অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে ড্র হলো ব্রাজিল-আর্জেন্টিনার

ড্র হলো ব্রাজিল-আর্জেন্টিনার, শেষ ম্যাচেই শিরোপা নির্ধারণ জয় পেলেই চ্যাম্পিয়ন। এমন সমীকরণ নিয়ে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল দুই চির-প্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে ম্যাচটা ১–১ গোলে ড্র হয়েছে। আর তাই শিরোপা নির্ধারণও অমীমাংসিত রয়ে গেল। এখন শেষ ম্যাচের ফল দিয়েই হবে শিরোপা নির্ধারণ। আজ কারাকাসে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আর্জেন্টিনা। অন্যদিকে কিছুটা এলোমেলো ছিল ব্রাজিল। প্রথমার্ধে পাওয়া পেনাল্টি থেকে গোল করে শুরুতে লিড নেয় আলবিসেলেস্তেরা। বিরতি থেকে ফিরেও আক্রমণের ধার অব্যাহত রেখেছিল আর্জেন্টিনা। তবে গোলের দেখা পাচ্ছিলো না তারা। উল্টো ম্যাচের ৭৮ মিনিটে গোল শোধ করে ব্রাজিল। ইগর সিরোতের সহায়তায় গোল করেন দেন রায়ান। তাতে সমতা ফেরে ম্যাচে। শেষ পর্যন্ত ১-১ গোলেই শেষ হয় ম্যাচ।
শিবগঞ্জে ক্রিকেট-ফুটবল খেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

শিবগঞ্জে ক্রিকেট-ফুটবল খেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে শিবগঞ্জে উপজেলা ভিত্তিক ক্রিকেট ও ফুটবলসহ বিভিন্ন খেলাধূলা উপলক্ষে প্রস্তুতিমূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শিবগঞ্জ স্টেডিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক আজাহার আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবদুৎ তোয়াব, সদস্য ফারুক হোসেন, সদস্য ডা. নাহিদুজ্জামান সুমন, সদস্য ফাইয়াজ রহমান তনয়, সদস্য আতিক ইসলাম সিকো, ক্রীড়া ব্যক্তিত্ব ডায়মন, ছাত্র আন্দোলনের নেতা আল বশরী সোহান ও সাইমুম সাদাবসহ অন্যরা। এর আগে শিবগঞ্জ স্টেডিয়ামে উপজেলা প্রশাসন ফুটবল দল বনাম উপজেলা ক্রীড়া সংস্থা দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ৫-৪ গোলে উপজেলা প্রশাসন দলকে হারিয়ে জয়লাভ করে উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল।
শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা মহসিন রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা মহসিন রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের আটরশিয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা মহসিন আলী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। আজ বিকাল ৫টার দিকে আটরশিয়া পশ্চিমপাড়া গোরস্থান প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সেখানেই তার মরদেহ দাফন করা হয়। এর আগে সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জানাযায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসসের সাবেক কমান্ডার বজলুর রশিদ সোনু, বীরমুক্তিযোদ্ধা তরিকুল আলম ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা এবং মুসল্লিরা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মনাকষা সীমান্তে ফেনসিডিলসহ চোরাকারবারী আটক

মনাকষা সীমান্তে ফেনসিডিলসহ চোরাকারবারী আটক শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্তে বিজিবি’র অভিযানে ২০ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক হয়েছে। আটক ব্যক্তি শিবগঞ্জের সাহপাড়া গ্রামের সোহরাবের ছেলে জাহাঙ্গীর। আজ ভোর ৫টার দিকে দূর্লভপুর ইউনিয়নের বালুটুঙ্গী গ্রামের নিকটবর্তী মাঠে বিশেষ অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে আটক করা হয়। এ সময় তার দেহে অভিনব কায়দায় ‘বডি ফিটিং’ অবস্থায় ফেনসিডিলগুলো পাওয়া যায়। আজ সকালে পাঠানো ৫৩ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যে মাদক চোরাচালান সম্ভাবনার কথা জানার পর অভিযান শুরু করা হয়। এ সময় মাঠের মধ্যে দিয়ে আসা সন্দেহজনক ওই ব্যক্তিকে থামার সংকেত দিলে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে সে দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। তবে বিজিবি তাকে ধাওয়া করে আটক করে। ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বলেন, আটক ব্যক্তিকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
অমর একুশে বইমেলার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা

অমর একুশে বইমেলার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অমর একুশে বইমেলা-২০২৫ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবারের মেলার প্রতিপাদ্য ‘জুলাই গণ-অভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’। আজ বিকেল ৪টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠান থেকে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। এর আগে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনের পর বিকেল ৫টা থেকে মেলা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে। রাত সাড়ে ৮ টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না।
বিশ্ব ইজতেমায় আগামীকাল আখেরি মোনাজাত

বিশ্ব ইজতেমায় আগামীকাল আখেরি মোনাজাত চলছে তাবলীগ জামায়াতের শুরায়ী নেজাম অনুসারীদের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আগামীকাল আনুমানিক সকাল ৯টার দিকে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। আখেরি মোনাজাত পরিচালনা করবেন শুরায়ী নেজাম অনুসারী মাওলানা জুবায়ের আহমেদ। আজ মাওলানা জুবায়ের অনুসারী মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ কথা জানান। ৩ ফেব্রুয়ারি বাদ মাগরিব আম বয়ানে শুরু হবে দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। পরে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ী নেজাম অনুসারিদের ৫৮তম বিশ্ব ইজতেমা।
লিটার প্রতি এক টাকা বাড়িয়ে জ্বালানি তেলের দাম পুননির্ধারণ

লিটার প্রতি এক টাকা বাড়িয়ে জ্বালানি তেলের দাম পুননির্ধারণ বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য প্রাইসিং ফর্মুলার আলোকে পুনর্র্নিধারণ করা হয়েছে। চলতি ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতকরণের নিমিত্তে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৪ টাকা থেকে ১ টাকা বৃদ্ধি করে ১০৫ টাকা, কেরোসিন ১০৪ টাকা হতে ১ টাকা বৃদ্ধি করে ১০৫ টাকা, অকটেন ১২৫ থেকে ১ টাকা বৃদ্ধি করে ১২৬ টাকা ও পেট্রোল ১২১ টাকা থেকে ১ টাকা বৃদ্ধি করে ১২২ টাকায় পুননির্ধারণ/সমন্বয় করা হয়েছে। নতুন নির্ধারিত মূল্য আজ ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে গতকাল এ তথ্য জানানো হয়।
কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে মৃত ৭০০

কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে মৃত ৭০০ আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহীগোষ্ঠী এম২৩ গ্রুপের সঙ্গে লড়াইয়ে পাঁচ দিনে ৭০০ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘের বরাত দিয়ের আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। জাতিসংঘের মুখাপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, গত রবিবার থেকে রুয়ান্ডা সমর্থিত এম২৩ গ্রুপের সঙ্গে লড়াইয়ে উত্তর কিভু প্রদেশের রাজধানী গোমায় এ পর্যন্ত আহত হয়েছে ২ হাজার ৮০০ জন। গতকাল ডুজারিক বলেন, রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও এর অংশীদার সংস্থা এবং কঙ্গো সরকারের সঙ্গে পরিচালিত একটি যৌথ মূল্যায়ন থেকে হতাহতের এই পরিসংখ্যান পাওয়া গেছে।
মিরাজের ব্যাটে ভর করে প্লে অফে খুলনা

