আর্জেন্টিনা ম্যাচের দুঃস্বপ্ন ভুলে জয়ের ধারায় ব্রাজিল

আর্জেন্টিনা ম্যাচের দুঃস্বপ্ন ভুলে জয়ের ধারায় ব্রাজিল আগের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ৬-০ গোলে উড়ে গিয়েছিল ব্রাজিল। দুঃস্বপ্নের সেই রাত পেছনে ফেলে জয়ের মুখ দেখেছে তারা। দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গতকাল রাতে বলিভিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে আগের ম্যাচে বড় হারের জ্বালা ভুলেছে ব্রাজিল। খেলায় ৫৭ শতাংশ বলের দখল রেখেছিল তারা। এমনকি ব্রাজিলের সফল ১৯৪টি পাসের বিপরীতে বলিভিয়া সফল পাস করেছে ২৭৭টি। তবে ‘সোনার হরিণ’ গোল সেলেসাওদেরই বেশি। গ্যাব্রিয়েল মোসকারদোর গোলে লিড নেয় ব্রাজিল। করিন্থিয়ান্সের ব্রেনো বিদন ম্যাচের ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পর বলিভিয়া এক গোল শোধ করলেও শেষ পর্যন্ত ব্রাজিলের জয় ঠেকাতে পারেনি। আগামী শুক্রবার ভোরে ব্রাজিল পরের ম্যাচ খেলবে ইকুয়েডরের বিপক্ষে।
চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৪২০ গ্রাম হেরাইন বিক্রির জন্য নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মিজানুর রহমান একমাত্র আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত মিজানুর শিবগঞ্জ শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর নলডুবরি শান্তিমোড় এলাকার তৈমুর রহমানের ছেলে মিজানুর রহমান। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওয়াদুদ বলেন, ২০২২ সালের ২০ আগষ্ট চাঁপাইনবাবগঞ্জের তৎকালীন রহনপুর ৫৯বিজিবি ব্যাটালিয়নের অভিযানে নিজ বসতবাড়ি থেকে ২ কেজি ৪২০ গ্রাম হেরাইনসহ আটক হন মিজানুর। এ ঘটনায় ওইদিন শিবগঞ্জ থানায় মিজানুরকে একমাত্র আসামী করে মামলা করেন ৫৯ বিজিবির চকপাড়া তৎকালীন হাবিলদার ফিরোজ আহমেদ। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো: নুরন্নবী ২০২২ সালের ৩ নভেম্বর মিজানুরকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৫ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত আজ মিজানুরকে দোষি সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন।
টেকসই জ্বালানী ব্যবস্থা প্রতিষ্ঠার চাহিদা জোরদারের দাবিতে মানববন্ধন

টেকসই জ্বালানী ব্যবস্থা প্রতিষ্ঠার চাহিদা জোরদারের দাবিতে মানববন্ধন ‘ক্লিন এনার্জি-টেকসই ভবিষ্যৎ’ শিরোনামে নবায়নযোগ্য জ্বালানীতে দ্রুততর রুপান্তরসহ সুশাসিত দুর্নীতিমূক্ত ও টেকসই জ্বালানী ব্যবস্থা প্রতিষ্ঠার চাহিদা জোরদারের দাবিতে টিআইবি-সনাক চাঁপাইনবাবগঞ্জের উদ্যেগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ সকালে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সনাক সভাপতি এড. সাইফুল ইসলাম রেজা, সদস্য সেলিনা বেগম, গোলাম ফারুক মিথুন, ওয়ালিউল আজিম, ইয়েস প্রতিনিধি আমিনুল ইসলাম আবির, একটিভ সিটিজেন গ্রুপ নসিপুর সমন্বয়ক আবুল আল মাসুদ জনি, একটিভ সিটিজেন গ্রপের ভুমি বিষয়ক সমন্বয়ক জেনাউর রহমান সাইদ, মহারাজপুর একটিভ সিটিজেন গ্রুপ সদস্য মোমেনা খাতুনসহ অন্যরা। মানববন্ধনে টিআইবি’র ধারণাপত্রের ১২টি দাবি পাঠ করেন সনাক সহ-সভাপতি উম্মে সালমা হ্যাপি। টিআইবি’র এরিয়া কোÑঅর্ঢিনেটর শফিকুল ইষামের সঞ্চালনায় কর্মসূচীতে টিআইবি-সনাক কর্মী, সহযোগি গ্রুপ সমুহের সদস্য সহ এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
“নতুন বাংলাদেশ জন্য যুব উৎসব” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

