শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেয়া শুরু ফেব্রুয়ারিতে

শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেয়া শুরু ফেব্রুয়ারিতে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ব্যক্তিদের পরিবারকে আগামী মাসের শুরুতেই আর্থিক সহায়তা দেওয়ার কাজ শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ রায়েরবাজারে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করতে গিয়ে এ কথা জানান উপদেষ্টা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। শহীদদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাতপরিচয়ের শহীদদের শনাক্তকরণের কার্যক্রম চলমান। শহীদদের কবর জিয়ারতের পর তিনি শহীদদের স্বজনের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন।

বিকেলে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা 

বিকেলে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা চারদিনের সুইজারল্যান্ড সফর শেষে আজ বিকেলে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে গত চারদিন সুইজারল্যান্ডের দাভোস সফর করেন তিনি। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট গতকাল স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২১ জানুয়ারি ড. ইউনূস দাভোসে পৌঁছান। সেখানে গত চারদিন ডব্লিউইএফ সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে ব্যস্ত সময় পার করেন তিনি।

ট্রাম্প প্রশাসনের প্রথম এলএনজি রপ্তানি চুক্তিতে বাংলাদেশ

ট্রাম্প প্রশাসনের প্রথম এলএনজি রপ্তানি চুক্তিতে বাংলাদেশ ট্রাম্প প্রশাসনের প্রথম এলএনজি রপ্তানি চুক্তি বাংলাদেশের সঙ্গে বিডা-বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ও আর্জেন্ট এলএনজির চেয়ারম্যান জোনাথন বাস চুক্তিতে সই করেন বাংলাদেশ সরকারের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই করেছে আর্জেন্ট এলএনজি নামে একটি মার্কিন প্রতিষ্ঠান। এই চুক্তির আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে প্রতি বছর ৫ মিলিয়ন মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে। গতকাল এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। রয়টার্স খবরে এ কথা বরা হয়েছে।

চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিলো হামাস

চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিলো হামাস যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আজ তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ২০২৩ সালে গাজা সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার দূরে নাহাল ওজ সামরিক ঘাঁটি থেকে এই চারজনকে বন্দি করা হয়েছিল। সংবাদমাধ্যমটি জানিয়েছে, জিম্মি চারজনকে তাদের সামরিক পোশাক পরিয়ে আনা হয়েছিল। তাদের রেড ক্রস সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। চার নারীকে বহনকারী গাড়িটি গাজা ছেড়ে গেছে। গতকাল হামাস জানিয়েছিল, তারা ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে জিম্মি থাকা চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেবে।

বড় হারে সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

বড় হারে সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের আগের ম্যাচে দুর্দান্ত এক জয়ে বাংলাদেশের মেয়েরা জাগিয়ে রেখেছিল সম্ভাবনা। তবে আরও একবার ব্যর্থ হয় ব্যাটিং। কিন্তু এবার আর বোলাররা ত্রাতা হতে পারেননি। বড় হারে শেষ হয়ে গেছে সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা। গতরাতে সেন্ট কিটসে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ১১৮ রানে অলআউট হয় সফরকারীরা। ওই রান তাড়ায় ১৩৫ বল আগে জয় পায় ক্যারিবীয়রা। সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের ওমেন্স চ্যাম্পিয়নশিপ যাত্রা শেষ হয়েছে।