মিরাজের ব্যাটে ভর করে প্লে অফে খুলনা ঢাকা ক্যাপিটালসের হয়ে একাই লড়লেন তানজিদ হাসান তামিম। কিন্তু বাকিদের ব্যর্থতার কারণে ভালো সংগ্রহ পায়নি তারা। জবাব দিতে নেমে টিকে থাকলেন মেহেদী হাসান মিরাজ। দারুণ এক ইনিংসে খুলনা টাইগার্সকে এনে দিলেন জয়। নিয়ে গেলেন প্লে অফে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৪১তম ম্যাচে আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঢাকাকে ৬ উইকেটে হারিয়েছে খুলনা। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে ঢাকা। যা ১৯ বল হাতে রেখেই তাড়া করে ফেলে খুলনা। খুলনার পক্ষে দুটি করে উইকেট নেন উইলিয়াম বোসিস্তো ও হাসান মাহমুদ। বাকি সব বোলার নেন একটি করে উইকেট। ১২ ম্যাচে ৬ জয় ও সমান হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে থেকে প্লে অফ নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে পাঁচে নেমে গেছে চিটাগং কিংস। আর ৬ পয়েন্ট নিয়ে এরপরেই ঢাকা। ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে সিলেট।
রহনপুরে পূণর্ভবার তীরে গ্রাম বাংলার পিঠা-পুলি উৎসব ও পোষালু

