মালয়েশিয়ায় নারী কর্মী নিয়োগে প্রতারণা ঠেকাতে সতর্ক হাইকমিশন

মালয়েশিয়ায় নারী কর্মী নিয়োগে প্রতারণা ঠেকাতে সতর্ক হাইকমিশন নানা অনিয়ম ও সিন্ডিকেটের অভিযোগে গত বছরের ১ জুন বন্ধ হয়েছে মালয়েশিয়া শ্রমবাজার। সেই সময় সিন্ডিকেট ও দালালদের খপ্পরে পড়ে প্রায় ১৯ হাজারের অধিক কর্মী দেশটিতে যেতে পারেননি। এর পরেও নানা প্রলোভন দেখিয়ে দালালচক্র পুরুষ কর্মীদের পাশাপাশি নারী কর্মীদের দেশটিতে পাঠাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, মালয়েশিয়ায় বিভিন্ন সেক্টরে বাংলাদেশি নারী কর্মী নিয়োগের বিষয়ে একটি সংঘবদ্ধ চক্রের প্রতারণা বেড়েছে। আজ মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেইসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নারী কর্মী আনয়নের লক্ষ্যে বর্তমানে মালয়েশিয়ার সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কোন চুক্তি বা সমঝোতা স্মারক নেই।
বিশ্ব ইজতেমায় বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত

বিশ্ব ইজতেমায় বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অনুষ্ঠিত হলো বিশ্বের সবচেয়ে বড় জুমার জামাত। এই জুমার নামাজে ইমামতি করেছেন তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ে নেজামের শীর্ষ মুরুব্বী মাওলানা জুবায়ের। মোনাজাতে মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। আজ নামাজ শেষে অনুষ্ঠিত হয় মোনাজাত। জুমার নামাজে খুতবা পাঠ শুরু হয় দুপুর ১টা ৪৩ মিনিটে, শেষ হয় ১টা ৪৯ মিনিটে। দুপুর ১টা ৫০ মিনিটে জুমার জামাত শুরু হয়ে শেষ হয় ১টা ৫৬ মিনিটে। আগামীকাল আখেরি মুনাজাতও তিনিই পরিচালনা করবেন বলে জানিয়েছেন তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লা রায়হান।
মিয়ানমারে ৬ মাস বাড়ল জরুরি অবস্থার মেয়াদ

মিয়ানমারে ৬ মাস বাড়ল জরুরি অবস্থার মেয়াদ মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক বাহিনী জরুরি অবস্থা আরো ৬ মাসের জন্য বাড়িয়েছে। আজ রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। ২০২১ সালে নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী অং সান সু চির নির্বাচিত বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেছিল সেনাবাহিনী। এরপর থেকে মিয়ানমার গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে। রাষ্ট্র পরিচালিত এমআরটিভি তার টেলিগ্রাম চ্যানেলে জরুরি অবস্থা বৃদ্ধির ঘোষণা দিয়ে বলেছে, সাধারণ নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য এখনো আরো অনেক কাজ বাকি আছে। বিশেষ করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য, স্থিতিশীলতা এবং শান্তি এখনো প্রয়োজন। রয়টার্স জানিয়েছে, নির্বাচনের জন্য কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। তবে জান্তা সরকার নির্বাচনের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে।
যুক্তরাষ্ট্রে বিমান-হেলিকপ্টার সংঘর্ষে ৪০ মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে বিমান-হেলিকপ্টার সংঘর্ষে ৪০ মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি যাত্রীবাহী বিমান ও হেলিকপ্টার সংঘর্ষের পর এখন পর্যন্ত ৪০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর নদীতে পড়ে যাওয়া দুই আকাশজানের কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করছেন মার্কিন জরুরি বিভাগের কর্মীরা। বিবিসি নিউজ জানিয়েছে, যাত্রীবাহী বিমানটিতে মোট ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য ছিলেন। আর হেলিকপ্টারে তিনজন মার্কিন সেনা ছিলেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত বুধবার রাত ৯টার দিকে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে ৩৩-এর কাছাকাছি সংঘর্ষের ঘটনাটি ঘটে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় পড়া বিমানটি কানসাসের উইচিটা থেকে ওয়াশিংটন ডিসির উদ্দেশে যাত্রা করেছিল। এই দুর্ঘটনার পর গতকাল জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
৪ ডিমেরিট পয়েন্ট ও ২ ম্যাচ নিষিদ্ধ তানজিম সাকিব