চলচ্চিত্রের কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের জন্মদিন আজ

চলচ্চিত্রের কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের জন্মদিন আজ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়করাজ রাজ্জাক। চলচ্চিত্র শিল্পে প্রায় অর্ধশতাব্দী পার করেছেন। এই সময়ে ভক্তদের কাছে হয়ে উঠেন ‘নায়করাজ’। আজ এই কিংবদন্তির জন্মদিন। বেঁচে থাকলে আজ ৮৩ বছরে পা রাখতেন রাজ্জাক। ২০১৭ সালের ২১ আগস্ট সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। কখনো নীল আকাশের নিচে হেঁটেছেন রোমান্টিক নায়ক হয়ে, কখনো হাজির হয়েছেন পিতার বেশে, কখনো বা আবার হয়েছেন সংগ্রামী যোদ্ধা। ভিন্ন ভিন্ন চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে কোনো জুড়ি ছিল না তার। এবার রাজ্জাকের জন্মদিন ঘিরে বিশেষ কোনো আয়োজন থাকছে না বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। অভিনেতার ছোট ছেলে সম্রাট জানান, তার বাবার কবর জিয়ারত, কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জন্মদিন পালন করবেন তারা। ১৯৪২ সালের ২৩ জানুয়ারি ভারতের কলকাতার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন রাজ্জাক। চলচ্চিত্রে নায়করাজ নামে পরিচিত হলেও তার পারিবারিক নাম আবদুর রাজ্জাক। কলকাতার থিয়েটারে অভিনয় করার মাধ্যমে রাজ্জাক নিজের অভিনয় জীবন শুরু করেন। ১৯৫৯ সালে ভারতের মুম্বাইয়ের ফিল্মালয়তে সিনেমার ওপর পড়াশোনা ও ডিপ্লোমা শেষ করেন রাজ্জাক। এরপর কলকাতায় ফিরে ‘শিলালিপি’ ও আরো একটি সিনেমায় অভিনয় করেন। ১৯৬৪ সালে কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গার কবলে পড়ে রাজ্জাক তার পরিবারপরিজন নিয়ে ঢাকায় চলে আসতে বাধ্য হন। ঢাকায় এসেও চলচ্চিত্রের নায়ক হওয়ার সুযোগ খুঁজতে থাকেন রাজ্জাক। প্রথমে এতে সফলতা না পেয়ে ‘উজালা’ সিনেমায় পরিচালক কামাল আহমেদের সহকারী হিসেবে কাজ শুরু করেন তিনি। ষাটের দশকে সালাউদ্দিন পরিচালিত ‘তেরো নম্বর ফেকু ওস্তাগার লেন’ সিনেমায় একটি পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে ঢাকায় তার অভিনয় জীবনের সূচনা। এরপর প্রতিভাবন নির্মাতা জহির রায়হানের ‘বেহুলা’ সিনেমায় রাজ্জাককে লখিন্দরের ভূমিকায় অভিনয় করার সুযোগ করে দেন। আর এই সিনেমার মাধ্যমে প্রথম নায়ক হিসেবে অভিনয় শুরু তার। ‘বেহুলা’ সিনেমায় সুচন্দার সঙ্গে জুটি বেঁধে নায়ক হিসেবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন রাজ্জাক। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সত্তর ও আশির দশকে জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন রাজ্জাক। ক্যারিয়ারে তিনশ’র বেশি চলচ্চিত্রে নায়কের ভূমিকায় অভিনয় করেন তিনি। রাজ্জাক অভিনীত দর্শকনন্দিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে— ‘নীল আকাশের নিচে’, ‘ময়নামতি’, ‘মধু মিলন’, ‘পীচ ঢালা পথ’, ‘যে আগুনে পুড়ি’, ‘জীবন থেকে নেওয়া’, ‘কী যে করি’, ‘অবুঝ মন’, ‘রংবাজ’, ‘বেঈমান’, ‘আলোর মিছিল’, ‘অশিক্ষিত’, ‘অনন্ত প্রেম’, ‘বাদী থেকে বেগম’ ইত্যাদি। দীর্ঘ ও বর্ণাঢ্য অভিনয় জীবনে রাজ্জাক-সুচন্দা, রাজ্জাক-কবরী ও রাজ্জাক-শাবানা ও রাজ্জাক-ববিতার অনেক সিনেমা দর্শক হৃদয়ে আলোড়ন সৃষ্টি করেছে। পাশাপাশি ঢালিউডের ‘নায়ক রাজ’ উপাধিতে ভূষিত করা হয় রাজ্জাককে। কাজের স্বীকৃতি স্বরূপ একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

শোয়েবের বন্ধুর প্রেমে টেনিস তারকা সানিয়া মির্জা

শোয়েবের বন্ধুর প্রেমে টেনিস তারকা সানিয়া মির্জা পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে গতবছর বিচ্ছেদ হয় ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার। বিচ্ছেদ হওয়ার পর থেকে আলোচনায় এই তারকা। একের পর এক ব্যক্তির সঙ্গে নাম জড়িয়েছে তার। এবার আলোচনায় এসেছেন দুবাইভিত্তিক ব্যবসায়ী আদিল সাজানের সঙ্গে ডেটিংয়ের গুঞ্জন নিয়ে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, শোয়েবের সঙ্গে ডিভোর্সের পর থেকে সানিয়া মির্জা ছেলে আজান মির্জা মালিককে নিয়ে দুবাইতে থাকছেন। সেখানেই এক বিলাসবহুল এক ভিলা বানাচ্ছেন তিনি। মূলত সেই ভিলার ডিজাইন করেছেন আদিল সাজানের কোম্পানি দানিউব হোমস। তবে সম্পর্কের ডালপালা মেলতে শুরু করে সম্প্রতি ইনস্টাগ্রামে সানিয়া মির্জা আদিলকে অনুসরণ মধ্য দিয়ে। গণমাধ্যমের দাবি, তাদের মধ্যে পেশাদার সম্পর্ক এবং বন্ধুত্বের বাইরে আরো কিছু সম্পর্ক থাকতে পারে। বিষয়টি নিয়ে আদিল সাজান ও সানিয়া মির্জা দুজনেই এখনো চুপ। এ সম্পর্কে কিছুই মন্তব্য করেননি তারা। এদিকে তাদের নীরবতাই আরো বেশি জল্পনার সৃষ্টি করেছে। আদিল সাজান দুবাইয়ের একজন বিলিয়নিয়ার এবং দানিউব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ভারতীয় ব্যবসায়ী রিজওয়ান সাজানের ছেলে। বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিত আদিলের গ্যারাজে রয়েছে ফেরারি ক্যালিফোর্নিয়া টি, বেন্টলি কন্টিনেন্টাল জিটি এবং ল্যাম্বোরগিনি গ্যালার্ডো। বলিউডের সঙ্গেও আদিলের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। সানিয়ার সাবেক স্বামী শোয়েব মালিকের সঙ্গে আদিলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল একটা সময়। সেই সূত্রে সানিয়াকেও বহুদিন ধরে চেনেন তিনি। তবে আদিল কিন্তু বিবাহিত। তার স্ত্রী সানা সাজন পেশায় চিকিৎসক।