রহনপুরে পূণর্ভবার তীরে গ্রাম বাংলার পিঠা-পুলি উৎসব ও পোষালু গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় পূণর্ভবা নদী তীরের বাবুরঘোন গ্রামে প্রতিবছরের ন্যয় এবছরও হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা-পুলি উৎসব এবং গ্রামীন পিকনিক ’পোষালু’। আয়োজন ও উপস্থাপনের স্বকীয়তার কারণে ১৭ বছর আগে ২০০৮ সালে একদম ঘরোয়া আবহে শুরু হওয়া আয়োজনটি জনপ্রিয় ও সমাদৃত হয়েছে। দূর-দূরান্তের অতিথিরা দেশীয় সংস্কৃতির শেকড়ের টানে এখন অপেক্ষা করে থাকেন শীতের মৌসুমের এই দিনটির জন্য। অনেকেই আবার একে বলেন নবান্ন উৎসব। আজ দিনব্যাপী অনুষ্ঠানে মাতোয়ারা ছিল মূল আয়োজক উত্তর রহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতাজ বেগমের বড় গলি ঘেরা ও বিশাল আঙ্গিণার বাড়িটি। আয়োজনের মধ্যে ছিল নতুন ধানের ঢেঁকিছাটা ও যাঁতায় পেষা চালের তৈরি বিভিন্ন পিঠা তৈরী ও খাওয়া, দুপুরে আলু-ডিমের ঘন্ট দিয়ে তরকারি ও নানা পদের শীতের শাকের সাথে ভাপ ওঠা অগ্রাহায়ণ মাসে ওঠা চালের ভাত দিয়ে পোষালু। দুপুরের এই খাবার ভারী মজার বলেই সকলের আগ্রহের কেন্দ্র শুধু পিঠা নয় এটিও। আর আগ্রহ দিনব্যাপী বিভিন্ন বয়সী নারী এবং কিশোরীদের হারিয়ে যেতে বসা গ্রামীন গীত। সঙ্গে রয়েছে বিলুপ্তপ্রায় গ্রামীন খেলাধুলো। দিনব্যাপী শিশুদের আনন্দ-হুল্লোড় তো পুরো গ্রামেই ছড়িয়ে পড়েছে। অংশগ্রহণকারীদের পোষাকেও রয়েছে উৎসব। হলুদ পেড়ে লাল শাড়ি পরে উঠোনের চারদিকে কুয়াশা ঘেরা ভোর থেকেই বসে গেছেন নারী ও কিশোরীরা। তবে দিনের শুরু কাকডাকা ভোরে। কিশোরীরা সারিবদ্ধভাবে কলসিতে নদী থেকে পানি আনার মধ্যে দিয়ে কাজ শুরু হয়। এরপর ছাঁটা হয় চাল। পিষা হয় যঁতায়। এরপর আঙ্গিনার মাঝখানে বড় হাঁড়িতে পানি সিদ্ধ করে ভাপ উঠলে সেই ভাপ দিয়ে তৈরী তে শুরু করে ভাপা,কুলি ,তিল,তেল সহ বিভিন্ন রকমের পিঠা। গরম গরম পরিবেশনও করা হয় শীতের সকালে। সকল কাজই হয় আনন্দের সাথে গীত গাইতে গাইতে দলবদ্ধভাবে। সেই মাথে চলে একক ও দলীয় নৃত্য, একক ও দলীয় গান, ছড়া ও কবিতা আবৃত্তি, অভিনয় ইত্যাদি বিনোদনমূলক পরিবেশনা যার সবই বাঙ্গালীর গ্রামীন সংস্কৃতির অংশ। মূল সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলো হয় বাড়ির আঙ্গিনা ও পাশের বড় গলিতে দুপুরের পোষালু খাবার পর পড়ণÍ বিকেলে। অতিথিদের সমাদর করে খাওয়ানো হয়। গণ্যমান্য ব্যাক্তিদের বাড়ি বাড়িতে পৌঁছে দেয়া হয় পিঠা। দিন ব্যাপী পুরো গ্রামেই বিরাজ করে উৎসবের আমেজ।বিকেলে বৌ-ঝি’রা অংশ নেন বালিশ খেলা, চামচ খেলা, হাড়ি খেলা,এক্কা দোক্কা,কিত কিত খেলা, কলসি দৌড় ইত্যাদি খেলায়। সন্ধ্যায় শেষ হয় এই আয়োজন। আয়োজনের খরচ যোগায় গ্রামের বিদ্যলয়ের শিক্ষার্থীরা এবং গৃহীনিরা। শধু টাকা দিয়ে নয়। বরং বাড়ি বাড়ি থেকে ধান,চাল, আলু, মসলা, ডিম,তেল সংগ্রহ করা হয় উৎসবের আগেই। মমতাজ বেগম বলেন, দাদী-নানীর কাছে শোণা নবান্ন উৎসবের গল্প থেকে তিনি প্রথ অনুপ্রেরণা পান। পুরোনো যুগে ধান ওঠার পর গৃহস্থরা দাওয়াত করে কৃষক-কৃষাণী,আত্মীয় আর অতিথিদের খাওয়াতেন বলে। এসব গল্প শুনে, গ্রামীন সংস্কৃতির টানে আর হারিয়ে যেতে বসা বিভিন্ন ঐতিহ্য ধরে রাখতে নিজের বাড়িতেই উৎসব শুরু করেন। শুরুর দিনগুলো সহজ ছিল না। শিশু ও নারীদের নিয়ে কাজ করতে তিনি ভালবাসেন। অনেক পরিশ্রম করতে হয়। বিদেশী সাংস্কৃতিক আগ্রাসনের যুগে আমাদেও নিজেদের ঐতিহ্য ও অথীতকে তো হারিয়ে যেতে দেয়া যাবে না। সকলকেই এসব রক্ষায় কাজ করতে হবে। চিন্তা করতে হবে। তিনি আরও বলেন, আমার প্রধান শক্তি আমার পরিবার। বোন জেলার ভোলাহাট উপজেলার খানেআলমপুর মাদ্রাসার ইসলামী স্টাডিজের প্রভাষক শামীমা বেগম ও ভাই আল মামুন আমার পাশে থাকেন সবসময়। পারিবারিক আয়োজনেই ১৭ বছর ধরে এই উসব চলছে জানিয়ে মমতাজ বলেন, দেশীয় সংস্কৃতির বিভিন্ন দিন সহ বিভিন্ন জাতীয় দিবস তাঁরা পারিবারিক আয়োজনেই গ্রামবাসী ও শিক্ষার্থীদের নিয়ে পালন করেন। অনুষ্ঠানে অংশ নিতে যাওয়া জেলার প্রবীণ সাংবাদিক সামসুল ইসলাম টুকু ও হরিমোহন সরকারি উচ্চ-বিদ্যালয়ের শিক্ষক আজমাল মামুন বলেন, এম আয়োজন বিরল। যে কেউ দেখলে আবেগাপ্লুত হয়ে পুরোনো যুগে ফিরে যাবেন।