৪ ডিমেরিট পয়েন্ট ও ২ ম্যাচ নিষিদ্ধ তানজিম সাকিব বিপিএলে আগ্রাসী মনোভাবের জন্য শাস্তি পেয়েছেন সিলেট স্ট্রাইকার্সের পেসার তানজিম সাকিব। এবারের বিপিএলে সর্বোচ্চ ৪টি ডিমেরিট পয়েন্ট পেলেন এই পেসার। যদিও বিপিএলে তার দল সিলেট স্ট্রাইকার্স গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। ফলে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সাকিব যে দলেই খেলবেন প্রথম দুই ম্যাচে নিষিদ্ধ থাকতে হবে তাকে। ২৪ মাসে চার ডিমেরিট পাওয়ার শাস্তি হিসেবেই দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন তিনি। সেটা শুধু কার্যকর হচ্ছে ঘরোয়া ক্রিকেটেই। তবে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে তাঁর কোনো বাধা থাকছে না। সাকিবের ঘটনাটি সিলেটের গ্রুপ পর্বের শেষ ম্যাচে চিটাগাং কিংসের বিপক্ষে। সেই ম্যাচে তৃতীয় ওভারে গ্রাহাম ক্লার্ককে ফিরিয়েছিলেন সাকিব। এরপর এই ব্যাটারকে উদ্দেশ্য করে কিছু বলতে শোনা যায় এই পেসারকে। এই বিষয়টি নজর এড়ায়নি দুই অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল ও মোর্শেদ আলী খানের। ম্যাচ শেষে তারা সাকিবের নামে ম্যাচ রেফারির কাছে অভিযোগ করেন। এরপর ম্যাচ রেফারি এহসানুল হক সেজান একটি ডিমেরিট পয়েন্ট দেন সাকিবকে। এর আগে গত ১২ জানুয়ারি খুলনা টাইগার্সের অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজের সঙ্গে বাকবিত-ায় জড়িয়ে ৩ টি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন সাকিব।
টানা দুই ম্যাচ জিতলেও বাদ পড়ার শঙ্কা ব্রাজিলের

টানা দুই ম্যাচ জিতলেও বাদ পড়ার শঙ্কা ব্রাজিলের আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে হেরে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল ব্রাজিল। এর পর টানা দুই ম্যাচে জিতেছে বটে, কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে হারের ক্ষত এখনো পোঁড়াচ্ছে সেলেসাওদের। শঙ্কা রয়েছে টুর্নামেন্টে থেকে ছিটকে যাওয়ার। আজ ইকুয়েডরকে ৩-২ গোলে হারিয়েছে ব্রাজিল। ব্রাজিলকে ২৫ মিনিটে লিড এন দেয় ইয়াগো। ২৬ ও বিরতির আগে জোড়া গোল করেন দেইভিদ ওয়াশিংটন। ৭৬ ও ৮৪ মিনিটে দুই গোল শোধ করে ইকুয়েডর। আর তাতেই পূর্ণ ৩ পয়েন্ট পায় ব্রাজিল। আর্জেন্টিনার বিপক্ষে ৬-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়েছিল সেলেসাওরা। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের তিনে অবস্থান করছে নেইমারের উত্তরসূরীরা। তবে এখনো নিশ্চিত হয়নি তাদের ফাইনাল স্টেজ।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে উইন্ডিজকে উড়িয়ে বাংলাদেশের ১০ উইকেটে জয়