টানা তৃতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কা

টানা তৃতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কা অস্ট্রেলিয়ান ওপেনের সর্বশেষ দুই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা। এবার সেই রাজত্বের সময়কাল আরো দীর্ঘ করার সুযোগ পাচ্ছেন বেলারুশের নারী টেনিস তারকা। রড লেভার অ্যারেনায় হ্যাটট্রিক শিরোপা উঁচিয়ে ধরতে এখন এক ধাপ দূরে তিনি। প্রথম সেমিফাইনালে নিজের ভালো বান্ধবী পাউলো বাদোসাকে সরাসরি ৬-৪, ৬-২ গেমে হারিয়ে টানা তৃতীয়বারের মতো বছরের প্রথম গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছেন সাবালেঙ্কা। এতে দুর্দান্ত এক কীর্তি গড়ার সামনে তিনি। টেনিস কিংবদন্তি মার্টিনা হিঙ্গিসের পর প্রথম নারী টেনিস খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক চ্যাম্পিয়নের কীর্তি গড়ার পথে। মোট ৫ গ্র্যান্ড স্লামজয়ী সুইস কিংবদন্তি ১৯৯৭ থেকে ১৯৯৯ পর্যন্ত টানা তিনবার অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন। প্রথমবারের মতো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে খেলা বাদোসাকে প্রথম সেটে ৬-৪ ব্যবধানে হারান সাবালেঙ্কা। দ্বিতীয় সেটে আবার স্প্যানিশ তারকাকে দাঁড়ানোরই সুযোগ দেননি নারী একক টেনিসের শীর্ষ বাছাই। ৬-২ ব্যবধানে হারিয়ে ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্লাম জয়ের সামনে সাবালেঙ্কা। দ্বিতীয় সেমিফাইনালিস্ট ইগা সিয়াতেক ও ম্যাডিসন কিসের মধ্যে যিনিই জিতবেন তার বিপক্ষেইজ শ্রেষ্ঠত্বের মঞ্চে লড়বেন তিনি। গত বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনেরও বর্তমান চ্যাম্পিয়ন সাবালেঙ্কা।

