভিযোগ তোলেন সৌদি যুবরাজ। এর জেরে ওয়াশিংটনের সঙ্গে রিয়াদের সম্পর্কের উষ্ণতায় ভাটা পড়ে। তবে তা সত্ত্বেও ট্রাম্পের জামাতা জেরার্ড কুশনারের ইক্যুয়িটি প্রতিষ্ঠান সৌদি আরবের কাছ থেকে ২০০ কোটি ডলারের বিনিয়োগ পায়।
ভোলাহাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

ভোলাহাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ ভোলাহাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সকালে কলেজ মোড়ের অফিসে বিভিন্ন এলাকার শতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাওলানা শামসুজ্জামান আলকাশ, সেক্রেটারি আনোয়ারু হক, বাইতুলমাল সম্পাদক ক্বারী মাওলানা আলাউদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আখতারুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক একরামুল হক, দপ্তর সম্পাদক নুরুল হোদাসহ অন্যরা।
আমদানির ২২ হাজার মেট্রিক টন চাল চট্টগ্রাম বন্দরে

আমদানির ২২ হাজার মেট্রিক টন চাল চট্টগ্রাম বন্দরে মিয়ানমার থেকে আমদানি করা চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। অন্তর্বর্তী সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানি করা চালের প্রথম চালান এটি। আজ খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জিটুজি ভিত্তিতে মিয়ানমার থেকে এসব চাল আনা হয়। এমভি গোল্ডেন স্টার জাহাজের মাধ্যমে ২২ হাজার মেট্রিক টন আতপচাল এসেছে। জাহাজ থেকে দ্রুত চাল খালাসের কাজ শুরু করা হবে। তবে আমদানি করা চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা করা হবে এর আগে। এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের খসড়া অনুমোদন

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের খসড়া অনুমোদন সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ-২০২৫ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। গতকাল রাতে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৪(৪)- এ উল্লিখিত বিচারকার্য পালনের স্বাধীনতাকে সুসংহতকরণ, অনুচ্ছেদ ৯৫(১)- এ প্রধান বিচারপতির পরামর্শ গ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছ প্রয়োগ এবং অনুচ্ছেদ ৯৪(২)(গ)- এর অধীন সুপ্রিম কোর্টের বিচারক পদে যোগ্য ব্যক্তির নিয়োগ নিশ্চিতকরণের লক্ষ্যে অধ্যাদেশ প্রণয়নপূর্বক আইন ও বিচার বিভাগ উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করেছে। এতে আরো বলা হয়, আজ উপদেষ্টা পরিষদ-বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল

৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল কৃষি গুচ্ছের দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ এপ্রিল সকাল ১১টায় সারাদেশে একযোগে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ এই তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এডিশনাল রেজিস্ট্রার কৃষিবিদ ড. ফারুক আহম্মদ। তিনি জানান, গতকাল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে কেন্দ্রীয় ভর্তি কমিটির কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত হয়। ভর্তি কমিটির সূত্রে জানা যায়, কার্যনির্বাহীর সভায় কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা ৩ শতাংশ, প্রতিবন্ধী কোটা-১ শতাংশ এবং উপজাতি/পার্বাত্যঞ্চলের বাংলাদেশিরা/অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য ১ শতাংশ কোটা রাখার সিদ্ধান্ত হয়।
বায়ুদূষণে আজও শীর্ষে ঢাকা, দ্বিতীয় স্থানে ভিয়েতনামের হ্যানয়

বায়ুদূষণে আজও শীর্ষে ঢাকা, দ্বিতীয় স্থানে ভিয়েতনামের হ্যানয় বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজও শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৪৩ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আজ সকাল ৯টা ৪৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এসব তথ্য জানা গেছে। আজ বিশ্বের শহরগুলোর তালিকায় আজ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় ২১০ ও ভারতের দিল্লি ১৯১। শহরদুটির বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। উজবেকিস্তানের তাসখন্ত ও নেপালের কাঠমুন্ডু তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে। শহরদুটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
ইমরান খানকে ১৪ বছর ও বুশরা খান বিবিকে ৭ বছরের কারাদন্ড

ইমরান খানকে ১৪ বছর ও বুশরা খান বিবিকে ৭ বছরের কারাদন্ড আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ১৪ বছরের কারাদন্ড দিয়েছেন দেশটির আদালত। একই মামলায় তার স্ত্রী বুশরা খান বিবিকে ৭ বছরের কারাদ- দেয়া হয়েছে। আজ ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এই তথ্য নিশ্চিত করেছে। বিচারক নাসির জাভেদ রানা সাজা ঘোষণা করে বলেন, প্রসিকিউশন তার মামলার অভিযোগ প্রমাণ করেছে। ইমরান খান দোষী সাব্যস্ত হয়েছেন। কারাদন্ডের পাশাপাশি ইমরান খানকে ১০ লাখ পাকিস্তান রুপি জরিমানা করা হয়েছে। এছাড়া বুশরা বিবিকে ৫ লাখ জরিমানা করা হয়েছে। এ নিয়ে চারটি মামলায় সাবেক প্রধানমন্ত্রীকে দোষী সাব্যস্ত করা হলো।
চাপ সৃষ্টি না করলে যুদ্ধবিরতি চুক্তি কখনোই হতো না: ট্রাম্প