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে উইন্ডিজকে উড়িয়ে বাংলাদেশের ১০ উইকেটে জয় আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে ১০ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচ শুরু হয় দুই ঘণ্টা দেরিতে, ওভার কমে ৭টি। কুয়ালালামপুরে ‘গ্রুপ-১’ থেকে উইন্ডিজের মুখোমুখি হয় বাংলাদেশ। টস হেরে ব্যাটিং করতে নেমে ১৩ ওভারে মাত্র ৫৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। তাড়া করতে নেমে ২৫ বল হাতে রেখে কোনো উইকেট না হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের ক্ষুদে প্রতিনিধিরা। জুরিয়া ফেরদৌস ২৮ বলে ২৫ ও ফাহোমিদা ছোঁয়া ২৫ বলে ১৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। উইন্ডিজ মেয়েরা অতিরিক্ত রান দেয় ১৬টি। তাতে জয় আরও সহজ হয় বাংলাদেশের জন্য। এর আগে নিশিথা আক্তার নিশিদের তোপে সুবিধা করতে পারেনি উইন্ডিজ ব্যাটাররা। ১৬ বলে সর্বোচ্চ ২৩ রান করে অমৃতা রামাথাল। ১৩ রান করেন নাইজিন্নি কামব্রিবেচ ও ১১ রান আসে আসাবি ক্যালেন্ডারের ব্যাট থেকে। আর কেউ দুই অঙ্কের মুখ দেখেননি। বাংলাদেশের হয়ে নিশি সর্বোচ্চ ৩ উইকেট নেন। ২ উইকেট নেন আনিসা আক্তার সোবা। ১ উইকেট নেন জান্নাতুল মাওয়া। সুপার সিক্সে চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে বাংলাদেশ তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপ শেষ করেছে। এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পা রেখেছে অস্ট্রেলিয়া ও ভারত।
ঢাবির অধিভুক্ত সরকারি সাত কলেজের কর্মসূচি প্রত্যাহার

ঢাবির অধিভুক্ত সরকারি সাত কলেজের কর্মসূচি প্রত্যাহার রাজধানীর নিউ মার্কেট থানা ঘেরাও এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাস চলাচল বন্ধ করার কর্মসূচি প্রত্যাহার করেছেন ঢাবির অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধিরা। ঢাকা কলেজের শিক্ষার্থী মঈনুল ইসলাম বলেছেন, “সরকার আমাদের ছয় দাবি পূরণের বিষয়ে ইতিবাচক। যেগুলো তাৎক্ষণিক পূরণ করা সম্ভব, সেগুলো পূরণ করা হয়েছে।”তিনি বলেন, “আমরা কর্মসূচি দিয়েছিলাম, ২৪ ঘণ্টা পর সাত কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসসহ অন্যান্য বাস চলতে দেব না এবং নিউ মার্কেট থানা ঘেরাওয়ের যে কর্মসূচি দিয়েছিলাম, সেসব কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিলাম।” স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষে বৈঠক করেন ঢাকা কলেজের মুঈনুল ইসলাম ও রহমতুল্লাহ এবং ইডেন কলেজের মৌ। এ সময় তারা ছয়টি দাবি উপস্থাপন করেন।
অনুমতি ছাড়া গাছ কাটা যাবে না বলে হাইকোর্টের রায়

অনুমতি ছাড়া গাছ কাটা যাবে না বলে হাইকোর্টের রায় অনুমতি ছাড়া গাছ কাটা যাবে না। গাছ কাটার আগে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ে সাত দিনের মধ্যে পরিবেশ অধিদপ্তরকে গাছ কাটার অনুমতি নেওয়ার জন্য পরিবেশবাদী, পরিবেশ বিশেষজ্ঞ, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের প্রফেসরদের সমন্বয়ে একটি কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন। এ ছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে সাত দিনের মধ্যে একটি সার্কুলার ইস্যু করে জেলা প্রশাসক, জেলা পরিবেশ কর্মকর্তা, সরকারি কলেজের অধ্যাপক, সমাজকর্মী, পরিবেশবিদ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা সিভিল সার্জনকে নিয়ে একটি কমিটি গঠন করতে বলা হয়েছে। যারা জেলা পর্যায়ের গাছ কাটার অনুমতি প্রদান করবেন। আদালত রায়ে বলেন, দেশে দিন দিন তাপ বৃদ্ধি পাওয়ায় অধিক-সংখ্যক গাছ সংরক্ষণ করা প্রয়োজন। ব্যাপকভাবে গাছ কর্তন করা হলে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, যা আমাদের বেঁচে থাকার অধিকারকে খর্ব করবে। পরিবেশের ভারসাম্যের জন্য যে পরিমাণ গাছ বাংলাদেশে থাকা দরকার, সে পরিমাণ নেই। এই গাছগুলোকে রক্ষা করা পরিবেশের জন্য অত্যন্ত প্রয়োজন। আদালত আরো একটি আদেশে জনপ্রশাসন সচিবকে আগামী সাত দিনের মধ্যে সব জেলা প্রশাসকদের প্রতি একটি সার্কুলার ইস্যু করে উপজেলা পর্যায়ে গাছ কাটার জন্য উপজেলা নির্বাহী অফিসার, কলেজের অধ্যক্ষ, সমাজকর্মী, পরিবেশবাদী, সমাজ কল্যাণ কর্মকর্তা, এসিল্যান্ড এবং এলজিইডির নির্বাহী ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে একটি কমিটি গঠন করতে নির্দেশ প্রদান করা হয়, যারা উপজেলা পর্যায়ের গাছ কাটা সম্পর্কে অনুমতি প্রদান করবে।
পরীমণির জামিনদার তরুণ গায়ক