রংপুরের জয়রথ থামাল পদ্মাপাড়ের রাজশাহী

রংপুরের জয়রথ থামাল পদ্মাপাড়ের রাজশাহী আট ম্যাচের সবগুলোতে জিতে সবার আগেই প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। আজ জয়ের এই ধারা অব্যাহত রাখতে পারেনি তারা। দুর্বার রাজশাহীর বিপক্ষে ২৪ রানে হেরে জয়রথ থেমেছে তাদের। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে রাজশাহী। জবাব দিতে নেমে ১৪৬ রানে গুটিয়ে যায় রংপুর।  আগে ব্যাট করতে নামা রাজশাহী ধীরগতির শুরুর পর হারায় মোহাম্মদ হারিসকে। ১২ বলে ১৯ রান করে তার বিদায়ের পর দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়েন সাব্বির হোসেন ও আনামুল হক বিজয়। ২৯ বলে ৫২ রান যোগ করেন তারা। সাব্বিরকে বিদায় করে অষ্টম ওভারে এই জুটি ভাঙেন খুশদিল শাহ। ১৯ বলে ৩৯ রান করে ফেরেন রাজশাহী ওপেনার। পরের বলেই বার্লকে ফেরান খুশদিল। চতুর্থ উইকেটে ইয়াসির আলীর সঙ্গে ৭৬ রানের জুটি গড়েন বিজয়। ঝড়ো ব্যাট করতে থাকা ইয়াসির ২৭ বলে পঞ্চাশ পূর্ণ করে আর বেশিক্ষণ টিকতে পারেননি। ৩২ বলে ২ চার ও ৬ ছক্কায় ৬০ রান করে বিদায় নিলে ভাঙে এই জুটি। পরের ওভারে উইকেট হারান ৩৪ রান করা বিজয়। বাকিরা কেবল আসা-যাওয়ার মধ্যেই থাকেন। রংপুরের পক্ষে ৩টি করে উইকেট নেন আকিফ জাভেদ ও খুশদিল শাহ। একটি করে উইকেট নেন রাকিবুল হাসান ও নাহিদ রানা। রান তাড়ায় নেমে প্রথম ওভারেই ডাক মেরে বিদায় নেন রংপুর ওপেনার ইরফান শুক্কুর। আরেক ওপেনার স্টিভেন টেইলর ৪ রান করে সাজঘরে ফেরেন। ইফতিখারও ব্যাটে তুলতে পারেননি রান। চতুর্থ উইকেটে খুশদিলের সঙ্গে জুটি বেধে দলকে এগিয়ে নেন সাইফ হাসান। তবে তাদের ৪০ রানের জুটিটি ভেঙে যায় ১৪ রানে খুশদিল বিদায় নিলে।  লড়তে থাকা সাইফ বিদায় নেন পরের ওভারে। তার ব্যাট থেকে আসে ২৯ বলে ৪৩ রান। ছয়ে নামা নুরুল হাসান সোহান চেষ্টা করে প্রতিরোধের। কিন্তু পারেননি। ২৬ বলে ৪১ রান করে রায়ান বার্লের শিকার হন তিনি। শেষে কিছুক্ষণ লড়াই চালান সাইফউদ্দিনও। তিনিও হননি সফল। ১৪ বলে ২৩ রান করে বার্লের শিকার হন।  রাজশাহীর হয়ে দারুণ বোলিং করেন বার্ল। ৪ ওভারে ২২ রান খরচায় ৪ উইকেট নেন জিম্বাবুয়ের এই স্পিনার। দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও এসএম মেহরুব।  এই জয়ে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এসেছে রাজশাহী। ৯ ম্যাচে ৮ জয় ও ১ হারে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে রংপুর।

ব্যক্তি পদমর্যাদাক্রম নিয়ে রিভিউ শুনানি ১৩ ফেব্রুয়ারি

ব্যক্তি পদমর্যাদাক্রম নিয়ে রিভিউ শুনানি ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) নিয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানি আগামী ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজ জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ শুনানির জন্য এই দিন ধার্য করেন। আদালতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের রিভিউ আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার নিহাদ কবির। আর রিভিউ আবেদনে পক্ষভুক্ত হওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এম. আবদুল কাইয়ূম। মন্ত্রিপরিষদ বিভাগ রুলস অব বিজনেস অনুযায়ী, ১৯৮৬ সালে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স তৈরি করে। রাষ্ট্রপতির অনুমোদনের পর ওই বছরের ১১ সেপ্টেম্বর তা জারি করা হয়। পরে বিভিন্ন সময়ে তা সংশোধন করা হয়। তবে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স তৈরির ক্ষেত্রে সাংবিধানিক পদ, সাংবিধান কর্তৃক স্বীকৃত ও সংজ্ঞায়িত পদগুলো প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিচের ক্রমিকে রাখা হয়েছে বলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব আতাউর রহমান ওয়ারেন্ট অব প্রিসিডেন্সের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৬ সালে হাইকোর্টে রিটটি করেন। ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট ৮ দফা নির্দেশনাসহ ১৯৮৬ সালের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স (সংশোধিত) অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ২০১১ সালে আপিল করে। সেই আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১১ জানুয়ারি রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই রায়ে হাইকোর্টের দেয়া ৮ দফা নির্দেশনার কিছুটা সংশোধন করে তিন দফা নির্দেশনা দেওয়া হয়। সেগুলো হলো- ১. যেহেতু সংবিধান দেশের সর্বোচ্চ আইন, তাই বিরোধপূর্ণ প্রিসিডেন্সে সাংবিধানিক পদধারীরা অগ্রাধিকার পাবেন। ২. জুডিশিয়াল সার্ভিসের সদস্য হিসেবে জেলা জজ ও সমপদমর্যাদাসম্পন্নরা সরকারের সচিবদের সঙ্গে ১৬ নম্বরে অবস্থান করবেন। ৩. জেলা জজদের পরেই অতিরিক্ত সচিবেরা ১৭ নম্বর ক্রমিকে থাকবেন। আপিল বিভাগের দেয়া রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। পরবর্তীতে এই রিভিউ আবেদনে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা পক্ষভুক্ত হয়।