“নতুন বাংলাদেশ জন্য যুব উৎসব” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই- প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে “নতুন বাংলাদেশ জন্য যুব উৎসব” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের মাঠ প্রাঙ্গণে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অধ্যক্ষ ফাতেমা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন। বাংলা বিভাগের ইন্সট্রাক্টর নূর নবীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন ট্রেডের চিফ ইন্সট্রাক্টর, অন্যান্য ইন্সট্রাক্টর, প্রতিষ্ঠানের কর্মচারী এবং শিক্ষার্থীরা। কর্মশালায় শিক্ষার্থীদের উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
পুলিশের কাজের গতি কমের কারণেই আইনশৃঙ্খলার অবনতি

পুলিশের কাজের গতি কমের কারণেই আইনশৃঙ্খলার অবনতি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বর্তমানে যথেষ্ট সংখ্যক পুলিশ সদস্য রয়েছে। তবে বাহিনীটির কাজের গতি কম থাকার কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। আজ সকালে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরদির্শন ও জরুরি সেবার উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর কারাগার থেকে পালানো ৭০০ আসামি এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। কারাগের জরুরি হটলাইন সেবার মাধ্যমে বন্দীর অবস্থান, প্যারোলে মুক্তি সম্পর্কিত তথ্য, শারীরিক অবস্থা, হাজিরা, সাক্ষাতকার ও কথাবলার তারিখ জানা যাবে। বন্দির স্বজনরা এই হটলাইন নম্বরে ফোন দিয়ে যাবতীয় তথ্য জানতে পারবেন।
সুদানে হাসপাতালে ড্রোন হামলায় নিহত ৭০

সুদানে হাসপাতালে ড্রোন হামলায় নিহত ৭০ সুদানে একটি হাসপাতালে ড্রোন হামলায় ৭০ জন নিহতের খবর পাওয়া গেছে। গত গতকাল এই হামলায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানা যায়। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, সুদানের দারফুরের এল-ফাশার অঞ্চলের সর্বশেষ যেকয়েকটি হাসপাতাল কার্যকর রয়েছে তার একটিতেই এই ড্রোন হামলা ও হতাহতের ঘটনা ঘটেছে। হাসপাতালে হামলার পর প্রাথমিকভাবে ৩০ জন নিহত হওয়ার কথা জানানো হলেও পরে মৃতের সংখ্যা বেড়ে ৬৭ জনে পৌঁছায়। তবে আঞ্চলটির গভর্নর মিনি মিনাউই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রক্তাক্ত মৃতদেহের ছবি পোস্ট করে লিখেছেন, এই হামলায় নারী ও শিশুসহ ৭০ জনেরও বেশি রোগীকে হত্যা করা হয়েছে। সুদানে দেড় বছরেরও বেশি সময় ধরে আধাসামরিক বাহিনী আরএসএফের সঙ্গে যুদ্ধ করছে দেশটির সেনাবাহিনী। ঠিক কোন পক্ষ এই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়।
তামিমের ফিফটিতে প্লে অফ নিশ্চিত করলো বরিশাল

তামিমের ফিফটিতে প্লে অফ নিশ্চিত করলো বরিশাল এবারের বিপিএলে প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স। প্রথম ৮ ম্যাচ থেকে ১২ পয়েন্ট পেয়েছিল ফরচুন বরিশাল। নিজেদের নবম ম্যাচে তামিম ইকবালের ফিফটিতে সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে শেষ চার নিশ্চিত করেছে বরিশাল। আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে সিলেট। ব্যাটারদের ব্যর্থতায় ১৮ ওভার ১ বলে ১১৬ রানে অলআউট হয় সিলেট। দলের পক্ষে আহসান ভাট্টি করেন সর্বোচ্চ ২৯ বলে ২৮ রান। এছাড়া জাকের আলি অনিক করেন ১৯ বলে করেন ২৪ রান। বরিশালের পক্ষে ফাহিম আশরাফ ৭ রান খরচায় নেন ৫ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় বরিশাল। তাওহিদ হৃদয় ৭ বলে ৬ ও দাউদ মালান ৮ বলে ৯ রান করে আউট হন। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তামিম। তাদের ব্যাটে ভর করে ২৪ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় পায় বরিশাল। তামিম ৫১ বলে ৫২ ও মুশফিক ৩০ বলে ৪২ রানে অপরাজিত থাকেন।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হেরে গেল বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হেরে গেল বাংলাদেশ আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে ভারতের বিপক্ষে হেরেছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের দেয়া ৬৫ রানের লক্ষ্য ভারত টপকে যায় ৭ ওভার ১বল ও ৮ উইকেট হাতে রেখেই। আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরের বেইউমাস ওভালে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় ভারতের মেয়েরা। এর আগে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান তুলে বাংলাদেশ। দলের হয়ে ২৯ বলে ২১ রানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অধিনায়ক সুমাইয়া আক্তারের। ১৪ রান করেন জান্নাতুল মাওয়া। একই ভেন্যুতে ক্যারিবীয়দের বিপক্ষে আগামী ২৮ জানুয়ারি খেলতে নামবে বাংলাদেশ।
চেলসিকে হারিয়ে শীর্ষ চারে সিটি