চাপ সৃষ্টি না করলে যুদ্ধবিরতি চুক্তি কখনোই হতো না: ট্রাম্প নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এবং তার আসন্ন প্রশাসন চাপ সৃষ্টি না করলে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি কখনো হতো না। ইসরাইলের মন্ত্রিসভার অনুমোদন পেলে যুদ্ধবিরতি চুক্তি আগামী রোববার থেকে কার্যকর হবে। এতে ফিলিস্তিনি বন্দি বিনিময় সাথে ইসরাইলি জিম্মি বিনিময় অন্তর্ভুক্ত থাকবে। পরে যুদ্ধের স্থায়ী সমাপ্তির শর্তাবলি চূড়ান্ত করা হবে। দ্বিতীয় মেয়াদে অভিষেকের চারদিন আগে ট্রাম্প ড্যান বোঙ্গিনো শো’তে বলেছেন,যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক রাষ্ট্রদূত স্টিভ উইটকফসহ তার দলের চাপ ছাড়া আলোচনা কখনোই চূড়ান্ত হতো না। ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানায়।
মাঠের বাইরের প্রভাব পড়েনি এনামুল-তাসকিনদের ম্যাচে

মাঠের বাইরের প্রভাব পড়েনি এনামুল-তাসকিনদের ম্যাচে মাঠের বাইরে প্রভাব ম্যাচে ফেলতে দেয়নি দুর্বার রাজশাহী। পারিশ্রমিক নিয়ে ঝামেলা হলেও ঠিকই জয় নিয়ে মাঠ ছেড়েছেন এনামুল হক বিজয়-তাসকিন আহমেদরা। সিলেট স্ট্রাইকার্সকে ৬৫ রানে হারিয়ে বিপিএলে জয়েও ফিরেছে রাজশাহী। চট্টগ্রামে প্রতিপক্ষের দেয়া ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১৯ রানে অলআউট হয়েছে সিলেট। বড় লক্ষ্যে তাড়া করতে নেমে দলকে ভালো শুরু এনে দেয়ার বিপরীতে ড্রেসিংরুমের পথ মাপেন দুই ওপেনার রনি তালুকদার ও পল স্টার্লিং। দলীয় ১৩ রানে দুজনই বিদায় নেন। তৃতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়ে সেই নিয়ন্ত্রণ এনে দিয়েছিলেন জর্জ মুন্সি ও জাকির হাসান। তবে দলীয় ৭১ রানের সময় জাকিরকে আউট করে রাজশাহীকে মোমেন্টাম এনে দেন মার্ক দেয়াল। নিয়মিত বিরতিতে সিলেটের উইকেট তুলে নিয়ে জয়ের কাজটা সেরেছে তারা। শেষ দিকে ৩১ রান করে শুধু পরাজয়ের ব্যবধানটা কমিয়েছেন জাকের আলী অনিক। রাজশাহীর ৬৫ রানের জয়ের ম্যাচে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। ৭ ম্যাচে তৃতীয় জয় রাজশাহীর।
চাঁপাইনবাবগঞ্জে উদ্যোক্তাদের নিয়ে ব্র্যাকের অবহিতকরণ সভা

চাঁপাইনবাবগঞ্জে উদ্যোক্তাদের নিয়ে ব্র্যাকের অবহিতকরণ সভা চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের “ক্লাইমেট রেজিলিয়েন্ট এন্ট্রোরপ্রেনিউরশীপ প্রোগ্রাম ফর ইওথ লেড বিজনেস” শীর্ষক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় এই সভার আয়োজন করা হয়। অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অআঞ্জুমান সুলতানা, উপজেলা সমবায় অফিসার আনিসুর রহমান, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা সমাজ কর্মী মেফতাহুজ্জামান নয়ন, ব্র্যাকের জেলা সমন্বয়ক মোমেনা খাতুন। প্রকল্প সম্পর্কে ধারণা দেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক নিতিশ কুমার বাওয়ালী। প্রকল্পের কর্মসূচি উপস্থাপন করেন সংস্থাটির জেলা ব্যবস্থাপক আছিয়া খাতুন। এসময় অনুভূতি ব্যক্ত করেন প্রকল্পের প্রমিজ সাব্বির হোসেন, আব্দুল মালেক এবং সায়েদা খাতুন। এসময় জেলা ব্র্যাকের অ্যাসোসিয়েট অফিসার সিদ্ধার্থ ব্যানাজীসহ অন্যান্য কর্মকর্তা, প্রকল্পের ক্লাইন্ট, মেন্টরসহ বিভিন্ন উদ্যোক্তাবৃন্দ। উল্লেখ্য, প্রকল্পটিতে আর্থিকভাবে সহায়তা করছে টিকটক।