পরীমণির জামিনদার তরুণ গায়ক নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিনের মাথায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। সোমবার (২৭ জানুয়ারি) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুনাইদ তাকে জামিন দেন। গায়ক শেখ সাদী হয়েছেন পরীমণির জামিনদার। বিষয়টি নিশ্চিত করে পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন, আদালতে পরীমণি আসতে না পারায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তিনি সঙ্গে সঙ্গে পরীমণিকে খবরটি জানান। এরপর পরীমণি সিদ্ধান্ত নেন, সোমবার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন। ওইদিন তিনি আদালত থেকে জামিনও পেয়ে যান। নীলাঞ্জনা রিফাত বলেন, আদালতের জামিন আদেশের পর পরীমণির জামিননামা লেখা হয়। আমি জামিনদার হয়েছি। আরেকজন জামিনদার হয়েছেন শেখ সাদী। জামিননামাটি আদালতে জমাও দিয়েছি। জামিনদার হয়ে শেখ সাদী আদালতে শুরু থেকে পরীমণির সঙ্গে ছিলেন। পরীমণির জামিনদার হওয়া প্রসঙ্গে জানতে চাইলে শেখ সাদী বলেন, পরীমণি আমার সহকর্মী। যখন তিনি গণমাধ্যমে পরীমণির গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর শুনলেন, তখন বেশ দুশ্চিন্তায় পড়ে যান। তখন পরীমণির সঙ্গে কথা হয়। তিনি আমাকে জানিয়েছিলেন, আজ আদালতে আত্মসমর্পণ করবেন। এ জন্য আমিও আজ আদালতে আসি। জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন। আমিও আরেকজন জামিনদার হলাম। শেখ সাদী জানান, একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরীমণির সঙ্গে বেশ আগেই পরিচয় হয়েছিল। তখন থেকে পেশাগত বিষয় নিয়ে তার সঙ্গে নিয়মিত কথাবার্তা হয়। তরুণ গায়ক শেখ সাদীর বেশ কয়েকটি জনপ্রিয় গান রয়েছে। ইউটিউবে এসব গানের ভিউ কোটি পার হয়েছে। শেখ সাদীর জামিনদার হওয়া প্রসঙ্গে চিত্রনায়িকা পরীমণি বলেন, হঠাৎ করে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম বলে গতকাল আদালতে যেতে পারিনি। যখন শুনলাম, আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। খবরটি যখন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, তখন আমার শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীরা আমার সঙ্গে যোগাযোগ করেন। এমন পরিস্থিতিতে আমার বন্ধুবান্ধবরা আমাকে সাহস জুগিয়েছে। শেখ সাদীও আমার সহকর্মী। তার সঙ্গেও গতকাল কথা হয়। আজ আদালতে শুনানির সময় সে ছিল। জামিন পাওয়ার পর আইনজীবী জামিনদারের পাশাপাশি স্থানীয় একজন জামিনদারের প্রয়োজন হয়। শেখ সাদী তখন জামিননামায় স্বাক্ষর করে। মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ২০২২ সালের ১৮ জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। মামলায় তিনি অভিযোগ করেন, ২০২১ সালের ৮ জুন পরীমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে ওয়াশরুম ব্যবহার করেন। পরে ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। রাত ১টা ১৫ মিনিটের দিকে ক্লাব ত্যাগ করার সময় পরীমনি তাকে ডাক দেন। পরে একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনা মূল্যে দেওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় পরীমনি তাকে গালমন্দ করেন। একপর্যায়ে পরীমণি হত্যাচেষ্টার জন্য একটি গ্লাস ছুড়ে মারেন, যা তার মাথায় ও বুকে লাগে। এদিকে ২০২১ সালের ৮ জুন সাভারের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে পরীমণি ব্যবসায়ী নাসিরসহ ছয়জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০২২ সালের ৬ সেপ্টেম্বর নাসিরসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। মামলায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ তিন আসামির বিরুদ্ধে ২০২২ সালের ১৮ মে অভিযোগ গঠন করেন। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন, মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বিচার চলছে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ। মামলাটিও সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।