চেলসিকে হারিয়ে শীর্ষ চারে সিটি ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে ভালো অবস্থানে নেই ম্যানচেস্টার সিটি। হাইভোল্টেজ ম্যাচে চেলসিতে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এতে টেবিলের সেরা চারে চলে গেছে সিটি। গতকাল রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শুরুতে গোল হজম করে সিটি। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পাল্টা ৩ গোল করে পেপ গার্দিওলার দল। দুরন্ত কামব্যাকে দুর্দান্ত জয়ে গেল ২৩ জানুয়ারি চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে ৪-২ গোলে হারের যন্ত্রণা কিছুটা লাঘব হয়েছে সিটির।
এবার তেলকুপি সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী আহত

এবার তেলকুপি সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী আহত শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই এবার শাহাবাজপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের তেলকুপি সীমান্তে বিএসএফ’র গুলিতে হাবিল নামে এক বাংলাদেশী আহত হয়েছেন। তিনি তেলকুপি লম্বাপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে। আজ ভোররাত চারটার দিকে ঘটনাটি ঘটে বলে বিজিবি ও স্থানীয় সূত্র জানিয়েছে। পরে দুপুর সাড়ে ১২টায় কোম্পানী কমান্ডার পর্যায়ে বিএসএফ’র সাথে পতাকা বৈঠকে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিজিবি। এদিকে স্থানীয় সূত্র হাবিলকে কৃষক বলে জানালেও বিজিবি বলছে তিনি একটি চোরাচালান দলের সদস্য। এদিকে স্থানীয় সূত্র আহত হাবিলের বর্তমান অবস্থান নিশ্চিত না করলেও বিজিবি জানেিয়ছে, তিনি রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছেন। আজ দুপুর সাড়ে দেড়টার দিকে সংশ্লিস্ট চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়েনের (৫৯বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে ও বক্তব্যে ঘটনার বিস্তারিত নিশ্চিত করেন। তিনি জানান, ভোররাত সাড়ে ৩টা থেকে পৌনে ৪টার মধ্যে তেলকুপি বিওপি’র আওতাধীন সীমান্তের মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮০ এর দেড়শ গজ ভারতের অভ্যন্তরে ঘটনাটি ঘটে। এ সময় ঘন কুয়াশার সূযোগে ৭/৮ জন চিহ্নিত চোরাকারবারি চোরাচালানের উদ্দেশ্যে ভারতীয় সীমান্ত অতিক্রম করলে ১১৯ ব্এিসএফ ব্যাটালিয়নের গোপালনগর ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে ২/৩ রাউন্ড গুলি করে। গুলির শব্দে বিজিবি টহলদল তাৎক্ষনিক ঘটনাস্থলে গমন করলে চোরাকারারিরা পালিয়ে বাংলাদশের অভ্যন্তরে প্রবেশ করে। পরে বিজিবি আহতের পরিচয় নিশ্চিত হয় এবং তাকে চিহ্নিত চোরাকারবারি বলে শনাক্ত করে। অধিনায়ক প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানান, শনিবার ভোররাত ৩টা থেকে ৪টার মধ্যে তেলকুপি বিওপির দায়িত্বপূর্ণ ৫ কিলোমিটার সীমান্ত এলাকায় বাংলাদেশী কোন কৃষক অবস্থান করছিল না। এছাড়া ওই সময় ওই সীমান্তে তেলকুপি বিওপি কমান্ডারের নেতৃত্বে ২টি টহলদল টহলরত ছিল। এদিকে আহত ব্যাক্তি কৃষক এবং গমক্ষেতে পানি দিতে গেছিল স্থানীয়দের এমন দাবির ব্যাপারে অধিনায়ক বলেন,ভোররাত পৌনে ৪টায় সীমান্তের জমিতে কাজ করতে যাবার বিষয়টি গ্রহণযোগ্য নয়। এদিকে সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যান নিজামুল হক সীমান্তে গুলিতে একজন আহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, গভীর রাত হওয়ায় এ ঘটনা সম্পর্কে স্থানীয় সূত্রেও বিস্তারিত জানা যায়নি। তিনি আহত ব্যাক্তি জমিতে কাজ করতে গেছিল এমন শোনা গেছে বলেও জানান। সং¤িøস্ট ইউপি সদস্য কাশেদ আলী আহত ব্যাক্তির পরিচয় নিশ্চিত করে তাঁকে কৃষক বলে শনাক্ত করেন। ওই ব্যাক্তি ভোররাত সাড়ে ৪টার দিকে সীমান্তের শূণ্য রেখার দেড়শ গজ পর্যন্ত বাংলাদেশী অংশের ৫০ থেকে ১০০ গজের ভেতরে গমক্ষেতে পানি দিতে গেছিল বলেও জানান তিনি। তিনি বলেন, ওই সীমান্তে কাঁটাতারের বেড়া রয়েছে। বিএসএফ বেড়ার গেট খুলে সীমান্তে প্রবেশ করে গুলি চালায়। গুলি আহত ব্যাক্তির পিঠের নীচ থেকে পায়ের দিকে লেগেছে বলে শোনা গেছে। তিনি বলেন, তেলকুপি বিওপি গ্রামের ভেতরেই অবস্থিত। ক্যাম্প বা গ্রাম হতে দেড় থেকে দুই কিলোমিটার দূরে সীমান্তে গুলির ঘটনাটি ঘটে। ইউপি সদস্য আহত ব্যাক্তির বাড়ি গেছিলেন বলেও জানান। সংশ্লিষ্ট গ্রাম পুলিশ ইসমাইক হক বলেন, সকাল ৬টার দিকে ঘটনাটি ঘটে বলে শুনেেছন। আহত ব্যাক্তি কৃষক ও গমক্ষেতে পানি দিতে গেছিলেন এমন শোনা গেছে বলেও জানান তিনি। তিনি বলেন, সকালে আহত ব্যাক্তির বাড়িতে গিয়ে মহিলারা ছাড়া কোন পুরুষ মানুষ পাওয়া যায় নি। সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বে থাকা (বিট অফিসার) শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) পিয়ারুল ইসলাম বলেন, গভীর রাতে সীমান্তে গুলির ঘটনার ব্যাপারে জানার পর খোঁজ নেয়া হচ্ছে। উল্লেখ্য, এর আগে শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চৌকা সীমান্তে গত ৫ থেকে ৮ জানুয়ারী পর্যন্ত বিএসএফ’র বেআইনী কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে টানা চারদিন চরম উত্তেজনা চলে। তবে বিজিবি ও স্থানীয়দের তীব্র বাধার মুখে বিএসএফ এখন পর্যন্ত কাঁটাতারের বেড়া নির্মান বন্ধ রেখেছে। এরপর গত ১১ জানুয়ারী ভোররাতে শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আজমতপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে শহিদুল ইসলাম নামে এক বাংলাদেশী আহত হন। বিজিবি তাকে চোরাচালানী হিসেবে চিহ্নিত করে ঘটনাস্থল থেকে ফেনসিডিল ও হাসুয়া উদ্ধারের কথা জানায়। এরপর গত ১৮ জানুয়ারী শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কিরণগঞ্জ সীমান্তে জমির ফসল ও গাছ কাটাকে কেন্দ্র করে বাংলাদেশী ও ভারতীয় নাগরিকদের মধে প্রায় দিনব্যাপী তুমুল সংঘর্ষ, বিএসএফ’র ককটেল বিস্ফোরণ, টিয়ারশেল নিক্ষেপ এবং কয়েকজন বাংলাদেশেীর আহতের ঘটনা ঘটে। বিজিবি ও বিএসএফ’র একই ব্যাটালিয়নের আওতাধীন এসব ঘটনার ব্যাপারে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক এমনকি সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠকে ঘটনাগুলির আপাতত: সমাধান হলেও শিবগঞ্জ সীমান্তে উত্তেজনা চলছেই। আরও উল্লখ্য যে, আলোচ্য সীমান্তগুলি পাশাপাশি এবং ৩ থেকে ৫ কিলোমিটার দূরে দূরে অবস্থিত।